What Is Life? Is Death Real?
-
0:00 - 0:04জড়বস্তু হতে প্রাণ/জীবন মৌলিকভাবে আলাদা,
— আসলেই কি? -
0:04 - 0:08পদার্থবিজ্ঞানী এরউইন শ্রোডিন্গার
প্রাণ এর সংজ্ঞা দিয়েছেন এভাবে: -
0:08 - 0:12জীবসত্তা বিশৃংখলা ও সাম্যাবস্থায় পর্যবসিত হওয়া এড়িয়ে চলে।"
-
0:13 - 0:14এর মানে কী?
-
0:15 - 0:17ধরে নিই, আপনার ডাউনলোড ফোল্ডারটি হল পুরো মহাবিশ্ব।
-
0:17 - 0:21এটা গোছালোভাবে শুরু হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে বিচ্ছৃংখল হয়ে চলেছে।
-
0:22 - 0:25শক্তি বিনিয়োগ করে আপনি এতে শৃংখলা ফিরিয়ে আনতে পারেন
এবং পরিস্কার করতে পারেন। -
0:26 - 0:27জীবিত জিনিস এটাই করে থাকে।
-
0:28 - 0:30কিন্তু প্রাণ/জীবন কী?
-
0:37 - 0:39এই গ্রহের প্রত্যেকটা জীবন্ত জিনিস 'কোষ' দিয়ে গঠিত।
-
0:40 - 0:45মূলত, 'কোষ' হল এক ধরনের আমিষ-রোবট যারা
এত ছোট যে কোনো কিছু বুঝতে বা উপভোগ করতে পারে না। -
0:45 - 0:48আমরা জীবনের যে সব বৈশিষ্ট উল্লেখ করেছি তা এর আছে।
-
0:48 - 0:52এর একটা প্রাচীর আছে যা পারিপার্শ্বিক জিনিসপত্র থেকে একে আলাদা করে, শৃংখলা রক্ষা করে।
-
0:52 - 0:56এটা স্ব-নিয়ন্ত্রিত এবং একটা অপরিবর্তিত অবস্থা বজায় রাখে।
-
0:56 - 0:58এরা বেঁচে থাকার জন্য বিভিন্ন জিনিস খায়;
-
0:58 - 1:00এরা বড় হয় এবং বিকশিত হয়;
-
1:00 - 1:02পরিবেশের প্রতি সাড়া দেয়;
-
1:02 - 1:04এবং এর বিবর্তন ঘটে;
-
1:04 - 1:06এবং নিজের আরও প্রতিরুপ/কপি তৈরি করে।
-
1:07 - 1:11কিন্তু, যেসমস্ত দ্রব্য দিয়ে কোষ তৈরি তাদের কোনটাই জীবন্ত নয়।
-
1:11 - 1:15এক জিনিস আরেক জিনিসের সাথে রাসায়নিকভাবে সাড়া দেয়,
যাতে বিক্রিয়া সৃষ্টি হয়। -
1:15 - 1:18যা থেকে অন্য বিক্রিয়া শুরু হয় এবং তার কারণে আরও বিক্রিয়া।
-
1:18 - 1:23প্রত্যেকটা কোষেই, প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ বিক্রিয়া চলে।
-
1:23 - 1:25যেন জটিল এক ঐকতান।
-
1:26 - 1:28একটি কোষ কয়েক হাজার ধরনের প্রোটিন (আমিষ)
তৈরি করতে পারে। -
1:28 - 1:32এর মাঝে কিছু সাদামাটা, আবার কিছু অনেক জটিল ক্ষুদ্রযন্ত্রাংশের মত।
-
1:33 - 1:38কল্পনা করুন আপনি একটি গাড়ি ঘন্টায় ১০০কি.মি. বেগে চালাচ্ছেন এরই সংগে প্রত্যেকটি যন্ত্রাংশ নতুন করে তৈরি করছেন।
-
1:38 - 1:40কিছু অংশ আবার পথে কুড়িয়ে পাওয়া
জিনিস দিয়ে তৈরি করতে হচ্ছে। -
1:41 - 1:42কোষ এটাই করে থাকে।
-
1:43 - 1:47কিন্তু কোষ এর কোন অংশই তো জীবন্ত নয়।
সব কিছুই জড়বস্তু -
1:47 - 1:49যা মহাবিশ্বের প্রাকৃতিক নিয়ম অনুযায়ী চলে।
-
1:50 - 1:54তাহলে কী জীবন হল এই সব রাসায়নিক বিক্রিয়ার সমন্বয়?
