1 00:00:01,000 --> 00:00:03,000 চার বছর আগে এখানে ছিলাম, 2 00:00:03,000 --> 00:00:05,000 মনে আছে, সে সময় 3 00:00:05,000 --> 00:00:08,000 এই বক্তৃতাগুলো অনলাইনে দেওয়া হত না; 4 00:00:08,000 --> 00:00:12,000 যতদূর মনে পড়ছে বাক্সে ভরে দেওয়া হত টেডস্টারদের, 5 00:00:12,000 --> 00:00:14,000 এক সেট ডিভিডির বাক্স, 6 00:00:14,000 --> 00:00:17,000 সবাই সেলফে তুলে রেখে দিত। এখনো সেখানেই আছে। 7 00:00:17,000 --> 00:00:19,000 (হাসি) 8 00:00:19,000 --> 00:00:21,000 ক্রিস আমাকে ফোন করেছিলো, 9 00:00:21,000 --> 00:00:23,000 আমার সেই বক্তৃতা দেওয়ার এক সপ্তাহ পর 10 00:00:23,000 --> 00:00:25,000 বলল, "ভাবছি বক্তৃতাগুলো আমরা অনলাইনে দেব। 11 00:00:25,000 --> 00:00:28,000 আপনারটাও দিই?" আমি বললাম, "নিশ্চয়ই।" 12 00:00:28,000 --> 00:00:30,000 আর আজ চার বছর পরে, 13 00:00:30,000 --> 00:00:32,000 আমার সেই বক্তৃতা নাকি দেখেছে চল্লিশ... 14 00:00:32,000 --> 00:00:35,000 মানে, ডাউনলোড করা হয়েছে চল্লিশ লক্ষ বার। 15 00:00:35,000 --> 00:00:38,000 তার মানে আমার তো মনে হয় মোটামুটি ২০ দিয়ে গুণ করলে 16 00:00:38,000 --> 00:00:40,000 কত জন দেখেছেন সেই সংখ্যাটা পাওয়া যেতে পারে। 17 00:00:40,000 --> 00:00:44,000 আর ক্রিসের বক্তব্য, চারিদিকে নাকি ভীষণ ক্ষুধা 18 00:00:44,000 --> 00:00:46,000 আমার ভিডিও-র। 19 00:00:46,000 --> 00:00:49,000 (হাসি) 20 00:00:49,000 --> 00:00:52,000 (হাততালি) 21 00:00:54,000 --> 00:00:55,000 ... আপনাদের পায় না ? 22 00:00:55,000 --> 00:00:58,000 (হাসি) 23 00:01:00,000 --> 00:01:03,000 এখন, সেই পুরো ঘটনাটাই ছিল একটা ভূমিকা 24 00:01:03,000 --> 00:01:07,000 যাতে আমি আপনাদের জন্য আর এক বার পেশ করতে পারি, তাহলে শুরু করি। 25 00:01:07,000 --> 00:01:08,000 (হাসি) 26 00:01:10,000 --> 00:01:12,000 আল গোর বলেছিলেন 27 00:01:12,000 --> 00:01:15,000 সেই TED কনফারেন্সেই যেটায় চার বছর আগে আমিও বলেছিলাম, 28 00:01:15,000 --> 00:01:17,000 বলেছিলেন পরিবেশ বিপর্যয় নিয়ে। 29 00:01:17,000 --> 00:01:19,000 আমি সেটা উল্লেখ করেছিলাম 30 00:01:19,000 --> 00:01:21,000 আমার আগের বক্তৃতার শেষে। 31 00:01:21,000 --> 00:01:23,000 সেই সূত্র ধরেই আমি শুরু করতে চাইছি 32 00:01:23,000 --> 00:01:26,000 কেননা সত্যি বলতে কি, সময় ছিল মাত্র ১৮টা মিনিট, 33 00:01:26,000 --> 00:01:28,000 হ্যাঁ, যা বলছিলাম ... 34 00:01:28,000 --> 00:01:33,000 (হাসি) 35 00:01:36,000 --> 00:01:38,000 দেখুন, আল গোর ঠিকই বলেছিলেন। 36 00:01:38,000 --> 00:01:41,000 মানে, আবহাওয়ার একটা বড়সড় বিপর্যয় সত্যিই চোখে পড়ার মত, 37 00:01:41,000 --> 00:01:44,000 আর আমার মনে হয় লোকে যদি এটা বিশ্বাস না করে, ওদের আরও বিপর্যয়ের মধ্যে পড়া উচিত। 38 00:01:44,000 --> 00:01:47,000 (হাসি) 39 00:01:47,000 --> 00:01:50,000 কিন্তু আমি ভাবছি দ্বিতীয় একটা পরিবেশ বিপর্যয়ের কথা, 40 00:01:51,000 --> 00:01:53,000 যেটা একই রকম মারাত্মক, 41 00:01:53,000 --> 00:01:56,000 যার উৎসগুলোও একই, 42 00:01:56,000 --> 00:01:59,000 আর একই রকম গুরুত্বের সাথে যা আমাদের মোকাবিলা করতে হবে। 43 00:01:59,000 --> 00:02:01,000 আমি বলতে চাইছি -- 44 00:02:01,000 --> 00:02:03,000 আর এখন আপনি বলতেই পারেন, "দেখুন, আমি বেশ আছি। 45 00:02:03,000 --> 00:02:05,000 একটা পরিবেশ বিপর্যয়ের মধ্যে আছি; 46 00:02:05,000 --> 00:02:08,000 দ্বিতীয়টার আমার দরকার নেই।" 47 00:02:08,000 --> 00:02:10,000 কিন্তু এই বিপর্যয় প্রাকৃতিক সম্পদের নয়, 48 00:02:10,000 --> 00:02:13,000 যদিও আমি মনে করি সেটা আজ বাস্তব, 49 00:02:13,000 --> 00:02:15,000 বিপর্যয়টা মানব সম্পদের। 50 00:02:15,000 --> 00:02:17,000 আমি মনে করি, মূলতঃ, 51 00:02:17,000 --> 00:02:19,000 বেশ কিছু বক্তা গত কয়েকদিনে যেমন বলেছেন, 52 00:02:19,000 --> 00:02:22,000 যে, আমরা অপচয় করে চলেছি 53 00:02:22,000 --> 00:02:25,000 আমাদের প্রতিভার। 