আমি নিউ ইয়র্ক শহরের জঞ্জালে যা আবিষ্কার করেছিলাম
-
0:00 - 0:03আমার তখন ১০ বছর বয়স
-
0:03 - 0:04বাবার সঙ্গে তাঁবুতে অবকাশযাপন করতে গেছিলাম
-
0:04 - 0:07অ্যাডিরোন্ড্যাক পর্বতে, ওটা একটা অরণ্য অঞ্চল যেটা
-
0:07 - 0:10নিউ ইয়র্ক রাজ্যের উত্তর অংশে অবস্থিত।
-
0:10 - 0:11দিনটা খুব সুন্দর ছিল।
-
0:11 - 0:13জঙ্গলটা আলো ঝলমলে ছিল।
-
0:13 - 0:17রোদ পড়ে গাছের পাতা গুলো রঙিন কাচের মত ঝক ঝক করছিল,
-
0:17 - 0:20আর আমরা যে পথটা অনুসরণ করছিলাম সেটা যদি না থাকতো
-
0:20 - 0:22তাহলে আমাদের প্রায় এমন লাগতো
-
0:22 - 0:25যেমন ওই মাটিতে আমরাই প্রথম মানুষ যারা পা ফেলেছি।
-
0:25 - 0:27আমরা আমাদের ক্যাম্পস্থলে উপস্থিত হলাম।
-
0:27 - 0:29ওটা খাড়া পাহাড়ের গায়ে লাগানো একটা চালা
-
0:29 - 0:31যার নীচে একটা অপূর্ব, স্ফটিক স্বচ্ছ ঝিলের শোভা দেখা যায়,
-
0:31 - 0:34আর তখনই আমি একটা জঘন্য ব্যাপার আবিষ্কার করলাম।
-
0:34 - 0:37ওই হেলান চালার পিছনে একটা আস্তাকুড়,
-
0:37 - 0:39প্রায় ৪০ বর্গ ফুটের
-
0:39 - 0:41যেটা পচা আপেলের শাঁস
-
0:41 - 0:43আর দুমড়ানো অ্যালুমিনিয়াম তবক
-
0:43 - 0:45আর পরিত্যক্ত জুতো দিয়ে ভরা ছিল।
-
0:45 - 0:47আর আমার অবাক লেগেছিল,
-
0:47 - 0:51আমি খুব রেগে গেছিলাম, আর আমি হতবুদ্ধি হয়ে গেছিলাম।
-
0:51 - 0:52যে সব শিবিরবাসী এত অলস যে
-
0:52 - 0:54তারা যেটা নিয়ে আসে সেটাও নিয়েও যায় না,
-
0:54 - 0:58তারা কি চিন্তা করে যে তাদের আবর্জনা কে পরিষ্কার করবে?
-
0:58 - 1:00এই প্রশ্নটা আমার মনে থেকে গিয়েছিল,
-
1:00 - 1:02আর প্রশ্নটা একটু সরল হয়েছিল।
-
1:02 - 1:04আমাদের আবর্জনা কে পরিষ্কার করে?
-
1:04 - 1:06সেটা আপনি যেভাবেই ভাবুন
-
1:06 - 1:07বা এই আমাদের যেখানেই স্থাপন করুন,
-
1:07 - 1:10আমাদের আবর্জনা ইস্তাম্বুলে কে পরিষ্কার করে?
-
1:10 - 1:12রিও তে আমাদের আবর্জনা কে সরায়
-
1:12 - 1:15বা প্যারিস কিংবা লন্ডনে?
-
1:15 - 1:16এই এখানে নিউ ইয়র্কে
-
1:16 - 1:19স্বাস্থ্য ব্যবস্থা বিভাগ আমাদের আবর্জনা পরিষ্কার করে,
-
1:19 - 1:22যার পরিমাণ হল ১১,০০০ টন আবর্জনা
-
1:22 - 1:26আর ২,০০০ টন রিসাইকেল যোগ্য বর্জ্য।
-
1:26 - 1:29আমি এই মানুষগুলোকে ব্যক্তিগত ভাবে জানতে চেয়েছিলাম।
-
1:29 - 1:31আমি বুঝতে চাইছিলাম যে এই কাজটা কারা করতে চায়।
-
1:31 - 1:34ওই উর্দিটা পড়তে
-
1:34 - 1:36আর এই দায়িত্বের বোঝা বইতে কেমন লাগে?
