< Return to Video

আমি একজন মডেল হয়েও বলছি,বিশ্বাস করুন,বাহ্যিক রূপটাই সবকিছু নয়।

  • 0:00 - 0:03
    আমার নাম ক্যামেরন রাসেল,
  • 0:03 - 0:09
    এবং আমি গত বেশ কয়েকবছর ধরে
    মডেলিংয়ের কাজ করছি।
  • 0:09 - 0:11
    সঠিকভাবে বলতে গেলে
    দশ বছর।
  • 0:13 - 0:15
    এবং আমার মনে হচ্ছে
  • 0:15 - 0:18
    এই মূহুর্তে রুমের সবাই
    একটু অস্বস্তিকর অবস্থার মধ্যে আছেন
  • 0:18 - 0:20
    কারণ,আমার হয়তো এই জামাটা পরা ঠিক হয়নি।
  • 0:20 - 0:22
    (হাসি)
  • 0:22 - 0:24
    সৌভাগ্যক্রমে
    আমি বাড়তি জামা এনেছি বদলানোর জন্য।
  • 0:24 - 0:28
    TED'র মঞ্চে এটাই প্রথম কোন জামা বদলানো,
  • 0:28 - 0:31
    তাই,বলা যায় আপনারা সৌভাগ্যবান যে
    এর সাক্ষী হতে পারছেন।
  • 0:31 - 0:34
    আমার আসাটা মহিলাদের কারো কাছে
    অপ্রীতিকর লাগলে,
  • 0:34 - 0:37
    আমাকে এখন বলার দরকার নেই,
    পরে আমি ট্যুইটারে দেখতে পাব।
  • 0:37 - 0:40
    (হাসি)
  • 0:42 - 0:44
    আমি বলতে চাই যে,
    আমি প্রায় নিশ্চিত
  • 0:44 - 0:47
    আমাকে নিয়ে আপনাদের ধারণা
  • 0:47 - 0:50
    ১০ সেকেন্ডে বদলে দিতে পারব।
  • 0:50 - 0:52
    সবাই এটা করতে পারে না।
  • 0:53 - 0:57
    এই হিলগুলো তেমন আরামদায়ক না,
    ভালো হয় আমি যদি এগুলো না পরি।
  • 0:59 - 1:02
    এই সোয়েটারটা মাথার উপর দিয়ে
    পরাটাই সবচেয়ে ঝামেলার
  • 1:02 - 1:04
    কারণ তখন আপনারা সবাই
    আমার দিকে তাকিয়ে হাসবেন,
  • 1:04 - 1:06
    তাই এটা মাথায় থাকার সময়
    কেউ কিছু করবেন না।
  • 1:08 - 1:09
    এবার সব ঠিকাছে।
  • 1:11 - 1:14
    তো,আমি এটা কেন করলাম?
  • 1:14 - 1:15
    কারণ জামাটা অদ্ভুত ছিলো।
  • 1:15 - 1:17
    (হাসি)
  • 1:17 - 1:18
    আচ্ছা...
