[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.32,0:00:02.57,Default,,0000,0000,0000,,আমার তখন ১০ বছর বয়স Dialogue: 0,0:00:02.57,0:00:04.27,Default,,0000,0000,0000,,বাবার সঙ্গে তাঁবুতে অবকাশযাপন করতে গেছিলাম Dialogue: 0,0:00:04.27,0:00:07.03,Default,,0000,0000,0000,,অ্যাডিরোন্ড্যাক পর্বতে, ওটা একটা অরণ্য অঞ্চল যেটা Dialogue: 0,0:00:07.03,0:00:10.03,Default,,0000,0000,0000,,নিউ ইয়র্ক রাজ্যের উত্তর অংশে অবস্থিত। Dialogue: 0,0:00:10.03,0:00:11.47,Default,,0000,0000,0000,,দিনটা খুব সুন্দর ছিল। Dialogue: 0,0:00:11.47,0:00:13.47,Default,,0000,0000,0000,,জঙ্গলটা আলো ঝলমলে ছিল। Dialogue: 0,0:00:13.47,0:00:16.99,Default,,0000,0000,0000,,রোদ পড়ে গাছের পাতা গুলো রঙিন কাচের মত ঝক ঝক করছিল, Dialogue: 0,0:00:16.99,0:00:20.20,Default,,0000,0000,0000,,আর আমরা যে পথটা অনুসরণ করছিলাম সেটা যদি না থাকতো Dialogue: 0,0:00:20.20,0:00:21.60,Default,,0000,0000,0000,,তাহলে আমাদের প্রায় এমন লাগতো Dialogue: 0,0:00:21.60,0:00:25.16,Default,,0000,0000,0000,,যেমন ওই মাটিতে আমরাই প্রথম মানুষ যারা পা ফেলেছি। Dialogue: 0,0:00:25.16,0:00:26.82,Default,,0000,0000,0000,,আমরা আমাদের ক্যাম্পস্থলে উপস্থিত হলাম। Dialogue: 0,0:00:26.82,0:00:28.78,Default,,0000,0000,0000,,ওটা খাড়া পাহাড়ের গায়ে লাগানো একটা চালা Dialogue: 0,0:00:28.78,0:00:31.48,Default,,0000,0000,0000,,যার নীচে একটা অপূর্ব, স্ফটিক স্বচ্ছ ঝিলের শোভা দেখা যায়, Dialogue: 0,0:00:31.48,0:00:34.17,Default,,0000,0000,0000,,আর তখনই আমি একটা জঘন্য ব্যাপার আবিষ্কার করলাম। Dialogue: 0,0:00:34.17,0:00:37.27,Default,,0000,0000,0000,,ওই হেলান চালার পিছনে একটা আস্তাকুড়, Dialogue: 0,0:00:37.27,0:00:38.73,Default,,0000,0000,0000,,প্রায় ৪০ বর্গ ফুটের Dialogue: 0,0:00:38.73,0:00:41.04,Default,,0000,0000,0000,,যেটা পচা আপেলের শাঁস Dialogue: 0,0:00:41.04,0:00:42.79,Default,,0000,0000,0000,,আর দুমড়ানো অ্যালুমিনিয়াম তবক Dialogue: 0,0:00:42.79,0:00:44.54,Default,,0000,0000,0000,,আর পরিত্যক্ত জুতো দিয়ে ভরা ছিল। Dialogue: 0,0:00:44.54,0:00:47.11,Default,,0000,0000,0000,,আর আমার অবাক লেগেছিল, Dialogue: 0,0:00:47.11,0:00:50.54,Default,,0000,0000,0000,,আমি খুব রেগে গেছিলাম, আর আমি হতবুদ্ধি হয়ে গেছিলাম। Dialogue: 0,0:00:50.54,0:00:52.12,Default,,0000,0000,0000,,যে সব শিবিরবাসী এত অলস যে Dialogue: 0,0:00:52.12,0:00:54.08,Default,,0000,0000,0000,,তারা যেটা নিয়ে আসে