Return to Video

What is Information Theory

  • 0:06 - 0:08
    ধর এলিস এর মাথায় একটা বুদ্ধি এসেছে
  • 0:08 - 0:10
    এবং সে সেটা কারো সাথে শেয়ার করতে চায়।
  • 0:10 - 0:13
    এই আইডিয়া শেয়ার করার তো অনেক রকম উপায় আছে।
  • 0:13 - 0:17
    সে একটি ছবি আঁকতে পারতো,
    খোদাই করতে পারতো, একটা গান লিখতে পারতো,
  • 0:26 - 0:30
    একটা টেলিগ্রাফ পাঠাতে পারত,
    বা একটা ইমেইল ও হতে পারত।
  • 0:31 - 0:35
    কিন্তু কিভাবে এগুলো সবগুলোই আলাদা?
    এবং গুরুত্বপূর্ণ ব্যাপারটা হল
  • 0:36 - 0:39
    কেন এগুলো একই হবে?
  • 0:43 - 0:47
    আজকের আমাদের গল্প মূলত এই বিভিন্ন ধরনের মূল
    উপাদানগুলো নিয়ে যা যোগাযোগের ক্ষেত্রে প্রয়োজন।
  • 0:49 - 0:53
    এটার শুরুটা একটা বিশেষ দক্ষতা দিয়ে
    তোমার কাছে হয়ত ততটা বিশেষ নয়-- ভাষা
  • 0:54 - 0:58
    ভাষার মাধ্যমে আমরা আমাদের কোন একটা চিন্তা
    বা কোন মনস্তাত্ত্বিক বস্তু নিয়ে--
  • 0:58 - 1:02
    তাকে ছোট ছোট অনেকগুলো ধারনায় ভাগ করতে পারি।
  • 1:02 - 1:07
    এই ধারনাগুলোকে প্রকাশ করা হয়
    কিছু সংকেত - বা 'চিহ্ন' ব্যবহার করে।
  • 1:07 - 1:12
    মানুষ মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন ধরনের
    শব্দ এবং শারীরিক অঙ্গভঙ্গি ব্যবহার করে থাকে-
  • 1:14 - 1:18
    যেমনি করে পাখিরা কিচিরমিচির করে-
    মৌমাছিরা গুঞ্জন করে-
  • 1:18 - 1:23
    এছাড়া মানুষের তৈরি মেশিনগুলো, একগুচ্ছ
    তরঙ্গায়িত বৈদ্যুতিক কম্পন আদান-প্রদান করে থাকে।
  • 1:25 - 1:31
    এমনকি আমাদের শরীরও কিছু নির্দেশের ভিত্তিতে তৈরি
    আর এই নির্দেশগুলো সংরক্ষিত থাকে আমাদের ডিএনএতে।
  • 1:31 - 1:36
    এই সবকিছুই হল -'তথ্য' কিন্তু বিভিন্ন রূপে।
  • 1:36 - 1:41
    সহজ ভাষায় বলতে গেলে তথ্য হল এমন
    একটা বিষয় যা পরস্পরকে প্রভাবিত করে।
  • 1:41 - 1:46
    যোগাযোগ সফলভাবে করানোই হল এর আসল উদ্দেশ্য।
  • 1:46 - 1:50
    তথ্য - যে রূপেই থাকুক না কেন-
    একটা মৌলিক একক দিয়ে পরিমাপ করা সম্ভব-
  • 1:50 - 1:55
    যেভাবে আমরা আদর্শ পরিমাপ ব্যবহার করে
    বিভিন্ন বস্তুর ভর- পরিমাপ করে থাকি-
  • 1:55 - 1:57
    যেমন কিলোগ্রাম বা পাউন্ড।
  • 1:57 - 2:01
    এই এককগুলো দিয়ে আমরা খুব সহজেই পরিমাপ করতে পারি
  • 2:01 - 2:05
    পাথর, পানি, বা গম এসবের ভর-
    একটি স্কেল ব্যবহার করে।
  • 2:06 - 2:09
    তথ্যকেও এরকমভাবে পরিমাপ করা যায়
  • 2:09 - 2:12
    'এনট্রপি' নামক একটি পরিমাপক ব্যবহার করে।
  • 2:12 - 2:14
    এটা হল তথ্য পরিমাপের এক ধরনের স্কেল।
  • 2:14 - 2:18
    এটা খুবই সহজে বোঝা যায় যে,
  • 2:18 - 2:22
    কোন একটা বইয়ের একটি পাতায়
    পুরো বইয়ের চেয়ে কম তথ্য থাকবে।
  • 2:22 - 2:27
    আমরা কতটুকু তথ্য ব্যবহার করছি
    তা প্রকাশ করার জন্য 'বিট' ব্যবহার করা হয়-
  • 2:27 - 2:29
    একটি অন্যরকম পরিমাপক।
  • 2:29 - 2:33
    তার মানে হল এলিস যতভাবেই একটি বার্তা দিয়ে
    যোগাযোগ করতে চায়
  • 2:34 - 2:38
    যেমন চিত্রলিপি, গান বা কম্পিউটার কোড
  • 2:38 - 2:42
    প্রত্যেক ক্ষেত্রেই সমান পরিমাণ বিট লাগবে,
    যদিও বিভিন্ন মাত্রায়।
  • 2:43 - 2:47
    এবং বিট খুবই সাধারণ একটি ধারনা-
  • 2:47 - 2:50
    একটি প্রশ্নের উত্তর হ্যাঁ বা না।
  • 2:50 - 2:53
    এটা অনেকটা পয়সার বৈশিষ্ট্যের মত।
  • 2:53 - 2:56
    তাহলে তথ্যগুলোকে আসলে কিভাবে পরিমাপ করা হয়?
  • 2:56 - 3:00
    তত্থের কি কোন গতিসীমা আছে?
    কোন সর্বোচ্চ ঘনত্ব?
  • 3:00 - 3:04
    তথ্যতত্ত্ব এই সব অভাবনীয় প্রশ্নের
    যথাযথ উত্তর দিতে সক্ষম।
  • 3:04 - 3:08
    এটা একটা ধারণা যা ৩ হাজার বছরেরও
    বেশি সময় ধরে তৈরি হচ্ছে
  • 3:08 - 3:12
    কিন্তু এটা বুঝতে হলে আগে আমাদের,
    অনেক পিছনে ফিরে যেতে হবে-
  • 3:12 - 3:17
    এবং বিচরন করতে হবে, সম্ভবত,
    মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিস্কার- বর্ণমালা।
  • 3:17 - 3:21
    আর এটা করতে হলে, আমাদের
    আদিম যুগে ফিরে যেতে হবে।
Title:
What is Information Theory
Video Language:
English
Duration:
03:26

Bengali subtitles

Revisions