  • 1:18 - 1:20
    (হাসি)
  • 1:20 - 1:24
    তবে এই ছবিটির মত অতো অদ্ভুত ছিলনা আশা করি।
  • 1:25 - 1:28
    ছবি হয়তো শক্তিশালী,
  • 1:28 - 1:31
    কিন্তু একটা ছবি শুধুমাত্র
    বাহ্যিক দিকটাই প্রকাশ করে।
  • 1:33 - 1:37
    আমাকে নিয়ে আপনাদের যে ধারণা ছিল,
    তা আমি ছয় সেকেন্ডে বদলে দিয়েছি।
  • 1:37 - 1:39
    এবং
    এই ছবিটায় যেমন দেখতে পাচ্ছেন,
  • 1:39 - 1:42
    বাস্তব জীবনে কোনদিন আমার
    কোনো প্রেমিক ছিলনা।
  • 1:43 - 1:44
    আমার খুবই অস্বস্তি লাগছিলো,
  • 1:44 - 1:47
    এবং ফটোগ্রাফার আমাকে বলছিলো
    পিঠটা বাঁকা করতে
  • 1:47 - 1:49
    এবং ছেলেটার চুলে হাত রাখতে।
  • 1:51 - 1:53
    আর অবশ্যই,সার্জারির দাগ
  • 1:53 - 1:56
    বা দু'দিন আগে কাজের ফলে চামড়ার
    যে তামাটে ভাবটা হয়েছিল সেটা ঢেকে রাখতে,
  • 1:56 - 2:00
    আসলে আমরা দেখতে যেমন তা বদলানোর জন্য
    নিজেরা তেমন কিছু করতে পারিনা,
  • 2:00 - 2:04
    আর বাহ্যিক এবং অপরিবর্তনীয় হলেও
    আমরা কীরকম দেখতে
  • 2:04 - 2:06
    তা আমাদের জীবনে বেশ বড় একটা প্রভাব ফেলে।
  • 2:08 - 2:13
    তাই আজকে,আমার জন্য,
    সাহসী হওয়া মানে সৎ হওয়া।
  • 2:13 - 2:16
    এবং,একজন মডেল হওয়ার কারণেই
    আমি এই মঞ্চে আসতে পেরেছি।
  • 2:16 - 2:19
    আমি এই মঞ্চে আসতে পেরেছি কারণ
    আমি একজন সুন্দর,ফর্সা চামড়ার মেয়ে,
  • 2:19 - 2:22
    এবং মডেলিংয়ে আমাদের মত মেয়েদের বলা হয়
    যৌন আবেদনময়ী।
  • 2:22 - 2:25
    এখন আমি সেসব প্রশ্নের উত্তর দিব
    যেগুলো মানুষ আমাকে সবসময় জিজ্ঞেস করে,
  • 2:25 - 2:26
    কিন্তু চমকপ্রদ সত্যের সাথে।
  • 2:26 - 2:28
    তো,প্রথম প্রশ্নটা হচ্ছে
    আমি কীভাবে মডেলিংয়ে আসলাম?
  • 2:29 - 2:31
    আমি সবসময় উত্তর দেই
    "ওহ! আমাকে ওমনভাবেই তৈরি করা হয়েছিল,"
  • 2:31 - 2:32
    কিন্তু এর মাধ্যমে
    আসল সত্যিটা প্রকাশ পায়না।
  • 2:32 - 2:35
    আমি আসলে মডেল হতে পেরেছি
    কারণ
  • 2:35 - 2:39
    আমি জীনগত লটারি জিতেছিলাম এবং
    আমি একটা ঐতিহ্যের সুবিধাভোগী,
  • 2:39 - 2:41
    আপনারা হয়তো ভাবছেন ঐতিহ্যটা কী।
  • 2:41 - 2:44
    আচ্ছা,গত কয়েকশতাব্দী ধরে
  • 2:44 - 2:49
    আমরা সৌন্দর্যকে শুধুমাত্র
    স্বাস্থ্য ও তারুণ্য
  • 2:49 - 2:53
    আর প্রতিসাম্যতা যা প্রকৃতিগতভাবেই আমরা লাভ করি
    সেগুলোর ভিত্তিতে ব্যাখ্যা না করে
  • 2:53 - 2:57
    লম্বা,সরু দেহ এবং
  • 2:57 - 3:00
    কমনীয়তা ও ফর্সা চামড়া দিয়েও ব্যাখ্যা করছি।
  • 3:00 - 3:02
    এবং এই ঐতিহ্যের জন্যেই
    আমি সুবিধা পেয়েছি,
  • 3:02 - 3:04
    এবং এই ঐতিহ্যের কারণেই আমি
    টাকা আয় করতে পারছি।
  • 3:04 - 3:06
    আর আমি জানি দর্শকদের মধ্যে
    এমন ব্যক্তি আছেন
  • 3:06 - 3:08
    যাদের এই ব্যাপারে সংশয় আছে,
  • 3:08 - 3:11
    এবং কোন কোন ফ্যাশন সচেতন
    হয়তো বলতে চাচ্ছেন,
  • 3:11 - 3:13
    "দাঁড়ান।নাওমি,টায়রা,জোয়ান স্মলস,লু ওয়েন।
    এরা?"