সেটাও নিয়েও যায় না, Dialogue: 0,0:00:54.08,0:00:57.93,Default,,0000,0000,0000,,তারা কি চিন্তা করে যে তাদের আবর্জনা কে পরিষ্কার করবে? Dialogue: 0,0:00:57.93,0:00:59.84,Default,,0000,0000,0000,,এই প্রশ্নটা আমার মনে থেকে গিয়েছিল, Dialogue: 0,0:00:59.84,0:01:01.80,Default,,0000,0000,0000,,আর প্রশ্নটা একটু সরল হয়েছিল। Dialogue: 0,0:01:01.80,0:01:04.18,Default,,0000,0000,0000,,আমাদের আবর্জনা কে পরিষ্কার করে? Dialogue: 0,0:01:04.18,0:01:05.60,Default,,0000,0000,0000,,সেটা আপনি যেভাবেই ভাবুন Dialogue: 0,0:01:05.60,0:01:07.31,Default,,0000,0000,0000,,বা এই আমাদের যেখানেই স্থাপন করুন, Dialogue: 0,0:01:07.31,0:01:09.90,Default,,0000,0000,0000,,আমাদের আবর্জনা ইস্তাম্বুলে কে পরিষ্কার করে? Dialogue: 0,0:01:09.90,0:01:12.15,Default,,0000,0000,0000,,রিও তে আমাদের আবর্জনা কে সরায় Dialogue: 0,0:01:12.15,0:01:14.68,Default,,0000,0000,0000,,বা প্যারিস কিংবা লন্ডনে? Dialogue: 0,0:01:14.68,0:01:16.26,Default,,0000,0000,0000,,এই এখানে নিউ ইয়র্কে Dialogue: 0,0:01:16.26,0:01:18.85,Default,,0000,0000,0000,,স্বাস্থ্য ব্যবস্থা বিভাগ আমাদের আবর্জনা পরিষ্কার করে, Dialogue: 0,0:01:18.85,0:01:21.52,Default,,0000,0000,0000,,যার পরিমাণ হল ১১,০০০ টন আবর্জনা Dialogue: 0,0:01:21.52,0:01:25.88,Default,,0000,0000,0000,,আর ২,০০০ টন রিসাইকেল যোগ্য বর্জ্য। Dialogue: 0,0:01:25.88,0:01:28.51,Default,,0000,0000,0000,,আমি এই মানুষগুলোকে ব্যক্তিগত ভাবে জানতে চেয়েছিলাম। Dialogue: 0,0:01:28.51,0:01:31.36,Default,,0000,0000,0000,,আমি বুঝতে চাইছিলাম যে এই কাজটা কারা করতে চায়। Dialogue: 0,0:01:31.36,0:01:33.88,Default,,0000,0000,0000,,ওই উর্দিটা পড়তে Dialogue: 0,0:01:33.88,0:01:35.53,Default,,0000,0000,0000,,আর এই দায়িত্বের বোঝা বইতে কেমন লাগে? Dialogue: 0,0:01:35.53,0:01:38.18,Default,,0000,0000,0000,,তাই আমি ওনাদের সঙ্গে নিয়ে একটা গবেষণামূলক কার্যক্রম শুরু করলাম। Dialogue: 0,0:01:38.18,0:01:40.72,Default,,0000,0000,0000,,আমি ওই ট্রাকে চড়ে ঘুরলাম আর ওই রাস্তায় হাঁটলাম Dialogue: 0,0:01:40.72,0:01:43.13,Default,,0000,0000,0000,,আর পুরো শহরে লোকের সাক্ষাৎকার নিলাম বিভিন্ন অফিস Dialogue: 0,0:01:43.13,0:01:44.64,Default,,0000,0000,0000,,আর দপ্তরে, Dialogue: 0,0:01:44.64,0:01:46.38,Default,,0000,0000,0000,,আর আমি অনেক কিছু জানতে পারলাম, Dialogue: 0,0:01:46.38,0:01:48.73,Default,,0000,0000,0000,,কিন্তু তবু আমি ছিলাম একজন বাইরের