0:00:05.000,0:00:08.000 অনেক ধন্যবাদ,ক্রিস। এখানে যারা উপস্থিত তারা 0:00:08.000,0:00:12.000 বলছেন তারা ভীত। আমি জানি না আমি ভীত কিনা, 0:00:12.000,0:00:16.000 এই প্রথম আমি এই রকম শ্রোতাদের সম্ভাষণ করছি। 0:00:16.000,0:00:20.000 আর আমার কাছে আপনাদের দেখানোর মত কোন উজ্জ্বল প্রযুক্তি নেই। 0:00:20.000,0:00:23.000 এখানে কোন স্লাইড নেই,তাই আপনাদের আমাকে নিয়ে সন্তূষ্ট থাকতে হবে। 0:00:23.000,0:00:26.000 {হাস্যরোল} 0:00:26.000,0:00:32.000 আজকে সকালবেলায় আমি আপনাদের কিছু গল্প 0:00:32.000,0:00:35.000 আর এক্তটা আলাদা আফ্রিকার কথা বলব। 0:00:35.000,0:00:39.000 আজকে সকালবেলায় আগেই 0:00:39.000,0:00:44.000 আফ্রিকা সম্বন্ধে বহুশ্রুত একটা ইঙ্গিত ছিল,HIV/AIDS এর আফ্রিকা, 0:00:44.000,0:00:50.000 ম্যালেরিয়ার আফ্রিকা, দারিদ্র্যের আফ্রিকা,দ্বন্দ্বের আফ্রিকা, 0:00:50.000,0:00:53.000 প্রাকৃতিক দুর্যোগের আফ্রিকা। 0:00:53.000,0:00:57.000 এগুলো ঘটে চলেছে এটা সত্য, 0:00:57.000,0:01:01.000 কিন্তু এমন একটা আফ্রিকাও আছে যার সম্বন্ধে আপনারা বেশি শোনেন নি। 0:01:01.000,0:01:05.000 কখনও কখনও আমি হতভম্ব হয়ে যাই আর এর কারন সম্বন্ধে নিজেকে প্রশ্ন করি। 0:01:05.000,0:01:09.000 এই আফ্রিকার পরিবর্তন হচ্ছে,ক্রিস এর ইঙ্গিতেই সেটা স্পষ্ট। 0:01:09.000,0:01:11.000 এটাই সুযোগের আফ্রিকা। 0:01:11.000,0:01:14.000 এই আফ্রিকার মানুষরাই নিজেদের ভাগ্য 0:01:14.000,0:01:16.000 আর ভবিষ্যত গঠনের ভার নিজেদের কাঁধে তুলে নিতে চাইছে। 0:01:16.000,0:01:19.000 এই আফ্রিকার লোকেরাই যৌথভাবে এটা করতে চাইছে। 0:01:19.000,0:01:23.000 আজকে আমি এর সম্বন্ধে বলতে চাই। 0:01:23.000,0:01:25.000 আজকে আমি আফ্রিকার পরিবর্তনের গল্প 0:01:25.000,0:01:27.000 দিয়ে শুরু করতে চাই। 0:01:28.000,0:01:33.000 ২০০৫ সালের ১৫ই সেপ্টেম্বর,তৈল-সম্পদে সমৃদ্ধ নাইজেরিয়ার একজন 0:01:33.000,0:01:37.000 গর্ভনর মিঃ Diepreye Almieyeseigha, 0:01:37.000,0:01:44.000 লন্ডন ভ্রমনের সময় লন্ডন পুলিশের হাতে গ্রেপ্তার হন। 0:01:44.000,0:01:49.000 তিনি গ্রেপ্তার হয়েছিলেন কারন ৮ মিলিয়ন ডলার 0:01:49.000,0:01:52.000 তার ও তার পরিবারের নামে একটি সুপ্ত অ্যাকাউন্টে 0:01:52.000,0:01:55.000 সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। 0:01:56.000,0:01:58.000 নাইজেরিয়ার ইকোনমিক আন্ড ফাইনানশিয়াল ক্রাইমস কমিশন 0:01:58.000,0:02:01.000 এবং লন্ডন মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে 0:02:01.000,0:02:04.000 এই গ্রেপ্তার সম্ভবপর হয়েছিল- 0:02:04.000,0:02:11.000 আমাদের সবথেকে সক্ষম এবং সাহসী মানুষ মিঃ নুহু রিবাডুর পরিচালনায় এটা হয়েছিল। 0:02:11.000,0:02:14.000 Alamieyeseigha কে লন্ডন এ বিচারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। 0:02:14.000,0:02:18.000 কিছু ফাঁকফোকর থাকার দরুন তিনি নারীর ছদ্মবেশে 0:02:18.000,0:02:21.000 লন্ডন থেকে নাইজিরিয়া পালিয়ে গিয়েছিলেন, 0:02:21.000,0:02:25.000 অন্য অনেক দেশের মত আমাদের সংবিধানেও গভর্নর ও 0:02:25.000,0:02:27.000 রাষ্ট্রপতিদের বিরুদ্ধে আদালতে নালিশ জানানো যায় না ও তারা 0:02:27.000,0:02:32.000 অব্যাহতি পেয়ে যান। কিন্তু কি ঘুটেছিলঃ 0:02:32.000,0:02:36.000 তার ব্যবহার লোকদের মনে এতটাই ঘৃণার জন্ম দিল যে রাজ্যের বিচারসভার 0:02:36.000,0:02:42.000 পক্ষে তাকে অভিযুক্ত করা ও তাকে তার অফিস থেকে বার করে দেওয়া সম্ভবপর হল। 