আমার জঞ্জালের গাড়ি...মনোহারি কর?
-
0:01 - 0:04আমাদের বিশ্বে বহু মহামানব আছেন।
-
0:04 - 0:10কিন্তু তাদের মহাশক্তিটা
সবচেয়ে নিকৃষ্ট: অদৃশ্যতা -
0:10 - 0:12যেমন সংগ্রাহকেরা
-
0:12 - 0:16যে কর্মীরা জীবন ধারণের জন্য রিসাইকেল যোগ্য
উপাদান সংগ্রহ করেন। -
0:16 - 0:21সামাজিক বৈষম্য, বেকারত্ব এবং
বর্জ্য সংগ্রহ প্রণালীর অপ্রতুলতার ফলে -
0:21 - 0:24সৃষ্ট হওয়া কঠিন বর্জ্যের প্রাচুর্যই
-
0:24 - 0:29সংগ্রাহকদের জন্ম দিয়েছে।
-
0:29 - 0:34সংগ্রাহকরা একটি ভারী, সৎ এবং
পুরো জনগোষ্ঠীর জন্য হিতকারী -
0:34 - 0:39একটি কাজ সাধন করেন।
কিন্তু এজন্য তাদের স্বীকৃতি দেওয়া হয় না। -
0:39 - 0:46এখানে ব্রাজিলে, তারা প্রকৃতপক্ষে রিসাইকেল
করা বর্জ্যের ৯০ শতাংশ এরা সংগ্রহ করেন। -
0:47 - 0:50বেশীর ভাগ সংগ্রাহকরা একা কাজ করেন,
-
0:50 - 0:56তারা রাস্তা থেকে জঞ্জাল সংগ্রহ করেন
ও অতি অল্প দামে জাঙ্ক ইয়ার্ডে বিক্রি করেন। -
0:56 - 0:59তারা তাদের ব্যাগ, শপিং কার্ট,
-
0:59 - 1:04বাইসাইকেল এবং কাহোসাসে ৩০০
কিলোরও বেশী সংগ্রহ করে থাকেন। -
1:05 - 1:07ওয়াগন হল কাঠ আর ধাতু দিয়ে
তৈরি করা ঠেলাগাড়ি -
1:07 - 1:10যা ব্রাজিলের বহু রাস্তায় দেখা যায়,
-
1:10 - 1:13গ্রাফিতি আর রাস্তার চিত্রের মতই।
-
1:13 - 1:18আর এভাবেই এই প্রান্তিক মহামানবদের
আমার প্রথম দেখা হয়েছিল। -
1:18 - 1:20আমি একজন গ্রাফিতি শিল্পী এবং সক্রিয়তাবাদী
-
1:20 - 1:26আর আমার সৃষ্টির প্রকৃতি হল সামাজিক,
পরিবেশগত এবং রাজনৈতিক। -
1:26 - 1:31২০০৭ সালে আমি আমার সৃষ্টি দেওয়ালের বাইরে
ওয়াগনে নিয়ে যাই, -
1:31 - 1:34আমার বার্তার এক নতুন নাগরিক সমর্থন রূপে।
-
1:34 - 1:38কিন্তু এইবার আমি
সংগ্রাহকদের কণ্ঠস্বর দিয়েছিলাম। -
1:38 - 1:43এই উদ্দেশ্যের সঙ্গে হাস্যরস ও কলা যোগ
করার ফলে এটার আবেদন আরও বেড়েছিল, -
1:43 - 1:46যা সংগ্রাহকদের প্রতি দৃষ্টি
আকর্ষণ করতে সাহায্য করেছিল -
1:46 - 1:48আর তাদের আত্ম সম্মান বৃদ্ধি করেছিল।
-
1:48 - 1:53এছাড়াও, তারা এখন রাস্তায়, সার্বজনীন ও
সামাজিক প্রচার মাধ্যমে বিখ্যাত। -
1:53 - 1:56সুতরাং ব্যাপারটা হল,
-
1:56 - 2:00আমি এই বিশ্বে ঝাঁপ দিয়েছিলাম
আর সেই থেকে এই কাজ করা বন্ধ করিনি। -
2:00 - 2:03আমি বহু শহরে ২০০-রও
বেশী ওয়াগন চিত্রিত করেছি -
2:03 - 2:07এবং সারা বিশ্ব থেকে প্রদর্শনী এবং
ভ্রমণের আমন্ত্রণ পেয়েছি। -
2:07 - 2:12আর আমি অনুধাবন করেছি যে