লোক। Dialogue: 0,0:01:48.73,0:01:50.60,Default,,0000,0000,0000,,আমার আরও ভেতরে যাওয়ার প্রয়োজন ছিল। Dialogue: 0,0:01:50.60,0:01:53.72,Default,,0000,0000,0000,,আর তাই আমি একজন জঞ্জাল কর্মীর কাজ নিলাম। Dialogue: 0,0:01:53.72,0:01:56.37,Default,,0000,0000,0000,,এখন আমি শুধু ট্রাকে চড়ছিলাম না। আমি ট্রাক চালাচ্ছিলাম। Dialogue: 0,0:01:56.37,0:01:59.51,Default,,0000,0000,0000,,আর আমি যান্ত্রিক ঝাঁটা চালাতাম আর বরফ সাফাই করতাম। Dialogue: 0,0:01:59.51,0:02:01.41,Default,,0000,0000,0000,,ওটা একটা অসাধারণ মর্যাদার Dialogue: 0,0:02:01.41,0:02:04.02,Default,,0000,0000,0000,,আর চমকপ্রদ ভাবে শিক্ষণীয় কাজ ছিল। Dialogue: 0,0:02:04.02,0:02:06.17,Default,,0000,0000,0000,,সবাই গন্ধের কথা জিগ্যেস করে। Dialogue: 0,0:02:06.17,0:02:09.23,Default,,0000,0000,0000,,ওটা ছিল কিন্তু ওটা আপনারা যতটা ভাবেন ততটা ব্যাপক ছিল না, Dialogue: 0,0:02:09.23,0:02:10.74,Default,,0000,0000,0000,,আর যে সব দিনে ওটা খুব বেশী থাকে, Dialogue: 0,0:02:10.74,0:02:13.42,Default,,0000,0000,0000,,আপনি খুব তাড়াতাড়ি ওটাতে অভ্যস্ত হয়ে যাবেন। Dialogue: 0,0:02:13.42,0:02:16.62,Default,,0000,0000,0000,,ওজনটাতে অভ্যস্ত হতে অনেক সময় লাগে। Dialogue: 0,0:02:16.62,0:02:18.90,Default,,0000,0000,0000,,আমি এমন লোকদের জানতাম যারা এই কাজে বহু বছর আছে Dialogue: 0,0:02:18.90,0:02:21.49,Default,,0000,0000,0000,,তবু তাদের শরীর তখনও টন কে টন জঞ্জালের Dialogue: 0,0:02:21.49,0:02:23.57,Default,,0000,0000,0000,,গুরুভার প্রতি সপ্তাহে শরীরের ওপর বহন করতে Dialogue: 0,0:02:23.57,0:02:26.55,Default,,0000,0000,0000,,অভ্যস্ত হচ্ছে। Dialogue: 0,0:02:26.55,0:02:28.73,Default,,0000,0000,0000,,আর আছে বিপদের ভয়। Dialogue: 0,0:02:28.73,0:02:31.21,Default,,0000,0000,0000,,শ্রমিক পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী Dialogue: 0,0:02:31.21,0:02:33.41,Default,,0000,0000,0000,,জঞ্জাল সাফাই দেশের ১০ টা সবথেকে বিপদজনক Dialogue: 0,0:02:33.41,0:02:35.30,Default,,0000,0000,0000,,কাজের একটা, Dialogue: 0,0:02:35.30,0:02:37.05,Default,,0000,0000,0000,,আর আমি জানতে পেরেছিলাম কেন। Dialogue: 0,0:02:37.05,0:02:38.47,Default,,0000,0000,0000,,আপনি সারাদিন যানবাহনের স্রোতে ঢোকা বেরুনো করেন, Dialogue: 0,0:02:38.47,0:02:39.43,Default,,0000,0000,0000,,আর ওগুলো আপনার চারধারে সাঁই সাঁই করে চলে। Dialogue: 0,0:02:39.43,0:02:41.32,Default,,0000,0000,0000,,এরা শুধু আপনাকে ছাড়িয়ে