0:02:43.000,0:02:45.000 আজ Alam-এই নামেই আমরা ওকে সংক্ষেপে ডাকি-জেলে রয়েছে। 0:02:46.000,0:02:51.000 এই গল্প তা থেকেই বুঝতে পারা যায় যে আফ্রিকার জনগন 0:02:51.000,0:02:56.000 আর কোনমতেই তাদের নেতাদের দুর্নীতি সহ্য করবে না। 0:02:57.000,0:03:02.000 এই গল্পটি থেকেই বোঝা যায় যে জনগন কিছু সংখ্যক 0:03:02.000,0:03:07.000 অভিজাত লোকের স্বার্থসিদ্ধির জন্য নিজেদের সম্পদের অপচয় চায় না, 0:03:07.000,0:03:10.000 বরং নিজেদের হিতার্থে সম্পদের সঠিক নিয়ন্ত্রণ চায়। 0:03:10.000,0:03:14.000 আর সেইজন্য আপনারা যখন দুর্নীতিগ্রস্ত আফ্রিকার কথা শোনেন- 0:03:14.000,0:03:18.000 সবসময় দুর্নীতি- আমি চাই যে আপনারা জানুন 0:03:18.000,0:03:21.000 যে জনগণ ও সরকার এর বিরুদ্ধে 0:03:21.000,0:03:25.000 কঠিন লড়াই চালাচ্ছে,আর এইভাবেই সাফল্য আসছে। 0:03:25.000,0:03:28.000 এর মানে কি সমস্যা আর নেই? উত্তরটা হল "না"। 0:03:28.000,0:03:32.000 এখনও অনেক পথ যেতে হবে,কিন্তু ইচ্ছা একটা রয়েছে। 0:03:32.000,0:03:36.000 আর সাফল্যের কথা এই লড়াইয়ের মধ্যেই লেখা হবে। 0:03:36.000,0:03:38.000 তাই যখন আপনারা দুর্নীতির ব্যাপারে শোনেন তখন 0:03:38.000,0:03:41.000 ভাববেন না এব্যাপারে কিছু করা হচ্ছে না- 0:03:41.000,0:03:44.000 ভাববেন না অপ্রতিরোধ্য দুনীতির জন্য কোন আফ্রিকান দেশে 0:03:44.000,0:03:47.000 আপনি কাজ চালাতে পারবেন না। এটা ঘটনা নয়। 0:03:47.000,0:03:53.000 লড়াইয়ের একটা ইচ্ছা রয়েছে আর অনেক দেশে এই লড়াই টা চলছে 0:03:53.000,0:03:57.000 আর জিত ও হচ্ছে। আমার মত অন্যদের, 0:03:57.000,0:04:00.000 নাইজেরিয়ায় যেখানে স্বৈরতন্ত্রের লম্বা ইতিহাস আছে, 0:04:00.000,0:04:04.000 লড়াইটা চলছে আর আমাদের অনেক লম্বা পথ যেতে হবে। 0:04:04.000,0:04:08.000 ব্যাপারটার সত্যতা হল যে এটা চলছেই। 0:04:09.000,0:04:11.000 ফলাফল দেখা যাচ্ছেঃ 0:04:11.000,0:04:15.000 বিশ্বব্যাঙ্ক ও অন্যান্য সংস্থার স্বাধীন নজরদারির ফলে 0:04:15.000,0:04:19.000 অনেক ক্ষেত্রে দুনীতির হার কমের দিকে, 0:04:19.000,0:04:22.000 আর সরকারপক্ষও উন্নতির স্তরে। 0:04:22.000,0:04:26.000 আফ্রিকার ইকোনমিক কমিশন এর স্টাডি অনুযায়ী 0:04:26.000,0:04:30.000 আফ্রিকার ২৮ টি দেশের সরকারের উন্নতির এক্তটা পরিস্কার চিত্র দেখা যায়। 0:04:30.000,0:04:32.000 সরকার সম্বন্ধীয় এই আলোচনা শেষ করার আগে 0:04:32.000,0:04:34.000 আমি শুধু একটা কথাই বলতে চাই। 0:04:34.000,0:04:37.000 ওই লোকেরাই শুধু দুনীতির কথা বলে। 0:04:37.000,0:04:39.000 যখনই তারা এটা নিয়ে আলোচনা করে 0:04:39.000,0:04:41.000 তখন ই আপনারা আফ্রিকার কথা চিন্তা করেন। 0:04:41.000,0:04:45.000 এটাই ভাবমূর্তিঃ আফ্রিকার রাষ্ট্রগুলির। কিন্ত আমাকে এটা বলতে হবে ঃ 0:04:45.000,0:04:51.000 যদি Alam লন্ডন এর আকাউন্ট এ ৮ মিলিয়ন ডলার জমা করতে পারে- 0:04:53.000,0:04:57.000 যদি উন্নতিশীল দেশের লোকেরা বিদেশে বসে 0:04:57.000,0:05:01.000 ২০ থেকে ৪০ বিলিয়ন ডলার 0:05:01.000,0:05:04.000 সরিয়ে ফেলে-যদি তারা এটা করতে পারে, 0:05:04.000,0:05:07.000 ওটা কি তাহলে? ওটা কি দুনীতি নয়? 0:05:08.000,0:05:12.000 এই দেশে,যদি আপনারা চুরি করা জিনিস পান,তাহলে কি আপনি অভিযুক্তের মধ্যে পড়েন না? 