< Return to Video

https:/.../Session_by_Raida_during_WLFBD25_Prize_Giving_ceremony.webm

  • Not Synced
    হ্যালো এভরিওয়ান!
  • Not Synced
    আশা করি সবাই আজকে
  • Not Synced
    এই ইভেন্ট এ
  • Not Synced
    এতক্ষণ পর্যন্ত যা হয়েছে
  • Not Synced
    ঠিকঠাকভাবে ইনজয় করতে পারছেন
  • Not Synced
    এবং আগামীতেও আমাদের পুরো ইভেন্টটা
  • Not Synced
    সুন্দরভাবে শেষ করা পর্যন্ত অপেক্ষা করবেন।
  • Not Synced
    আমি রাইদা তাসনিম
  • Not Synced
    ফিমেল টিম কো-অর্ডিনেটর অফ
  • Not Synced
    উইকিলাভস্ ফোকলোর বাংলাদেশ ২০২৫ কোর অর্গানাইজিং টিম।
  • Not Synced
    আমি প্রজেক্ট কড়িকাঠের সাথে ছাড়াও
  • Not Synced
    ভলেন্টিয়ারিং কাজের সাথে জড়িত আছি।
  • Not Synced
    আমি আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট
  • Not Synced
    নিয়ে আমি কাজ করছি এবং
  • Not Synced
    স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আমার দলকে নিযুক্ত দিচ্ছি।
  • Not Synced
    এটা ছিল আমার ছোট একটা পরিচিতি।
  • Not Synced
    এখন আমাদের আজকের যেই আমার সেশনটা
  • Not Synced
    সেটা হচ্ছে ওপেন নলেজ এন্ড ফটোগ্রাফি নিয়ে।
  • Not Synced
    তো ওপেন নলেজ শুনলেই ফার্স্টে কি আশে মাথায়?
  • Not Synced
    যে ওপেন একটা জায়গা আছে
  • Not Synced
    আমি সেখানে ফ্রি অ্যাকসেস পাচ্ছি
  • Not Synced
    বা ফ্রিতে আমি কোনো কিছু নিতে পারছি। তাহলে
  • Not Synced
    ওপেন নলেজ প্ল্যাটফর্ম বা ওপেন সোর্স প্ল্যাটফর্মগুলার
  • Not Synced
    আইডিয়াটা কিছুটা সিমিলার।
  • Not Synced
    বাট কিছুটা রেস্ট্রিকশন থেকে যায়।
  • Not Synced
    তো আমরা যদি বইয়ের ভাষায়
  • Not Synced
    আচ্ছা
  • Not Synced
    আমরা যদি বইয়ের ভাষায় একটু বলতে যাই,
  • Not Synced
    তাহলে ওপেন নলেজ কী?
  • Not Synced
    ওপেন নলেজ হচ্ছে নলেজ দ্যাট ইজ ফ্রি টু ইউজ,
  • Not Synced
    রিইউজ আন্ড রিডিস্ট্রিবিউট উইদাউট লিগাল,
  • Not Synced
    সোশাল অর টেকনোলজিকাল রেস্ট্রিকশন।
  • Not Synced
    এটা আমরা নিয়েছি ইংলিশ উইকিপিডিয়া থেকে।
  • Not Synced
    এখন
  • Not Synced
    আমরা যারা হচ্ছে
  • Not Synced
    ওপেন নলেজ অ্যাক্টিভিস্ট
  • Not Synced
    আমাদের মেইন মোটিভই হচ্ছে যে,
  • Not Synced
    আমরা মানুষকে জ্ঞান প্রোভাইড করবো বাট এটা হতে হবে ফ্রি।
  • Not Synced
    বাট দেখা যায় যে, যারা হচ্ছে যে জ্ঞান প্রোভাইডার থাকেন,
  • Not Synced
    এগুলো হচ্ছে যে একটু রেস্ট্রিকশনে রাখতে চায়।
  • Not Synced
    তো স্বাভাবিকভাবেই কেউ তার পরিশ্রম দিয়ে যেই কাজটা করতেছে
  • Not Synced
    সেটার আউটপুট একটা নিতে চাবে।
  • Not Synced
    তো
  • Not Synced
    আমরা হচ্ছে