  • 3:13 - 3:16
    প্রথমেই আমি মডেলদের সম্পর্কে
    আপনাদের জানাশোনার প্রশংসা করছি,দারুণ!
  • 3:16 - 3:18
    (হাসি)
  • 3:18 - 3:22
    কিন্তু দুর্ভাগ্যবশঃত
    আপনাদের জানাতে চাচ্ছি যে ২০০৭ সালে,
  • 3:22 - 3:24
    এনওয়াইইউ এর একজন
    অতি উৎসাহী পিএইচডি ছাত্র
  • 3:24 - 3:28
    রানওয়ের সকল মডেলদের সংখ্যা গুণেছিলেন,
    ভাড়া করা প্রত্যেক মডেলকে,
  • 3:28 - 3:31
    এবং সবমিলিয়ে ৬৭৭ জন মডেলের মধ্যে
  • 3:31 - 3:34
    অশেতাঙ্গ ছিল মাত্র ২৭ জন,
    বা ৪ ভাগেরও কম।
  • 3:36 - 3:38
    এরপরে যে প্রশ্নটা সবাই সবসময়
    জিজ্ঞেস করে তা হচ্ছে,
  • 3:38 - 3:39
    "বড় হলে আমিও কি মডেল হতে পারব?"
  • 3:39 - 3:43
    এর প্রথম উত্তরটা হচ্ছে,"আমি জানিনা,
    আমি এর দায়িত্বে নেই।"
  • 3:43 - 3:44
    কিন্তু দ্বিতীয় উত্তরটা,
  • 3:44 - 3:47
    যা আমি আসলে এই
    ছোট মেয়েদের বলতে চাই তা হচ্ছে
  • 3:47 - 3:49
    "কেন?
    তুমি তো যেকোন কিছুই হতে পারো।
  • 3:49 - 3:51
    তুমি হতে পারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট,
  • 3:51 - 3:53
    কিংবা পরবর্তী ইন্টারনেটের আবিষ্কারক
  • 3:53 - 3:55
    অথবা একজন নিনজা হৃদচিকিৎসক কবি,
  • 3:55 - 3:58
    এটা হতে পারলে দারুণ হবে,কারণ
    তুমিই প্রথম হবে এরকম কেউ।"
  • 3:58 - 4:00
    (হাসি)
  • 4:00 - 4:02
    কিন্তু এত দারুণসব জিনিস থাকার পরেও
    তারা যেন বলতে চায়,
  • 4:02 - 4:04
    "না,না,ক্যামেরন,আমি মডেল হতে চাই,"
  • 4:04 - 4:06
    তখন আমি বলি,
    "তাহলে আমার বস হও।'
  • 4:06 - 4:08
    কারণ আমি কোনকিছুর দায়িত্বে নেই।
  • 4:08 - 4:10
    আবার তুমি অ্যামেরিকান ভোগের
    প্রধান সম্পাদকও হতে পারো
  • 4:10 - 4:13
    কিংবা এইচএনএম এর সিইও
    অথবা পরবর্তী স্টিভেন মাইসেল।
  • 4:13 - 4:15
    তুমি বড় হলে মডেল হতে চাও
    এটা বলার মানে হচ্ছে
  • 4:15 - 4:19