0:05:13.000,0:05:16.000 তাই যদি আমরা এই ধরনের দুনীতির কথা বলি,তাহলে আমাদের এটাও ভাবা উচিত যে 0:05:16.000,0:05:19.000 পৃথিবীর অন্য প্রান্তে কি ঘটে চলেছে- 0:05:19.000,0:05:23.000 অর্থ কোথায় যাচ্ছে আর এটা বন্ধ করার জান্যে কি করা দরকার। 0:05:23.000,0:05:26.000 আমি এখন বিশ্বব্যাঙ্ক এর সাথে 0:05:26.000,0:05:29.000 সম্পত্তি পুনরুদ্ধারের কাজ অত্যন্ত উদ্যোগের সাথে করে চলেছি। 0:05:29.000,0:05:32.000 যাতে করে উন্নতশীল দেশগুলির বিদেশে পাচার হওয়া টাকা আবার 0:05:32.000,0:05:35.000 ফিরিয়ে আনা যায়। 0:05:35.000,0:05:38.000 কারন যদি ২০ বিলিয়ান ডলার ফিরিয়ে আনতে পারি তাহলে 0:05:38.000,0:05:41.000 এই ধরনের কিছু দেশগুলির পক্ষে যথেষ্ট হবে, 0:05:41.000,0:05:44.000 যা অন্যান্য সমস্ত অনুদানের থেকেও বেশি হবে। 0:05:44.000,0:05:51.000 {হাততালি} 0:05:51.000,0:05:55.000 আর একটা কথা যা আমি বলতে চাই সেটা হল সংস্কার এর মানসিকতা। 0:05:55.000,0:05:59.000 আফ্রিকানস্দের মতো আমরাও সবার 0:05:59.000,0:06:04.000 দয়া এবং গ্রাহ্যের পাত্র। 0:06:04.000,0:06:08.000 আমরা কৃতজ্ঞ, কিন্তু আমরা জানি যে 0:06:08.000,0:06:12.000 সংস্কারের মানসিকতা থাকলে আমরাও আপন ভাগ্য গড়ে তোলার ভার নিজেরাই নিতে পারি। 0:06:13.000,0:06:17.000 এবং এখন সমস্ত আফ্রিকান দেশগুলিতে এই উপলব্ধি হচ্ছে যে 0:06:17.000,0:06:21.000 অন্যরা যা পারেনা তারা তা পারবে। তাদের তা করতেই হবে। 0:06:21.000,0:06:25.000 আমরা সেই সমস্ত বাবা-মায়েদের আমন্ত্রণ করতে পারি যারা আমাদের সহায়তা করতে চান। কিন্তু আমাদের শুরু করতেই হবে। 0:06:25.000,0:06:28.000 অর্থনীতি কে আমাদের পরিবর্তন করতেই হবে, পরিবর্তন করতে হবে নেতৃত্বের, 0:06:28.000,0:06:34.000 আর বেশি গণতান্ত্রিক হতে হবে, পরিবর্তন এবং তথ্য সমন্ধে আরো খোলাখুলি হতে হবে। 0:06:34.000,0:06:36.000 এবং এইভাবেই আমরা 0:06:36.000,0:06:39.000 আফ্রিকা মহাদেশের একটি অন্যতম বৃহত্তম দেশ নাইজেরিয়াকে নিয়ে শুরু করেছিলাম। 0:06:39.000,0:06:42.000 বস্তুত,নাইজেরিয়াতে না থাকলে আপনি আফ্রিকাতে নেই। 0:06:42.000,0:06:43.000 আমি আপনাদের এটা বলতে চাই। 0:06:43.000,0:06:44.000 {হাসি} 0:06:44.000,0:06:46.000 আফ্রিকার নিম্ন-সাহারায় প্রতি চারজন আফ্রিকানদের মধ্যে একজন নাইজেরিয়ান। 0:06:48.000,0:06:53.000 এবং এখানে ১৪০ মিলিয়ান উদ্যমশীল প্রকৃতির লোক আছে--বিশৃঙ্খল লোক-- 0:06:54.000,0:06:58.000 কিন্তু খুব উত্সুক লোক। আপনার কখনো একঘেঁয়ে লাগবেনা। 0:06:58.000,0:06:59.000 {হাসি} 0:06:59.000,0:07:01.000 আমরা যেটা শুরু করেছিলাম, সেটা হল 0:07:01.000,0:07:03.000 নিজেই নিজেদের সংস্কার করবার ভারের উপলব্ধি। 0:07:04.000,0:07:06.000 এবং একজন নেতার ভরসায় যিনি 0:07:06.000,0:07:09.000 এই সময় সংস্কার করতে ইচ্ছুক 0:07:09.000,0:07:11.000 আমরা সর্ব্বব্যপী একটা সংস্কার অনুষ্ঠান আমাদের 0:07:11.000,0:07:13.000 সামনে রেখেছিলাম। যেটা আমরা নিজেরাই তৈরি করেছিলাম। 0:07:13.000,0:07:16.000 আন্তর্জাতিক মানিটারী ফান্ডও নয় এবং বিশ্বব্যাঙ্কও নয়, 0:07:16.000,0:07:19.000 যেখানে আমি ২১ বছর কাজ করেছিলাম, এবং ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হয়েছিলাম। 0:07:20.000,0:07:22.000 আপনাদের জন্যে কেউ এটা করবেনা। আপনাদের এটা নিজেদের স্বার্থে করতে হবে। 