-
1:36 - 1:38তাই আমি ওনাদের সঙ্গে নিয়ে একটা গবেষণামূলক কার্যক্রম শুরু করলাম।
-
1:38 - 1:41আমি ওই ট্রাকে চড়ে ঘুরলাম আর ওই রাস্তায় হাঁটলাম
-
1:41 - 1:43আর পুরো শহরে লোকের সাক্ষাৎকার নিলাম বিভিন্ন অফিস
-
1:43 - 1:45আর দপ্তরে,
-
1:45 - 1:46আর আমি অনেক কিছু জানতে পারলাম,
-
1:46 - 1:49কিন্তু তবু আমি ছিলাম একজন বাইরের লোক।
-
1:49 - 1:51আমার আরও ভেতরে যাওয়ার প্রয়োজন ছিল।
-
1:51 - 1:54আর তাই আমি একজন জঞ্জাল কর্মীর কাজ নিলাম।
-
1:54 - 1:56এখন আমি শুধু ট্রাকে চড়ছিলাম না। আমি ট্রাক চালাচ্ছিলাম।
-
1:56 - 2:00আর আমি যান্ত্রিক ঝাঁটা চালাতাম আর বরফ সাফাই করতাম।
-
2:00 - 2:01ওটা একটা অসাধারণ মর্যাদার
-
2:01 - 2:04আর চমকপ্রদ ভাবে শিক্ষণীয় কাজ ছিল।
-
2:04 - 2:06সবাই গন্ধের কথা জিগ্যেস করে।
-
2:06 - 2:09ওটা ছিল কিন্তু ওটা আপনারা যতটা ভাবেন ততটা ব্যাপক ছিল না,
-
2:09 - 2:11আর যে সব দিনে ওটা খুব বেশী থাকে,
-
2:11 - 2:13আপনি খুব তাড়াতাড়ি ওটাতে অভ্যস্ত হয়ে যাবেন।
-
2:13 - 2:17ওজনটাতে অভ্যস্ত হতে অনেক সময় লাগে।
-
2:17 - 2:19আমি এমন লোকদের জানতাম যারা এই কাজে বহু বছর আছে
-
2:19 - 2:21তবু তাদের শরীর তখনও টন কে টন জঞ্জালের
-
2:21 - 2:24গুরুভার প্রতি সপ্তাহে শরীরের ওপর বহন করতে
-
2:24 - 2:27অভ্যস্ত হচ্ছে।
-
2:27 - 2:29আর আছে বিপদের ভয়।
-
2:29 - 2:31শ্রমিক পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী
-
2:31 - 2:33জঞ্জাল সাফাই দেশের ১০ টা সবথেকে বিপদজনক
-
2:33 - 2:35কাজের একটা,
-
2:35 - 2:37আর আমি জানতে পেরেছিলাম কেন।
-
2:37 - 2:38আপনি সারাদিন যানবাহনের স্রোতে ঢোকা বেরুনো করেন,
-
2:38 - 2:39আর ওগুলো আপনার চারধারে সাঁই সাঁই করে চলে।
-
2:39 - 2:41এরা শুধু আপনাকে ছাড়িয়ে আগে যেতে চায়, তাই প্রায়ই
-
2:41 - 2:43গাড়ির চালক মনোযোগ দেয় না।
-
2:43 - 2:45সেটা কর্মীদের জন্য খুবই খারাপ।
-
2:45 - 2:47আর তাছাড়া জঞ্জালে এমনিতেই বিভিন্ন ঝুঁকি থাকে
-
2:47 - 2:49আর প্রায়ই সেগুলো ট্রাকের পিছন থেকে ছিটকে পড়ে
-
2:49 - 2:51আর ভয়ানক ক্ষতি ঘটায়।
-
2:51 - 2:54আমি জঞ্জালের নিরবচ্ছিন্নতা সম্পর্কেও জানতে পারলাম।
-
2:54 - 2:56আপনি যখন ফুটপাথ থেকে নেমে আসেন
-
2:56 - 2:58আর একটা শহরকে একটা ট্রাকের পিছন থেকে দেখেন,
-
2:58 - 3:00আপনি বুঝতে পারেন যে জঞ্জাল নিজে
-
3:00 - 3:03একটা প্রাকৃতিক শক্তির মত।
-
3:03 - 3:05এটার আসা কখনো বন্ধ হয় না।
-
3:05 - 3:09এটা শ্বাসপ্রশ্বাস বা রক্তসঞ্চালনের মত।
-
3:09 - 3:12এটাকে অবিরত সচল থাকতে হবে।
-
3:12 - 3:14আর আছে এর সঙ্গে জড়িত কলঙ্ক।
-
