< Return to Video

লরেত্তা নেপলিওনিঃ সন্ত্রাসবাদের জটিল অর্থনীতি

  • 0:01 - 0:03
    আমি আপনাদের দেখাব কিভাবে সন্ত্রাসবাদ
  • 0:03 - 0:06
    আমাদের প্রাত্যহিক জীবনের সাথে জড়িয়ে থাকে।
  • 0:06 - 0:10
    ১৫ বছর আগে এক বন্ধুর কাছ থেকে আমি একটা ফোন কল পাই।
  • 0:10 - 0:13
    ও সেই সময়ে রাজনৈতিক বন্দীদের অধিকারের বিষয়ে কাজ করত
  • 0:13 - 0:16
    ইতালির জেলখানাগুলোতে।
  • 0:16 - 0:20
    সে রেড ব্রিগেডস- এর সদস্যদের সাক্ষাৎকার নেবার ব্যপারে আমার আগ্রহ জানতে চাইল।
  • 0:20 - 0:22
    তো অনেকের-ই হয়তো মনে আছে,
  • 0:22 - 0:26
    রেড ব্রিগেডস ছিল একটি সন্ত্রাসী, মাকর্সবাদী সংগঠন
  • 0:26 - 0:28
    যেটি ইতালিতে বেশ সক্রিয় ছিল
  • 0:28 - 0:32
    ৬০ এর দশক থেকে শুরু করে ৮০'র দশকের মধ্যভাগ পর্যন্ত।
  • 0:32 - 0:34
    তাদের কৌশলের অংশ হিসেবে
  • 0:34 - 0:38
    রেড ব্রিগেডস-এর সদস্যরা কখনো কারো সাথে কথা বলত না, এমনকি তাঁদের আইনজীবিদের সাথেও না।
  • 0:38 - 0:42
    তাঁরা নিরবে তাঁদের চিহ্নিত স্থানগুলোতে অবস্থান করত,
  • 0:42 - 0:46
    আর মাঝে-মাঝে পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে দেখা হত।
  • 0:46 - 0:52
    ১৯৯৩ সালে তাঁরা সশস্ত্র সংগ্রামের পরিসমাপ্তির ঘোষনা করে।
  • 0:52 - 0:54
    এবং তাঁরা কিছু মানুষ এর তালিকা করে যাদের সাথে তাঁরা কথা বলবে,
  • 0:54 - 0:56
    আর তাঁদের কাহিনী শোনাবে।
  • 0:56 - 0:59
    এবং আমি ছিলাম সেই মানুষদের একজন।
  • 0:59 - 1:02
    যখন আমার সেই বন্ধুকে জিজ্ঞাসা করলাম কেন তাঁরা আমার সাথে কথা বলতে চায়,
  • 1:02 - 1:06
    সে আমাকে বলেছিল যে সংগঠনের নারী সদস্যরা
  • 1:06 - 1:09
    আসলে আমার নাম অন্তর্ভুক্তির বিষয়টি সমর্থন করেছিল।
  • 1:09 - 1:12
    বিশেষ করে একজন ব্যক্তি প্রস্তাবটি করেছিল।
  • 1:12 - 1:15
    সে ছিল আমার ছোটবেলার বান্ধবী।
  • 1:15 - 1:17
    সে রেড ব্রিগেডস্ এ যোগ দিয়েছিল
  • 1:17 - 1:20
    এবং সংগঠনটির একজন নেতা হয়েছিল।
  • 1:20 - 1:22
    স্বাভাবিকভাবেই আমি তা জানতাম না
  • 1:22 - 1:24
    যেদিন সে গ্রেফতার হল তার আগ পর্যন্ত।
  • 1:24 - 1:28
    সত্যি বলতে কি, আমি পত্রিকা পড়ে জানতে পারি।
  • 1:28 - 1:30
    যে সময়ে বন্ধুর ফোনটা পেয়েছিলাম
  • 1:30 - 1:32
    আমি তখন মাত্র সন্তান লাভ করেছি,
  • 1:32 - 1:34
    আমি সফলভাবে একটি কোম্পানির স্টক বিক্রয়ের কাজ সম্পন্ন করি
  • 1:34 - 1:37
    যে কোম্পানির সাথে আমি কাজ করতাম,
  • 1:37 - 1:40
    আর এরকম একটা সময়ে দেশে গিয়ে
  • 1:40 - 1:43
    প্রচন্ড নিরাপত্তাবেষ্টিত জেলখানাগুলোতে ঘুরাঘুরি করাটা আমার ভাবনাতেও ছিলনা।