0:07:22.000,0:07:26.000 আমরা এমন একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম যেখানে রাজ্যগুলি 0:07:26.000,0:07:30.000 বানিজ্য সংক্রান্ত কার্যকলাপ বর্হিভুত ছিল। ব্যবসার সাথে এর কোন সম্পর্ক ছিলনা। 0:07:30.000,0:07:32.000 রাজ্যের জিনিষপত্র এবং পরিষেবা সংক্রান্ত 0:07:32.000,0:07:33.000 বানিজ্যের মধ্যে যুক্ত থাকা উচিত নয়। 0:07:33.000,0:07:36.000 কারণ এরা অকর্মণ্য এবং অযোগ্য। 0:07:36.000,0:07:40.000 সেইজন্যে আমরা বহু সংস্থাকে ব্যক্তিগত মালিকানায় হস্তান্তরিত করেছিলাম। 0:07:40.000,0:07:44.000 {হাততালি} 0:07:45.000,0:07:49.000 আমরা এর ফলস্বরূপ অনেক বাজারকে কে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। 0:07:49.000,0:07:52.000 আপনারা কি বিশ্বাস করবেন, এই সংস্কারের আগে 0:07:52.000,0:07:56.000 যেটা ২০০৩ সালের শেষে শুরু হয়েছিল, এবং যখন আমি 0:07:56.000,0:07:58.000 অর্থমন্ত্রী হবার জন্যে ওয়াসিংটন ছেড়েছিলাম- 0:08:00.000,0:08:04.000 আমাদের একটা টেলিকম কম্পানী ছিল যা পুরো ৩০ বছরের ইতিহাসে কেবলমাত্র 0:08:04.000,0:08:09.000 ৪৫০০ ল্যান্ডলাইন ফোনের কানেকশন দিতে পেরেছিল। 0:08:09.000,0:08:11.000 {হাসি} 0:08:11.000,0:08:14.000 আমাদের দেশে ফোন থাকাটা একটা বিলাসিতা। 0:08:14.000,0:08:16.000 আপনারা এটা পেতেন না। এর জন্যে আপনাদের ঘুষ দিতে হত। 0:08:16.000,0:08:18.000 ফোন পাওয়ার জান্যে আপনাকে সব কিছু করতে হত। 0:08:18.000,0:08:21.000 যখন প্রেসিডেন্ট ওবাসাঞ্জ সমর্থন করলেন এবং 0:08:21.000,0:08:25.000 টেলিকম সেক্টরকে উন্মুক্ত করলেন, 0:08:26.000,0:08:34.000 আমরা ৪৫০০ ল্যান্ডলাইন থেকে ৩২ মিলিয়ান জীএসএম লাইনে পৌঁছে গেলাম। 0:08:34.000,0:08:39.000 এটা এখন চলছে। নাইজেরিয়ার টেলিকম মার্কেট পৃথিবীর মধ্যে চীন এর পরে দ্বিতীয় দ্রুততম। 0:08:39.000,0:08:44.000 আমরা টেলিকম সেক্টরে বছরে প্রায় এক বিলিয়ান ডলারের বিনিয়োগ পাচ্ছি। 0:08:44.000,0:08:50.000 কিছু স্মার্ট লোক ছাড়া এটা কেউ জানেনা। 0:08:50.000,0:08:53.000 {হাসি} 0:08:53.000,0:08:57.000 সাউথ আফ্রিকার এমটিএন কোম্পানী সবথেকে স্মার্ট 0:08:57.000,0:08:59.000 যারা এই বানিজ্যে এসেছিলেন। 0:08:59.000,0:09:03.000 আর আমি যখন তিন বছর অর্থমন্ত্রী ছিলাম 0:09:03.000,0:09:06.000 তারা প্রতিবছর গড়ে প্রায় ৩৬০ মিলিয়ান ডলার লাভ করেছিল। 0:09:08.000,0:09:14.000 নাইজেরিয়ার মতো গরিব দেশে ৩৬০ মিলিয়ান এর মতো একটা বাজার। 0:09:14.000,0:09:18.000 যেখানে পার ক্যাপিটাল ইনকাম হল মাত্র ৫০০ ডলার। 0:09:19.000,0:09:21.000 তার মানে এখানে বাজার আছে। 0:09:21.000,0:09:24.000 তারা এটা অনেকদিন আড়ালে রেখেছিল, কিন্তু শীঘ্র এটা সকলে জেনে যায়। 0:09:25.000,0:09:28.000 নাইজেরিয়ানরা নিজেরাই কিছু তারবিহীন 0:09:28.000,0:09:30.000 টেলিকম কোম্পানী গড়ে তুলেছিল। 0:09:30.000,0:09:32.000 এবং আরো তিন-চারটি কোম্পানী এর মধ্যে এসেছে। 0:09:32.000,0:09:35.000 কিন্তু আরো বড় বাজার ওখানে আছে, 0:09:35.000,0:09:38.000 যেটা লোকেরা জানেনা, বা তারা জানতে চায়না। 0:09:40.000,0:09:42.000 সুতরাং আমরা যেটা করেছি সেটা হল ব্যক্তিগত মালিকানায় হস্তান্তর। 0:09:43.000,0:09:49.000 আরো একটা জিনিষ আমরা করেছি সেটা হল আমাদের অর্থনীতিকে আরো নিয়ন্ত্রণে আনা। 0:09:50.000,0:09:52.000 কারন কেউ আপনাদের সাহায্য বা সমর্থন করবেনা 0:09:53.000,0:09:56.000 যদি আপনি নিজের সম্পত্তি নিজেই ঠিকভাবে না নিয়ন্ত্রন করেন। 