হালকা মিউজিক Skillshare কে ধন্যবাদ আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য । এইযে ছোট্ট বন্ধুরা,আমি Amanda,আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। আমার খুব মজা লাগছে কারণ আজকের Plan With Me-র জন্য আমি খুবই এক্সাইটেড।🥰 কেন জানতে চাও?তাহলে তোমাদের আমার সাথে একদম শেষ অংশ পর্যন্ত থাকতে হবে,কোন অংশ বাদ দিলে চলবে না । আমি এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারিনি যে এখন জুন মাস যদি তোমরা না জেনে থাকো তাহলে বলি আমার জন্মদিন ১৬ ই জুন তো,এখন বছরের একদম মাঝখানে এখন ২০২১ সালের মাঝামাঝিতে পথ চলে এসেছি এটা বিশ্বাস করতে আমার কেমন জানি অদ্ভুত লাগছে এই মাসের বুলেট জার্নাল এর থিম এর জন্য আমার কাছে খুবই খুবই মজার একটা বুদ্ধি আছে। আমি চাই তোমরাও এটা করতে করতে আনন্দিত হও এবং আমি তোমাদের এটা দেখে নতুন বানানো bujo গুলো দেখতে অপেক্ষা করতে পারছি না। ওহ, আজকের video শুরু করার আগে আমার দ্রুত কিছু কথা বলার ছিল। যেমন তোমরা জানো অথবা বোধহয় জানো না আমি সাধারণত আমার বুলেট জার্নাল এর সাপ্তাহিক স্প্রেডগুলো প্রতি শনিবার সকালে Twitch এ লাইভ এ করি যদিও এই জুন মাসের জন্য আমি ঠিক জানি না আমি Twitch এ লাইভ করতে পারবো কিনা।চিন্তা কোরো না সামনের একটা video তে আমি সেটা বলে দিবো কেনো এই মাসে করতে পারছি না এটি প্রায়শই টেক সেটআপ এবং এই সমস্ত কিছুর সাথে করতে হয় কিন্তু আমার মনে হয় আমি সাপ্তাহিক স্প্রেডগুলো খালি আমার ফোন দিয়েই করতে পারব এবং মনে হয় ইনস্টাগ্রামে এবং টিকটক এ একই সাথে করব তো তোমাদের যেটা পছন্দ হয় ইনস্টাগ্রাম বা টিকটক সেখানেই join হতে পারো। আমি একটা ফোন নিয়েছি তাই আমি দুইটাতেই লাইভ থাকতে পারবো একই সময় এ,শনিবার পূর্ব দিকের সময় এর সকাল ১১ টায়। তো হ্যাঁ, দুর্ভাগ্যক্রমে এটা Twitch এ হবে না কিন্তু শুধু এই জুন মাসের জন্য এটা insta আর tiktok লাইভ এ হবে আশা করি আবার সব আগের মত হয়ে গেলে আমি আবার Twitch এ ফিরে যেতে পারবো। তো আর ঝামেলা না করি,যেমন তোমরা দেখতেই পাচ্ছো আমি কীরকম উৎফুল্ল হয়ে আছি শুরু করার জন্য। তো এবার তোমাদের bullet journal,কলম আর স্ন্যাক্স নাও আমি জানি না তোমাদের আর কি কি লাগতে পারে তবে তোমরা যদি কেবল দেখছো তবে তোমরা আমাদের সাথে কেবল বসে যেতে পারো আর শুরু করতে পারো।😚 ঠিক আছে, তো ইতিমধ্যে জুন ২০২১ শুরু হয়ে গেছে মনে হচ্ছে এই ইদানীং মাস আর দিন গুলো তাদের গতি বাড়িয়ে দিয়েছে জানি না এটা শুধু আমার সাথেই হচ্ছে কিনা। আমি এই ভয়েস কভারটি কিছুটা ব্যবহার করতে চেয়েছিলাম তোমাদের সাথে কিছু কথা বলার জন্য কারন আগের মাস থেকে অনেক কিছু ঘটে যাচ্ছে এবং সামনে অনেক কিছু আসছে। তো আমি অবশ্যই সেটা বলবো।