  • 1:43 - 1:46
    কিন্তু ঠিক ওই কাজটাই আমি করলাম
  • 1:46 - 1:48
    কারণ আমি জানতে চাচ্ছিলাম
  • 1:48 - 1:50
    কোন্ বিষয়টা আমার সবচে কাছের বন্ধুকে
  • 1:50 - 1:52
    একজন সন্ত্রাসীতে পরিণত করল,
  • 1:52 - 1:56
    আর কেন সে আমাকে কখনো তাঁর দলে নেবার চেষ্টা করলনা।
  • 1:56 - 1:58
    (হাসি)
  • 1:58 - 2:01
    (তালি)
  • 2:01 - 2:06
    একারণে, আমি ঠিক তাই করলাম।
  • 2:06 - 2:10
    যাক, আমি উত্তর বেশ দ্রুতই পেলাম।
  • 2:10 - 2:12
    আমি আসলে ব্যর্থ হয়েছিলাম
  • 2:12 - 2:15
    সন্ত্রাসীদের মনস্তাত্তিক বিশ্লেষণে।
  • 2:15 - 2:17
    রেড ব্রিগেডস-এর মূল কমিটি
  • 2:17 - 2:19
    আমাকে বেশ একরোখা হিসেবেই বিচার করেছিল
  • 2:19 - 2:23
    আমার একজন ভাল সন্ত্রাসী হয়ে ওঠার বেপারে অতি রক্ষণশীলতার কারনে।
  • 2:23 - 2:26
    অন্যদিকে আমার বন্ধু একজন ভাল সন্ত্রাসী ছিল
  • 2:26 - 2:29
    কারণ সে নির্দেশ পালনে বেশ ভাল ছিল।
  • 2:29 - 2:32
    তাছাড়া,সন্ত্রাসকে সে ভালভাবেই গ্রহণ করেছিল।
  • 2:32 - 2:34
    কারণ সে বিশ্বাস করত যে বাঁধা দূর করার এটাই একমাত্র উপায়,
  • 2:34 - 2:37
    সে সময়ে যা কিনা
  • 2:37 - 2:39
    বদ্ধ গনতন্ত্র নামে পরিচিত ছিল,
  • 2:39 - 2:43
    ইতালি, যে দেশটা একি দলের দ্বারা ৩৫ বছর ধরে পরিচালিত ছিল,
  • 2:43 - 2:47
    হল সশস্ত্র সংগ্রাম।
  • 2:47 - 2:50
    একিসময়, আমি যখন রেড ব্রিগেডস-দের সাক্ষাৎকার নিচ্ছিলাম,
  • 2:50 - 2:53
    আমি এও আবিষ্কার করলাম যে তাঁদের জীবন
  • 2:53 - 2:56
    রাজনীতি বা মতাদর্শ দ্বারা বাঁধা নয়,
  • 2:56 - 2:59
    বরং অর্থনীতি দ্বারা পরিচালিত।
  • 2:59 - 3:02
    তাঁরা সবসময়ই টাকার অভাবে থাকত।
  • 3:02 - 3:05
    তাঁরা সবসময়ই টাকার খোঁজে ছিল।
  • 3:05 - 3:07
    যাই হোক, অনেকেই যেটা বিশ্বাস করতে পারেনা,
  • 3:07 - 3:11
    সন্ত্রাসবাদ আসলে একটি বেশ ব্যয়বহুল কর্মকান্ড।
  • 3:11 - 3:13
    একটা ধারণা দেই,
  • 3:13 - 3:18
    ১৯৭০ এর দশকে, রেড ব্রিগেডস এর
  • 3:18 - 3:20
    বাৎসরিক ব্যবসার পরিমান ছিল
  • 3:20 - 3:22
    সাত মিলিয়ন ডলার।
  • 3:22 - 3:24
    সেটা এখন প্রায় ১০০ থেকে
  • 3:24 - 3:26
    ১৫০ মিলিয়নে দাঁড়িয়েছে।
  • 3:26 - 3:29
    এখন, বুঝতেই পারছেন, আপনি যদি আন্ডারগ্রাউন্ড-এ থাকেন,
  • 3:29 - 3:34
    এই পরিমান অর্থ যোগাড় করা সত্যি কঠিন।
  • 3:34 - 3:38
    তবে বিষয়টা এও ব্যাখ্যা দেয়, কেন যখন আমি তাঁদের সাক্ষাৎকার নিচ্ছিলাম,
  • 3:38 - 3:41
    আর পরে যখন অন্যান্য সশস্ত্র সংগঠনগুলোর-ও নিলাম,