  • Not Synced
    যে সেই দুইটা ব্যারিয়ার এর মধ্যে কিভাবে সংযোগ করা যায়
  • Not Synced
    সেটা নিয়েই কাজ করি।
  • Not Synced
    এখন
  • Not Synced
    ওপেন নলেজ প্ল্যাটফর্মগুলাতে আমরা যারা অথার বা ফটোগ্রাফাররা
  • Not Synced
    যদি কোনো কিছু পাবলিশ করেন,
  • Not Synced
    সেটা পাবলিশ করা হয় হচ্ছে ওপেন লাইসেন্সের আওতায়।
  • Not Synced
    ওপেন লাইসেন্স এর আওতায়
  • Not Synced
    আপনি যখন কোনোকিছু পাবলিশ করতেছেন,
  • Not Synced
    সেটা আপনি একবার পাবলিশ করলে রিভোক করতে পারবেন না।
  • Not Synced
  • Not Synced
    বাট একটা এডভান্টেজ হচ্ছে যে আপনার কাজটা পরবর্তীতে যে ব্যবহার করবে সে আপনাকে যদি রাইটফুলি ক্রেডিট না দিতে পারে তার বিরুদ্ধে আপনি কপিরাইট অ্যালিগেশনস দিতে পারবেন বা লিগাল অ্যাকশনস্ নিতে পারবেন।
  • Not Synced
    বাট আপনার এই কাজ যেকোনো পারপাস এ, যেকোনো টাইমে ইউজ করতে পারবে, ইনক্লুডিং কমার্সিয়াল পারপাসেস।
  • Not Synced
    এখন একটা চ্যালেঞ্জ নিয়ে যদি কথা বলি আজকের ইভেন্টটা যেহেতু ফটোগ্রাফি রিলেটেড তাহলে ফটোগ্রাফি নিয়েই যদি কথা বলি যারা এখানে ফটোগ্রাফাররা আছেন বেশিরভাগই আমরা হচ্ছেন প্রফেশনালস।
  • Not Synced
    সো আমরা চাবো যে আমাদের ফটোগ্রাফির মাধ্যমেই আমরা কিছু একটা আউটপুট গেইন করি।
  • Not Synced
    বাংলাদেশের মতো যেগুলো ডেভেলপিং কান্ট্রিস আছে, সেখানে ফটোগ্রাফিটা খুবই আন্ডারপেইড, আন্ডারভ্যালুড একটা প্রফেশন।
  • Not Synced
    সো কেউই আসলে ঐরকম একটা মেন্টালিটি নিয়ে কাজ করবে না যে, আমি একটা ফ্রিতে আমার কাজ দিয়ে দিচ্ছি, বাট আমি ঐটার বিপরীতে কিছু পাচ্ছি না স্বাভাবিকভাবেই ।
  • Not Synced
    তো এটাকে নিয়েই আমরা সামনে আরো কথা বলবো।
  • Not Synced
    বাট তার আগেই আমরা একটা জিনিস দেখাতে চাচ্ছি।
  • Not Synced
    রায়হান আহমেদ ভাই
  • Not Synced
    উনি হচ্ছেন আমাদের কড়িকাঠ
  • Not Synced
    ওয়ান অফ আওয়ার কড়িকাঠ হিরোস।
  • Not Synced
    উনি আজকে উপস্থিত নাই যদিও।
  • Not Synced
    কিন্তু ভাইয়ারটা না আমরা না সবার আগে একটা করতালি দিয়ে নেই।
  • Not Synced
    [করতালি]
  • Not Synced
    আচ্ছা।
  • Not Synced
    এই ছবিটা আশা করি এখানে উপস্থিত মোটামুটি সবাই দেখেছেন।
  • Not Synced
    এটা ছিল জুলাই আন্দোলনের ওয়ান অফ দা আইকনিক ফটোস
  • Not Synced
    যেটা আমরা প্রজেক্ট কড়িকাঠের মাধ্যমে রায়হান ভাই বিভিন্ন
  • Not Synced
    প্রজেক্ট কড়িকাঠ হচ্ছে রায়হান ভাইয়ের এই ছবিটা
  • Not Synced
    উইকিপিডিয়ার বিভিন্ন পেইজে পাবলিশ করে দেয়
  • Not Synced
    এবং তার এই ছবিটা বাংলাদেশের কোটা রিফর্ম মুভমেন্টে গেলে
  • Not Synced
    আপনারা সবার আগে তার এই ছবিটা দেখতে পাবেন।
  • Not Synced
