শিশুদের শীঘ্রই সাক্ষরতার জন্য পাঁচটি অনুশীলন
-
0:01 - 0:05একটি শিশুর মস্তিষ্কের ধারণক্ষমতার ৯০%
৫ বছর বয়স হওয়ার আগেই বিকশিত হয়ে যায়। -
0:05 - 0:10৩ বছর বয়সের মধ্যেই একটি শিশুর মস্তিষ্ক
প্রায় ৩ কোয়াড্রিলিয়ন সংযোগ তৈরি করে। -
0:10 - 0:13দ্রুত মানসিক বিকাশের এই সময়টা
হলো শিশুদের জন্য সর্বশ্রেষ্ঠ সময় -
0:13 - 0:15শীঘ্রই পড়তে পারার
দক্ষতা অর্জনের জন্য। -
0:16 - 0:20দেখাশোনাকারীরা ছোট শিশুদের প্রাথমিক
সাক্ষরতার দক্ষতা অর্জনে সাহায্য করতে পারে -
0:20 - 0:23প্রাথমিক শৈশব বিশেষজ্ঞদের দ্বারা
তৈরি এই পাঁচটি অনুশীলন ব্যবহার করে। -
0:24 - 0:25১. পড়ে শুনানো।
-
0:25 - 0:28দ্যি আমেরিকান একাডেমি অফ
পিডিয়াট্রিক্সের পরামর্শ দেয় শিশুদের -
0:28 - 0:31প্রতিদিন ২০ মিনিট করে পড়ে শোনানোর।
-
0:32 - 0:33২. গান গাওয়া।
-
0:33 - 0:37গান গাওয়া শিশুদের জন্য একটি উপভোগ্য
উপায় - আওয়াজ শুনে শব্দ তৈরি করা শিখতে। -
0:39 - 0:41৩. কথা বলা।
-
0:41 - 0:44শব্দ অথবা কাজের মাধ্যমে
শিশুদের সাথে পরপর কথা বলুন। -
0:45 - 0:47৪. খেলা।
-
0:47 - 0:51খেলাধুলা কল্পনাপ্রবণতা, নমনীয়তা
ও প্রতীকী চিন্তাভাবনায় উৎসাহিত করে। -
0:51 - 0:53৫. লেখা।
-
0:53 - 0:56লেখালেখি সূক্ষ্ম মোটর দক্ষতার উন্নতি করে,
-
0:56 - 0:58এর পাশাপাশি লেখার
সরঞ্জাম ধরতে উৎসাহিত করে। -
0:58 - 1:01এই পাঁচটি অনুশীলনের জন্য
সময় বের করার চেষ্টা করুন -
1:01 - 1:04প্রতিদিনের রুটিনের মাধ্যমে, যেমন
ডায়পার পরিবর্তন করার সময়, -
1:04 - 1:07ঘুম, গাড়িতে চড়া, গোসল,
বা পোশাক পরানোর সময়। -
1:08 - 1:11প্রতিদিন মাত্র কয়েক মিনিট
ইচ্ছাকৃত দক্ষতা নির্মাণে ব্যয় করলে -
1:11 - 1:13আপনার শিশুদের পড়তে শেখার
জন্য প্রস্তুত করতে পারবেন! -
1:14 - 1:16এই পাঁচটি সাক্ষরতার
অনুশীলন সম্পর্কে আরো জানতে -
1:16 - 1:19ভিজিট করুন herrickdl.org/EarlyLiteracy
- Title:
- শিশুদের শীঘ্রই সাক্ষরতার জন্য পাঁচটি অনুশীলন
- Description:
-
হ্যারিক ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে আমরা 'এভরি চাইল্ড রেডি টু রিড' নির্দেশিকার মাধ্যমে নবজাতক-৫ বছরের শিশুদের দেখাশোনাকারীদের উৎসাহিত করি কম বয়সী শিশুদের সাথে শীঘ্রই সাক্ষরতার সবচেয়ে ভালো উপায়ে কাজ করার। এই নির্দেশিকাটি পাওয়া যাবে: http://www.everychildreadytoread.org/
এই পাঁচটি সহজ শীঘ্রই সাক্ষরতার অনুশীলন আপনার শিশুকে শিখতে প্রস্তুত করবে:
পড়ে শোনানো: আপনার দায়িত্বে থাকা শিশুদের স্বাধীনভাবে পড়ার জন্য প্রস্তুত করার অন্যতম উপায় হচ্ছে তাদেরকে প্রতিদিন পড়ে শোনানো। আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্টস অনুয়ায়ী এই সময়টা হবে প্রতিদিন বিশ মিনিট করে।
গান গাওয়া: গান গাওয়ার মাধ্যমে শিশুরা বিভিন্ন আওয়াজের শব্দ শুনতে পারে যা শিশুদের একটি কাজ থেকে আরেকটি কাজ করতে সাহায্য করে যেমন ডায়পার পরিবর্তন করা, গাড়িতে থাকা অথবা ঘুমানোর জন্য তৈরি হওয়া।
কথা বলা: বই পড়ার সময় নির্দিষ্ট নয় এমন প্রশ্ন করুন, এবং এটিও বলুন যে সবকিছুর একটা নাম আছে, এবং কথা বলার সময় ধীরে কথা বলুন এবং তাদের উত্তরের জন্য অপেক্ষা করুন - এসবই শিশুদের সাহায্য করে তাদের শব্দভান্ডার বড় করতে এবং শিখতে যে কিভাবে তাদের নিজস্ব গল্প বলতে হয়।খেলা: খেলা হলো শিশুদের কাজ। পিক-আ-বু থেকে আই-স্পাই সেখান থেকে একটি বল রোল করে আবার সেটিই শিশুকে দেয়া, এমনকি শিশুদের খালি বাক্স দেয়া পর্যন্ত, খেলাধুলার মাধ্যমে শিশুরা তাদের আশেপাশের পৃথিবী সম্পর্কে জানতে পারে।
লেখা: ছোট শিশুদের সাহায্য করে তাদের আঙ্গুল খুলতে এবং বন্ধ করতে, যার মাধ্যমে আরো ছোট বয়সের শিশুরা সুযোগ পায় বিভিন্ন বস্তু ধরতে অথবা ছিঁড়ে ফেলতে, এর মাধ্যমে এই প্রি-স্কুলের শিশুরা উৎসাহিত হয় লেখার সরঞ্জাম ও কাঁচি ব্যবহার করতে যা তাদের লিখতে প্রস্তুত করবে।
- Video Language:
- English
- Team:
- Amplifying Voices
- Project:
- Promotion of Literacy Worldwide
- Duration:
- 01:21
Sadia Noor Joya edited Bengali subtitles for Five Early Literacy Practices for Children | ||
SusmiTaz edited Bengali subtitles for Five Early Literacy Practices for Children | ||
SusmiTaz edited Bengali subtitles for Five Early Literacy Practices for Children |