  • 3:41 - 3:46
    মধ্যপ্রাচ্যের আল-জারকাওয়ি এর সদস্যরাও যাঁদের মধ্যে ছিল,
  • 3:46 - 3:49
    সবাই অতিমাত্রায় অনিচ্ছুক ছিল
  • 3:49 - 3:52
    মতাদর্শ বা রাজনীতি নিয়ে কথা বলতে।
  • 3:52 - 3:54
    কারণ তাঁদের কোন ধারণাই ছিল না।
  • 3:54 - 3:58
    যেকোন সন্ত্রাসী সংগঠনের রাজনৈতিক দর্শন
  • 3:58 - 4:01
    নেতৃত্তের দ্বারা গৃহিত হয়,
  • 4:01 - 4:04
    যা, সাধারণত, কখনই পঁাচ-সাত জন মানুষের বেশি না।
  • 4:04 - 4:07
    বাকিরা কেবল দিন কাটায়
  • 4:07 - 4:09
    টাকার খোঁজে।
  • 4:09 - 4:11
    যেমন ধরুন, একবার আমি সাক্ষাৎকার নিচ্ছিলাম
  • 4:11 - 4:14
    রেড ব্রিগেডস এর এক অস্থায়ী সদস্যের।
  • 4:14 - 4:16
    সে ছিল একজন মনোবিজ্ঞানী। সে নৌকা চালাতে ভালবাসত।
  • 4:16 - 4:20
    সত্যিকার অর্থেই সে একজন আগ্রহী নাবিক ছিল। আর তাঁর বেশ সুন্দর একটা নৌকাও ছিল।
  • 4:20 - 4:22
    আর সে আমাকে বলেছিল যে তাঁর জীবনের সেরা সময়টা ছিল
  • 4:22 - 4:25
    যখন সে রেড ব্রিগেডস-এর সদস্য ছিল।
  • 4:25 - 4:27
    আর সে প্রতি গ্রীষ্মে নৌকা নিয়ে আসা-যাওয়া করত
  • 4:27 - 4:29
    লেবানন থেকে, যেখানে সে সংগ্রহ করত
  • 4:29 - 4:31
    পিএলও এর কাছ থেকে পাওয়া সোভিয়েত অস্ত্র-সস্ত্র,
  • 4:31 - 4:34
    আর সেগুলো সার্দেগনা পর্যন্ত বহন করে নিয়ে যেত
  • 4:34 - 4:37
    যেখানে ইওরোপের অন্যান্য সশস্ত্র সংগঠনগুলো যেত
  • 4:37 - 4:40
    আর তাঁদের অস্ত্রের ভাগ বুঝে নিত।
  • 4:40 - 4:44
    ঐ কাজের জন্য রেড ব্রিগেডস কে রীতিমত ফি দেয়া হত,
  • 4:44 - 4:47
    যেটা দিয়ে তাঁদের সংগঠনের খরচ যোগান হত।
  • 4:47 - 4:50
    তো, যেহেতু আমি একজন প্রশিক্ষনপ্রাপ্ত অর্থনীতিবিদ
  • 4:50 - 4:52
    আর আমি অর্থনীতির ভাষায় চিন্তা করি,
  • 4:52 - 4:54
    হঠাৎ করেই আমি চিন্তা করলাম,
  • 4:54 - 4:56
    হয়ত এখানে একটা ব্যপার আছে।
  • 4:56 - 4:58
    হয়ত একটা সম্পর্ক আছে, কোন ব্যবসায়িক যোগাযোগ,
  • 4:58 - 5:02
    একটার সাথে আরেকটা সংগঠনের।
  • 5:02 - 5:05
    কিন্তু যখন কেবল আমি সাক্ষাৎকার নিলাম
  • 5:05 - 5:09
    মারিও মরেত্তির, রেড ব্রিগেডস এর প্রধান,
  • 5:09 - 5:12
    যে কিনা আলদো মোরো কে অপহরণ করে মেরে ফেলেছিল,
  • 5:12 - 5:15
    উনি ছিলেন ইতালীর প্রাক্তন প্রধানমন্ত্রী,
  • 5:15 - 5:17
    তখনই আমি আসলে বুঝতে পারলাম
  • 5:17 - 5:20
    যে সন্ত্রাসবাদ আসলে একটা ব্যবসা।
  • 5:20 - 5:22
    আমি তাঁর সাথে দুপুরের খাবার খাচ্ছিলাম
  • 5:22 - 5:24
    ইতালীর একটি উচ্চমাত্রার নিরাপত্তা বেষ্টিত জেলে।
  • 5:24 - 5:27
    আর যখন আমরা খাচ্ছিলাম,