আগে যেতে চায়, তাই প্রায়ই Dialogue: 0,0:02:41.32,0:02:43.37,Default,,0000,0000,0000,,গাড়ির চালক মনোযোগ দেয় না। Dialogue: 0,0:02:43.37,0:02:45.19,Default,,0000,0000,0000,,সেটা কর্মীদের জন্য খুবই খারাপ। Dialogue: 0,0:02:45.19,0:02:47.35,Default,,0000,0000,0000,,আর তাছাড়া জঞ্জালে এমনিতেই বিভিন্ন ঝুঁকি থাকে Dialogue: 0,0:02:47.35,0:02:49.37,Default,,0000,0000,0000,,আর প্রায়ই সেগুলো ট্রাকের পিছন থেকে ছিটকে পড়ে Dialogue: 0,0:02:49.37,0:02:51.45,Default,,0000,0000,0000,,আর ভয়ানক ক্ষতি ঘটায়। Dialogue: 0,0:02:51.45,0:02:54.27,Default,,0000,0000,0000,,আমি জঞ্জালের নিরবচ্ছিন্নতা সম্পর্কেও জানতে পারলাম। Dialogue: 0,0:02:54.27,0:02:55.58,Default,,0000,0000,0000,,আপনি যখন ফুটপাথ থেকে নেমে আসেন Dialogue: 0,0:02:55.58,0:02:58.43,Default,,0000,0000,0000,,আর একটা শহরকে একটা ট্রাকের পিছন থেকে দেখেন, Dialogue: 0,0:02:58.43,0:03:00.21,Default,,0000,0000,0000,,আপনি বুঝতে পারেন যে জঞ্জাল নিজে Dialogue: 0,0:03:00.21,0:03:02.83,Default,,0000,0000,0000,,একটা প্রাকৃতিক শক্তির মত। Dialogue: 0,0:03:02.83,0:03:05.29,Default,,0000,0000,0000,,এটার আসা কখনো বন্ধ হয় না। Dialogue: 0,0:03:05.29,0:03:08.77,Default,,0000,0000,0000,,এটা শ্বাসপ্রশ্বাস বা রক্তসঞ্চালনের মত। Dialogue: 0,0:03:08.77,0:03:11.81,Default,,0000,0000,0000,,এটাকে অবিরত সচল থাকতে হবে। Dialogue: 0,0:03:11.81,0:03:13.86,Default,,0000,0000,0000,,আর আছে এর সঙ্গে জড়িত কলঙ্ক। Dialogue: 0,0:03:13.86,0:03:16.78,Default,,0000,0000,0000,,আপনি উর্দিটা পরার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যান Dialogue: 0,0:03:16.78,0:03:19.08,Default,,0000,0000,0000,,যতক্ষণ না কেউ কোন কারণে আপনার ওপর অসন্তুষ্ট হয় Dialogue: 0,0:03:19.08,0:03:21.39,Default,,0000,0000,0000,,যেমন যখন আপনি আপনার ট্রাক দিয়ে গাড়ি চলার রাস্তা আটকে দেন Dialogue: 0,0:03:21.39,0:03:24.04,Default,,0000,0000,0000,,বা আপনি কারো বাড়ির খুব কাছে বিশ্রামের সিদ্ধান্ত নেন, Dialogue: 0,0:03:24.04,0:03:27.16,Default,,0000,0000,0000,,বা আপনি একই রেস্তোরাঁয় কফি খেতে যান, Dialogue: 0,0:03:27.16,0:03:29.57,Default,,0000,0000,0000,,আর তখন ওরা এসে আপনাকে ঘৃণার চোখে দেখবে, Dialogue: 0,0:03:29.57,0:03:32.83,Default,,0000,0000,0000,,আর আপনাকে জানিয়ে দেবেন যে ওরা আপনাকে ওনাদের ত্রিসীমানায় দেখা পছন্দ করেন না। Dialogue: 0,0:03:32.83,0:03:35.26,Default,,0000,0000,0000,,আমার এই কলঙ্কের