    তুমি বড় হলে সেই লটারিটা জিততে চাও।
  • 4:19 - 4:22
    কিন্তু এটা তোমার হাতে নেই
    এবং তাতে ভালোই হয়েছে,
  • 4:22 - 4:24
    আর এটা কোন
    ক্যারিয়ার গড়ার রাস্তা নয়।
  • 4:24 - 4:28
    এই দশ বছর মডেলিংয়ে থাকার পরে আমি যা শিখেছি
    তা আপনাদের দেখাব,
  • 4:28 - 4:30
    কারণ হৃদচিকিৎসকদের মত অত না দেখে,
  • 4:30 - 4:33
    ব্যপারটার মূলে আমরা এখনই যেতে পারি।
  • 4:33 - 4:36
    তো,যদি ফটোগ্রাফার ওইখানে থাকে,
  • 4:36 - 4:38
    সুন্দর একটা এইচএমআই'র মত
    আলোটা ওইখানে,
  • 4:38 - 4:40
    আর মক্কেল যদি বলেন যে,
    "আমরা একটা হাঁটার দৃশ্য চাই,"
  • 4:40 - 4:44
    এই পা'টা আগে যাবে,সুন্দর আর বেশিক্ষণধরে,
    এই হাতটা পেছনে যাবে,এই হাতটা সামনে আসবে,
  • 4:44 - 4:47
    মাথাটা থাকবে এক-চতুর্থাংশে,
    আর তুমি শুধু পেছন থেকে সামনে আসবে,
  • 4:47 - 4:50
    খালি এটাই করো, এরপর তুমি পেছনে
    তোমার কাল্পনিক বন্ধুদের দিকে তাকাবে,
  • 4:50 - 4:52
    ৩০০, ৪০০, ৫০০ বার।
  • 4:52 - 4:53
    (হাসি)
  • 4:53 - 4:55
    এটা হয়তো অনেকটা এরকম দেখাবে।
  • 4:55 - 4:57
    (হাসি)
  • 4:57 - 5:00
    আশা করি মাঝখানেরটার মত
    ওত অদ্ভুত দেখাবেনা।
  • 5:00 - 5:03
    সেটা ছিল...আমি জানিনা
    সেখানে কী ঘটেছিল।
  • 5:03 - 5:05
    দুর্ভাগ্যক্রমে,
    আপনি স্কুল শেষ করেছেন,
  • 5:05 - 5:07
    আপনার একটি বায়োডাটা আছে,
    আপনি কয়েকটা চাকরি করেছেন,
  • 5:07 - 5:09
    এরপর আপনি আর কিছুই
    বলতে পারবেন না।
  • 5:09 - 5:12
    আপনি যদি বলেন
    আপনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান
  • 5:12 - 5:14
    কিন্তু আপনার বায়োডাটায় লেখা থাকে,
    "অন্তর্বাস মডেলিং:১০ বছর,"
  • 5:14 - 5:16
    মানুষ আপনাকে দেখে মুচকি হাসবে।
  • 5:16 - 5:18
    এর পরের প্রশ্নটা হচ্ছে,
    "তারা কি সব ছবিই সম্পাদনা করে?"