  • 5:27 - 5:29
    আমার বিশেষভাবে মনে হচ্ছিল
  • 5:29 - 5:32
    যেন আমি লন্ডন শহরে ফিরে গিয়েছি,
  • 5:32 - 5:36
    আর যেন কোন ব্যংকার বা অর্থনীতিবিদের সাথে বসে খাবার খাচ্ছি।
  • 5:36 - 5:40
    ঐ লোকটা একেবারে আমার মতই চিন্তা করছিল।
  • 5:40 - 5:46
    তাই, আমি ঠিক করলাম যে আমি সন্ত্রাসবাদের অর্থনীতির উপর গবেষণা করব।
  • 5:46 - 5:50
    স্বাভাবিকভাবেই, কেউ আমার কাজে আর্থিক সাহায্য দিতে চায়নি।
  • 5:50 - 5:52
    আসলে, আমার মনে হয় অনেক মানুষ ভেবেছিল আমি খানিকটা পাগল।
  • 5:52 - 5:55
    বুঝতেই পারেন, যে এই মহিলাটা বিভিন্ন সংস্থায় গিয়ে ঘুরাঘুরি করছে
  • 5:55 - 5:59
    আর টাকা চাচ্ছে, সন্ত্রাসবাদের অর্থনীতি নিয়ে সারাক্ষণ ভাবছে।
  • 5:59 - 6:02
    তাই, শেষে আমি একটা সিদ্ধান্ত নিলাম
  • 6:02 - 6:05
    যা, এখন বুঝতে পারি, আমার জীবন পালটে দিয়েছিল।
  • 6:05 - 6:07
    আমি আমার কোম্পানিটা বিক্রি করে দিলাম,
  • 6:07 - 6:10
    আর গবেষণার টাকা নিজেই ব্যবস্থা করলাম।
  • 6:10 - 6:12
    আর যেটা আমি আবিষ্কার করলাম
  • 6:12 - 6:14
    তা হল এই যৌথ বাস্তবতা,
  • 6:14 - 6:18
    আরেকটি বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা,
  • 6:18 - 6:21
    আমাদেরটার মতন-ই চালু রয়েছে,
  • 6:21 - 6:23
    যেটা অস্ত্র-সংগঠনগুলোর দ্বারা সৃষ্ট হয়েছে
  • 6:23 - 6:25
    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে।
  • 6:25 - 6:27
    আর তার চেয়েও ভয়াবহ বিষয় হল
  • 6:27 - 6:31
    যে এই ব্যবস্থা
  • 6:31 - 6:34
    প্রতি পদক্ষেপে অনুসরন করেছে
  • 6:34 - 6:36
    আমাদের নিজেদের অর্থনৈতিক ব্যবস্থার বিবর্তনকে,
  • 6:36 - 6:38
    আমাদের পশ্চিমা পুঁজিবাদকে।
  • 6:38 - 6:41
    আর এক্ষেত্রে তিনটি প্রধান ধাপ রয়েছে।
  • 6:41 - 6:44
    প্রথমটি হল সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা।
  • 6:44 - 6:47
    দ্বিতীয়টি হল সন্ত্রাসবাদের বেসরকারিকরণ।
  • 6:47 - 6:51
    আর তৃতীয়টি, স্বাভাবিকভাবেই, সন্ত্রাসবাদের বিশ্বায়ন।
  • 6:51 - 6:54
    যাক, সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা,
  • 6:54 - 6:56
    ছিল স্নায়ুযুদ্ধের বৈশিষ্ট্য।
  • 6:56 - 6:58
    এটা ছিল সেই সময় যখন দুই পরাশক্তি
  • 6:58 - 7:00
    প্রক্সি যুদ্ধে লিপ্ত ছিল,
  • 7:00 - 7:03
    তাদের প্রভাব বলয়ের সীমানা বরাবর,
  • 7:03 - 7:06
    অস্ত্র-সংগঠনগুলোকে পুরোপুরিভাবে অর্থসাহায্য তারা দিত।
  • 7:06 - 7:09
    আইনি আর বেআইনির এক মিশ্র কর্মকান্ড চলছিল।
  • 7:09 - 7:12
    তাই, অপরাধ আর সন্ত্রাসের যোগাযোগ