3:14 - 3:17আপনি উর্দিটা পরার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যান
-
3:17 - 3:19যতক্ষণ না কেউ কোন কারণে আপনার ওপর অসন্তুষ্ট হয়
-
3:19 - 3:21যেমন যখন আপনি আপনার ট্রাক দিয়ে গাড়ি চলার রাস্তা আটকে দেন
-
3:21 - 3:24বা আপনি কারো বাড়ির খুব কাছে বিশ্রামের সিদ্ধান্ত নেন,
-
3:24 - 3:27বা আপনি একই রেস্তোরাঁয় কফি খেতে যান,
-
3:27 - 3:30আর তখন ওরা এসে আপনাকে ঘৃণার চোখে দেখবে,
-
3:30 - 3:33আর আপনাকে জানিয়ে দেবেন যে ওরা আপনাকে ওনাদের ত্রিসীমানায় দেখা পছন্দ করেন না।
-
3:33 - 3:35আমার এই কলঙ্কের ব্যাপারটা খুব উদ্ভট মনে হয়,
-
3:35 - 3:39কারণ আমি বিশ্বাস করি যে জঞ্জাল সাফাই কর্মীরা
-
3:39 - 3:40আমাদের শহরের রাস্তার সব থেকে গুরুত্বপূর্ণ শ্রমশক্তি
-
3:40 - 3:43আর এর তিনটে কারণ।
-
3:43 - 3:46ওরা জনস্বাস্থ্যের প্রথম তত্ত্বাবধায়ক।
-
3:46 - 3:48ওনারা যদি প্রতিদিন জঞ্জাল না সরান
-
3:48 - 3:51দক্ষতা আর সক্রিয়তার সঙ্গে,
-
3:51 - 3:53ওগুলো ওদের আধার থেকে উপচে পড়বে
-
3:53 - 3:57আর তার ফলে যে বিপদের সৃষ্টি হয় সেটা আমাদের অস্তিত্বকে
-
3:57 - 3:58বাস্তবিক ভাবে বিপন্ন করে।
-
3:58 - 4:01যে সব রোগভোগ কয়েক দশক বা শতক ধরে নিয়ন্ত্রণে আছে
-
4:01 - 4:04সেগুলোর আবার প্রাদুর্ভাব ঘটবে আর আমাদের সর্বনাশ ঘটাবে।
-
4:04 - 4:06অর্থনৈতিক কারণেও ওদের প্রয়োজন আছে।
-
4:06 - 4:09আমরা যদি পুরনো জিনিষ ফেলে দিতে না পারি,
-
4:09 - 4:11নতুন জিনিষ রাখার জায়গা থাকবে না,
-
4:11 - 4:13আর তখন অর্থনীতির চাকা
-
4:13 - 4:16ব্যয়ের পরিমাণ কমে যাওয়ার কারণে থেমে থেমে ঘুরবে।
-
4:16 - 4:20আমি পুঁজিবাদের স্বপক্ষে বলছি না, আমি শুধু ওদের পরস্পরের সম্পর্কটা তুলে ধরছি।
-
4:20 - 4:22আর যেটা আছে সেটাকে আমি বলি
-
4:22 - 4:26আমাদের গড়পড়তা প্রয়োজনীয় প্রাত্যহিক গতি।
-
4:26 - 4:27এটা দিয়ে আমি শুধু বোঝাতে চাই
-
4:27 - 4:29আমরা আজকের দিনে আর যুগে কত দ্রুত
-
4:29 - 4:31চলতে অভ্যস্ত হয়ে গেছি।
-
4:31 - 4:37আমরা সাধারণত কফির কাপ,
-
4:37 - 4:39বাজারের ব্যাগ
-
4:39 - 4:41বা জলের বোতল সারাই করা, পরিষ্কার করা বা সঙ্গে করে ঘোরা নিয়ে মাথা ঘামাই না।
-
4:41 - 4:44আমরা ওগুলো ব্যবহার করি, ছুঁড়ে ফেলে দিই আর ওগুলোকে ভুলে যাই,
-
4:44 - 4:45কারণ আমরা জানি যে অন্য দিকে একটা শ্রমশক্তি আছে
-
4:45 - 4:48যেটা এই সব কিছু সরিয়ে নিয়ে যাবে।
-
4:48 - 4:51তাই আজ আমি জঞ্জাল সাফাই সম্পর্কে চিন্তা করার এমন দুটো রাস্তা বাতলাতে চাই
-
4:51 - 4:55যেটা হয়ত ওটার
-
4:55 - 4:58কলঙ্ক মোচন করতে পারবে
-
4:58 - 5:00আর ওনাদের টেনে আনতে পারবে