  • 5:19 - 5:21
    হ্যাঁ,
    তারা প্রায় সব ছবিই সম্পাদনা করে থাকেন,
  • 5:21 - 5:24
    কিন্তু যা ঘটছে
    এটা তার একটা ছোট্ট অংশ মাত্র।
  • 5:24 - 5:27
    এটা আমার তোলা প্রথম ছবি
  • 5:27 - 5:30
    এবং সেবারই আমি প্রথমবার
    বিকিনি পরেছিলাম,
  • 5:30 - 5:31
    আর তখনও আমার মাসিক শুরু হয়নি।
  • 5:31 - 5:35
    হয়তো একটু ব্যক্তিগত বিষয়ে
    চলে যাচ্ছি, কিন্তু আমি ছিলাম একজন তরুণী।
  • 5:35 - 5:38
    এটা তার কয়েকমাস আগে তোলা,
    দাদীর সাথে আমাকে যেমন দেখাচ্ছিলো।
  • 5:39 - 5:41
    সেম ডে'র প্রচ্ছদে আমি, এটা তোলার সময়
  • 5:41 - 5:43
    আমার বন্ধু এসেছিল।
  • 5:43 - 5:46
    এটা আমি একটা পার্টিতে,
    ফ্রেঞ্চ ভোগে ছবি দেয়ার কয়দিন আগে।
  • 5:47 - 5:49
    এখানে আমি সকার দলে এবং
    ভি ম্যাগাজিনে।
  • 5:51 - 5:52
    আর এটায় বর্তমানে আমি যেমন আছি।
  • 5:52 - 5:54
    এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে
  • 5:54 - 5:56
    এই ছবিগুলো আসলে আমার ছবি না।
  • 5:57 - 5:58
    এগুলোকে তৈরি করা হয়েছে।
  • 5:58 - 6:01
    এবং এগুলো তৈরি করা হয়েছে
    একদল পেশাদারদের দিয়ে,
  • 6:01 - 6:04
    যাদের মধ্যে ছিল হেয়ার স্টাইলিস্ট,
    মেকাপ আর্টিস্ট,ফটোগ্রাফার ও স্টাইলিস্টগণ
  • 6:04 - 6:07
    আর তাদের সহকারীরা
    এবং প্রি-প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশন,
  • 6:07 - 6:08
    এবং তারা এটা বানিয়েছেন।
  • 6:08 - 6:09
    আমি না।
  • 6:09 - 6:12
    এরপর যে প্রশ্নটা লোকেরা
    আমাকে সবসময় জিজ্ঞেস করে,
  • 6:12 - 6:13
    "তুমি কি ফ্রি'তে কিছু পাও?"
  • 6:13 - 6:14
    (হাসি)
  • 6:14 - 6:17
    আমার অনেক অনেক ৮-ইঞ্চি হিল আছে
    যেগুলো আমি কখনো পরিনি,
  • 6:17 - 6:19
    অবশ্য শুরুতে পরতাম,
  • 6:19 - 6:23
    কিন্তু আমার ফ্রিতে পাওয়া জিনিসগুলো হচ্ছে
    বাস্তব জীবনে পাওয়া,
  • 6:23 - 6:25
    আর এই বিষয়ে কথা বলতেও আমাদের ভালো লাগেনা।
  • 6:25 - 6:26
    আমি ক্যামব্রিজে বেড়ে উঠেছি,
  • 6:26 - 6:29
    এবং একবার আমি ভুলে টাকা ফেলে
    একটা দোকানে চলে গিয়েছিলাম
  • 6:29 - 6:31
    আর তারা আমাকে জামাটা এমনিই দিয়ে দেয়।
  • 6:31 - 6:33
    কিশোরী থাকতে আমি
    আমার এক বন্ধুর সাথে গাড়ি চালিয়েছিলাম
  • 6:33 - 6:36
    ও ছিলো বাজে ড্রাইভার,
    আর ও নিয়ম ভাঙ্গে এবং অতি অবশ্যই,
  • 6:36 - 6:37
    আমাদের আটকানো হয়েছিল,
  • 6:37 - 6:41
    কিন্তু "দুঃখিত,অফিসার" বলতেই
    তারা আবার আমাদের রাস্তায় ছেড়ে দিয়েছিল।
  • 6:42 - 6:46
    আর আমি এগুলো ফ্রি পেয়েছিলাম
    আমি দেখতে কেমন সেজন্যে,
  • 6:46 - 6:48
    এইজন্যে না যে আমি কে,এবং অনেক
    লোক আছেন যারা ঝামেলায় পড়েন
  • 6:48 - 6:51
    তারা দেখতে কেমন এই জন্যে,
    তারা কারা এইজন্যে না।
  • 6:51 - 6:52
    আমি নিউইয়র্কে থাকি,এবং গতবছর,
  • 6:52 - 6:56
    ১৪০,০০০ টিনএজারকে আটক করে
    তল্লাশি করা হয়েছিল,
  • 6:56 - 7:00
    এর মধ্যে ৮৬% ছিল কালো এবং ল্যাটিনো,
    আর তাদের বেশিরভাগই ছিলো তরুণ,
  • 7:00 - 7:05
    আর নিউইয়র্কে মাত্র ১৭৭,০০০ জন
    কালো এবং ল্যাটিনো তরুণ থাকে,
  • 7:05 - 7:07
    তাই,তাদের জন্য, "আমাকে কি আটকানো হবে?",
    এটা কোন প্রশ্ন নয়,
  • 7:07 - 7:10
    প্রশ্ন হচ্ছে "আমাকে আর কতবার আটকানো হবে?