0:09:56.000,0:10:00.000 তৈল শিল্পে নাইজেরিয়ার একটা দুর্নীতির বদনাম আছে 0:10:00.000,0:10:05.000 এবং তারা জনগণের টাকাও ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেনা। 0:10:05.000,0:10:09.000 সুতরাং আমরা কি করার চেষ্টা করেছি? আমরা সরকারী রাজস্ব সংক্রান্ত একটা আইনের পরিচিতি 0:10:10.000,0:10:12.000 ঘটিয়েছি যাতে করে তেলের দাম আমাদের আয়ত্বের বাইরে এসেছে। 0:10:12.000,0:10:16.000 আগে যখন আমরা তেলের ক্ষেত্রে যেকোনো বাজেটে অভ্যস্ত ছিলাম 0:10:16.000,0:10:21.000 কারন অর্থনীতিতে তেল হল সর্ববৃহত 0:10:21.000,0:10:24.000 রাজস্ব আয়ের সেক্টর। আমাদের রাজস্বের ৭০ শতাংশ তেল থেকে আসে। 0:10:24.000,0:10:28.000 আমরা ওটার সংযোগ ছিন্ন করেছি,একবার আমরা তেলের দাম থেকে 0:10:28.000,0:10:31.000 কিছু কম দামে বাজেট শুরু করেছিলাম 0:10:31.000,0:10:35.000 ওই দামের থেকে কিছু বেশি আমরা সঞ্চয় করেছিলাম। 0:10:36.000,0:10:39.000 আমরা জানতাম না যে এটা আমরা টেনে তুলতে পারি,এটা খুব বির্তকিত বিষয় ছিল। 0:10:39.000,0:10:42.000 কিন্তু এটা অবিলম্বে যা করেছিল তা হল অস্থিতিশীলতা 0:10:42.000,0:10:45.000 যেটা আমাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে উপস্থিত ছিল- 0:10:45.000,0:10:49.000 এমনকি তেলের দাম যখন খুব বেশি ছিল তখনও আমরা উন্নতিলাভ করেছি। 0:10:49.000,0:10:51.000 যখন তাদের পতন হল,আমাদের ও পতন হল। 0:10:51.000,0:10:55.000 আমরা তখন ওইরকম অর্থনৈতিক অবস্থায় কিছু পাওনা বা বেতন কাউকে দিতে পারিনি। 0:10:56.000,0:11:00.000 আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হল। আমরাও বাঁচলাম,ঠিক আমার চলে আসার আগে, 0:11:00.000,0:11:06.000 ২৭ বিলিয়ন ডলার। যাইহোক ওটা আমাদের ভান্ডারে জমা হল- 0:11:06.000,0:11:10.000 আমি যখন ২০০৭ সালে পৌঁছলাম,আমাদের ভান্ডারে ৭ বিলিয়ন ডলার ছিল। 0:11:11.000,0:11:14.000 আমি যখন ছাড়লাম তখন আমরা প্রায় ৩০ বিলিয়ন ডলার এ পৌঁছে গেছি। 0:11:14.000,0:11:17.000 আমাদের অর্থনীতি সুন্দরভাবে নিয়ন্ত্রিত হওয়ার দরুণ 0:11:18.000,0:11:22.000 আজকে আমাদের ভান্ডারে ৪০ বিলিয়ন ডলার জমা হয়েছে। 0:11:23.000,0:11:26.000 আর ওটা আমাদের অর্থনীতিকে ধরে রেখে একে স্থিতিশীল করেছে। 0:11:26.000,0:11:29.000 আগে আমাদের মুদ্রার বিনিময় হার সবসময় ওঠানামা করত 0:11:29.000,0:11:33.000 এখন তা বেশ স্থিতিশীল আর নিয়ন্ত্রিত,আর তাতে ব্যবসায়ীদের 0:11:33.000,0:11:38.000 এই অর্থনীতিতে দামের পূর্বনির্ধারনযোগ্যতা থাকে। 0:11:40.000,0:11:44.000 আমরা মুদ্রাস্ফীতিকে ২৮ শতাংশ থেকে ১১ শতাংশ তে নামিয়ে এনেছি। 0:11:46.000,0:11:52.000 আগের দশকে আমাদের GDP বৃদ্ধি গড়ে ২.৩ থেকে 0:11:52.000,0:11:55.000 এখন ৬.৫ শতাংশ হয়েছে। 0:11:56.000,0:11:59.000 তাই আমরা যা পরিবর্তন ও সংস্কার করেছি 0:11:59.000,0:12:02.000 তার ফলাফল অর্থনীতিকে এক নতুন মাত্রা দিয়েছে। 0:12:02.000,0:12:06.000 আর সেটা খুব প্রয়োজনীয়,কারন আমরা তেল থেকে সরে গিয়ে 0:12:06.000,0:12:08.000 ব্যবসাকে অন্যমুখী করতে চাই-আর সেখানে অনেক সুযোগ রয়েছে 0:12:08.000,0:12:11.000 এই প্রকান্ড দেশে,আফ্রিকার অনেক দেশে- 0:12:13.000,0:12:16.000 যেটা লক্ষ্যণীয় সেটা হল বৃদ্ধি 0:12:16.000,0:12:19.000 কেবল তেলশিল্প থেকে আসে না,তেল ছাড়া অন্য শিল্প থেকে আসে। 