সংগ্রাহকরা শুধুমাত্র ব্রাজিলেই -
2:12 - 2:14অদৃশ্য নয়।
-
2:14 - 2:19আমার তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে
-
2:19 - 2:23আর্জেন্টিনা, চিলি, বলিভিয়া,
দক্ষিণ আফ্রিকা, টার্কি -
2:23 - 2:28আর এমনকি জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের
মত উন্নত দেশেও। -
2:28 - 2:33আর তখনি আমি উপলব্ধি করেছি যে
আমার এই কাজের জন্য আরও লোক চাই -
2:33 - 2:35কারণ এটা একটা খুব বড় চ্যালেঞ্জ।
-
2:35 - 2:40আর তখন আমি একটি সহযোগিতা মূলক আন্দোলন শুরু
করি যার নাম আমার কাহোসা মনোহারি কর -- -
2:40 - 2:44(হাসি) -- যা একটি বিশাল
গণ সাহায্যে চালিত কার্যক্রম। -
2:44 - 2:45ধন্যবাদ।
-
2:45 - 2:48(করতালি)।
-
2:49 - 2:53তো আমার কাহোসা মনোহারি কর একটি
বিশাল গণ সাহায্যে চালিত কার্যক্রম -
2:53 - 2:56যা সংগ্রাহক এং তাদের ওয়াগনকে সাহায্য করে।
-
2:56 - 3:00সংগ্রাহকদের ভালো থাকার পেশাদার ও স্বাস্থ্য
পরিষেবা প্রদানকারীরা সাহায্য করেন, -
3:00 - 3:06যেমন চিকিৎসক, দাঁতের ডাক্তার, পদ চিকিৎসক,
কেশ সজ্জাকারী, অঙ্গমর্দন চিকিৎসক -
3:06 - 3:08এবং আরও অনেকে।
-
3:08 - 3:13এছাড়াও, তাদের নিরাপত্তা শার্ট, দস্তানা,
বর্ষাতি, আর শহরকে হাই ডেফিনিশনে দেখার জন্য -
3:13 - 3:15চশমা দেওয়া হয়,
-
3:15 - 3:20যখন তাদের ওয়াগনগুলির আমাদের
অসামান্য স্বেচ্ছাসেবীরা সংস্কার সাধন করেন। -
3:20 - 3:22আর সেগুলিও নিরাপত্তা সামগ্রী পায়:
-
3:22 - 3:25রিফ্লেক্টিভ টেপ, হর্ন, আয়না।
-
3:25 - 3:27আর সব শেষে একজন সড়ক শিল্পী চিত্রিত করেন
-
3:27 - 3:31এবং সেটি বিশাল চলমান কলা প্রদর্শনীর
অংশ হয়ে ওঠে। -
3:32 - 3:38আমার কাহোসা মনোহারি কর সাও পাওলো,
রিও ডি জেনিরো ও কুরিটিবার রাস্তায় নেমেছে। -
3:38 - 3:43কিন্তু অন্যান্য ব্রাজিলের বাইরের শহরের
চাহিদা মেটানোর জন্য -
3:43 - 3:48আমরা TEDx এর অনুপ্রেরণায়
Pimpx তৈরি করেছি, -
3:48 - 3:54আর এটা হল আমার কাহোসা মনোহারি কর-র একটি
সরল, নিজে-কর, গণ সাহায্যে চালিত সংস্করণ। -
3:54 - 3:57তাই এখন সকলে যোগদান করতে পারে।
-
3:57 - 4:05দুই বছরে ১৭০-রও বেশী সংগ্রাহক, ৮০০
স্বেচ্ছাসেবক ও ২০০ সড়ক শিল্পী -
4:05 - 4:07এবং ১,০০০ এরও বেশী দাতা
-
4:07 - 4:10আমার কাহোসা মনোহারি কর
আন্দোলনে সামিল হয়েছেন। -
4:10 - 4:15যাদের কাজ স্থানীয় স্কুলে রিসাইকেল
শিখনের কাজে ব্যবহার করা হয়েছে। -
4:16 - 4:20তাই সংগ্রাহকরা এখন অদৃশ্যতা