ব্যাপারটা খুব উদ্ভট মনে হয়, Dialogue: 0,0:03:35.26,0:03:38.57,Default,,0000,0000,0000,,কারণ আমি বিশ্বাস করি যে জঞ্জাল সাফাই কর্মীরা Dialogue: 0,0:03:38.57,0:03:40.25,Default,,0000,0000,0000,,আমাদের শহরের রাস্তার সব থেকে গুরুত্বপূর্ণ শ্রমশক্তি Dialogue: 0,0:03:40.25,0:03:43.28,Default,,0000,0000,0000,,আর এর তিনটে কারণ। Dialogue: 0,0:03:43.28,0:03:46.06,Default,,0000,0000,0000,,ওরা জনস্বাস্থ্যের প্রথম তত্ত্বাবধায়ক। Dialogue: 0,0:03:46.06,0:03:48.47,Default,,0000,0000,0000,,ওনারা যদি প্রতিদিন জঞ্জাল না সরান Dialogue: 0,0:03:48.47,0:03:50.74,Default,,0000,0000,0000,,দক্ষতা আর সক্রিয়তার সঙ্গে, Dialogue: 0,0:03:50.74,0:03:53.45,Default,,0000,0000,0000,,ওগুলো ওদের আধার থেকে উপচে পড়বে Dialogue: 0,0:03:53.45,0:03:57.18,Default,,0000,0000,0000,,আর তার ফলে যে বিপদের সৃষ্টি হয় সেটা আমাদের অস্তিত্বকে Dialogue: 0,0:03:57.18,0:03:58.35,Default,,0000,0000,0000,,বাস্তবিক ভাবে বিপন্ন করে। Dialogue: 0,0:03:58.35,0:04:01.32,Default,,0000,0000,0000,,যে সব রোগভোগ কয়েক দশক বা শতক ধরে নিয়ন্ত্রণে আছে Dialogue: 0,0:04:01.32,0:04:04.23,Default,,0000,0000,0000,,সেগুলোর আবার প্রাদুর্ভাব ঘটবে আর আমাদের সর্বনাশ ঘটাবে। Dialogue: 0,0:04:04.23,0:04:05.90,Default,,0000,0000,0000,,অর্থনৈতিক কারণেও ওদের প্রয়োজন আছে। Dialogue: 0,0:04:05.90,0:04:08.83,Default,,0000,0000,0000,,আমরা যদি পুরনো জিনিষ ফেলে দিতে না পারি, Dialogue: 0,0:04:08.83,0:04:10.72,Default,,0000,0000,0000,,নতুন জিনিষ রাখার জায়গা থাকবে না, Dialogue: 0,0:04:10.72,0:04:12.78,Default,,0000,0000,0000,,আর তখন অর্থনীতির চাকা Dialogue: 0,0:04:12.78,0:04:15.71,Default,,0000,0000,0000,,ব্যয়ের পরিমাণ কমে যাওয়ার কারণে থেমে থেমে ঘুরবে। Dialogue: 0,0:04:15.71,0:04:19.78,Default,,0000,0000,0000,,আমি পুঁজিবাদের স্বপক্ষে বলছি না, আমি শুধু ওদের পরস্পরের সম্পর্কটা তুলে ধরছি। Dialogue: 0,0:04:19.78,0:04:21.77,Default,,0000,0000,0000,,আর যেটা আছে সেটাকে আমি বলি Dialogue: 0,0:04:21.77,0:04:25.98,Default,,0000,0000,0000,,আমাদের গড়পড়তা প্রয়োজনীয় প্রাত্যহিক গতি। Dialogue: 0,0:04:25.98,0:04:27.03,Default,,0000,0000,0000,,এটা দিয়ে আমি শুধু বোঝাতে চাই Dialogue: 0,0:04:27.03,0:04:29.28,Default,,0000,0000,0000,,আমরা আজকের দিনে আর যুগে কত দ্রুত Dialogue: 0,0:04:29.28,0:04:31.41,Default,,0000,0000,0000,,চলতে অভ্যস্ত হয়ে গেছি। Dialogue: 0,0:04:31.41,0:04:36.76,Default,,0000,0000,0000,,আমরা