0:12:19.000,0:12:22.000 কৃষির উন্নতি ৮ শতাংশের ও বেশি হয়েছিল। 0:12:22.000,0:12:26.000 টেলিকম শিল্প বৃদ্ধির সাথে সাথে গৃহ ও নির্মানকার্য, 0:12:26.000,0:12:31.000 এরকম আরো কত। এটা আপনাদের সামনে ব্যাখ্যা করার জন্য বলছি যখন 0:12:31.000,0:12:33.000 একবার আপনারা জাতীয় উতপাদন শীলতা কে সোজা হয়ে দাঁড়াতে দেখবেন 0:12:33.000,0:12:37.000 বিভিন্ন সেক্টরের সুযোগগুলো বড় আকার ধারন করবে। 0:12:38.000,0:12:41.000 আমাদের কৃষিতেও সুযোগ আছে,যেমন আমি বলেছিলাম আমাদের কঠিন 0:12:41.000,0:12:45.000 খনিজ পদার্থেও সুযোগ আছে। আমাদের অনেক খনিজ পদার্থ আছে 0:12:45.000,0:12:48.000 যাতে কেউ কোনদিন বিনিয়োগ করেনি বা সেটা কেউ আবিষ্কার ও করেনি।আর আমরা উপলব্ধি 0:12:48.000,0:12:51.000 করেছিলাম যে সঠিক বিচারব্যবস্থার অভাবে তা সম্ভব ও হবে না, 0:12:51.000,0:12:54.000 না, সেটা ঘটে নি।আমরা একটা মাইনিং কোড পেয়েছি 0:12:54.000,0:12:57.000 যেটা পৃথিবীর বেশ কিছু সর্বোত্তম দের সাথে তুলনীয়। 0:12:58.000,0:13:00.000 আমাদের গৃহনির্মানশিল্পেও বেশ কিছু সুযোগ রয়েছে। 0:13:00.000,0:13:03.000 ১৪০ মিলিয়ন লোকের দেশে কিছু ছিল না- 0:13:04.000,0:13:09.000 শপিং মল যাকে আপনারা বলেন,সেটাও না। 0:13:10.000,0:13:13.000 এটা একটা বিনিয়োগের সুযোগ ছিল 0:13:13.000,0:13:15.000 যা জনগনের কল্পনাকে উত্তেজিত করেছিল। 0:13:16.000,0:13:19.000 আর এখন যা পরিস্থিতি তাতে মলগুলি তাদের পরিকল্পনার থেকে 0:13:19.000,0:13:22.000 চারগুন বেশি লেনদেন করছে। 0:13:23.000,0:13:26.000 তাই বিশাল ব্যাপার এখন নির্মানকার্যে,স্থাবর সম্পত্তিতে 0:13:26.000,0:13:28.000 বন্ধকী কারবারে। অর্থনৈতিক পরিষেবাঃ 0:13:29.000,0:13:33.000 আমাদের ৮৯ টা ব্যাঙ্ক আছে। খুব বেশি জন তাদের আসল ব্যবসা করছে না। 0:13:33.000,0:13:37.000 আমরা ৮৯ টা ব্যাঙ্ককে একত্রিত করে ২৫ টায় এনেছি যাতে তারা তাদের 0:13:37.000,0:13:42.000 মূলধন বাড়াতে পারে-শেয়ার মূলধন। 0:13:42.000,0:13:47.000 আর এটা ২৫ মিলিয়ন ডলার থেকে ১৫০ মিলিয়ন ডলার এ পৌঁছে গেছে। 0:13:47.000,0:13:51.000 এই ব্যাঙ্কগুলি এখন একত্রিত,আর এই ব্যাঙ্কিং পদ্ধতির সোজাভাবে দাঁড়ানোটা 0:13:51.000,0:13:55.000 বাইরের বিনিয়োগকারীদের আকর্ষণ করেছে। 0:13:55.000,0:13:59.000 ইউ কে র বার্কলে ব্যাঙ্ক ৫০০ ডলার আনছে। 0:13:59.000,0:14:03.000 স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ১৪০ মিলিয়ন এনেছে। 0:14:03.000,0:14:06.000 আমি আরো বলতে পারি।ডলার, শুধুই ডলার সিস্টেমের মধ্যে। 0:14:06.000,0:14:08.000 আমরা বীমা সেক্টরের সাথে একই জিনিস করছি। 0:14:08.000,0:14:11.000 তাই অর্থনৈতিক পরিষেবায় সু্যোগের শেষ নেই। 0:14:11.000,0:14:17.000 অনেক আফ্রিকান দেশে পর্যটন শিল্পে একটা বিরাট সুযোগ রয়েছে। 0:14:17.000,0:14:20.000 পূর্ব আফ্রিকা এইজন্য বিখ্যাত। 0:14:21.000,0:14:24.000 বন্যজীবন,হাতির দল,এইসব। 0:14:24.000,0:14:26.000 জনগণের উপকারে লাগবে এইভাবে 0:14:26.000,0:14:29.000 পর্যটন বাজার সামলানো খুব গুরুত্বপূর্ন। 0:14:30.000,0:14:33.000 তাহলে আমি কি বলতে চাইছি? আমি আপনাদের বলতে চাইছি যে এই মহাদেশে 0:14:33.000,0:14:36.000 একটা নতুন হাওয়া বইছে। 0:14:36.000,0:14:41.000 ২০০০ সাল থেকে মুক্তি আর গণতন্ত্রের একটা নতুন হাওয়া, 0:14:41.000,0:14:43.000 দুই এর তিন ভাগেরও বেশি আফ্রিকান দেশগুলিতে 0:14:43.000,0:14:45.000 অনেকগুলি রাজনৈতিক দলের গনতান্ত্রিক ভোট হয়। 