পিছনে ফেলে রেখে -
4:20 - 4:24আরও সম্মানিত এবং মূল্যবান
হয়ে উঠছেন। -
4:24 - 4:28তাদের মনোহারি ওয়াগনের সাহায্যে তারা
অবিচারের বিরুদ্ধে লড়াই করছেন, -
4:28 - 4:32তাদের আয় ও জনগোষ্ঠীর সঙ্গে তাদের
যোগাযোগ বৃদ্ধি করছেন। -
4:32 - 4:37তো এবার আমি আপনাদের আপনার শহরের
সংগ্রাহক এবং অন্যান্য অদৃশ্য মহামানবদের -
4:37 - 4:41দেখার এবং তাদের স্বীকৃতি দেওয়ার
চ্যালেঞ্জ জানাতে চাই। -
4:41 - 4:46বিশ্বকে অখণ্ড ভাবে, কোনও সীমান্ত
বা চৌহদ্দি ছাড়া দেখার চেষ্টা করুন। -
4:46 - 4:48বিশ্বাস করুন বা না করুন,
-
4:48 - 4:54সারা বিশ্বে ২০০ লক্ষেরও বেশী
সংগ্রাহক আছেন। -
4:54 - 4:56তাই পরের বার যখন আপনি অদের একজনকে দেখবেন,
-
4:56 - 5:01ওদের আমাদের সমাজের এক গুরুত্বপূর্ণ
অংশ রূপে দেখুন। -
5:01 - 5:04মুইতো অরবিগাদো, ধন্যবাদ।
-
5:04 - 5:09(করতালি)।
- Title:
- আমার জঞ্জালের গাড়ি...মনোহারি কর?
- Speaker:
- মুনদানো
- Description:
-
ব্রাজিলে "ক্যাটাডররা" জঞ্জাল এবং রিসাইকেল যোগ্য উপাদান সংগ্রহ করেন। কিন্তু তাঁরা সকলের জন্য হিতকর একটি গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করলেও তাঁরা যখন রাস্তায় ঘোরেন তখন তাদের প্রায় কেউই দেখেন না। এখানে প্রবেশ ঘটে একজন TED ফেলো মুনদানোর। তার এই প্রাণবন্ত ভাষ্যে তিনি তার "আমার কাহোসা মনোহারি কর" প্রকল্পের কথা বলেছেন যার সাহায্যে এই মহান কর্মীদের ঠেলাগাড়িগুলিকে সুসজ্জিত করা হয় এবং সেগুলিতে হাস্যরসের ছোঁয়া দেওয়া হয়। এটা এমন একটা আন্দোলন যা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে।
- Video Language:
- English
- Team:
- closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 05:22
Palash Ranjan Sanyal approved Bengali subtitles for Trash cart superheroes | ||
Palash Ranjan Sanyal edited Bengali subtitles for Trash cart superheroes | ||
Palash Ranjan Sanyal edited Bengali subtitles for Trash cart superheroes | ||
Palash Ranjan Sanyal edited Bengali subtitles for Trash cart superheroes | ||
Falguni Sanyal accepted Bengali subtitles for Trash cart superheroes | ||
Falguni Sanyal edited Bengali subtitles for Trash cart superheroes | ||
Falguni Sanyal edited Bengali subtitles for Trash cart superheroes | ||
Apala Sengupta edited Bengali subtitles for Trash cart superheroes |