Return to Video

কম্পিউটার প্রোগ্রামিং পরিচিতি

  • 0:00 - 0:03
    খান একাডেমীর প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম
  • 0:03 - 0:06
    আপনি কি কম্পিউটার প্রোগ্রামিং-এ সম্পূর্ণ নতুন?
  • 0:06 - 0:11
    তাই কি? চিন্তা করবেন না - আপনিও বিশ্বের শতকরা ৯৯.৫ জনের একজন।
  • 0:11 - 0:12
    এবং আমরা আপনাকে সাহায্য করবো।
  • 0:12 - 0:15
    আমি নিশ্চিত, আপনি ভাবছেন - 'প্রোগ্রামিং' টা আসলে কি?
  • 0:15 - 0:18
    আমরা যখন একটি প্রোগ্রাম লিখি, আমরা কম্পিউটারকে
  • 0:18 - 0:20
    এক সেট কমান্ড বা আদেশ দেই,
  • 0:20 - 0:22
    যা কিছুটা 'অদ্ভুত ইংরেজি'র মত দেখায়।
  • 0:22 - 0:26
    কম্পিউটারকে আপনি আসলে একটি বাধ্য কুকুর এর সাথে তুলনা করতে পারেন,
  • 0:26 - 0:29
    আপনি যা বলছেন সে তাই করছে।
  • 0:31 - 0:34
    সৌভাগ্যক্রমে, প্রোগ্রামিং ঐরকম কোনও অসাধারণ দক্ষতা নয় ...
  • 0:34 - 0:36
    যে কেবল বিশেষ বেক্তিরাই পারবে ...
  • 0:36 - 0:38
    আমরা সবাই আসলে প্রোগ্রামিং শিখতে পারি।
  • 0:38 - 0:41
    সারা দুনিয়াজুরে শিশু, কিশোর, প্রাপ্ত বয়স্ক ...
  • 0:41 - 0:43
    ... সবাই আজ প্রোগ্রামিং শিখছে।
  • 0:43 - 0:45
    প্রোগ্রামিং এ তাহলে এতো আকর্ষণীয় কী আছে?
  • 0:45 - 0:47
    কেন এই মানুষগুলো প্রোগ্রামিং শিখছে?
  • 0:47 - 0:50
    আসলে তা পুরোপুরি নির্ভর করে - আপনি কোন জিনিসটা 'আকর্ষণীয়' বলে মনে করেন,
  • 0:50 - 0:52
    আসলে দেখা গেল যে,
  • 0:52 - 0:53
    প্রায় সবকিছুতেই আপনি
  • 0:53 - 0:55
    প্রোগ্রামিং কে কাজে লাগাতে পারেন।
  • 0:55 - 0:58
    আজ মানুষ প্রায় সব কিছু করতেই প্রোগ্রামিং করছে।
  • 0:58 - 1:01
    রোগীর রোগ নিরাময়ে ডাক্তারদের কম্পিউটার প্রোগ্রাম সাহায্য করছে;
  • 1:01 - 1:04
    দুনিয়া জুড়ে বিপন্ন প্রজাতির সংরক্ষনে সাহায্য করছে;
  • 1:04 - 1:06
    স্বয়ংক্রিয় গাড়ি তৈরীতে - যাতে করে শেষ বয়সে
  • 1:06 - 1:10
    আপনাকে ড্রাইভিং শিখার চিন্তা করতে না হয়
  • 1:10 - 1:12
    এলগোরিদমিক গয়না তৈরিতে;
  • 1:12 - 1:15
    রোগীর যত্ন নিতে পারে এমন
  • 1:15 - 1:19
    অথবা মঙ্গলের পৃষ্ঠে জল সন্ধানে বিচরণ করতে পারে এমন রোবট ডিজাইন করতে;
  • 1:19 - 1:21
    মজার সব গেম তৈরিতে,
  • 1:21 - 1:23
    Doodle Jump, Draw Something বা Engry Birds
  • 1:23 - 1:25
    অথবা আপনার খেলা অন্য যেকোনো গেম তৈরিতে;
  • 1:25 - 1:29
    Avater মত Pixar এর আরও সব বিস্ময়কর 3d মুভি তৈরিতে;
  • 1:30 - 1:31
    অথবা Lord of the Rings এর Gollum মতো -
  • 1:31 - 1:33
    লাইভ- অ্যাকশন মুভিকে জীবন্ত করে তোলা ...
  • 1:33 - 1:36
    সব 3d গ্রাফিক্স তৈরিতে;
  • 1:36 - 1:40
    Facebook, Google Maps, Wikipedia, Youtube আর Pinterest এর মত ...
  • 1:40 - 1:43
    প্রতিদিন যত ওয়েবসাইট আর অ্যাপ আপনি ব্যাবহার করেন সেগুলো তৈরিতে;
  • 1:43 - 1:45
    আর হ্যাঁ - এখন আপনারা যে খান একাডেমী দেখছেন ...
  • 1:45 - 1:47
    যা সমগ্র বিশ্বকে শিক্ষার আলো দিচ্ছে - এমন সব ওয়েবসাইট তৈরিতে;
  • 1:47 - 1:49
    কাজেই এখন খান একাডেমী তে ...
  • 1:49 - 1:52
    আপনারা শিখবেন কীভাবে আপনার আর্ট এবং গেম ...
  • 1:52 - 1:53
    ... আপনি নিজেই তৈরি করবেন,
  • 1:53 - 1:55
    আর এতে করে আপনার শুরুটা হবে চমৎকার,
  • 1:55 - 1:56
    আপনার কল্পনার সবকিছুই আপনি তৈরি করে ফেলবেন।
  • 1:56 - 1:59
    ওয়েবসাইট তৈরি, ফোন প্রোগ্রাম করা বা রোগ নিরাময় করা -
  • 1:59 - 2:03
    এসবের সাথে একটি ড্রয়িং প্রোগ্রামের সম্পর্কটা কোথায় - ভাবাটা কষ্টকর হতে পারে।
  • 2:03 - 2:05
    কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন -
  • 2:05 - 2:07
    একই মৌলিক ধারনা সকল প্রোগ্রামার
  • 2:07 - 2:09
    প্রায় সকল ধরনের প্রোগ্রাম লিখতে কাজে লাগান।
  • 2:09 - 2:13
    তার মানে, আপনি একবার খান একাডেমীতে কোড করতে শিখলে,
  • 2:13 - 2:15
    খুব সহজেই অন্যান্য ধরনের কোডিং শিখতে পারবেন।
  • 2:15 - 2:19
    এই ভিডিওটা দেখে আপনি শুরু করলেন,
  • 2:19 - 2:21
    তাই আসুন, আপনার প্রথম প্রোগ্রাম দিয়ে শুরু করা যাক।
  • 2:21 - 2:23
    দেখা হবে তাহলে!
Title:
কম্পিউটার প্রোগ্রামিং পরিচিতি
Description:

কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে মৌলিক ধারনা দেয়ার মাধ্যমে ছাত্রদেরকে খান একাডেমীর প্রোগ্রামিং কোর্সের সাথে পরিচয় করাবে।

more » « less
Video Language:
English
Duration:
02:23

Bengali subtitles

Revisions