এক কাজ বারবার করতে কম্পিউটার বেশ ভাল।
তুমি গুনতে পারো ১০, ২০, কিংবা ১০০। কিন্তু কম্পিউটার
গুনতে পারে কোটি এমনকি লক্ষকোটি বার। এটি বিরক্ত হবে না
এবং এটি মাত্র কয়েক সেকেন্ড নেবে।
গণনা, আঁকা, কিংবা -যে কোনো কিছু সে যাই হোক না কেন--
কম্পিউটার এসব বারবার করতে পারে শতবার এমনকি কোটি কোটি বার
প্রোগ্রামিংএ, আমরা একে বলি Loop. লুপ হল
যেভাবে তুমি তোমার কোড বারবার ব্যবহার কর।
পরবর্তী puzzleএ, তোমার লক্ষ্য হবে "Repeat" ব্লকের মাধ্যমে অ্যানাকে দিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করা।
"Repeat" ব্লকের মধ্যে তুমি কোডের যে ব্লকই রাখো না কেন
তা ক্রমানুসারে পুনরাবৃত্তি হতে থাকবে,
তুমি যতোবার চাও ততোবার। একটি বর্গ আঁকার জন্য,
তুমি "Move Forward" এবং "Turn Right" ব্লক ব্যবহার করতে পারো
৪ বার। কিন্তু কম্পিউটারকে বলার সবথেকে সহজ পথ হচ্ছে,
একে বলে দাও "Move Forward" এবং "Turn Right
by 90 degrees" একবার, এবং তারপর একে বলে দাও যে,
সে যেন এই একজোড়া কাজকে ৪ বার পুনরাবৃত্তি করে, এটি করার জন্য,
"Move Forward" এবং "Turn Right" ব্লকদুটিকে
"Repeat" ব্লকের মধ্যে রাখতে হবে। মনে রেখো,
তুমি "Repeat" ব্লকের নম্বর যেকোনো কিছুতে পাল্টাতে পারো,
এবং এটি পুনরাবৃত্তি করে যাবে ঠিক ততোবার
যতোবার ঐ ব্লকের মধ্যে থাকছে ।