54 00:02:25,000 --> 00:02:27,000 অসংখ্য মানুষ তাদের জীবন যাপন করে চলেছে 55 00:02:27,000 --> 00:02:30,000 তাদের প্রতিভা সম্বন্ধে কোনো পরিষ্কার ধারণা ছাড়াই, 56 00:02:30,000 --> 00:02:32,000 অথবা আদৌ বলার মত কোন প্রতিভা আছে কিনা সেটা না জেনেই। 57 00:02:32,000 --> 00:02:34,000 বিভিন্ন ধরণের লোকের সঙ্গে আমার দেখা হয় 58 00:02:34,000 --> 00:02:37,000 যারা মনে করে না তারা কোন কিছু সত্যি ভাল পারে। 59 00:02:38,000 --> 00:02:41,000 আসলে, আমি পৃথিবীটাকে দুভাগে ভাগ করি এখন। 60 00:02:41,000 --> 00:02:44,000 জেরেমি বেন্থাম, উপযোগবাদের বিশাল দার্শনিক, 61 00:02:44,000 --> 00:02:46,000 একবার এই তর্ক জুড়ে দেন। 62 00:02:46,000 --> 00:02:48,000 তিনি বললেন, "জগতে দুরকমের মানুষ আছে, 63 00:02:48,000 --> 00:02:50,000 যারা জগতকে দু ভাগে ভাগ করে, 64 00:02:50,000 --> 00:02:52,000 আর যারা করে না।" 65 00:02:52,000 --> 00:02:55,000 (হাসি) 66 00:02:57,000 --> 00:02:59,000 আর হ্যাঁ, আমি করি। 67 00:02:59,000 --> 00:03:01,000 (হাসি) 68 00:03:04,000 --> 00:03:06,000 নানান ধরণের লোকের সঙ্গে আমার দেখা হয় 69 00:03:06,000 --> 00:03:09,000 যারা যে কাজটা করেন সেটা করে আনন্দ পান না। 70 00:03:09,000 --> 00:03:11,000 জীবনটাকে পার করে দেন 71 00:03:11,000 --> 00:03:13,000 সেই কাজে কোনক্রমে লেগে থেকে। 72 00:03:13,000 --> 00:03:15,000 যে কাজ করেন তা থেকে তেমন কোন আনন্দ পান না। 73 00:03:15,000 --> 00:03:18,000 আনন্দ পাওয়ার বদলে, বরং সহ্য করে যান। 74 00:03:18,000 --> 00:03:21,000 সপ্তাহটা শেষ হবার জন্য অপেক্ষা করেন। 75 00:03:21,000 --> 00:03:23,000 কিন্তু আমি এরকমও লোকের দেখা পাই 76 00:03:23,000 --> 00:03:25,000 যাঁরা যা করেন ভালবেসে করেন 77 00:03:25,000 --> 00:03:27,000 অন্য কিছু করার কথা ভাবতে পারেন না। 78 00:03:27,000 --> 00:03:30,000 যদি ওঁদের বলেন, "এই কাজ আর করবেন না," ওঁরা আপনার কথাই বুঝতে পারবে না। 79 00:03:30,000 --> 00:03:33,000 কারণ তাদের কাজ তাদের পেশা নয়, সেটা তাদের পরিচয়ও। ওঁরা বলবেন, 80 00:03:33,000 --> 00:03:35,000 "কিন্তু এইটাই তো আমি। 81 00:03:35,000 --> 00:03:37,000 এই কাজ ছেড়ে দেওয়াটা বোকামো হবে,কারণ 82 00:03:37,000 --> 00:03:39,000 এই কাজটা আমার মনের সবচেয়ে কাছাকাছি।" 83 00:03:39,000 --> 00:03:42,000 অবশ্য অধিকাংশ লোকের ক্ষেত্রে এটা সত্যি নয়। 84 00:03:42,000 --> 00:03:44,000 আসলে, উল্টোটাই মনে হয় ঠিক। 85 00:03:44,000 --> 00:03:46,000 জোর দিয়েই বলা যায় খুব কম লোকের ক্ষেত্রেই এটা সত্যি। 86 00:03:46,000 --> 00:03:48,000 আর আমি মনে করি অনেকগুলো 87 00:03:48,000 --> 00:03:50,000 সম্ভাব্য ব্যাখ্যা আছে এটার। 88 00:03:50,000 --> 00:03:52,000 আর তার মধ্যে প্রধান 89 00:03:52,000 --> 00:03:54,000 হল শিক্ষা, 90 00:03:54,000 --> 00:03:56,000 কারণ শিক্ষা, একভাবে বলা যায়, 91 00:03:56,000 --> 00:03:58,000 দূরে ঠেলে দেয় অসংখ্য মানুষকে 92 00:03:58,000 --> 00:04:00,000 তাদের সহজাত প্রতিভা থেকে। 93 00:04:00,000 --> 00:04:03,000 আর মানব সম্পদগুলো প্রাকৃতিক সম্পদের মতই; 94 00:04:03,000 --> 00:04:05,000 অনেক সময়ই নীচে চাপা পড়ে থাকে। 95 00:04:05,000 --> 00:04:07,000 খুঁজে বের করতে হয়। 96 00:04:07,000 --> 00:04:09,000 ঠিক সামনেই ছড়ানো থাকে না। 97 00:04:09,000 --> 00:04:12,000 এমন সব পরিস্থিতি তৈরী করতে হয় যাতে তারা নিজেদেরকে প্রকাশ করে। 98 00:04:12,000 --> 00:04:14,000 এখন আপনারা ভাবতে পারেন 99 00:04:14,000 --> 00:04:16,000 শিক্ষাই তো সে কাজটা করে। 100 00:04:16,000 --> 00:04:18,000 কিন্তু প্রায়ই শিক্ষা সেটা করে না। 101 00:04:18,000 --> 00:04:20,000 পৃথিবী জুড়ে শিক্ষা ব্যবস্থার 102 00:04:20,000 --> 00:04:22,000 সংস্কার হচ্ছে এই মুহূর্তে। 103 00:04:22,000 --> 00:04:24,000 কিন্তু সেটা যথেষ্ট নয়। 104 00:04:24,000 --> 00:04:26,000 সংস্কার এখন আর কোন কাজের নয়, 105 00:04:26,000 --> 00:04:29,000 কেননা সেটা হল একটা অকেজো কাঠামোকে জোড়াতালি দেওয়া মাত্র। 