  • 7:12 - 7:15
    বেশ আগেই স্থাপিত হয়েছিল।
  • 7:15 - 7:17
    আর এর সবচেয়ে ভাল উদাহরণ হল,
  • 7:17 - 7:20
    নিকারাগুয়ার কন্ট্রারা, যেটা সি আই এ তৈরী করেছিল,
  • 7:20 - 7:23
    ইউ এস কংগ্রেস দ্বারা যেটি আইনসম্মতভাবেই অর্থায়িত হত,
  • 7:23 - 7:26
    আর আইন-বহির্ভুতভাবে অর্থায়ন করেছিল রিগ্যান প্রশাসন
  • 7:26 - 7:32
    গোপন অপারেশনের মাধ্যমে, যেমন, ইরান-কন্ট্রা সম্পর্ক।
  • 7:32 - 7:35
    তারপর আসল ৭০ এর শেষ দিক, ৮০ এর দশকের প্রথমভাগ,
  • 7:35 - 7:38
    আর কিছু গ্রুপ বেশ সফল্ভাবেই
  • 7:38 - 7:40
    সন্ত্রাসবাদের বেসরকারিকরণ সফলভাবেই সম্পন্ন করছিল।
  • 7:40 - 7:43
    তাই, তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থেকে স্বাধীন হয়ে,
  • 7:43 - 7:47
    নিজেরাই নিজেদের অর্থায়ন শুরু করে।
  • 7:47 - 7:52
    এক্ষেত্রেও আমরা একধরনের মিশ্রন দেখি আইনী ও আইনবহির্ভুত কর্মকান্ডের।
  • 7:52 - 7:55
    যাই হোক, আরাফাত লভ্যাংশ পেত
  • 7:55 - 7:58
    হাশিষ পাচারের থেকে
  • 7:58 - 8:02
    বেকা ভ্যলি থেকে, যেটা কিনা সিরিয়া ও লেবাননের মধ্যে পড়েছে।
  • 8:02 - 8:06
    এবং আই, আর,এ, যেটা বেসরকারি যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রন করত
  • 8:06 - 8:09
    উত্তর আয়ারল্যন্ডের, ঠিক একি কাজ করত।
  • 8:09 - 8:11
    তাই, প্রত্যেকবার
  • 8:11 - 8:14
    বেলফাষ্টে যখন কেউ ট্যক্সি তে চড়ে
  • 8:14 - 8:16
    নিজের অজান্তেই, আসলে,
  • 8:16 - 8:19
    আই আর এ কে সে অর্থায়ন করে।
  • 8:19 - 8:21
    কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছিল, সত্যিকার অর্থে,
  • 8:21 - 8:24
    বিশ্বায়ন আর ডি-রেগুলেশনের সাথে।
  • 8:24 - 8:27
    এই সময় অস্ত্র-সংগঠনগুলো, আর্থিকভাবেও,
  • 8:27 - 8:29
    নিজেদের মধ্যে সংযোগ স্থাপনে সক্ষম হয়ে উঠে।
  • 8:29 - 8:31
    কিন্তু বড় ব্যপার হল, তারা
  • 8:31 - 8:34
    অপরাধ জগৎ - এর সাথে রীতিমত ব্যবসা শুরু করে।
  • 8:34 - 8:36
    আর তারা একসাথে পাচার করত
  • 8:36 - 8:40
    তাদের অবৈধ ব্যবসাজনিত অর্থ, একই সূত্রের মাধ্যমে।
  • 8:40 - 8:43
    এই সময়ই আমরা বহুজাতিক সশস্ত্র সংগঠন
  • 8:43 - 8:46
    আল-কায়েদার জন্ম দেখতে পাই।
  • 8:46 - 8:49
    এটা এমন এক সংগঠন যা সীমানার বাইরেও অর্থ সংগ্রহ করতে পারে।
  • 8:49 - 8:52
    তাছাড়া এটি হামলা চালাতেও সক্ষম
  • 8:52 - 8:55
    একাধিক দেশে।
  • 8:55 - 8:58
    তো, ডিরেগুলেশন আবার
  • 8:58 - 9:00
    দূর্বৃত্ত অর্থনীতিকেও ফিরিয়ে আনে।
  • 9:00 - 9:02
    তাহলে, দূর্বৃত্ত অর্থনীতি কাকে বলে?