কিন্তু তার আগে বলে নেই এই মাসের bullet journal এ আমি ঠিক কি করবো। তো আমার এই মাসের bullet journal এর থিম এর জন্য আমি মজার ও উজ্জ্বল কিছু করতে চেয়েছিলাম যেটা গ্রীষ্মকাল কে প্রতিফলন করে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল মুড আনবে । আমার জন্মদিন আসলে জুন এ। তো জুন সব সময় আনন্দ ও উচ্ছলতাকেই প্রতিনিধিত্ব করে, গ্রীষ্মকালের শুরু,আবার অর্ধেক বছর বরাবর পার করা। আমি এই ফিল টাই আমার bujo তে আনতে চেয়েছি। তো,এবারের bujo তে আমি ৭০ এর দশকের সাইকেডেলিক আর্ট এর একটি অনুপ্রেরণামূলক নকশা করার সিদ্ধান্ত নিয়েছি কিছুটা আধুনিক টুইস্ট দিয়ে। আমার মনে হয় বিগত ২০ থেকে ৩০ বছরের মধ্যে প্রচুর ট্রেন্ড এসেছে এবং গিয়েছে। আর এর প্রভাব আর্ট ডিজাইন, ফ্যাশন,মিউজিকের ক্ষেত্রে,আরো অনেক কিছু.... ৭০ এর দশকের ডিজাইন গুলো এই বছর গুলোতে অনেক প্রভাব ফেলেছে। এখনও তো আমার মনে হয় এটার অনেক কিছুর প্রভাব দেখা গিয়েছে ৩০ বছর পরের ২০০০ এর দশকের গোড়ার দিকের বিভিন্ন রকম মজার রং দিয়ে করা ট্রেন্ড গুলোর মধ্যে দিয়ে যেমন ধরো Y2K এর মতো জিনিস গুলো তে ফ্লোরাল গ্রাফিক্স এবং টাই ডাই এর মত জিনিস গুলোতেও। এবং তোমরা জানো, এই বছরগুলোতে Y2K ট্রেন্ড গুলো আবার ফিরে এসেছে শৈলীতে, আবার হাত-হাতে ধরণের ৭০ এর দশকের স্টাইল গুলোর সাথে। আমি এই সময়ে এগুলো অনেক গুলোর প্রভাব দেখতে পাচ্ছি tiktok আর মানুষের ফ্যাশন আর পোষাকে যেটা অনেক মজার আবার একটু অদ্ভুত ও লাগে কারন এটাই প্রথম বার যেখানে আমি যে জিনিসগুলির সাথে বড় হয়েছি সেগুলি আবার ট্রেন্ড সাইকেলে ফিরে আসছে। যাইহোক, এটি ছিল এক ধরনের অভিজাত সময়। যদি তোমরা আমার ইনস্টাগ্রাম পোস্টগুলো দেখে থাকো কিছুদিন হলো আমরা একটা Y2K অনুপ্রেরণামূলক শুট করছি সামনের AmandaRachLee দোকানের লঞ্চ এর জন্য আর সেটা হচ্ছে খুবই মজার 😚 আমি মনে করি প্রায় সবাই ই নস্টালজিয়া আর থ্রোব্যাক ভাইবস ভালোবাসে কারন এটা আমাদের মনে করিয়ে দেয় সহজ ও পুরনো সময় আর এই বুজোর থিম এর কথা ও। এবং AmandaRachLee র দোকানের জন্য ফটোশুট করা হয়েছে কিন্তু সব সেইসব জিনিষ দিয়ে যেগুলো দিয়ে আমি বড়ো হয় উঠেছি। যেমন ধরো Lizzie McGuire, আরও তোমরা জানো Brittany Spears, J14 ম্যাগাজিন,এবং ঐ ফটোশুট টার বেশিরভাগ প্রপ গুলো আমার ছোটবেলা র বেডরুম থেকে নাওয়া। যেমন ধরো ২০ শতকের শুরুর দিকে বড়ো হওয়া যখন ধরো আমার স্টেশনারী র প্রতি ভালোবাসা জন্মিয়েছে এবং আমার একজন মনে আছে আমার কিছু পুরনো নোটবুক আর জার্নাল এর কথা আরো কিছু ফ্লাফি কলম এবং অবশ্যই আমার স্টিকার গুলোর কথা।