106 00:04:29,000 --> 00:04:31,000 যা আমাদের প্রয়োজন -- 107 00:04:31,000 --> 00:04:33,000 এবং যে শব্দগুলো বার বার উচ্চারিত হয়েছে গত কয়েকদিনে -- 108 00:04:33,000 --> 00:04:35,000 সেটা বিবর্তন নয়, 109 00:04:35,000 --> 00:04:38,000 বরং বিপ্লব, শিক্ষাক্ষেত্রে। 110 00:04:38,000 --> 00:04:40,000 এই ব্যবস্থাকে বদলে দিতে হবে 111 00:04:40,000 --> 00:04:42,000 অন্য কিছুতে। 112 00:04:42,000 --> 00:04:47,000 (হাততালি) 113 00:04:48,000 --> 00:04:50,000 অনেক বাস্তব চ্যালেঞ্জের একটা 114 00:04:50,000 --> 00:04:52,000 হল মৌলিক উদ্ভাবন 115 00:04:52,000 --> 00:04:54,000 শিক্ষাক্ষেত্রে। 116 00:04:54,000 --> 00:04:56,000 উদ্ভাবন কঠিন কাজ 117 00:04:56,000 --> 00:04:58,000 কারণ, এর মানে এমন কিছু করা 118 00:04:58,000 --> 00:05:00,000 যা মানুষ বেশির ভাগ ক্ষেত্রেই খুব সহজ মনে করে না। 119 00:05:00,000 --> 00:05:03,000 এর মানে যাকে আমরা স্বতঃসিদ্ধ বলে মেনে নিই তাকে চ্যালেঞ্জ ছোঁড়া, 120 00:05:03,000 --> 00:05:06,000 যে সব জিনিস আমরা মনে করি স্পষ্টই প্রতীয়মান তাকে চ্যালেঞ্জ করা। 121 00:05:06,000 --> 00:05:08,000 একটা বিশাল সমস্যা সংস্কারের 122 00:05:08,000 --> 00:05:10,000 বা বদলে দেবার ক্ষেত্রে হ'লো 123 00:05:10,000 --> 00:05:12,000 কমন সেন্সের জুলুম -- 124 00:05:12,000 --> 00:05:14,000 সেই সব ব্যাপার যা মানুষ মনে করে, 125 00:05:14,000 --> 00:05:16,000 "এটা অন্য কোনভাবে করা যাবে না, কারণ এটা এভাবেই করা হয়"। 126 00:05:16,000 --> 00:05:19,000 আব্রাহাম লিঙ্কনের দারুণ এক উক্তি কয়েকদিন আগে পেয়ে গেলাম, 127 00:05:19,000 --> 00:05:22,000 এই মুহূর্তে ওঁকে কোট করলে আমার মনে হয় আপনারা খুশিই হবেন। 128 00:05:22,000 --> 00:05:24,000 (হাসি) 129 00:05:24,000 --> 00:05:27,000 ডিসেম্বর ১৮৬২-তে উনি এ কথা বলেন 130 00:05:27,000 --> 00:05:30,000 কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক সভায়। 131 00:05:31,000 --> 00:05:34,000 আমার বলা উচিত যে, সে সময় যে কী হচ্ছিল, সে সম্বন্ধে আমার কোন ধারণা নেই। 132 00:05:36,000 --> 00:05:38,000 ব্রিটেনে আমরা আমেরিকার ইতিহাস পড়াই না। 133 00:05:38,000 --> 00:05:40,000 (হাসি) 134 00:05:40,000 --> 00:05:43,000 বরং চেপে রাখি। জানেন আপনারা, এটাই আমাদের পলিসি। 135 00:05:43,000 --> 00:05:45,000 (হাসি) 136 00:05:46,000 --> 00:05:48,000 কোন সন্দেহ নেই যে দারুণ কিছু একটা হচ্ছিল ১৮৬২-র ডিসেম্বরে, 137 00:05:48,000 --> 00:05:50,000 আমাদের মধ্যে আমেরিকান যাঁরা 138 00:05:50,000 --> 00:05:52,000 জানেন সে কথা। 139 00:05:53,000 --> 00:05:55,000 লিঙ্কন বলেছিলেনঃ 140 00:05:55,000 --> 00:05:57,000 "যে সব মতবাদ 141 00:05:57,000 --> 00:05:59,000 শান্ত অতীতের জন্য প্রযোজ্য, 142 00:05:59,000 --> 00:06:02,000 তা অস্থির বর্তমানের জন্য যথেষ্ট নয়। 143 00:06:02,000 --> 00:06:04,000 সময়টা 144 00:06:04,000 --> 00:06:06,000 সমস্যায় পাহাড়ে ভরে উঠেছে, 145 00:06:06,000 --> 00:06:09,000 আর আমাদের সেই সময়ের সাথে সাথে উঠে দাঁড়াতে হবে।" 146 00:06:09,000 --> 00:06:11,000 আমার দারুণ লেগেছে। 147 00:06:11,000 --> 00:06:14,000 সময়ের বিরুদ্ধে দাঁড়ানো নয়, সময়ের সাথে দাঁড়ানো । 148 00:06:15,000 --> 00:06:17,000 "যেহেতু আমাদের ক্ষেত্রটা নতুন, 149 00:06:17,000 --> 00:06:20,000 তাই আমাদের চিন্তা করতে হবে নতুনভাবে 150 00:06:20,000 --> 00:06:23,000 আর কাজ করতে হবে নতুনভাবে। 151 00:06:23,000 --> 00:06:26,000 আমাদের নিজেদের শৃঙ্খলমুক্ত করতে হবে 152 00:06:26,000 --> 00:06:29,000 আর তখনই আমরা দেশকে রক্ষা করতে পারব।" 153 00:06:29,000 --> 00:06:31,000 আমার ভাল লেগেছে "শৃঙ্খলমুক্ত" শব্দটা 154 00:06:31,000 --> 00:06:33,000 জানেন এর কি মানে? 155 00:06:33,000 --> 00:06:36,000 নানান ধ্যান-ধারনার কাছে আমরা দাসখত লিখে দিয়েছি, 156 00:06:36,000 --> 00:06:38,000 সেগুলো আমরা প্রশ্নাতীত বলে মেনে নিয়েছি 157 00:06:38,000 --> 00:06:40,000 যেন সেগুলোই প্রকৃতির বিধান, যেমনটি ঘটে থাকে। 