  • 9:02 - 9:04
    দূর্বৃত্ত অর্থনীতি একটি শক্তি যা সর্বদাই
  • 9:04 - 9:08
    ইতিহাসের পেছনে অশুভ অভিলাষ নিয়ে অবস্থান করেছে।
  • 9:08 - 9:11
    বড় ধরনের পরিবর্তনের সময় এটা ফিরে আসে,
  • 9:11 - 9:14
    বিশ্বায়ন সেরকমই একটি পরিবর্তন।
  • 9:14 - 9:17
    এটা সে ধরনের সময় যখন
  • 9:17 - 9:20
    অর্থনীতির উপর রাজনীতির কর্তৃত্ত হারিয়ে যায়।
  • 9:20 - 9:23
    আর অর্থনীতি হয়ে পড়ে দূর্বৃত্ত শক্তি
  • 9:23 - 9:25
    যা আমাদের বিরুদ্ধে কাজ করে।
  • 9:25 - 9:26
    এরকম ঘটনা পূর্বেও ঘটেছে।
  • 9:26 - 9:30
    রোমান সাম্রাজ্যের পতনের সময় এরকম ঘটেছে।
  • 9:30 - 9:32
    শিল্প বিপ্লবের সময় এরকম ঘটেছে।
  • 9:32 - 9:37
    এবং এটা আসলেই আবার ঘটেছে বার্লিন দেয়ালের পতনের সাথে।
  • 9:37 - 9:42
    এখন, আমি হিসেব করেছি এই বৈশ্বিক
  • 9:42 - 9:44
    অর্থনৈতিক ব্যবস্থা কতটা বড় ছিল, যেটা অপরাধ,
  • 9:44 - 9:47
    সন্ত্রাস আর অবৈধ অর্থনীতি দ্বারা গঠিত ছিল
  • 9:47 - 9:49
    ৯-১১ এর পূর্ববর্তী সময়ে।
  • 9:49 - 9:54
    অবিশ্বাস্যভাবে এটার পরিমান ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।
  • 9:54 - 9:56
    এটা ট্রিলিয়নের হিসাবে, বিলিয়ন নয়।
  • 9:56 - 9:59
    এটা প্রায় যুক্তরাজ্যের জিডিপির দ্বিগুন,
  • 9:59 - 10:01
    পরিমানটা দ্রুত আরো বাড়বে,
  • 10:01 - 10:03
    যদি দেশটার ভবিষ্যৎ বিবেচনায় আনা যায়।
  • 10:03 - 10:06
    (হাসি)
  • 10:06 - 10:08
    এখন, ৯-১১ পর্যন্ত,
  • 10:08 - 10:10
    এই পুরো অর্থের পরিমান
  • 10:10 - 10:12
    ইউ এস এর অর্থনীতিতে চলে যেত
  • 10:12 - 10:16
    কেননা অর্থের বড় অংশটাই ইউ এস ডলারে নিয়ন্ত্রিত ছিল
  • 10:16 - 10:19
    আর মুদ্রা পাচারও চলছিল
  • 10:19 - 10:21
    যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে।
  • 10:21 - 10:24
    বিপুল পরিমান এই অর্থের ঢোকার রাস্তা ছিল
  • 10:24 - 10:26
    বাইরে অবস্থিত (মূলত ব্যংকিং খাত) ব্যবস্থাপনাগুলো।
  • 10:26 - 10:30
    কাজেই, এটা ছিল অর্থের প্রবেশের গুরুত্তপূর্ণ পথ
  • 10:30 - 10:33
    যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে।
  • 10:33 - 10:38
    তাই, আমি যখন যুক্তরাষ্ট্রের অর্থ যোগানের হিসেব দেখলাম,
  • 10:38 - 10:40
    যুক্তরাষ্ট্রের টাকা যোগান হল সেই পরিমান
  • 10:40 - 10:43
    ডলার যা ফেডারেল রিজার্ভ
  • 10:43 - 10:45
    প্রতি বছর ছাপায়
  • 10:45 - 10:47
    ডলারের বাড়তি চাহিদা
  • 10:47 - 10:50
    পূরণের জন্য,
  • 10:50 - 10:52
    যা, অন্য কথায়, অর্থনীতির প্রবৃদ্ধি নির্দেশ
  • 10:52 - 10:54
    করে।
  • 10:54 - 10:58
    তাই, যখন আমি সেইসব হিসেব দেখলাম, আমি খেয়াল করলাম যে ১৯৬০ এর দশকের শেষ থেকে
  • 10:58 - 11:02
    ওই ডলারের একটি বাড়ন্ত অংশ
  • 11:02 - 11:04
    আসলে যূক্তরাষ্ট্র থেকে উধাও হচ্ছিল,
  • 11:04 - 11:07
    কখনই ফিরে না আসার জন্যেই।
  • 11:07 - 11:09
    ওগুলো ছিল সেই টাকা যা নিয়ে যাওয়া হচ্ছিল
  • 11:09 - 11:13
    সুটক্যসে অথবা কন্টেইনারে করে, ক্যাশ করে অবশ্যই।
  • 11:13 - 11:16
    ওগুলো সেই টাকা যা অপরাধীরা আর মূদ্রা পাচারকারীরা নিয়ে যাচ্ছিল।
  • 11:16 - 11:19
    এগুলো সেই টাকা যা দিয়ে
  • 11:19 - 11:21
    সন্ত্রাসের বৃদ্ধিতে ব্যবহৃত হয়েছিল,
  • 11:21 - 11:25
    অবৈধ আর দুষ্কৃতকারী অর্থনীতির অর্থায়নও করা হয়েছিল।
  • 11:25 - 11:29
    তো, দেখতেই পাচ্ছেন, সম্পর্কটা কিরকম?