0:14:46.000,0:14:49.000 সবাই নিখুঁত নয় বা হবেও না, 0:14:49.000,0:14:51.000 কিন্তু ধারাটা খুব স্পষ্ট। 0:14:51.000,0:14:55.000 আমি আপনাদের বলতে চাইছি যে গত তিনবছর ধরে 0:14:55.000,0:14:58.000 মহাদেশের গড় বৃদ্ধি এগিয়ে গেছে 0:14:58.000,0:15:02.000 প্রতি বছরে ২.৫ শতাংশ থেকে ৫ শতাংশ। 0:15:02.000,0:15:06.000 এটা অনেক OECD দেশের কার্যসম্পাদনের থেকে ভাল। 0:15:07.000,0:15:11.000 সুতরাং এটা স্পষ্ট যে সবকিছু বদলাচ্ছে। 0:15:11.000,0:15:13.000 মহাদেশে দ্বন্দ্ব অনেক কম; 0:15:14.000,0:15:16.000 এক দশক আগে প্রায় ১২ টা দ্বন্দ্ব থেকে 0:15:16.000,0:15:18.000 ৩-৪ টে দ্বন্দ্বে এসে ঠেকেছে, 0:15:18.000,0:15:21.000 এগুলির মধ্যে সবথেকে ভয়ংকর হল দারফুর। 0:15:21.000,0:15:24.000 আর আপনারা জানেন মহাদেশের কোথাও কিছু ঘটলে 0:15:24.000,0:15:26.000 মানুষের মধ্যে প্রাতিবেশিক প্রভাব পড়ে, 0:15:26.000,0:15:29.000 মনে হয় পুরো মহাদেশটাই ক্ষতিগ্রস্ত। 0:15:29.000,0:15:32.000 কিন্তু আপনাদের জানা উচিত এই মহাদেশ নয়- 0:15:32.000,0:15:38.000 এই মহাদেশ অনেক দেশ নিয়ে গঠিত,একটা দেশ নিয়ে নয়। 0:15:38.000,0:15:40.000 যখন আমাদের দ্বন্দ্ব তিন চারে নেমে এসেছে, 0:15:40.000,0:15:43.000 তার মানে এখন স্থিতিশীল,বর্ধিত অর্থনীতিতে বিনিয়োগ 0:15:43.000,0:15:50.000 করার প্রছুর সু্যোগ। 0:15:50.000,0:15:53.000 এখানে এখন প্রচুর সুযোগ। 0:15:54.000,0:15:58.000 বিনিয়োগ এর ব্যাপারে আমি একটা কথা উল্লেখ করতে চাই। 0:15:59.000,0:16:01.000 আজ আফ্রিকানদের সাহায্য করার সবথেকে ভাল রাস্তা হল 0:16:02.000,0:16:05.000 তাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা। 0:16:05.000,0:16:09.000 আর সেটা করার সবথেকে ভাল রাস্তা হল তাদের চাকরি খুঁজতে সাহায্য করা। 0:16:10.000,0:16:14.000 শিশুদের প্রাণরক্ষার জন্য ম্যালেরিয়ার সাথে লড়াই আর 0:16:14.000,0:16:18.000 তার জন্য পয়সা খরচ কোন ব্যাপার নয়। আমি এটা বলতে চাইছি না। এটা ভাল। 0:16:19.000,0:16:23.000 কিন্তু পরিবারের ওপর প্রভাবটা কল্পনা করুনঃ যদি বাবা-মা কোন কাজ পান 0:16:23.000,0:16:25.000 আর তাদের ছেলেমেয়েরা স্কুল যেতে পারে, 0:16:25.000,0:16:28.000 তাহলে তারা নিজেরাই ম্যালেরিয়ার সাথে যুদ্ধ করার জন্য ওষুধ কিনতে পারে। 0:16:28.000,0:16:32.000 যদি আমরা এমন জায়গায় বিনিয়োগ করতে পারি যেখানে আপনি নিজেই নিজের টাকা তৈরী করতে পারেন 0:16:32.000,0:16:37.000 চাকরি সৃষ্টি করে লোকেদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে, 0:16:37.000,0:16:42.000 এটা কি একটা দারুণ সুযোগ নয়? এটা চলার পথ নয়? 0:16:42.000,0:16:45.000 আর আমি বলতে চাই যে এই মহাদেশে সবথেকে ভাল বিনিয়োগকারী হল 0:16:45.000,0:16:47.000 মহিলারা। 0:16:48.000,0:16:55.000 {হাততালি} 0:16:55.000,0:17:00.000 আমার কাছে একটা সি ডি আছে। আমি দুঃখিত আগে এটা না বলার জন্য। 0:17:00.000,0:17:02.000 নাহলে, আপনারা দেখলে আমার ভাল লাগত। 0:17:02.000,0:17:05.000 এটাতে আছে,"আফ্রিকাঃ ব্যবসার জন্য উন্মুক্ত।" 0:17:06.000,0:17:09.000 এই ভিডিও টা আসলে পুরস্কার জিতেছে 0:17:09.000,0:17:11.000 বছরের সেরা তথ্যচিত্রের। 0:17:11.000,0:17:13.000 যে মহিলা এটি বানিয়েছেন তিনি তানজানিয়ায় যাচ্ছেন 0:17:13.000,0:17:18.000 জুন মাসে তাদের একটি সেশনে যোগ দেওয়ার জন্য। 