-
একটি if-else statement হল দুটো ব্যাপারে একটি সিদ্ধান্ত। উদাহরণস্বরূপ, যদি(IF) কাঠবিড়ালটি
-
একর্ন খুঁজে পায়, তাহলে সে খুশি হরে। অন্যথায়(ELSE) সে দুঃখ পাবে, ও খোঁজা চালিয়ে যাবে। তো চলো দেখি কীভাবে
-
আমরা if-else statement কে আমাদের বন্ধু Scratএর(কাঠবিড়াল) সাথে ব্যবহার করতে পারি। এ ব্লকটি "if" ব্লকের মত দেখাচ্ছে,
-
কিন্তু এর নিচের দিকেই এক বাড়তি অংশ আছে যা বলে "else"। যদি আমি "move forward" ব্লকটিকে
-
"do" বলা স্থানে এবং "turn left" ব্লকটিকে "else" বলা স্থানে রাখি, এর মানে দাঁড়ায় এই যে,
-
Scrat নামের কাঠবিড়ালটি সামনে যাবে যদি(if) সামনে(ahead) কোনো পথ থাকে তবেই। আর যদি সামনে(ahead) কোনো পথ না থাকে তবে,
-
Scrat বামে ঘুরবে। এটি একটি সিদ্ধান্ত নিচ্ছে এবং দুটি কাজের একটি করছে
-
ঐ সিদ্ধান্তের ওপর ভিত্তি করে। এবং ঠিক "if" ব্লকের মত, তুমি "if-else" ব্লকটিকে "repeat" ব্লকের মধ্যে রাখতে পারো
-
তো এবার চলো Scrat কাঠবিড়ালকে একর্ন পেতে সাহায্য করা যাক্!