158 00:06:40,000 --> 00:06:42,000 আর আমাদের বহু ধ্যান-ধারণাই 159 00:06:42,000 --> 00:06:45,000 তৈরি হয়েছে, এই শতাব্দীর পরিস্থিতিকে মোকাবেলার জন্য নয়, 160 00:06:45,000 --> 00:06:48,000 বরং বিগত শতকগুলির পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য। 161 00:06:48,000 --> 00:06:50,000 কিন্তু আমাদের মন এখনো সেই সব ধ্যান ধারণায় সম্মোহিত। 162 00:06:50,000 --> 00:06:53,000 আর সেই ধ্যান ধারণার বেশ কিছু থেকে আমাদের নিজেদের শৃঙ্খলমুক্ত করতে হবে। 163 00:06:53,000 --> 00:06:56,000 এখন, এটা তো করার চেয়ে, বলা সোজা । 164 00:06:56,000 --> 00:06:59,000 এটা জানা খুব কঠিন, কী কী জিনিস আপনি ধরে নিয়ে বসে আছেন। 165 00:06:59,000 --> 00:07:02,000 কারণ আপনি তো সেগুলো ধরে নিয়েই বসে আছেন। 166 00:07:02,000 --> 00:07:05,000 তাহলে এমন কিছু আপনাদের জিজ্ঞেস করি যা আপনারা হয়তো ধরে নিয়ে বসে আছেন। 167 00:07:05,000 --> 00:07:08,000 এখানে আপনাদের মধ্যে কতজনের বয়স ২৫-এর ওপরে? 168 00:07:08,000 --> 00:07:10,000 এটা কিন্তু আপনাদের ধরে নেওয়া বলে আমি মনে করছি না। 169 00:07:10,000 --> 00:07:12,000 আমি নিশ্চিত এটা আপনারা ভাল করেই জানেন। 170 00:07:12,000 --> 00:07:15,000 ২৫-এর নীচে এখানে কেউ আছেন কি? 171 00:07:15,000 --> 00:07:18,000 বেশ। এখন, যাঁরা ২৫-এর ওপরে 172 00:07:18,000 --> 00:07:21,000 আপনারা কি আপনাদের হাতটা একটু ওপরে তুলবেন যদি হাতঘড়ি পরে থাকেন? 173 00:07:21,000 --> 00:07:24,000 বেশ অনেকেই তো আমাদের মধ্যে, তাই না? 174 00:07:24,000 --> 00:07:27,000 একঘর টিনএজারদের একই জিনিস জিজ্ঞেস করুন 175 00:07:27,000 --> 00:07:29,000 টিন এজাররা হাত ঘড়ি পরে না। 176 00:07:29,000 --> 00:07:31,000 আমি বলছি না যে ওরা পরতে পারে না, বা ওদের অনুমতি দেয়া হয় না, 177 00:07:31,000 --> 00:07:33,000 ওরা পরতে পছন্দই করে না। 178 00:07:33,000 --> 00:07:35,000 আর কারণটা হল, আপনি জানবেন, আমরা বড় হয়েছি 179 00:07:35,000 --> 00:07:38,000 প্রাক-ডিজিটাল সংস্কৃতিতে, আমাদের মধ্যে যারা ২৫-এর ওপরে তাঁরা। 180 00:07:38,000 --> 00:07:40,000 তাই আমাদের, যদি কটা বাজল জানতে চাওয়া হয়, 181 00:07:40,000 --> 00:07:42,000 কিছু পরতে হয় হাতে, সময় বলবার জন্য। 182 00:07:42,000 --> 00:07:45,000 ছোটরা এখন বাস করে এমন একটা পৃথিবীতে যেটা ডিজিটাইজড, 183 00:07:45,000 --> 00:07:47,000 আর সময়টা, ওদের কাছে, চারিদিকে। 184 00:07:47,000 --> 00:07:49,000 হাতে ঘড়ি পরার ওরা কোন কারণই খুঁজে পায় না। 185 00:07:49,000 --> 00:07:51,000 আর হ্যাঁ, অবশ্যই আপনাদেরও হাতে ঘড়ি পরার কোন প্রয়োজন নেই; 186 00:07:51,000 --> 00:07:54,000 সব সময় পরে এসেছেন, এখনও চালিয়ে যাচ্ছেন এই যা। 187 00:07:54,000 --> 00:07:57,000 আমার মেয়ে কখনো ঘড়ি পরে না, আমার মেয়ে কেট, বয়স ২০। 188 00:07:57,000 --> 00:07:59,000 ও তো কোন কারণই খুঁজে পায় না। 189 00:07:59,000 --> 00:08:02,000 ওর ভাষায় "ঘড়ি তো মাত্র একটাই কাজ করতে পারে।“ 190 00:08:02,000 --> 00:08:07,000 (হাসি) 191 00:08:07,000 --> 00:08:10,000 "ভাবখানা যেন, ঘড়ি এতটাই ফালতু জিনিস !" 192 00:08:10,000 --> 00:08:12,000 আর আমি বলে উঠি, "না, না, ঘড়িতে তারিখও দেখা যায়।" 193 00:08:12,000 --> 00:08:16,000 (হাসি) 194 00:08:17,000 --> 00:08:20,000 "এটাও একাধিক কাজ করে।" 195 00:08:20,000 --> 00:08:23,000 কিন্তু দেখুন, শিক্ষাক্ষেত্রেও অনেক কিছুতে আমরা শৃঙ্খলিত। 196 00:08:23,000 --> 00:08:25,000 আপনাদের কয়েকটা উদাহরণ দেওয়া যাক। 197 00:08:25,000 --> 00:08:28,000 সেগুলোর মধ্যে একটা হল সরলরৈখিক এক ধারণা, 198 00:08:28,000 --> 00:08:31,000 এখানে শুরু হল, আপনি এক ট্র্যাক ধরে এগোলেন, 199 00:08:31,000 --> 00:08:33,000 যদি আপনি সব ঠিকঠাক করেন, আপনি সক্ষম হবেন 200 00:08:33,000 --> 00:08:35,000 বাকি জীবনটা গুছিয়ে নিতে। 201 00:08:37,000 --> 00:08:39,000 যারা TED-এ বক্তব্য রেখেছেন প্রত্যেকে আভাসে আমাদের জানিয়েছেন, 202 00:08:39,000 --> 00:08:42,000 বা কখনও সরাসরি, অন্য কোনো গল্পে, 203 00:08:42,000 --> 00:08:45,000 যে, জীবন সরলরৈখিক নয়, জীবন জৈবিক, বহুমাত্রিক। 