-
1:55 - 1:58শেষ পর্যন্ত, সব জীবন্ত জিনিসেরই মরতে হয়।
-
1:58 - 2:03এই পুরো প্রক্রিয়ার লক্ষ্য হল নতুন অস্তিত্ত সৃষ্টির মাধ্যমে মৃত্যুকে প্রতিহত করা।
-
2:03 - 2:05এর দ্বারা আমরা বলছি ডিএনএ'র কথা।
-
2:06 - 2:10এক অর্থে জীবন হল অনেক কিছুর সমন্বয় যা কিনা
জেনেটিক তথ্য বয়ে বেড়ায়। -
2:11 - 2:13প্রতিটি জীবন্ত জিনিসেরই বিবর্তন হয়।
-
2:13 - 2:17আর যে সমস্ত ডিএনএ সেরা জীব তৈরি করতে পারে তারাই এই খেলায় টিকে থাকে।
-
2:18 - 2:20তাহলে, ডিএনএ'ই কি জীবন?
-
2:21 - 2:26আপনি যদি ডিএনএ কে এর খোলস থেকে বের করে নেন, তাহলে দেখা যায় এটা আসলেই বেশ জটিল একটা অণু।
-
2:26 - 2:28কিন্তু এটা নিজে নিজে কিছুই করতে পারে না।
-
2:28 - 2:32এখানেই আসে ভাইরাসের কথা, যা সব আলোচনা আরও জটিল করে দেয়।
-
2:32 - 2:36এরা হল ছোট এক খোলসে আবদ্ধ ছোট এক টুকরা আরএনএ বা ডিএনএ
-
2:36 - 2:39যারা কোষ ছাড়া কিছুই করতে পারে না।
-
2:39 - 2:41আমরা এখনও নিশ্চিত নই এদের মৃত নাকি জীবিতদের দলে ফেলা হবে।
-
2:41 - 2:47তারপরেও, পৃথিবীতে প্রায় সাড়ে বাইশ কোটি ঘনমিটার ভাইরাস রয়েছে।
-
2:47 - 2:49আমরা তাদের কোন্ দলে ফেলি তা নিয়ে এদের কিছুই যায় আসে না।
-
2:49 - 2:54এমনও অনেক ভাইরাস রয়েছে যারা মৃত কোষকে আক্রমন করে এবং জীবিত করে তোলে,
-
2:54 - 2:58যাতে করে এরা বেঁচে থাকতে পারে,
ফলশ্রুতিতে পার্থক্যটা যেন আরও আবছা হয়ে যায়। -
2:58 - 3:00আরো আছে মাইটোকন্ড্রিয়া।
-
3:00 - 3:03তারা হল জটিল কোষগুলোর শক্তি উৎপাদন কেন্দ্র যারা
-
3:03 - 3:08আগে স্বাধীন ব্যাকটেরিয়া ছিল, পরে বড় কোষগুলোর সাথে একটা অংশীদারীত্ব শুরু করে।
-
3:09 - 3:13তাদের এখনও নিজস্ব ডিএনএ রয়েছে এবং নিজেরাই বংশবৃদ্ধি করতে পারে।
-
3:13 - 3:16কিন্তু তারা এখন আর জীবিত নয়; তারা মৃত।
-
3:17 - 3:20তারমানে, তারা নিজেদের জীবনের বিনিময়ে নিজেদের ডিএনএ'এর ভবিষ্যত রক্ষা করেছে।
-
3:20 - 3:26যাতে দাড়ায়, জীবন্ত জিনিস মৃত জিনিসে বিবর্তিত হতে পারে, যদি তা'ই তাদের জেনেটিক তথ্যের জন্য
-
3:26 - 3:27লাভজনক হয়।
-
3:27 - 3:33তাহলে প্রাণ হয়তো এক প্রকার তথ্য (ডিএনএ) যা নিজের অস্তিত্ত রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
-
3:34 - 3:37তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা?
