< Return to Video

Frozen - Hour of Code Introduction to Loops

  • 0:00 - 0:09
    এক কাজ বারবার করতে কম্পিউটার বেশ ভাল।
    তুমি গুনতে পারো ১০, ২০, কিংবা ১০০। কিন্তু কম্পিউটার
  • 0:09 - 0:16
    গুনতে পারে কোটি এমনকি লক্ষকোটি বার। এটি বিরক্ত হবে না
    এবং এটি মাত্র কয়েক সেকেন্ড নেবে।
  • 0:16 - 0:22
    গণনা, আঁকা, কিংবা -যে কোনো কিছু সে যাই হোক না কেন--
    কম্পিউটার এসব বারবার করতে পারে শতবার এমনকি কোটি কোটি বার
  • 0:22 - 0:29
    প্রোগ্রামিংএ, আমরা একে বলি Loop. লুপ হল
    যেভাবে তুমি তোমার কোড বারবার ব্যবহার কর।
  • 0:29 - 0:36
    পরবর্তী puzzleএ, তোমার লক্ষ্য হবে "Repeat" ব্লকের মাধ্যমে অ্যানাকে দিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করা।
  • 0:36 - 0:41
    "Repeat" ব্লকের মধ্যে তুমি কোডের যে ব্লকই রাখো না কেন
    তা ক্রমানুসারে পুনরাবৃত্তি হতে থাকবে,
  • 0:41 - 0:47
    তুমি যতোবার চাও ততোবার। একটি বর্গ আঁকার জন্য,
    তুমি "Move Forward" এবং "Turn Right" ব্লক ব্যবহার করতে পারো
  • 0:47 - 0:54
    ৪ বার। কিন্তু কম্পিউটারকে বলার সবথেকে সহজ পথ হচ্ছে,
    একে বলে দাও "Move Forward" এবং "Turn Right
  • 0:54 - 1:00
    by 90 degrees" একবার, এবং তারপর একে বলে দাও যে,
    সে যেন এই একজোড়া কাজকে ৪ বার পুনরাবৃত্তি করে, এটি করার জন্য,
  • 1:00 - 1:05
    "Move Forward" এবং "Turn Right" ব্লকদুটিকে
    "Repeat" ব্লকের মধ্যে রাখতে হবে। মনে রেখো,
  • 1:05 - 1:09
    তুমি "Repeat" ব্লকের নম্বর যেকোনো কিছুতে পাল্টাতে পারো,
    এবং এটি পুনরাবৃত্তি করে যাবে ঠিক ততোবার
  • 1:09 - 1:12
    যতোবার ঐ ব্লকের মধ্যে থাকছে ।
Title:
Frozen - Hour of Code Introduction to Loops
Description:

more » « less
Video Language:
Vietnamese
Team:
Code.org
Project:
Hour of Code
Duration:
01:17

Bengali subtitles

Revisions