0:17:19.000,0:17:24.000 আপনারা এটা দেখতে পাচ্ছেন, আফ্রিকানরা, বিশেষত আফ্রিকান মহিলারা 0:17:24.000,0:17:29.000 সমস্ত বাধার বিরুদ্ধে গিয়ে ব্যবসা গড়ে তুলেছেন,অনেকেই এর মধ্যে বিশ্বমানের। 0:17:29.000,0:17:32.000 এই ভিডিওর একজন মহিলা Adenike Ogunlesi, 0:17:32.000,0:17:34.000 যিনি প্রথমে বাচ্ছাদের জামাকাপড় তৈরীটাকে নেশা হিসাবে নিয়ে 0:17:34.000,0:17:39.000 পরে সেটা কে ব্যবসায় পরিনত করেছিলেন। 0:17:39.000,0:17:42.000 অন্যান্য জায়গার উপাদান এর সাথে 0:17:43.000,0:17:44.000 আফ্রিকার উপাদান মেশালেন। 0:17:44.000,0:17:49.000 তারপর তিনি কর্ডুরয় দিয়ে ছোট একজোড়া ডাংরি বানালেন, 0:17:49.000,0:17:53.000 সঙ্গে দিলেন আফ্রিকান উপাদান। খুবই সৃষ্টিশীল নক্সা। 0:17:55.000,0:17:58.000 এটা এমন স্তরে পৌঁছে গেছে যে তিনি ওয়ল- মার্ট থেকেও অর্ডার পেয়েছিলেন। 0:17:59.000,0:18:00.000 {হাসি} 0:18:01.000,0:18:03.000 ১০,০০০ পিসের জন্য। 0:18:04.000,0:18:08.000 এটা থেকেই দেখা যাচ্ছে যে আমাদের লোকেরা কর্মক্ষম। 0:18:08.000,0:18:13.000 এবং আমাদের মহিলারা খুব পরিশ্রমীঃ তারা খুব মনযোগী;তারা খুব কাজের। 0:18:13.000,0:18:15.000 আমি আপনাদের উদাহরণ দিতে পারিঃ 0:18:15.000,0:18:19.000 রাওয়ান্ডার গাকুবা বিট্রিস,যে একটা ফুলের ব্যবসা খুলেছিল 0:18:19.000,0:18:24.000 এখন প্রত্যেকদিন সকালবেলায় আমস্টারডাম এ ডাচ নীলামে ফুল রপ্তানি করছে, 0:18:24.000,0:18:28.000 মহিলা ও পুরুষ মিলিয়ে ২০০ জনকে নিজের সাথে কাজ করার জন্যও নিয়োগ করছে। 0:18:29.000,0:18:33.000 যাইহোক,এদের মধ্যে অনেকেই ব্যবসা বাড়ানোর মূ্লধনের তীব্র অভাব অনুভব করছে, 0:18:34.000,0:18:37.000 কেউই আমাদের দেশের বাইরের লোক্ কে বিশ্বাস করে না 0:18:37.000,0:18:42.000 যেটা করা দরকার সেটা আমরা করতে পারি। বাজারের পরিপ্রেক্ষিতে কেউ চিন্তা করে না। 0:18:42.000,0:18:45.000 কেউ সেখানে সুযোগের কথা চিন্তা করে না। 0:18:45.000,0:18:48.000 আজ আমি এখানে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি যে এখন যারা সুযোগ হারাবে, 0:18:48.000,0:18:50.000 তারা চিরজীবনের জন্য হারাবে। 0:18:50.000,0:18:56.000 আপনি যদি আফ্রিকায় থাকতে চান তো বিনিয়োগের কথা ভাবুন। 0:18:57.000,0:19:03.000 এই পৃথিবীর বিট্রিসেস,আডেনাইক দের কথা চিন্তা করতে হবে, 0:19:03.000,0:19:06.000 যারা অসম্ভবকে সম্ভব করছে আর 0:19:06.000,0:19:09.000 এইজন্য ই তারা বিশ্ব অর্থনীতিতে প্রবেশ করছে,যেখানে একইসময় তারা 0:19:09.000,0:19:12.000 তাদের মহিলা ও পুরুষ সঙ্গীসাথীদের উপার্জনের পথ সুগম করছে, 0:19:12.000,0:19:14.000 আর সেইসঙ্গে সেইসব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শেখার সুযোগ পাচ্ছে 0:19:14.000,0:19:17.000 কারন তাদের বাবামায়েরা যথেষ্ট রোজগার 0:19:18.000,0:19:22.000 আমি আপনাদের এই সুযোগের সদব্যবহার করতে আমন্ত্রণ জানাচ্ছি। 0:19:23.000,0:19:27.000 যখন আপনি তানজানিয়ায় যাবেন,তখন ভালভাবে শুনুন, 0:19:27.000,0:19:31.000 কারন আমি নিশ্চিত যে আপনারা বিভিন্ন কাজের কথা শুনবেন 0:19:31.000,0:19:36.000 আপনাকে ব্যবসাতে জড়াতে সাহায্য করবে 0:19:36.000,0:19:41.000 মহাদেশের ভালর জন্য,আপনার ভালর জন্য আর জনগণের মঙ্গলের জন্য। 0:19:41.000,0:19:42.000 আপনাদের অনেক ধন্যবাদ। 0:19:42.000,0:19:50.000 {হাততালি}