  • 11:29 - 11:33
    মার্কিন যুক্তরাষ্ট্র হল এমন একটি দেশ
  • 11:33 - 11:37
    যা বিশ্বের রিজার্ভ কারেন্সির মত।
  • 11:37 - 11:39
    এর মানে কি? এর মানে হল
  • 11:39 - 11:42
    এর এমন একটা সুবিধা আছে যা অন্য দেশগুলোর নাই।
  • 11:42 - 11:46
    এটি বিশ্বের মোট ডলারের পরিমানের বিপরীতে
  • 11:46 - 11:48
    ধার করতে পারে।
  • 11:48 - 11:51
    এই সুবিধাকে বলা হয় সেইনিওরে (Feudal Lord এর ধারণা থেকে)
  • 11:51 - 11:54
    অন্য কোন দেশ এরকম করতে পারেনা।
  • 11:54 - 11:56
    অন্য সব দেশ, যেমন যূক্তরাজ্য
  • 11:56 - 12:00
    কেবল সেই পরিমান অর্থের বিপরীতে ধার করতে পারে
  • 12:00 - 12:04
    যে পরিমান তার দেশের অভ্যন্তরে চলমান আছে।
  • 12:04 - 12:06
    তো, এটা হল সেই সম্পর্কের প্রভাব
  • 12:06 - 12:11
    যে সম্পর্ক রয়েছে অপরাধ, সন্ত্রাস আর অবৈধ অর্থনীতির, আর আমাদের অর্থনীতির মধ্যে।
  • 12:11 - 12:14
    ১৯৯০ এর দশকে ইউ এস
  • 12:14 - 12:16
    অপরাধ, সন্ত্রাস আর অবৈধ অর্থনীতির প্রবৃদ্ধির
  • 12:16 - 12:20
    বিপরীতে ধার করছিল।
  • 12:20 - 12:25
    আমরা এরকমভাবেই এই বিশ্বে আমরা কাছাকাছি অবস্থান করি।
  • 12:25 - 12:27
    এখন, পরিস্থিতি বদলেছে, অবশ্যই, ৯-১১ এর পরে,
  • 12:27 - 12:30
    কারণ জর্জ বুশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন।
  • 12:30 - 12:32
    এই যুদ্ধের একটা বিষয় হল
  • 12:32 - 12:35
    প্যট্রিয়ট এক্ট এর আবির্ভাব।
  • 12:35 - 12:37
    তো, অনেকেই আপনারা জানেন যে এই এক্ট
  • 12:37 - 12:40
    এমন একটি আইন যা
  • 12:40 - 12:43
    মার্কিনিদের স্বাধীনতা ব্যপক আকারে খর্ব করেছে সেগুলোকে রক্ষার নামে
  • 12:43 - 12:45
    সন্ত্রাসের বিরুদ্ধে।
  • 12:45 - 12:47
    কিন্তু ওখানে একটি অধ্যায় আছে
  • 12:47 - 12:49
    যেটা মূলত অর্থ-সংক্রান্ত।
  • 12:49 - 12:53
    এবং এটি হল, আসলে, একটি মূদ্রা পাচার-রোধী আইন।
  • 12:53 - 12:55
    এই আইনটা
  • 12:55 - 12:57
    ইউ এস ব্যংক,
  • 12:57 - 12:59
    আর ইউ এস এর রেজিষ্ট্রি আছে এরকম বিদেশী ব্যংকগুলোকে নিষেধ করেছে
  • 12:59 - 13:03
    অফ-সোর প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যবসা করতে।
  • 13:03 - 13:06
    এর ফলে, ডলারে মূদ্রা পাচার আর ইউএস অর্থনীতির
  • 13:06 - 13:09
    মধ্যকার পথ বন্ধ হয়ে গেল।
  • 13:09 - 13:14
    এটা আমেরিকার আর্থিক প্রতিষ্ঠানগুলোকে
  • 13:14 - 13:17
    আরো অধিকার দিল যেকোন ডলারের আদানপ্রদােন নজরদারি করার
  • 13:17 - 13:21
    বিশ্বের যে প্রান্তেই তা হোক না কেন।
  • 13:21 - 13:23
    এখন, বুঝতেই পারছেন, এর প্রতিক্রিয়া কেমন ছিল
  • 13:23 - 13:25
    আন্তর্জাতিক অর্থ আর ব্যংকিং খাতের পক্ষ থেকে।
  • 13:25 - 13:28
    সকল ব্যংকার রা তাঁদের ক্লায়েন্ট দের বললঃ
  • 13:28 - 13:31
    "ডলার নিয়ে চলে যাও আর অন্য কোথাও লগ্নি কর"।
  • 13:31 - 13:34
    তো, ইউরো তখন নতুন মূদ্রা হিসেবে এসেছে যা
  • 13:34 - 13:38
    ব্যবসা আর লগ্নির জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসে।
