-
ওয়ার্ডপ্রেস ৪.৬ পিপার
-
জ্যাজ সঙ্গীতের কিংবদন্তি পিপার অ্যাডামসের নামানুসারে নামকরণ করা হয়েছে
-
যা আপনাকে নিয়ে যায় যেখানে দরকার, তাড়াতাড়ি
-
তা আপনি একটি থিম যোগ করুন,
-
আপনার সাইটের প্লাগইন হালনাগাদ করুন,
-
কিংবা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঘুরে বেড়ান।
-
ওয়ার্ডপ্রেস ৪.৬ -এ আছে সহজ কর্মপ্রবাহ
-
আপনার সাইটে নতুন থিম কিংবা প্লাগইন
-
যোগ আর সক্রিয় করতে...।
-
এই কাজগুলো করতে আর-
-
এখন থেকে আপনি কখনো স্থানচ্যূত হবেন না;
-
সব কিছুই ঘটবে আপনার সামনের পর্দাতেই।
-
ওয়ার্ডপ্রেস ৪.৬-এ এডিটরে করা উন্নয়ন
-
একে করেছে আগের চেয়ে সুচতুর
-
আপনি যদি একটি ভগ্ন লিঙ্ক যোগ করেন,
-
ওয়ার্ডপ্রেস আপনাকে জানিয়ে দেবে, সুযোগ দেবে
-
লিঙ্কটি প্রকাশ করার আগে হালনাগাদ করার জন্য।
-
লেখার সময় ইন্টারনেট সংযোগ যদি হারিয়ে ফেলেন,
-
জেনে খুশি হবেন আপনার খসড়াসমূহ এখন সংরক্ষিত থাকবে
-
আপনার ব্রাউজারে, স্থানীয়ভাবে।
-
আপনি যখন পুণরায় সম্পাদনা করতে ফিরে আসবেন
-
সাম্প্রতিক কোনো খসড়া থাকলে ওয়ার্ডপ্রেস আপনাকে জানাবে
-
সুতরাং কিছুই হারিয়ে যাবে না।
-
আপনি হয়তো ফন্টগুলো লক্ষ করবেন
-
সেগুলো আগের চেয়ে একটু ভিন্ন।
-
আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এখন ব্যবহার করে
-
আপনার অপারেটিং সিস্টেমের স্থানীয় ফন্ট
-
যার অর্থ হল আপনার পাতাগুলো খুলবে আরও তাড়াতাড়ি
-
এবং সর্বোপরি কর্মক্ষমতা অনেকখানি বাড়বে।
-
আপনি যা দেখতে পান তাঁর সাথে আরও
-
ওয়ার্ডপ্রেস ৪.৬ নিয়ে এসেছে দারুণ কর্মক্ষমতা
-
আর স্থায়িত্বের উন্নতি
-
সেই সফটওয়্যারে যার উপর আপনি নির্ভর করেন প্রত্যেক দিন।
-
ওয়ার্ডপ্রেস ৪.৬ পিপার
-
একটি গোছানো হালনাগাদ
-
যা আপনাকে নিয়ে যায় যেখানে দরকার, তাড়াতাড়ি।