সাধারণত কফির কাপ, Dialogue: 0,0:04:36.76,0:04:39.39,Default,,0000,0000,0000,,বাজারের ব্যাগ Dialogue: 0,0:04:39.39,0:04:40.88,Default,,0000,0000,0000,,বা জলের বোতল সারাই করা, পরিষ্কার করা বা সঙ্গে করে ঘোরা নিয়ে মাথা ঘামাই না। Dialogue: 0,0:04:40.88,0:04:43.56,Default,,0000,0000,0000,,আমরা ওগুলো ব্যবহার করি, ছুঁড়ে ফেলে দিই আর ওগুলোকে ভুলে যাই, Dialogue: 0,0:04:43.56,0:04:45.34,Default,,0000,0000,0000,,কারণ আমরা জানি যে অন্য দিকে একটা শ্রমশক্তি আছে Dialogue: 0,0:04:45.34,0:04:48.36,Default,,0000,0000,0000,,যেটা এই সব কিছু সরিয়ে নিয়ে যাবে। Dialogue: 0,0:04:48.36,0:04:50.80,Default,,0000,0000,0000,,তাই আজ আমি জঞ্জাল সাফাই সম্পর্কে চিন্তা করার এমন দুটো রাস্তা বাতলাতে চাই Dialogue: 0,0:04:50.80,0:04:55.32,Default,,0000,0000,0000,,যেটা হয়ত ওটার Dialogue: 0,0:04:55.32,0:04:57.79,Default,,0000,0000,0000,,কলঙ্ক মোচন করতে পারবে Dialogue: 0,0:04:57.79,0:05:00.02,Default,,0000,0000,0000,,আর ওনাদের টেনে আনতে পারবে Dialogue: 0,0:05:00.02,0:05:05.61,Default,,0000,0000,0000,,একটা মানবিক আর দীর্ঘজীবী শহর কিভাবে গড়ে তোলা যায় সেই আলোচনায়। Dialogue: 0,0:05:05.61,0:05:09.77,Default,,0000,0000,0000,,আমার মনে হয়, ওনাদের কাজ খানিকটা গণ প্রার্থনার মত। Dialogue: 0,0:05:09.77,0:05:12.23,Default,,0000,0000,0000,,ওনারা প্রতিদিন একটা নিয়মিত ছন্দে রাস্তায় কাজ করে যান। Dialogue: 0,0:05:12.23,0:05:14.30,Default,,0000,0000,0000,,ওনারা অনেক শহরে উর্দি পড়ে থাকেন। Dialogue: 0,0:05:14.30,0:05:16.16,Default,,0000,0000,0000,,আপনি জানেন যে ওনারা ঠিক কখন আসবেন। Dialogue: 0,0:05:16.16,0:05:20.09,Default,,0000,0000,0000,,আর ওনাদের কাজের জন্যই আমরা আমাদের কাজ করতে পারি। Dialogue: 0,0:05:20.09,0:05:22.88,Default,,0000,0000,0000,,ওনারা যেন এক ধরণের ভরসা। Dialogue: 0,0:05:22.88,0:05:24.62,Default,,0000,0000,0000,,ওনারা যে প্রবাহ বজায় রাখেন Dialogue: 0,0:05:24.62,0:05:26.60,Default,,0000,0000,0000,,সেটা আমাদের নিজেদের থেকে সুরক্ষিত রাখে, Dialogue: 0,0:05:26.60,0:05:29.24,Default,,0000,0000,0000,,আমাদের নিজেদের আবর্জনা আর পরিত্যক্ত জিনিষপত্র থেকে, Dialogue: 0,0:05:29.24,0:05:32.50,Default,,0000,0000,0000,,আর এই প্রবাহ সব সময় বজায় রাখা জরুরি Dialogue: 0,0:05:32.50,0:05:34.13,Default,,0000,0000,0000,,যাই ঘটে যাক না কেন। Dialogue: 0,0:05:34.13,0:05:37.86,Default,,0000,0000,0000,,২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের পরের দিন Dialogue: 0,0:05:37.86,0:05:41.14,Default,,0000,0000,0000,,আমি রাস্তায় একটা জঞ্জালের ট্রাকের গরগর শব্দ শুনতে পেলাম, Dialogue: 0,0:05:41.14,0:05:43.46,Default,,0000,0000,0000,,আর আমি আমার নবজাত ছেলেকে তুলে নিয়ে নীচের তলায় দৌড়ে গেলাম Dialogue: 0,0:05:43.46,0:05:46.30,Default,,0000,0000,0000,,আর দেখলাম একজন লোক তার কাগজ রিসাইকেলের নির্দিষ্ট পথে কাজ করে যাচ্ছেন Dialogue: 0,0:05:46.30,0:05:48.48,Default,,0000,0000,0000,,যেমন তিনি করেন প্রতি বুধবার। Dialogue: 0,0:05:48.48,0:05:50.90,Default,,0000,0000,0000,,আর আমি ওনাকে ওনার কাজ করার জন্য ধন্যবাদ দেওয়ার চেষ্টা করলাম Dialogue: 0,0:05:50.90,0:05:53.02,Default,,0000,0000,0000,,সব দিনের মধ্যে সেই দিনটাতেই Dialogue: 0,0:05:53.02,0:05:55.63,Default,,0000,0000,0000,,কিন্তু আমি কাঁদতে লাগলাম। Dialogue: 0,0:05:55.63,0:05:57.31,Default,,0000,0000,0000,,আর উনি আমার দিকে দেখলেন, Dialogue: 0,0:05:57.31,0:06:00.73,Default,,0000,0000,0000,,আর শুধু মাথা নাড়লেন, আর উনি বললেন, Dialogue: 0,0:06:00.73,0:06:03.61,Default,,0000,0000,0000,,"আমরা ঠিক থাকবো। Dialogue: 0,0:06:03.61,0:06:06.25,Default,,0000,0000,0000,,আমরা ঠিক থাকবো।" Dialogue: 0,0:06:06.25,0:06:07.61,Default,,0000,0000,0000,,এর কিছু পরেই আমি Dialogue: 0,0:06:07.61,0:06:08.99,Default,,0000,0000,0000,,জঞ্জাল সাফাই নিয়ে আমার গবেষণা শুরু করি, Dialogue: 0,0:06:08.99,0:06:10.40,Default,,0000,0000,0000,,আর আমার সঙ্গে সেই লোকটার আবার দেখা হয়। Dialogue: 0,0:06:10.40,0:06:13.32,Default,,0000,0000,0000,,ওনার নাম পলি, আর আমরা অনেক বার একসঙ্গে কাজ করেছি, Dialogue: 0,0:06:13.32,0:06:15.14,Default,,0000,0000,0000,,আর আমরা ভালো বন্ধু হয়ে গেছিলাম। Dialogue: 0,0:06:15.14,0:06:17.97,Default,,0000,0000,0000,,আমি বিশ্বাস করতে চাই যে পলি ঠিক বলেছিল। Dialogue: 0,0:06:17.97,0:06:20.17,Default,,0000,0000,0000,,আমরা ঠিক থাকবো। Dialogue: 0,0:06:20.17,0:06:22.15,Default,,0000,0000,0000,,কিন্তু আমরা একটা প্রজাতি হিসেবে কিভাবে Dialogue: 0,0:06:22.15,0:06:25.19,Default,,0000,0000,0000,,এই গ্রহে টিকে থাকবো সেটাকে পুনর্বিন্যাস করার আমাদের এই প্রচেষ্টায় Dialogue: 0,0:06:25.19,0:06:28.48,Default,,0000,0000,0000,,আমাদের অবশ্যই অন্তর্গত করতে হবে আর বিবেচনা করতে হবে Dialogue: 0,0:06:28.48,0:06:32.28,Default,,0000,0000,0000,,সব রকম মূল্যের, শ্রমের যে মানবিক মূল্য আছে Dialogue: 