  • 13:38 - 13:40
    এবং মানুষজন ঠিক এই কাজটা করল।
  • 13:40 - 13:42
    কেউ-ই চায়না যে ইউ এস এর আর্থিক কর্তৃপক্ষ
  • 13:42 - 13:44
    তাঁদের সম্পর্কের সীমা নির্ধারণ করুক,
  • 13:44 - 13:48
    ক্লায়েন্ট দের সাথের সম্পর্কের উপর নজরদারী করুক।
  • 13:48 - 13:50
    একিরকম ঘটনা ঘটল, আসলেই,
  • 13:50 - 13:54
    অপরাধ আর সন্ত্রাসের জগতেও।
  • 13:54 - 13:59
    মানুষ তাঁদের মূদ্রা পাচারের কর্মকান্ড সরিয়ে নিল
  • 13:59 - 14:02
    যূক্তরাষ্ট্র থেকে
  • 14:02 - 14:05
    ইওরোপের দিকে।
  • 14:05 - 14:07
    কেন এটা ঘটল? কারণ হল
  • 14:07 - 14:10
    Patriot Act টা ছিল আসলে একক আইন।
  • 14:10 - 14:12
    এটা কেবল যূক্তরাষ্ট্রেই করা হয়েছিল।
  • 14:12 - 14:15
    আর এটা কেবল ইউ এস ডলারের ক্ষেত্রেই করা হয়েছিল।
  • 14:15 - 14:17
    ইওরোপে একিরকমের আইন
  • 14:17 - 14:19
    করা হয়নি।
  • 14:19 - 14:21
    তাই, ছয় মাসের মধ্যেই
  • 14:21 - 14:23
    ইওরোপ হয়ে গেল
  • 14:23 - 14:26
    বিশ্বের মূদ্রা পাচার কর্মকান্ডের
  • 14:26 - 14:29
    মূলকেন্দ্র।
  • 14:29 - 14:33
    তাই, এরকমই অসাধারন সম্পর্ক রয়েছে
  • 14:33 - 14:35
    অপরাধ জগতের সাথে
  • 14:35 - 14:37
    সন্ত্রাসের জগতের
  • 14:37 - 14:40
    আর আমাদের নিজেদের জীবনের সাথে।
  • 14:40 - 14:42
    তো কেন আমি আপনাদের এই কাহিনী শোনালাম?
  • 14:42 - 14:44
    আমি বলেছি কারণ আপনাকে
  • 14:44 - 14:47
    অবশ্যই অনুধাবণ করতে হবে যে অন্য এক জগত আছে
  • 14:47 - 14:51
    যা পত্রিকার শিরোনামের বাইরে অবস্থান করে,
  • 14:51 - 14:53
    যা আপনার বন্ধু ও পরিবারের সাথের
  • 14:53 - 14:56
    ব্যক্তিগত সম্পর্ক-কেও জড়িয়ে আছে।
  • 14:56 - 14:59
    যা আপনাকে বলা হয় তা নিয়ে আপনার উচিৎ প্রশ্ন করা,
  • 14:59 - 15:01
    এমনকি আমি আজকে যা বললাম সেগুলো নিয়েও।
  • 15:01 - 15:03
    (হাসি)
  • 15:03 - 15:05
    এটাই একমাত্র উপায়
  • 15:05 - 15:08
    অন্ধকারের দিকে পা বাড়ানোর আর দেখার।
  • 15:08 - 15:10
    আর বিশ্বাস করুন,
  • 15:10 - 15:12
    এটা ভীতিকর হবে।
  • 15:12 - 15:15
    এটা চমকে দেবার মত হবে, তবে এতা আপনাকে আলোকিত করবে।
  • 15:15 - 15:18
    আর, সবচেয়ে বড় কথা হচ্ছে, বিষয়টা একঘেঁয়ে হয়ে উঠবে না।
  • 15:18 - 15:20
    (হাসি)
  • 15:20 - 15:24
    (তালি)
Title:
লরেত্তা নেপলিওনিঃ সন্ত্রাসবাদের জটিল অর্থনীতি
Speaker:
Loretta Napoleoni
Description:

লরেত্তা নেপলিওনি তাঁর সাথে ইতালীর গোপন সংগঠন রেড ব্রিগেডস্‌ এর কথা বলার দূর্লভ সুযোগের বিবরণ দিয়েছেন - যে অভিজ্ঞতা সন্ত্রাসবাদের বিষয়ে তাঁর জীবনব্যপী উৎসাহ উস্‌কে দিয়েছিল। এর জ়টিল অর্থনীতির পেছনের বিষয়গুলোর উপর তিনি আলোকপাত করেছেন, দেখিয়েছেন ইউ এস প্যট্রিয়টিক এক্ট এর সাথে মূদ্রা পাচারের আশ্চর্য যোগাযোগ।

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
15:24
Sajjadur Rahman added a translation

Bengali subtitles

Revisions