204 00:08:45,000 --> 00:08:47,000 আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলি পারস্পরিক নির্ভরতার মধ্য দিয়ে 205 00:08:47,000 --> 00:08:49,000 একই সাথে আমরা আমাদের প্রতিভা খুঁজে নেই 206 00:08:49,000 --> 00:08:52,000 সেই সব পরিস্থিতির মধ্য দিয়ে যেগুলো আমাদের গড়তে সাহায্য করে। 207 00:08:52,000 --> 00:08:54,000 কিন্তু জানেন, আমাদের মাথায় ঢুকে বসে আছে 208 00:08:54,000 --> 00:08:56,000 এই সরলরৈখিক সূত্রটা। 209 00:08:56,000 --> 00:08:58,000 আর শিক্ষার শীর্ষশিখর সম্ভবতঃ 210 00:08:58,000 --> 00:09:00,000 কলেজে ঢোকা। 211 00:09:00,000 --> 00:09:03,000 আমার মনে হয় সবার মাথার মধ্যে ঢুকে গেছে যে কলেজে পড়তেই হবে, 212 00:09:03,000 --> 00:09:05,000 যে কোনো ধরণের কলেজে। 213 00:09:05,000 --> 00:09:07,000 আমি বলছি না যে কলেজে যাওয়া উচিত নয়, কিন্তু সবার প্রয়োজন নেই যাওয়ার, 214 00:09:07,000 --> 00:09:09,000 আর সকলের এখনই যাওয়ার প্রয়োজন নেই। 215 00:09:09,000 --> 00:09:11,000 হয়তো পরে যাবে, এক্ষুনি নয়। 216 00:09:11,000 --> 00:09:13,000 কিছুদিন আগে আমি সান ফ্রান্সিস্কোয় গিয়েছিলাম 217 00:09:13,000 --> 00:09:15,000 বইয়ে অটোগ্রাফ দিতে। 218 00:09:15,000 --> 00:09:17,000 এক ভদ্রলোক একটা বই কিনছে, বয়স ৩০-এর ঘরে। 219 00:09:17,000 --> 00:09:19,000 আমি বললাম, "কী কর?" 220 00:09:19,000 --> 00:09:22,000 ও বলল, "আমি দমকল বাহিনীতে কাজ করি।" 221 00:09:22,000 --> 00:09:24,000 আমি বললাম, "কত দিন ধরে তুমি দমকল বাহিনীতে কাজ কর?" 222 00:09:24,000 --> 00:09:26,000 ও বলল, "সব সময়, আমি সব সময় দমকল বাহিনীতে কাজ করি।" 223 00:09:26,000 --> 00:09:28,000 আর আমি বললাম, "তা, কবে ঠিক করলে?" 224 00:09:28,000 --> 00:09:31,000 “ছোটবেলাতেই", সে বলল, "আসলে, আমার ক্ষেত্রে সমস্যাটা স্কুল থেকেই, 225 00:09:31,000 --> 00:09:34,000 কারণ স্কুলে, সবাই দমকল বাহিনীতে কাজ করতে চাইত।" 226 00:09:34,000 --> 00:09:37,000 "আর আমি সত্যিই দমকল বাহিনীতে যোগ দিতে চেয়েছিলাম।" 227 00:09:37,000 --> 00:09:40,000 আরো বলল "যখন উঁচু ক্লাসে উঠলাম, 228 00:09:40,000 --> 00:09:43,000 আমার শিক্ষকরা ব্যাপারটাকে গুরুত্ব দিল না। 229 00:09:43,000 --> 00:09:45,000 একজন শিক্ষক যিনি ব্যাপারটাকে গুরুত্ব দেননি, 230 00:09:45,000 --> 00:09:47,000 তিনি বললেন আমি জীবনটাকে নষ্ঠ করছি, 231 00:09:47,000 --> 00:09:49,000 যদি আমি সত্যিই দমকল বাহিনীতে যোগ দিতে চাই, 232 00:09:49,000 --> 00:09:52,000 বলেছিলেন আমার কলেজ-এ যাওয়া উচিত, পেশাদার হওয়া উচিত, 233 00:09:52,000 --> 00:09:54,000 বলেছিলেন আমার মধ্যে প্রচুর সম্ভাবনা, 234 00:09:54,000 --> 00:09:56,000 আর আমি আমার প্রতিভা নষ্ট করছি।" 235 00:09:56,000 --> 00:09:58,000 সে বলে গেলো, "খুবই অপমানকর, কারণ 236 00:09:58,000 --> 00:10:00,000 উনি গোটা ক্লাসের সামনে কথাগুলো বলেছিলেন,আমার ভীষণই খারাপ লেগেছিল। 237 00:10:00,000 --> 00:10:02,000 কিন্তু আমি এটাই চেয়েছিলাম, আর যেই স্কুল ছাড়লাম, 238 00:10:02,000 --> 00:10:05,000 দমকল বাহিনীতে আবেদন করলাম আর সুযোগও পেয়ে গেলাম।" 239 00:10:05,000 --> 00:10:07,000 ও বলে গেল, "জানেন, কিছুক্ষণ আগেই সেই মানুষটির কথা ভাবছিলাম, 240 00:10:07,000 --> 00:10:10,000 কয়েক মিনিট আগে যখন আপনি বক্তব্য রাখছিলেন, ওই সেই শিক্ষকের কথা," 241 00:10:10,000 --> 00:10:12,000 ও বলল, " কারণ ছয় মাস আগে 242 00:10:12,000 --> 00:10:14,000 আমি ওঁকে প্রাণে বাঁচিয়েছি।" 243 00:10:14,000 --> 00:10:16,000 (হাসি) 244 00:10:16,000 --> 00:10:18,000 সে বলল, "চূর্ণ-বিচূর্ণ এক গাড়ির মধ্যে ছিলেন উনি, 245 00:10:18,000 --> 00:10:21,000 আমি তাকে টেনে বের করে আনি, সিপিআর দিই, 246 00:10:21,000 --> 00:10:24,000 আর ওঁনার স্ত্রীকেও বাঁচাই।" 247 00:10:24,000 --> 00:10:26,000 ও তারপর বলল, "মনে হয় আমার সম্পর্কে আগের থেকে এখন ওঁর ধারণা ভাল হয়েছে।" 