-
5:00 - 5:06একটা মানবিক আর দীর্ঘজীবী শহর কিভাবে গড়ে তোলা যায় সেই আলোচনায়।
-
5:06 - 5:10আমার মনে হয়, ওনাদের কাজ খানিকটা গণ প্রার্থনার মত।
-
5:10 - 5:12ওনারা প্রতিদিন একটা নিয়মিত ছন্দে রাস্তায় কাজ করে যান।
-
5:12 - 5:14ওনারা অনেক শহরে উর্দি পড়ে থাকেন।
-
5:14 - 5:16আপনি জানেন যে ওনারা ঠিক কখন আসবেন।
-
5:16 - 5:20আর ওনাদের কাজের জন্যই আমরা আমাদের কাজ করতে পারি।
-
5:20 - 5:23ওনারা যেন এক ধরণের ভরসা।
-
5:23 - 5:25ওনারা যে প্রবাহ বজায় রাখেন
-
5:25 - 5:27সেটা আমাদের নিজেদের থেকে সুরক্ষিত রাখে,
-
5:27 - 5:29আমাদের নিজেদের আবর্জনা আর পরিত্যক্ত জিনিষপত্র থেকে,
-
5:29 - 5:32আর এই প্রবাহ সব সময় বজায় রাখা জরুরি
-
5:32 - 5:34যাই ঘটে যাক না কেন।
-
5:34 - 5:38২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের পরের দিন
-
5:38 - 5:41আমি রাস্তায় একটা জঞ্জালের ট্রাকের গরগর শব্দ শুনতে পেলাম,
-
5:41 - 5:43আর আমি আমার নবজাত ছেলেকে তুলে নিয়ে নীচের তলায় দৌড়ে গেলাম
-
5:43 - 5:46আর দেখলাম একজন লোক তার কাগজ রিসাইকেলের নির্দিষ্ট পথে কাজ করে যাচ্ছেন
-
5:46 - 5:48যেমন তিনি করেন প্রতি বুধবার।
-
5:48 - 5:51আর আমি ওনাকে ওনার কাজ করার জন্য ধন্যবাদ দেওয়ার চেষ্টা করলাম
-
5:51 - 5:53সব দিনের মধ্যে সেই দিনটাতেই
-
5:53 - 5:56কিন্তু আমি কাঁদতে লাগলাম।
-
5:56 - 5:57আর উনি আমার দিকে দেখলেন,
-
5:57 - 6:01আর শুধু মাথা নাড়লেন, আর উনি বললেন,
-
6:01 - 6:04"আমরা ঠিক থাকবো।
-
6:04 - 6:06আমরা ঠিক থাকবো।"
-
6:06 - 6:08এর কিছু পরেই আমি
-
6:08 - 6:09জঞ্জাল সাফাই নিয়ে আমার গবেষণা শুরু করি,
-
6:09 - 6:10আর আমার সঙ্গে সেই লোকটার আবার দেখা হয়।
-
6:10 - 6:13ওনার নাম পলি, আর আমরা অনেক বার একসঙ্গে কাজ করেছি,
-
6:13 - 6:15আর আমরা ভালো বন্ধু হয়ে গেছিলাম।
-
6:15 - 6:18আমি বিশ্বাস করতে চাই যে পলি ঠিক বলেছিল।
-
6:18 - 6:20আমরা ঠিক থাকবো।
-
6:20 - 6:22কিন্তু আমরা একটা প্রজাতি হিসেবে কিভাবে
-
6:22 - 6:25এই গ্রহে টিকে থাকবো সেটাকে পুনর্বিন্যাস করার আমাদের এই প্রচেষ্টায়
-
6:25 - 6:28আমাদের অবশ্যই অন্তর্গত করতে হবে আর বিবেচনা করতে হবে
-
6:28 - 6:32সব রকম মূল্যের, শ্রমের যে মানবিক মূল্য আছে
-
6:32 - 6:34তারও।
-
6:34 - 6:37আর আমাদের ভালো ভাবে জানতে হবে
-
6:37 - 6:39যারা সেই কাজ করে তাদের কাছে জিজ্ঞাসা করে,
-
6:39 - 6:41তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে
-
6:41 - 6:42আমরা কিভাবে ধারণা করবো,
-
6:42 - 6:46আমরা কি ভাবে গঠন করবো এমন একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা
