খান একাডেমীর প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আপনি কি কম্পিউটার প্রোগ্রামিং-এ সম্পূর্ণ নতুন? তাই কি? চিন্তা করবেন না - আপনিও বিশ্বের শতকরা ৯৯.৫ জনের একজন। এবং আমরা আপনাকে সাহায্য করবো। আমি নিশ্চিত, আপনি ভাবছেন - 'প্রোগ্রামিং' টা আসলে কি? আমরা যখন একটি প্রোগ্রাম লিখি, আমরা কম্পিউটারকে এক সেট কমান্ড বা আদেশ দেই, যা কিছুটা 'অদ্ভুত ইংরেজি'র মত দেখায়। কম্পিউটারকে আপনি আসলে একটি বাধ্য কুকুর এর সাথে তুলনা করতে পারেন, আপনি যা বলছেন সে তাই করছে। সৌভাগ্যক্রমে, প্রোগ্রামিং ঐরকম কোনও অসাধারণ দক্ষতা নয় ... যে কেবল বিশেষ বেক্তিরাই পারবে ... আমরা সবাই আসলে প্রোগ্রামিং শিখতে পারি। সারা দুনিয়াজুরে শিশু, কিশোর, প্রাপ্ত বয়স্ক ... ... সবাই আজ প্রোগ্রামিং শিখছে। প্রোগ্রামিং এ তাহলে এতো আকর্ষণীয় কী আছে? কেন এই মানুষগুলো প্রোগ্রামিং শিখছে? আসলে তা পুরোপুরি নির্ভর করে - আপনি কোন জিনিসটা 'আকর্ষণীয়' বলে মনে করেন, আসলে দেখা গেল যে, প্রায় সবকিছুতেই আপনি প্রোগ্রামিং কে কাজে লাগাতে পারেন। আজ মানুষ প্রায় সব কিছু করতেই প্রোগ্রামিং করছে। রোগীর রোগ নিরাময়ে ডাক্তারদের কম্পিউটার প্রোগ্রাম সাহায্য করছে; দুনিয়া জুড়ে বিপন্ন প্রজাতির সংরক্ষনে সাহায্য করছে; স্বয়ংক্রিয় গাড়ি তৈরীতে - যাতে করে শেষ বয়সে আপনাকে ড্রাইভিং শিখার চিন্তা করতে না হয় এলগোরিদমিক গয়না তৈরিতে; রোগীর যত্ন নিতে পারে এমন অথবা মঙ্গলের পৃষ্ঠে জল সন্ধানে বিচরণ করতে পারে এমন রোবট ডিজাইন করতে; মজার সব গেম তৈরিতে, Doodle Jump, Draw Something বা Engry Birds অথবা আপনার খেলা অন্য যেকোনো গেম তৈরিতে; Avater মত Pixar এর আরও সব বিস্ময়কর 3d মুভি তৈরিতে; অথবা Lord of the Rings এর Gollum মতো - লাইভ- অ্যাকশন মুভিকে জীবন্ত করে তোলা ... সব 3d গ্রাফিক্স তৈরিতে; Facebook, Google Maps, Wikipedia, Youtube আর Pinterest এর মত ... প্রতিদিন যত ওয়েবসাইট আর অ্যাপ আপনি ব্যাবহার করেন সেগুলো তৈরিতে; আর হ্যাঁ - এখন আপনারা যে খান একাডেমী দেখছেন ... যা সমগ্র বিশ্বকে শিক্ষার আলো দিচ্ছে - এমন সব ওয়েবসাইট তৈরিতে; কাজেই এখন খান একাডেমী তে ... আপনারা শিখবেন কীভাবে আপনার আর্ট এবং গেম ... ... আপনি নিজেই তৈরি করবেন, আর এতে করে আপনার শুরুটা হবে চমৎকার, আপনার কল্পনার সবকিছুই আপনি তৈরি করে ফেলবেন। ওয়েবসাইট তৈরি, ফোন প্রোগ্রাম করা বা রোগ নিরাময় করা - এসবের সাথে একটি ড্রয়িং প্রোগ্রামের সম্পর্কটা কোথায় - ভাবাটা কষ্টকর হতে পারে। কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন - একই মৌলিক ধারনা সকল প্রোগ্রামার প্রায় সকল ধরনের প্রোগ্রাম লিখতে কাজে লাগান। তার মানে, আপনি একবার খান একাডেমীতে কোড করতে শিখলে, খুব সহজেই অন্যান্য ধরনের কোডিং শিখতে পারবেন। এই ভিডিওটা দেখে আপনি শুরু করলেন, তাই আসুন, আপনার প্রথম প্রোগ্রাম দিয়ে শুরু করা যাক। দেখা হবে তাহলে!