    কখন আমাকে আটকানো হবে?'
  • 7:10 - 7:12
    আজকে কথা বলার জন্য গবেষণা করার সময়
  • 7:12 - 7:15
    আমি জানতে পারি যে,যুক্তরাষ্ট্রের
    ১৩ বছর বয়সী মেয়েদের
  • 7:15 - 7:18
    ৫৩% তাদের শরীরকে পছন্দ করেনা,
  • 7:18 - 7:21
    এবং ১৭ বছর হতেই
    সংখ্যাটা ৭৮% হয়ে যায়।
  • 7:22 - 7:25
    তো,সর্বশেষ যে প্রশ্নটা মানুষ
    আমাকে জিজ্ঞেস করে,
  • 7:25 - 7:27
    "মডেল হওয়ার অনুভূতি কেমন?"
  • 7:27 - 7:29
    এবং আমার মনে হয়
    তারা যে উত্তরটা খোঁজে তা হলো,
  • 7:29 - 7:32
    "তুমি যদি একটুখানি চিকন হও,
    আর তোমার যদি উজ্জ্বল চুল থাকে,
  • 7:32 - 7:35
    তাহলে তুমি সুখী আর দুর্দান্ত থাকবে।"
  • 7:35 - 7:36
    এবং যখন আমরা ব্যাকস্টেজে থাকি,
  • 7:36 - 7:39
    আমরা অনেকটা এরকম উত্তরই দেই।
  • 7:39 - 7:42
    আমরা বলি যে,"এরকম ঘোরাফেরা করা
    আর
  • 7:42 - 7:45
    এরকম সৃষ্টিশীল,উদ্যমী,অনুরাগী মানুষদের
    সাথে কাজ করাটা আসলেই দারুণ।"
  • 7:45 - 7:48
    এবং এসব সত্যি,
    কিন্তু এটা মুদ্রার মাত্র একটা পিঠ,
  • 7:48 - 7:51
    কারণ যেসব কথাগুলো
    আমরা ক্যামেরার সামনে কখনোই বলিনা,
  • 7:51 - 7:53
    এবং আমি কখনো ক্যামেরার সামনে বলিনি,তা হলো,
  • 7:53 - 7:54
    "আমি নিরাপদবোধ করিনা।"
  • 7:55 - 7:59
    আমি নিরাপদবোধ করিনা কারণ আমাকে
    প্রত্যহ ভাবতে হয় আমাকে কেমন দেখাচ্ছে।
  • 8:01 - 8:04
    আর আপনারা যদি কখনো ভেবে থাকেন যে,
  • 8:04 - 8:08
    "আমার যদি আরো সরু উরু আর উজ্জ্বল চুল
    থাকে,আমি কি আরো সুখী হব?"