-
3:38 - 3:42আমাদের সাধারন সংজ্ঞা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে যা বুঝি তা কম্পিউটারের মাধ্যমে তা তৈরির
-
3:42 - 3:43দারপ্রান্তে রয়েছি আমরা।
-
3:44 - 3:47আমাদের উদ্ভাবিত প্রযুক্তির কাছে এটা কেবল সময়ের ব্যাপার।
-
3:48 - 3:50আর তা কল্পবিজ্ঞানেরও কিছু না।
-
3:50 - 3:53শত শত বুদ্ধিমান লোক এর পিছনে কাজ করছে।
-
3:53 - 3:56আপনি এখনই তর্ক করতে পারেন যে কম্পিউটারে ভাইরাস এক প্রকার জীবন্ত জিনিস।
-
3:56 - 4:00হুঁ, আচ্ছা, প্রাণ কি তাহলে?
-
4:00 - 4:04জিনিস নাকি প্রক্রিয়া অথবা ডিএনএ না তথ্য?
-
4:05 - 4:08সবকিছুই যেন হঠাৎ গোলমেলে হয়ে গেল।
-
4:08 - 4:10একটা জিনিস নিশ্চিতভাবে বলা যায়:
-
4:10 - 4:13আগে যে বলা হতো জড় বস্তু হতে জীব মৌলিকভাবে আলাদা কারণ...
-
4:13 - 4:16তাদের মধ্যে অ-বস্তুগত/অলৌকিক কিছু আছে (আত্মা)
-
4:16 - 4:20কিংবা তারা যে জড় বস্তুর থেকে আলাদা কোন নিয়ম মেনে চলে
-
4:20 - 4:21দেখা গেছে তা পুরোপুরি ভুল।
-
4:22 - 4:26চার্লস ডারউইনের সময়ের আগে, মানুষ নিজেদের আর বাদবাকি সব জীব এর মধ্যে সীমারেখা
-
4:26 - 4:31টেনে দিয়েছিল; যেন আমাদের মধ্যে অলৌকিক কিছু আছে যার জন্য আমরা অসাধারণ।
-
4:31 - 4:36আমরা যখন জানলাম যে অন্য সকল জীব থেকে আমরা আলাদা কিছু নই, সবাই বিবর্তনের ফসল
-
4:36 - 4:38তখন আমরা অন্য একটি সীমারেখা টেনেছি।
-
4:38 - 4:42কিন্তু আমারা যতই কম্পিউটার এর কাজের পরিসর সম্পর্কে জানছি এবং জানছি জীবন কিভাবে কাজ করে,
-
4:42 - 4:46আমাদের প্রাণের সংজ্ঞার সংগে মানানসই যন্ত্র তৈরির যত কাছে আমরা পৌছাচ্ছি...
-
4:46 - 4:49ততই আমাদের ভাবমূর্তি আবার হুমকির মুখে পড়ছে।
-
4:50 - 4:52আর আজ হোক কাল হোক এটা ঘটবেই।
-
4:52 - 4:54আপনার জন্য আরেকটি প্রশ্ন আছে:
-
4:55 - 4:58মহাবিশ্বের সবকিছুই যদি একই ধরনের জিনিস দিয়ে তৈরি হয়ে থাকে,
-
4:58 - 5:01তাহলে তার মানে কি মহাবিশ্বর সবকিছুই মৃত?
-
5:01 - 5:03নাকি সবকিছুই জীবিত?
-
5:04 - 5:06নাকি এটা শুধু জটিলতার ব্যপার?
-
5:07 - 5:08এর মানে কি আমরা কোনদিনই মারা যেতে পারব না?
-
5:08 - 5:11কারণ আমরা তো কখনও জীবিতই ছিলাম না।
-
5:11 - 5:15নাকি জীবন মৃত্যু এসব অবান্তর প্রশ্ন, যা আমরা এতদিনে বুঝতেই পারিনি?
-
5:15 - 5:20এটাও কি সম্ভব যে আমাদের ঘিরে আছে মহাবিশ্বের আরও অনেক ব্যপার যা আমরা ভাবিনি?
-
5:20 - 5:23আমাদের দিকে তাকিয়ে কি হবে?
আপনাকে আমরা কোন উত্তর দিতে পারবো না। -
5:23 - 5:25শুধু দিতে পারবো প্রশ্ন, যা নিয়ে আপনি ভাবতে পারেন।
-
5:26 - 5:30শেষ পর্যন্ত, এ ধরণের প্রশ্ন নিয়ে ভাবতে গেলেইতো মনে হয় আমরা বেঁচে আছি,
-
5:30 - 5:32এবং পাই কিছুটা স্বস্তি।
-
5:54 - 5:57subtitle by Borhan
@BorhnN
- Title:
- What Is Life? Is Death Real?