-
6:46 - 6:49যেটা হয়ত আমাদের ফুটপাথের পাশে করা রিসাইকেলের কাজ
-
6:49 - 6:52যেটা কিনা ৪০ বছরের একটা অসামান্য সাফল্য,
-
6:52 - 6:55তার থেকে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র আর সারা বিশ্বের অন্যান্য দেশে পৌঁছে দেবে,
-
6:55 - 6:58আর আমাদের জন্য একটা আরও প্রশস্ত দিগন্ত উন্মোচিত করবে
-
6:58 - 7:01যেখানে আমরা অন্যান্য রকমের জঞ্জাল
-
7:01 - 7:02কম করার সম্পর্কে ভাবতে পারবো
-
7:02 - 7:05যে জঞ্জালের উৎস উৎপাদন ও শিল্প।
-
7:05 - 7:09আমরা যখন জঞ্জাল নিয়ে কথা বলি আমরা ভাবি পৌর জঞ্জালের কথা
-
7:09 - 7:13যেটা দেশের জঞ্জাল প্রবাহের তিন শতাংশ।
-
7:13 - 7:15এটা একটা চমকপ্রদ পরিসংখ্যান।
-
7:15 - 7:18তাই আপনার দিনপ্রবাহে
-
7:18 - 7:19আপনার জীবন প্রবাহে
-
7:19 - 7:22পরের বার যখন কাউকে দেখবেন যার কাজ
-
7:22 - 7:25আপনার জঞ্জাল পরিষ্কার করা,
-
7:25 - 7:28একটু সময় করে ওনাদের স্বীকৃতি দেবেন।
-
7:28 - 7:32একটু সময় করে ধন্যবাদ জানাবেন।
-
7:32 - 7:36(হাততালি)
- Title:
- আমি নিউ ইয়র্ক শহরের জঞ্জালে যা আবিষ্কার করেছিলাম
- Speaker:
- Robin Nagle
- Description:
-
নিউ ইয়র্ক শহরের অধিবাসীরা প্রতিদিন ১১,০০০ টন জঞ্জাল উৎপন্ন করেন। প্রতিদিন! এই চমকপ্রদ পরিসংখ্যান, রবিন নেইগল যে কারণে শহরের জঞ্জাল সাফাই বিভাগ নিয়ে গবেষণামূলক কার্যক্রম শুরু করেন তার একটা। উনি সেই সব রাস্তায় হেঁটেছেন, যান্ত্রিক ঝাঁটা চালিয়েছেন, এমন কি নিজে একটা জঞ্জালের ট্রাকও চালিয়েছেন--এই সব করেছেন যাতে তিনি এমন একটা প্রশ্নের উত্তর দিতে পারেন যেটা শুনতে সরল লাগলেও আসলে জটিল: আমাদের জঞ্জাল কে পরিষ্কার করে?
- Video Language:
- English
- Team:
- closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 07:52
Palash Ranjan Sanyal approved Bengali subtitles for What I discovered in New York City trash | ||
Palash Ranjan Sanyal accepted Bengali subtitles for What I discovered in New York City trash | ||
Palash Ranjan Sanyal edited Bengali subtitles for What I discovered in New York City trash | ||
Palash Ranjan Sanyal edited Bengali subtitles for What I discovered in New York City trash | ||
Apala Sengupta edited Bengali subtitles for What I discovered in New York City trash | ||
Apala Sengupta edited Bengali subtitles for What I discovered in New York City trash | ||
Apala Sengupta edited Bengali subtitles for What I discovered in New York City trash |