  • 8:08 - 8:09
    তাহলে আপনারা একদল মডেলদের সাথে কথা বলুন,
  • 8:09 - 8:13
    কারণ তাদের সবচেয়ে সরু উরু,সবচেয়ে উজ্জ্বল
    চুল,আর সবচেয়ে দারুণ জামা আছে,
  • 8:13 - 8:17
    কিন্তু তারাই খুব সম্ভবত এই গ্রহের সবচেয়ে
    অনিরাপদবোধকারী নারী।
  • 8:17 - 8:18
    যখন আমি আজকে কি বলবো তা লিখছিলাম,
  • 8:18 - 8:21
    আমি বুঝতে পারি যে সৎভাবে দু'দিক বজায় রাখা
    খুবই কঠিন,
  • 8:21 - 8:23
    কারণ, একদিকে
  • 8:23 - 8:25
    আমার বেশ অস্বস্তি হবে এখানে এসে
    এটা বলা যে,
  • 8:25 - 8:29
    "দেখ,আমি এত সুবিধা পেয়েছি
    কারণ সবই আমার পক্ষে ছিল,"
  • 8:29 - 8:32
    তবে এর সাথে আমার এটা বলতেও খারাপ লাগবে যে,
  • 8:32 - 8:34
    "এবং এটা আমাকে সবসময় সুখী করেনি।"
  • 8:34 - 8:40
    তবে সবচেয়ে কঠিন ছিল লিঙ্গ এবং বর্ণবৈষম্যর
    একটা ঐতিহ্যকে সবার সামনে প্রকাশ করা
  • 8:40 - 8:42
    যেখানে আমি নিজেই ওটার
    সবচেয়ে বড় সুবিধাভোগী।
  • 8:44 - 8:46
    কিন্তু আমি খুশি এবং গর্বিত
    এখানে আসতে পেরে
  • 8:46 - 8:50
    এবং আমি মনে করি
    এখানে আসতে পারাটা দারুণ ব্যাপার
  • 8:50 - 8:53
    ১০ বা ২০ বা ৩০ বছর আর আমার ক্যারিয়ারে
    আরো কিছু এজেন্সি যোগ হওয়ার আগেই,
  • 8:53 - 8:57
    কারণ তখন হয়তো আমি বলতাম না
    কীভাবে আমি আমার প্রথম কাজ পেলাম,
  • 8:57 - 9:00
    কিংবা আমি কীভাবে কলেজের বেতন দিয়েছিলাম
    সেটাও হয়তো বলতাম না,
  • 9:00 - 9:01
    যেটাকে এখন মনে হচ্ছে
    বেশ গুরুত্বপূর্ণ।
  • 9:02 - 9:04
    আমার কথার যদি কোন সারবস্তু থাকে,
  • 9:04 - 9:08
    আশা করি সেটা হচ্ছে,
    আমরা মেনে নিতে পারব যে,
  • 9:08 - 9:12
    আমাদের পাওয়া সাফল্য কিংবা
  • 9:12 - 9:13
    ব্যর্থতায়,
    ছবির ভূমিকা অনস্বীকার্য।
  • 9:13 - 9:15
    ধন্যবাদ
  • 9:15 - 9:17
    (হাততালি)
Title:
আমি একজন মডেল হয়েও বলছি,বিশ্বাস করুন,বাহ্যিক রূপটাই সবকিছু নয়।
Speaker:
ক্যামেরন রাসেল
Description:

ক্যামেরন রাসেল স্বীকার করছেন যে তিনি একটি "জীনগত লটারি" জিতেছিলেন:তিনি লম্বা,সুশ্রী এবং একজন অন্তর্বাস মডেল।কিন্তু তাকে দেখেই বিচার করবেন না।এই সাহসী বক্তব্যে তিনি মডেলিং ইন্ডাস্ট্রির সেই দিকটা তুলে ধরেছেন,যা তাকে ১৬ বছর-বয়স না হতেই অত্যন্ত আবেদনময়ী করে গড়ে তুলেছিল।(TEDxMidAtlantic এ ধারণকৃত।)

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
09:37

Bengali subtitles

Revisions