- Description:
-
So what is the difference between you and a rock? This seems like an easy, even stupid question. But even the smartest people on earth have no idea where to draw the line between living and dead things. Which leads to mind-blowing implications. What is life after all? And is death really a thing? Lets look into it together
Videos, explaining things. Like evolution, time, space, global energy or our existence in this strange universe.
We are a team of designers, journalists and musicians who want to make science look beautiful. Because it is beautiful.Visit us on our Website, Twitter, Facebook, Patreon or Behance to say hi!
http://kurzgesagt.org
https://www.facebook.com/Kurzgesagt
https://twitter.com/Kurz_Gesagt
http://www.patreon.com/Kurzgesagt
http://www.behance.net/KurzgesagtWhat Is Life? Is Death Even Real?
THANKS A LOT TO OUR LOVELY PATRONS FOR SUPPORTING US:
Opal Hartbower, Andrzej Rejman, Andrew Jagasothy, Russell Common, Stephen Bassett, Christopher Lang, Chris Kitching, Jeff Le, Francesca Monteiro, Duncan Cheong, Derek, Juan Manuel Corredor, Kyle Chapman, Lam Nguyen, Jan Berdel, Scott Zell, David Walsh, AgentK, Mehmet Sevil, Carly Tawse, Shaalee Dworski, Ben Nunan, J.J., Chris Linardos, Tony Morley Jónatan Nilsson, Pholpat Durongbhan, Mosh Rahman, Patrick Eyrich, KokLiang Lim, trefmanic, Dean Herbert, Adam Smith, Gaëtan Duvaux, Caroline Andrewes, Alex Kaplan, Sebastian Laiseca, Chase Gotlieb, Matthew Gill, Alexander Heavens, Kevin Yapaola, Adam Primaeros, Jan Schmid, Alexander Gavin Zodda, Dario Pagnia, Sara Shah, Kimberly Powell, Eduardo Barbosa, Jeroen Koerts, Michal, Will B, maarten ligtenberg, Ghitea Andrei Paul, nga⁴, Ryan, Larry Bunyard, Malthe Agger, Giovanna Cardoso, dante harper, Bünyamin Tetik, Joe Pond, Stephen Morse, Jørgen Smalås, Dario Wünsch, Matthew Macomber, Daniel McCouid-Carr, Ziggy Freed, Brian David Henderson, Theo Alves Monteiro, David Davenport-Firth, Hamad, Michael Ren, Andrew Connor, Peter Schuller, Brandy Alexander, Alexander Kosenkov, Pascal B., Eric, Scott Laing, Gizem Gürkan, George Chearswat, Brandon Liu, oscar gautama, Tim, Bruno Araújo, Carlos Bohorquez, Christian Lyster Blæsbjerg, Daniel OCL, David Harbinson, Heemi Kutia, Rikard Nyberg, Florian Guitton, Jezariael Demos, Ajay Shekhar, Ryan Nai, Eugene Cham, Nick Yonge, David Garcia Quintas, Renaud Savignard, James, Ryan, somersault18:24, Pranab Shenoy, Terry Lipstein, Jan Lukas Lehmann, Javier de la Garza, Tim Carll, Peter Žnuderl, Rory Bennett, Sieglinde Geisel, Randy Knapp, Jeff Churchill, Jonathan Velazquez Gore, Daniel, Roman Zolotorevich, Clayton Fussell. Pol Lutgen, Daniel Gonzalez, Stephen Joseph DCruz, Seona Tea, Thomas Lee, Finn Edwards, Ernst van Wijk, David Taylor, Corbin Greene, Tempest, Balazs-Hegedus Jozsef, Alan Feyaerts, Fabricio Godoy, Charles Kuang, Maximilian Ritter, Jesse MacLean, Yousif, Jesse Powell, Wei Wong, Praveen Muthu, Jon Davis, Bahjat, Etienne La Count, Igor Benicio de Mesquita, Siddharth Bajaj, Greeny Liu, Processed Refund, Tibor Schiemann,
What Is Life? Is Death Even Real?
- Video Language:
- English, British
- Duration:
- 05:57
Borhan Uddin edited Bengali subtitles for What Is Life? Is Death Real? |