একটি if-else statement হল দুটো ব্যাপারে একটি সিদ্ধান্ত। উদাহরণস্বরূপ, যদি(IF) কাঠবিড়ালটি
একর্ন খুঁজে পায়, তাহলে সে খুশি হরে। অন্যথায়(ELSE) সে দুঃখ পাবে, ও খোঁজা চালিয়ে যাবে। তো চলো দেখি কীভাবে
আমরা if-else statement কে আমাদের বন্ধু Scratএর(কাঠবিড়াল) সাথে ব্যবহার করতে পারি। এ ব্লকটি "if" ব্লকের মত দেখাচ্ছে,
কিন্তু এর নিচের দিকেই এক বাড়তি অংশ আছে যা বলে "else"। যদি আমি "move forward" ব্লকটিকে
"do" বলা স্থানে এবং "turn left" ব্লকটিকে "else" বলা স্থানে রাখি, এর মানে দাঁড়ায় এই যে,
Scrat নামের কাঠবিড়ালটি সামনে যাবে যদি(if) সামনে(ahead) কোনো পথ থাকে তবেই। আর যদি সামনে(ahead) কোনো পথ না থাকে তবে,
Scrat বামে ঘুরবে। এটি একটি সিদ্ধান্ত নিচ্ছে এবং দুটি কাজের একটি করছে
ঐ সিদ্ধান্তের ওপর ভিত্তি করে। এবং ঠিক "if" ব্লকের মত, তুমি "if-else" ব্লকটিকে "repeat" ব্লকের মধ্যে রাখতে পারো
তো এবার চলো Scrat কাঠবিড়ালকে একর্ন পেতে সাহায্য করা যাক্!