248 00:10:26,000 --> 00:10:28,000 (হাসি) 249 00:10:28,000 --> 00:10:33,000 (হাততালি) 250 00:10:34,000 --> 00:10:36,000 জানেন, আমি মনে করি, 251 00:10:36,000 --> 00:10:38,000 জনসমাজ নির্ভর করে 252 00:10:38,000 --> 00:10:40,000 নানান ধরণের প্রতিভার ওপর, 253 00:10:40,000 --> 00:10:43,000 কোন এক মাত্র দক্ষতার ওপর নয়। 254 00:10:43,000 --> 00:10:45,000 আর আমাদের সমস্ত চ্যালেঞ্জের কেন্দ্রে -- 255 00:10:45,000 --> 00:10:47,000 (হাততালি) 256 00:10:47,000 --> 00:10:49,000 সমস্ত চ্যালেঞ্জের কেন্দ্রে 257 00:10:49,000 --> 00:10:51,000 রয়েছে মানুষের দক্ষতা সম্বন্ধে আমাদের ধারণাকে নতুন করে রূপ দেওয়া 258 00:10:51,000 --> 00:10:53,000 এবং মানুষের বুদ্ধি সম্বন্ধে। 259 00:10:53,000 --> 00:10:55,000 সরলরৈখিক ব্যাপারটা একটা সংকট। 260 00:10:55,000 --> 00:10:57,000 যখন আমি এল.এ তে এলাম 261 00:10:57,000 --> 00:10:59,000 প্রায় ন বছর আগে, 262 00:10:59,000 --> 00:11:02,000 একটা নীতির বর্ণনা দেখেছিলাম, 263 00:11:02,000 --> 00:11:04,000 উদ্দেশ্য নিশ্চয়ই ভাল ছিল, 264 00:11:04,000 --> 00:11:07,000 যেটায় বলা ছিল,"কলেজের শুরু কিন্ডারগার্টেনে।" 265 00:11:09,000 --> 00:11:11,000 না, কখনই না। 266 00:11:11,000 --> 00:11:14,000 (হাসি) 267 00:11:14,000 --> 00:11:16,000 একেবারেই নয়। 268 00:11:16,000 --> 00:11:19,000 সময় থাকলে, এ বিষয়ে বিস্তারিত যেতে পারতাম, কিন্তু নেই। 269 00:11:19,000 --> 00:11:21,000 (হাসি) 270 00:11:21,000 --> 00:11:23,000 কিন্ডারগার্টেনের শুরু কিন্ডারগার্টেনে। 271 00:11:23,000 --> 00:11:25,000 (হাসি) 272 00:11:25,000 --> 00:11:27,000 আমার এক বন্ধু একবার বলেছিল, 273 00:11:27,000 --> 00:11:30,000 "জানো, তিন বছর বয়সের শিশু ছ বছরের শিশুর অর্ধেক নয়।" 274 00:11:30,000 --> 00:11:32,000 (হাসি) 275 00:11:32,000 --> 00:11:37,000 (হাততালি) 276 00:11:37,000 --> 00:11:39,000 ওরা তিন বছরেরই। 277 00:11:39,000 --> 00:11:41,000 কিন্তু একটু আগেই আমরা যে শুনলাম, 278 00:11:41,000 --> 00:11:44,000 কিন্ডারগার্টেনে ভর্তি হওয়ার যা প্রতিযোগিতা আজকাল, 279 00:11:44,000 --> 00:11:46,000 ঠিক কিন্ডারগার্টেনে ভর্তি হওয়ার, 280 00:11:46,000 --> 00:11:49,000 শিশুরা তো এখন তিন বছর বয়সেই ইন্টারভিউয়ের সামনে। 281 00:11:51,000 --> 00:11:53,000 বাচ্চারা বসে আছে একদল ভাবলেশহীন বিশেষজ্ঞের সামনে, 282 00:11:53,000 --> 00:11:55,000 ওদের জীবনবৃত্তান্ত নিয়ে, 283 00:11:55,000 --> 00:11:58,000 (হাসি) 284 00:11:58,000 --> 00:12:00,000 পাতা ওল্টাচ্ছেন আর বলছেন, "ব্যাস্ এইটুকুই?" 285 00:12:00,000 --> 00:12:02,000 (হাসি) 286 00:12:02,000 --> 00:12:05,000 (হাততালি) 287 00:12:05,000 --> 00:12:08,000 "৩৬ মাস কাটিয়ে দিলে, আর এটুকুই?" 288 00:12:08,000 --> 00:12:15,000 (হাসি) 289 00:12:15,000 --> 00:12:18,000 "কিছুই তো করে উঠতে পারো নি, বল। 290 00:12:18,000 --> 00:12:21,000 প্রথম ছ মাস তো মায়ের দুধ খেয়েই কাটিয়ে দিয়েছ, যা দেখতে পাচ্ছি।" 291 00:12:21,000 --> 00:12:24,000 (হাসি) 292 00:12:26,000 --> 00:12:29,000 দেখছেন, কেমন ভয়ংকর ব্যাপার, কিন্তু এগুলোই মানুষকে আকর্ষণ করে। 293 00:12:29,000 --> 00:12:31,000 আরেকটা বড় ব্যাপার হচ্ছে ছাঁচে গড়ে তোলা। 294 00:12:31,000 --> 00:12:33,000 আমরা আমাদের শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলেছি 295 00:12:33,000 --> 00:12:35,000 ফাস্ট ফুডের মডেলে। 296 00:12:35,000 --> 00:12:38,000 এই সম্পর্কে জেমি অলিভার বলছিলেন সেদিন। 297 00:12:38,000 --> 00:12:40,000 আপনারা জানেন তো যে কেটারিং-এ গুণগত মান নিশ্চিত করার জন্য দু-রকমের মডেল আছে। 298 00:12:40,000 --> 00:12:42,000 একটা হল ফাস্ট ফুড, 299 00:12:42,000 --> 00:12:44,000 যেখানে সব কিছু একটাই নির্দিষ্ট মানের। 300 00:12:44,000 --> 00:12:46,000 আর এক ধরণ হল জ্যাগাট আর মিশেলিন রেঁস্তোরার মত, 301 00:12:46,000 --> 00:12:48,000 যেখানে সবকিছু একটাই নির্দিষ্ট মানের নয়, 302 00:12:48,000 --> 00:12:50,000 বিশেষ অবস্থায় বিশেষভাবে তৈরি করা হয়। 303 00:12:50,000 --> 00:12:53,000 আর আমরা ফাস্ট ফুড মডেলের শিক্ষা ব্যবস্থার কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছি। 