    এবং এই ছবিটা পরবর্তীতে থাউজ্যান্ডস অফ টাইম
  • Not Synced
    মিডিয়া হাউসেস এটা ব্যবহার করেছে।
  • Not Synced
    তাহলে বুঝতেই পারতেছেন যে উনার দেওয়া একটা ছোটো ডোনেশন
  • Not Synced
    কী পরিমানে হেল্প করসে আমাদের পুরো মুভমেন্টে
  • Not Synced
    ইন্টারন্যাশনাল একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্যে বা আমাদের দেশে তখন কি হচ্ছিলো সেটা জানার জন্যে কী পরিমান হেল্প করসে।
  • Not Synced
    এবং উনার এই ছবিটা ওয়ারল্ডওয়াইড এখন পর্যন্ত ২.২ মিলিয়ন টাইমস দেখা হয়েছে
  • Not Synced
    উইচ ইজ আ হিউজ থিং ফর এনি ফটোগ্রাফার।
  • Not Synced
    এন্ড ডেইলি অ্যাভারেজে এখনো ৭৪৩৮ বার এটা দেখা হচ্ছে
  • Not Synced
    সো আমরা ভাইয়ের জন্যে আরো একবার করতালি দিয়ে নেই।
  • Not Synced
    [করতালি]
  • Not Synced
    এটা হচ্ছে রায়হান ভাইয়ের ফেসবুক প্রফাইল।
  • Not Synced
    উনার এই ছবিটা যতবার গণমাধ্যমে পাবলিশ করা হচ্ছে
  • Not Synced
    তো
  • Not Synced
    রায়হান ভাই হচ্ছে
  • Not Synced
    একটু একটু করে সেগুলা কালেক্ট করে তার ফেসবুক প্রফাইলে আপলোড করেন।
  • Not Synced
    তো আমরা টিম প্রজেক্ট কড়িকাঠ হচ্ছে সবসময়ই অপেক্ষা করি ভাইয়া কখন আবার নতুন করে একটা কিছু এড করবেন।
  • Not Synced
    সো ভাইয়াকে আমরা
  • Not Synced
    আমরা ভাইয়াকে নিয়ে খুবই খুবই প্রাউড ফিল করি এবং আশা করবো উনার মতো আরো ফটোগ্রাফারসরা এমন ছোটোখাটো ডোনেশন করতে থাকবেন।
  • Not Synced
    তাদের ছোটোখাটো ডোনেশনের মাধ্যমে আসলে নিজের একটা ইনডিভিজুয়াল রিকোগনিশন তো হচ্ছেই প্লাস আপনি আপনার দেশকেও রিপ্রেজেন্ট করতে পারতেসেন ইন্টারন্যাশনালি।
  • Not Synced
    এই যে এইটা হচ্ছে ভাইয়ার প্রোফাইলের একটা স্ক্রিনশট।
  • Not Synced
    এখানে হচ্ছে সবগুলো গণমাধ্যমে ভাইয়ার ছবিগুলো ইউজ করা হয়েছে তার ছবি।
  • Not Synced
    এখন আমরা হচ্ছে ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে,
  • Not Synced
    "ভাইয়া আপনি যে এই কাজটা করছেন আপনি কি হ্যাপি?" এটা নিয়ে।
  • Not Synced
    ভাইয়ার অ্যানসারটা ছিল কিছুটা এমন
  • Not Synced
    ভাইয়ার মেইন উদ্দেশ্যটা ছিলো যে উনার ছোট একটা ডোনেশনের মাধ্যমে উনি হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম যেগুলা আছে
  • Not Synced
    যেমন : আমরা, প্রজেক্ট কড়িকাঠ, উইকিমিডিয়া, আরও যত সিস্টার প্রজেক্ট আছে সেগুলার মাধ্যমে ওপেন সোর্স কমিউনিটির আপরাইজিং করা।
  • Not Synced
    যাতে আমাদের লোকাল যেই নলেজ আছে বা লোকাল যেই আমরা
  • Not Synced
    আমাদের যাই আছে না কেন আমরা যাতে এটা ইন্টারন্যাশনালি শো-কেস করতে পারি।
  • Not Synced
    এখন একটা কোয়েশ্চেন থেকে যায় যে,
  • Not Synced
    "হোএয়ার ডু উই স্ট্যান্ড?"
