ডেভিড বাইর্নঃ কখন প্রযুক্তিকে প্রতিরোধ করতে হয়
-
0:00 - 0:03♪ (ডেভিড বাইর্নের সঙ্গীত) ♪
-
0:06 - 0:12♪ আমি ভাবতে ভালোবাসি আমি টিভি দেখতে চাই ♪
-
0:12 - 0:18♪ আমি এটাও ভাবি এটা আমার জন্যে ভালো ♪
-
0:18 - 0:22গান রেকর্ড করার খরচা এখন অনেক কম
-
0:22 - 0:25মানুষ নিজের ল্যাপটপে পর্যন্ত রেকর্ড করতে পারে
-
0:26 - 0:30সম্পাদনা করা কি কম্পোজ করা যায় কম্প্যুটারেই
-
0:30 - 0:32মান খুব একটা খারাপ না
-
0:32 - 0:36সম্পাদনার কাজ এখন স্রষ্টার হাতে
-
0:36 - 0:38এটা আসলেই অসাধারণ
-
0:38 - 0:42সাথে এটাও ঠিক এতো কিছু হয়ে যাচ্ছে
-
0:43 - 0:46সব যে ভালো তাও না
-
0:49 - 0:52♪ আমার নিজেকে ভালোবাসা উচিত আমার নিজের করা উচিত মুক্ত ♪
-
0:52 - 0:57যেসব সফটওয়ার আমাদেরকে ল্যাপটপে কম্পোজ করতে দেয়
-
0:57 - 1:02সেগুলো সাধারণত একটা গৎবাঁধা নিয়মে থাকে
-
1:02 - 1:07একই রকম পুনরাবৃত্তির ব্যাপারটা থাকে
-
1:07 - 1:12লয়টা অনেক সময় স্থির আর ধরাবাঁধা
-
1:12 - 1:15আগের দিনে সেটা খুব একটা ব্যাপার ছিল না
-
1:16 - 1:22কিন্তু স্থির লয় আর যাই হোক খুব ভালো কিছু একটা না
-
1:22 - 1:30ফলে কম্প্যুটার আমাদেরকে একটা গৎবাঁধা জায়গায় আটকে রাখতে চায়
-
1:31 - 1:34আমাদের সেটা জানতে হবে কখন এই নিয়মের বাইরে আসতে হবে
-
1:34 - 1:39কম্প্যুটারে সব এতো সহজ হলেও কেন সেটা ছেড়ে বেরিয়ে আসতে হবে
-
1:40 - 1:42সেটা নির্ভর করবে কি ধরণের মিউজিক আমরা তৈরি করছি
-
1:42 - 1:49প্রথমে একটা গিটার নিই, সেটা দিয়ে শুরু করি
-
1:49 - 1:57কম্প্যুটারের সাথে না লাগালে আমার কিছুটা স্বাধীনতা থাকে
-
1:57 - 2:01কম্প্যুটারের নিয়মমতো আমাকে তখন চলতে হয় না।
-
2:02 - 2:08♪ আমি জানি আমি পছন্দ করি, এই দৈত্যকে ধরি কি ভালোবাসি ♪
-
2:08 - 2:14♪ বড়ো হৃদয় বড়ো ঠোঁট আমিই সে আর সেই আমি ♪
-
2:14 - 2:17♪ প্রত্যেককেই কোনো না কোনা সময় মাথার চুলে ছিঁড়তে ইচ্ছে হয় ♪
-
2:17 - 2:20♪ প্রত্যেককেই তো পেরিয়ে যেতে হয় ♪
-
2:20 - 2:23♪ প্রেম তোমাকে বাধ্য করে কালো ছায়া ছুঁতে ♪
-
2:23 - 2:27♪ কিম্ভুত সবকিছু সেখানে দেখা যায় ♪
-
2:27 - 2:33আমি মনে করি মিউজিকের কোয়ালিটিই সবকিছু না
-
2:35 - 2:44ছোটোবেলায় আমি যেসব সঙ্গীত শুনেছি তার অনেকটাই জঘন্য আওয়াজের ছোটো রেডিওতে
-
2:45 - 2:46কিন্তু আমাকে নাড়া দিতে সেই সঙ্গীতের অসুবিধা হয়নি
-
2:47 - 2:50সঙ্গীত আর অন্য যেকোনো কিছু নিয়ে আমার ভাবনা পাল্টাতে বাধা হয়নি
-
2:51 - 2:56তবে এটা ঠিক আমি যখন রেকর্ড করি
-
2:56 - 2:58আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন মান ভালো হয়
-
2:58 - 3:03কিন্তু ভেতরে ভেতরে আমি এটাও ভাবি
-
3:03 - 3:07মানুষ হয়তো ফোনের হেডফোনের গান শুনছে
-
3:07 - 3:10অথবা কানে ফোন নিয়ে শুনছে
-
3:10 - 3:12অথবা কম্প্যুটারের স্পিকারে
-
3:13 - 3:15জানোই তো এসব স্পিকার খুব একটা বড়ো না
-
3:15 - 3:19আমি জানি মানুষ চাইলে আরো ভালো করে শুনতে পারে
-
3:20 - 3:23অনেক সময় মানুষ চায় না কিংবা অনেকে কুলাতে পারে না
-
3:23 - 3:29আমি জানি সঙ্গীত কাজ করে যেকোনো মাধ্যমেই
-
3:30 - 3:35♪ কেন আমি তোমার ভাই নই? ♪
-
3:36 - 3:41♪ কেন তুমি আমার মতো নও? ♪
-
3:41 - 3:45যখন আমি দেখি মানুষ ফোন কানে দিয়ে গান শুনছে
-
3:45 - 3:47এমনকি হেডফোন দিয়ে ও না, কেবল কানে ধরে
-
3:48 - 3:56আমি ভাবি কোন ধরনের গান এক্ষেত্রে ভালো শোনাবে
-
3:56 - 3:57পপ সঙ্গীত?
-
3:57 - 4:01ঐ ধরণের গানই কি ভালো শোনাবে?
-
4:02 - 4:05নাকি অন্য কিছু?
-
4:06 - 4:12একটা ভায়োলিন অথবা আরো সহজপাচ্য কিছু
-
4:12 - 4:20তাহলে এতো কষ্ট করে গান বানিয়ে সেটা যখন কানে ফোন দিয়ে শোনা হয়
-
4:20 - 4:21তখন কি হবে?
-
4:22 - 4:23এর উত্তর আমি জানি না
-
4:23 - 4:26♪ হয়তো কোনোদিন তাদের ঠিকমতো চিনতে পারবো ♪
-
4:26 - 4:29♪ আমার ভেতরের অদ্ভুত সব ব্যাপার ♪
-
4:30 - 4:33(হাততালি)
- Title:
- ডেভিড বাইর্নঃ কখন প্রযুক্তিকে প্রতিরোধ করতে হয়
- Description:
-
"কম্প্যুটার আর প্রযুক্তি অনেক সময় আমাদের মধ্যে সৃজনশীলতাকে বাধা দেয় আর আমাদের তাই জানতে হয় কখন প্রযুক্তিকে প্রতিরোধ করতে হয়।" টকিং হেডস ব্যান্ডের বিখ্যাত গায়ক ডেভিড বাইর্ন একজন শিল্পী হিসেবে নয়া প্রযুক্তিকে কিভাবে মোকাবিলা করতে হয় সেটা নিয়ে কথা বলেছেন।
- Video Language:
- English
- Team:
Louisiana Channel
- Duration:
- 04:39
![]() |
Subasish Das edited Bengali subtitles for David Byrne: When to resist technology |