-
বিবর্তন যেভাবে কাজ করে
-
বিবর্তন কাকে বলে?
-
বিবর্তন হল পৃথিবীতে প্রাণের ক্রমবিকাশ
-
বিবর্তন এমন একটি প্রক্রিয়া যা কোটি বছর আগে
শুরু হয়ে আজ পর্যন্ত চলছে
-
বিবর্তনবাদ আমাদের জানায় কিভাবে এত বিপুল
বৈচিত্র্যের জীবনের সৃষ্টি সম্ভবপর হয়েছে
-
আমরা দেখতে পাই কিভাবে আদিম প্রোটোজোয়া
থেকে আজকের লক্ষাধিক প্রজাতির বিকাশ হল
-
দু'টি ভিন্ন প্রজাতির কুকুর একসাখে দেখলে যে প্রশ্ন
আমরা সবাই করি, বিবর্তনবাদ সে প্রশ্নের উত্তর
-
কিভাবে কোন প্রাণীর সম্পূর্ণ ভিন্নদর্শন অবয়বের
উত্তরসুরী থাকা সম্ভব?
-
এই প্রশ্নের উত্তরে আমরা প্রাণীজগতের দিকে তাকাই,
উদ্ভিদ ও ফাংগাসের মত অন্যান্য জীবন বাদ দিয়ে
-
প্রথম প্রশ্নঃ কিভাবে কোন প্রাণী সম্পূর্ণ অন্য
প্রজাতির প্রাণীতের পরিণত হয়?
-
আরেকটা প্রাসঙ্গিক জিজ্ঞাসা, প্রজাতি বলতে
আমরা আসলে কি বুঝি?
-
প্রজাতি হল প্রাণীদের একটা গোষ্ঠী যারা নিজেদের
মধ্যে সন্তান উৎপাদনে সমর্থ
-
যে বংশধরেরা একইভাবে প্রজননক্ষম
-
এই উত্তরটি আরো ভালোমত বুঝতে
আমাদের কিছু বিষয় জানা প্রয়োজন
-
প্রাণীদের স্বাতন্ত্র্য নিশ্চিত হয় প্রয়োজনের অতিরিক্ত সন্তানজন্মদান আর বংশগতির মাধ্যমে
-
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও আমরা
আলোচনা করবোঃ নির্বাচন(selection)
-
স্বাতন্র্য দিয়ে শুরু করা যাক, প্রত্যেক প্রাণীই স্বতন্ত্র
আর এই গুণ বিবর্তনের জন্য আবশ্যক
-
কোন প্রজাতির সদস্যরা দেখতে হয়তো কাছাকাছি
রকমের হয়
-
কিন্তু, তারা সবাই সামান্য মাত্রার বৈশিষ্ট্যগত ও
গুণগত ভিন্নতার অধিকারী
-
তারা হতে পারে তাদের সঙ্গীদের থেকে একটু বেশী বড়, মোটা, শক্তিশালী বা সাহসী
-
এই ভিন্নতার কারণ কি?
একটা প্রাণীকে নিগূঢ়ভাবে দেখা যাক
-
প্রত্যেক প্রাণী কোষ দিয়ে তৈরি,
এই কোষগুলোর প্রত্যেকের আছে নিউক্লিয়াস
-
নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজম,
ক্রোমোজম ধারণ করে ডিএনএ(DNA)
-
ডিএনএ তৈরী হয় জিন(Gene) দিয়ে, এই জিন
বহন করে জীবনের তথ্য
-
তারা ধারণ করে কোষের বিন্যাস আর নির্দেশনা,
ঠিক করে প্রাণীর গুণ আর বৈশিষ্ট্যগুলো
-
যথাযথভাবে বলতে গেলে, ডিএনএ ই
হল প্রত্যেক প্রাণীর স্বাতন্ত্র্য
-
এটা এক প্রাণী থেকে আরেক প্রাণীতে সামান্য ভিন্ন
আর এটিই প্রত্যেকের ভিন্নতার জন্য দায়ী
-
কিন্তু এত বিন্যাসের ডিএনএর সৃষ্টি হল কিভাবে?
-
একটা মূল কারণ হল প্রয়োজনের অতিরিক্ত
সন্তান উৎপাদন
-
আশেপাশের প্রাণীদের আমরা প্রয়োজনের চেয়েও
অনেক বেশী সন্তান জন্ম দিতে দেখি
-
যাতে তাদের প্রজাতি টিকে থাকে, এর মধ্যে
অনেক সন্তানেরই মৃত্যু হয় অল্পবয়সে