  • Not Synced
    আমাদের আসলে
  • Not Synced
    এই পুরো সেশনটা জুড়ে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে
  • Not Synced
    আমরা কেন আসলে ডোনেট করবো?
  • Not Synced
    ফ্রিতে তো আসলে কেউই কিছু করতে চাইবে না
  • Not Synced
    যদি কোনো আউটপুট না আসে।
  • Not Synced
    বাট কেন ডোনেট করবো এটা আশা করি আমরা রায়হান ভাইয়ের
  • Not Synced
    উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি।
  • Not Synced
    এখন আমাদের মতো
  • Not Synced
    প্রজেক্ট কড়িকাঠ বা আরো যত সিস্টার প্রজেক্ট আছে
  • Not Synced
    ওপেন নলেজ প্ল্যাটফর্মগুলা —উইকিপিডিয়া
  • Not Synced
    আমাদের মেইন মোটিভ হচ্ছে আমরা লোকাল নলেজ প্রিজার্ভ অ্যান্ড সার্ভ করবো
  • Not Synced
    স্প্রেড করবো ইন্টারন্যাশনালি।
  • Not Synced
    এখন আমি এখনে উপস্থিত আসলে সকল ফটোগ্রাফারসদেরকে উৎসাহিত করতে চাবো যে, আপনারা
  • Not Synced
    দেখা যায় যে আপনার ইভেন্টে অনেক ছবি তুলেন
  • Not Synced
    একটা দুইটা তো আর তোলা হয় না,
  • Not Synced
    একসাথে অনেকগুলা ছবি তোলা হয়।
  • Not Synced
    আপনার যেগুলা হচ্ছে আর্নিং পার্পাসে রেখে দিবেন
  • Not Synced
    সেগুলা আলাদা করে রাখলেন।
  • Not Synced
    বাট যেগুলা কখনোই আর ইউজ করা হবে না,
  • Not Synced
    সেই ছবিগুলা আপনারা হচ্ছে
  • Not Synced
    আমাদের ওপেন নলেজ প্ল্যাটফর্ম যেগুলা আছে,
  • Not Synced
    সেগুলাতে আপ্লোড করে দিতে পারেন
  • Not Synced
    আর ঐটা ওপেন নলেজের আওতায় চলে যাবে
  • Not Synced
    বাট ইন্টান্যাশনালি যে কেউই এই ছবি বা আপনার যেই কন্টেন্ট থাকবে এটা ইউজ করতেসে,
  • Not Synced
    সে আপনাকে প্রপার ক্রেডিট দিতে বাধ্য।
  • Not Synced
    এবং রায়হান ভাইয়ের ক্ষেত্রেও এটাই হয়েছে।
  • Not Synced
    যতগুলা গণমাধ্যম তার ছবি ইউজ করেছেন,
  • Not Synced
    তাকে প্রপার ক্রেডিট দিয়েছেন।
  • Not Synced
    এখন
  • Not Synced
    আশা করি আজকের এইটুকে সেশনে আমরা
    আপনাদেরকে বুঝাতে পেরেছি
  • Not Synced
    যে কেনো ওপেন নলেজ ইম্পর্ট্যান্ট।
  • Not Synced
    আশা করবো আপনারা প্রজেক্ট কড়িকাঠ এবং
  • Not Synced
    উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার সাথে যুক্ত থাকবেন।
  • Not Synced
    সামনে আপনাদের যতই ছোটখাটো ডোনেশনের ইয়ে থাকবে
  • Not Synced
    আপনারা আমাদের সাথে সেগুলো ডোনেট করে
  • Not Synced
    আমাদেরকে আরো এগিয়ে যেতে সাহায্য করবেন।
  • Not Synced
    ধন্যবাদ
  • Not Synced
    ধন্যবাদ সবাইকে।
Title:
https:/.../Session_by_Raida_during_WLFBD25_Prize_Giving_ceremony.webm
Video Language:
Bengali
Duration:
09:39

Bengali subtitles

Revisions Compare revisions