304 00:12:53,000 --> 00:12:56,000 আর সেটা আমাদের মনোবল, আমাদের শক্তিকে নিঃস্ব করে দিচ্ছে 305 00:12:56,000 --> 00:12:59,000 যেভাবে ফাস্ট ফুড নিঃশেষিত করছে আমাদের দেহকে। 306 00:12:59,000 --> 00:13:04,000 (হাততালি) 307 00:13:05,000 --> 00:13:07,000 আমার মনে হয় আমাদের কয়েকটা জিনিস এই প্রসঙ্গে বুঝে নিতে হবে। 308 00:13:07,000 --> 00:13:10,000 এক হল মানুষের প্রতিভা ভীষণ রকমের বৈচিত্র্যে ভরা। 309 00:13:10,000 --> 00:13:12,000 মানুষের প্রবণতাগুলোও নানান ধরণের। 310 00:13:12,000 --> 00:13:14,000 খুব সম্প্রতি আমি টের পেয়েছি যে 311 00:13:14,000 --> 00:13:16,000 ছোটবেলায় আমাকে একটা গীটার দেওয়া হয়েছিল 312 00:13:16,000 --> 00:13:19,000 মোটামুটি একই সময়ে যখন এরিক ক্ল্যাপটন ওর প্রথম গীটারটা পায় 313 00:13:20,000 --> 00:13:23,000 আপনারা জানেন, এরিকের জন্যে গীটারটা কাজে দিয়েছিলো, ব্যাস এটুকুই শুধু বলছি। 314 00:13:23,000 --> 00:13:25,000 (হাসি) 315 00:13:25,000 --> 00:13:27,000 অন্য দিকে, আমার জন্যে দেয়নি। 316 00:13:27,000 --> 00:13:30,000 আমি ওটাকে দিয়ে কাজ করাতে পারিনি 317 00:13:30,000 --> 00:13:32,000 যত ঘন ঘন, বা যত জোরেই ওটা বাজাবার চেষ্টা করি না কেন। 318 00:13:32,000 --> 00:13:34,000 ওটা কাজ করতই না। 319 00:13:37,000 --> 00:13:39,000 কিন্তু ব্যাপারটা শুধু এটুকুই নয়। 320 00:13:39,000 --> 00:13:41,000 ব্যাপারটা উদ্দীপনার। 321 00:13:41,000 --> 00:13:43,000 অনেক সময়ই লোকে যে জিনিস খুব ভাল পারে সেগুলোকে পাত্তাই দেয় না। 322 00:13:43,000 --> 00:13:45,000 ব্যাপারটা আন্তরিক উদ্দীপনার, 323 00:13:45,000 --> 00:13:48,000 কোন্ জিনিসটা আমাদের আত্মিক শক্তিকে জাগায়। 324 00:13:48,000 --> 00:13:51,000 আর যেটা আপনি করছেন সেটাই যদি আপনি করতে ভালবাসেন, ভাল পারেন, 325 00:13:51,000 --> 00:13:54,000 সময়ের গতিই পুরো বদলে যায়। 326 00:13:54,000 --> 00:13:57,000 আমার স্ত্রী এর মধ্যেই একটা উপন্যাস লেখা শেষ করে ফেললেন, 327 00:13:57,000 --> 00:13:59,000 আমার মনে হয় দারুণ একখানা বই, 328 00:13:59,000 --> 00:14:02,000 কিন্তু টানা বহুক্ষণ ধরে ওঁকে দেখতে পাওয়া যেত না। 329 00:14:02,000 --> 00:14:04,000 আপনি জানেন, যদি আপনি যেটা আপনি ভালবাসেন সেটাই করেন , 330 00:14:04,000 --> 00:14:07,000 এক ঘন্টাকে পাঁচ মিনিট বলে বোধ হয়। 331 00:14:07,000 --> 00:14:09,000 যদি আপনি যা করছেন তা আপনার মনের সুরে না বাজে, 332 00:14:09,000 --> 00:14:11,000 পাঁচ মিনিটকে মনে হয় এক ঘন্টা। 333 00:14:11,000 --> 00:14:14,000 বহু মানুষ যে পড়াশোনা ছেড়ে চলে যাচ্ছে 334 00:14:14,000 --> 00:14:16,000 তার কারণ হল সেই শিক্ষা ওঁদের মনের রসদ জোগাতে পারছে না, 335 00:14:16,000 --> 00:14:19,000 সেই শিক্ষা ওঁদের শক্তি, ওঁদের আগ্রহের যথেষ্ট খোরাক নয়। 336 00:14:19,000 --> 00:14:22,000 সুতরাং আমি মনে করি আমাদের উপমাগুলো পাল্টাতে হবে। 337 00:14:22,000 --> 00:14:25,000 আমাদের সরে আসতে হব কারখানার মডেলে তৈরি শিক্ষা ব্যবস্থা থেকে, 338 00:14:25,000 --> 00:14:27,000 পণ্য উৎপাদনকারী কারখানার মডেল থেকে, 339 00:14:27,000 --> 00:14:29,000 যা নির্ভর করে আছে সরল রৈখিক পদ্ধতির ওপর 340 00:14:29,000 --> 00:14:32,000 ছাঁচে গড়ে তোলা আর মানুষদের দলে দলে ভাগ করার ওপর 341 00:14:32,000 --> 00:14:34,000 আমাদের যেতে হবে এমন একটা মডেলে 342 00:14:34,000 --> 00:14:37,000 যেটা অনেকটা কৃষিকাজের নীতির মত করে তৈরী। 343 00:14:37,000 --> 00:14:40,000 আমাদের বুঝে নেওয়া দরকার মানুষের বৃদ্ধি 344 00:14:40,000 --> 00:14:42,000 একটা যান্ত্রিক প্রক্রিয়া নয়, 345 00:14:42,000 --> 00:14:44,000 এটা একটা জৈবিক প্রক্রিয়া। 346 00:14:44,000 --> 00:14:47,000 আর মানুষের উন্নতির পরিণতির ভবিষ্যদ্বাণী করা যায় না; 347 00:14:47,000 --> 00:14:49,000 আপনি শুধু, একজন কৃষকের মত 348 00:14:49,000 --> 00:14:51,000 অনুকূল পরিবেশ তৈরি করতে পারেন যার মাধ্যমে 349 00:14:51,000 --> 00:14:53,000 মানুষ বেড়ে উঠতে পারে। 