0,0:06:32.28,0:06:33.78,Default,,0000,0000,0000,,তারও। Dialogue: 0,0:06:33.78,0:06:36.58,Default,,0000,0000,0000,,আর আমাদের ভালো ভাবে জানতে হবে Dialogue: 0,0:06:36.58,0:06:38.80,Default,,0000,0000,0000,,যারা সেই কাজ করে তাদের কাছে জিজ্ঞাসা করে, Dialogue: 0,0:06:38.80,0:06:40.64,Default,,0000,0000,0000,,তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে Dialogue: 0,0:06:40.64,0:06:42.40,Default,,0000,0000,0000,,আমরা কিভাবে ধারণা করবো, Dialogue: 0,0:06:42.40,0:06:45.65,Default,,0000,0000,0000,,আমরা কি ভাবে গঠন করবো এমন একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা Dialogue: 0,0:06:45.65,0:06:49.12,Default,,0000,0000,0000,,যেটা হয়ত আমাদের ফুটপাথের পাশে করা রিসাইকেলের কাজ Dialogue: 0,0:06:49.12,0:06:51.71,Default,,0000,0000,0000,,যেটা কিনা ৪০ বছরের একটা অসামান্য সাফল্য, Dialogue: 0,0:06:51.71,0:06:54.95,Default,,0000,0000,0000,,তার থেকে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র আর সারা বিশ্বের অন্যান্য দেশে পৌঁছে দেবে, Dialogue: 0,0:06:54.95,0:06:57.75,Default,,0000,0000,0000,,আর আমাদের জন্য একটা আরও প্রশস্ত দিগন্ত উন্মোচিত করবে Dialogue: 0,0:06:57.75,0:07:00.64,Default,,0000,0000,0000,,যেখানে আমরা অন্যান্য রকমের জঞ্জাল Dialogue: 0,0:07:00.64,0:07:02.12,Default,,0000,0000,0000,,কম করার সম্পর্কে ভাবতে পারবো Dialogue: 0,0:07:02.12,0:07:04.85,Default,,0000,0000,0000,,যে জঞ্জালের উৎস উৎপাদন ও শিল্প। Dialogue: 0,0:07:04.85,0:07:08.86,Default,,0000,0000,0000,,আমরা যখন জঞ্জাল নিয়ে কথা বলি আমরা ভাবি পৌর জঞ্জালের কথা Dialogue: 0,0:07:08.86,0:07:12.86,Default,,0000,0000,0000,,যেটা দেশের জঞ্জাল প্রবাহের তিন শতাংশ। Dialogue: 0,0:07:12.86,0:07:15.24,Default,,0000,0000,0000,,এটা একটা চমকপ্রদ পরিসংখ্যান। Dialogue: 0,0:07:15.24,0:07:17.72,Default,,0000,0000,0000,,তাই আপনার দিনপ্রবাহে Dialogue: 0,0:07:17.72,0:07:19.25,Default,,0000,0000,0000,,আপনার জীবন প্রবাহে Dialogue: 0,0:07:19.25,0:07:22.28,Default,,0000,0000,0000,,পরের বার যখন কাউকে দেখবেন যার কাজ Dialogue: 0,0:07:22.28,0:07:25.42,Default,,0000,0000,0000,,আপনার জঞ্জাল পরিষ্কার করা, Dialogue: 0,0:07:25.42,0:07:27.91,Default,,0000,0000,0000,,একটু সময় করে ওনাদের স্বীকৃতি দেবেন। Dialogue: 0,0:07:27.91,0:07:32.50,Default,,0000,0000,0000,,একটু সময় করে ধন্যবাদ জানাবেন। Dialogue: 0,0:07:32.50,0:07:35.85,Default,,0000,0000,0000,,(হাততালি)