350 00:14:53,000 --> 00:14:56,000 তাই যখন আমরা শিক্ষার সংস্কার করতে চাই বা পরিবর্তন করতে চাই, 351 00:14:56,000 --> 00:14:59,000 সেটা কিন্তু একটা ব্যবস্থার ক্লোন তৈরি করার মত নয়। 352 00:14:59,000 --> 00:15:01,000 তা অনেক ব্যবস্থাই আছে, কেআইপিপি-র মত, এটা বেশ ভাল ব্যবস্থা। 353 00:15:01,000 --> 00:15:03,000 অনেক দারুণ দারুণ মডেল আছে। 354 00:15:03,000 --> 00:15:06,000 ব্যাপারটা হল অবস্থার প্রেক্ষিতে এটাকে ছাত্রের জন্য তৈরি করে নেওয়া, 355 00:15:06,000 --> 00:15:08,000 এবং শিক্ষাকে ব্যক্তিগত করা 356 00:15:08,000 --> 00:15:10,000 সেই ব্যক্তির উপযোগী করে, আসলে যাকে আপনি শেখাচ্ছেন। 357 00:15:10,000 --> 00:15:12,000 আর সেটা করাটাই, আমি মনে করি 358 00:15:12,000 --> 00:15:14,000 আগামীদিনের চাবিকাঠি 359 00:15:14,000 --> 00:15:17,000 কারণ ব্যাপারটা তো আর একটা নতুন পন্থাকে দাঁড়ি-পাল্লায় মাপজোখ করা নয়; 360 00:15:17,000 --> 00:15:19,000 ব্যাপারটা শিক্ষাক্ষেত্রে একটা আলোড়ন সৃষ্টি করার 361 00:15:19,000 --> 00:15:22,000 যেখানে মানুষ নিজেই নিজের পন্থা আবিষ্কার করে নেবে, 362 00:15:22,000 --> 00:15:25,000 অবশ্যই সঙ্গে থাকবে বাইরের সাহায্য যার ভিত্তি হবে একটা ব্যক্তিগত পাঠক্রম। 363 00:15:25,000 --> 00:15:27,000 এখন, এই ঘরে, 364 00:15:27,000 --> 00:15:29,000 অনেকে আছেন যাঁরা প্রতিনিধিত্ব করছেন 365 00:15:29,000 --> 00:15:31,000 অনন্য সাধারণ সব সম্পদের -- ব্যবসায়, 366 00:15:31,000 --> 00:15:33,000 মাল্টিমিডিয়ায়, ইন্টারনেটে। 367 00:15:33,000 --> 00:15:35,000 এসব প্রযুক্তি 368 00:15:35,000 --> 00:15:38,000 শিক্ষকদের অসাধারণ প্রতিভার সঙ্গে মিলিয়ে 369 00:15:38,000 --> 00:15:41,000 শিক্ষায় বিপ্লব ঘটানোর সুযোগ এনে দিচ্ছে। 370 00:15:41,000 --> 00:15:43,000 আমি অনুরোধ করব আপনাদের এতে সামিল হতে 371 00:15:43,000 --> 00:15:45,000 কারণ এটা গুরুত্বপূর্ণ, শুধু আমাদের জন্য নয়, 372 00:15:45,000 --> 00:15:47,000 বরং আমাদের শিশুদের ভবিষ্যতের জন্য। 373 00:15:47,000 --> 00:15:49,000 কিন্তু আমাদের পণ্য তৈরীর কারখানার মডেল পাল্টে 374 00:15:49,000 --> 00:15:51,000 চাষাবাদের মডেলে আসতে হবে, 375 00:15:51,000 --> 00:15:54,000 যেখানে প্রত্যেকটা স্কুল সাফল্য পেতে পারে। 376 00:15:54,000 --> 00:15:56,000 যেখানে শিশুরা জীবনকে প্রত্যক্ষ করতে পারে। 377 00:15:56,000 --> 00:15:58,000 কিংবা বাড়িতে, যদি তারা বাড়িতেই পড়াশোনা করতে মনস্থ করে 378 00:15:58,000 --> 00:16:00,000 পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে। 379 00:16:00,000 --> 00:16:02,000 স্বপ্ন নিয়ে বেশ কিছু কথা হয়েছে 380 00:16:02,000 --> 00:16:05,000 গত কয়েকদিনে। 381 00:16:05,000 --> 00:16:07,000 আর আমি চাইছি খুব কম সময়ে -- 382 00:16:07,000 --> 00:16:10,000 কাল রাত্রে নাতালি মারচাণ্ট-এর গানে আমি ভীষন আপ্লুত 383 00:16:10,000 --> 00:16:12,000 পুরোন দিনের কবিতা ফিরিয়ে দেওয়া গান। 384 00:16:12,000 --> 00:16:14,000 আমি আপনাদের খুব কম সময়ে একটা ছোট কবিতা পড়ে শোনাতে চাইছি 385 00:16:14,000 --> 00:16:17,000 ডাব্লু, বি, ইয়েটসের, যাঁকে হয়তো আপনারা জানেন। 386 00:16:17,000 --> 00:16:19,000 ওঁর প্রেমিকাকে লেখা, 387 00:16:19,000 --> 00:16:21,000 মড গন, 388 00:16:21,000 --> 00:16:24,000 কবি দুঃখ করছেন যে 389 00:16:24,000 --> 00:16:27,000 প্রেমিকা ওঁর কাছ থেকে, যা চেয়েছিলেন বলে ওঁর মনে হয়, তিনি তা দিতে পারেন নি 390 00:16:27,000 --> 00:16:30,000 তাই বলছেন, "আমার কাছে আছে অন্য কিছু, যা নাও হতে পারে তোমার মনের মত।" 391 00:16:30,000 --> 00:16:32,000 ইয়েটস বলছেনঃ 392 00:16:32,000 --> 00:16:35,000 থাকত যদি বসনখানি অমরাবতী আঁকা, 393 00:16:35,000 --> 00:16:37,000 সোনার জলে আঁকা 394 00:16:37,000 --> 00:16:39,000 আর রূপোলী আলোয়, 395 00:16:39,000 --> 00:16:41,000 নীলাভ আর আবছা 396 00:16:41,000 --> 00:16:43,000 আর ঘনবর্ণ বসন 397 00:16:43,000 --> 00:16:46,000 রাত্রির আর আলোর আর আলো-আঁধারির, 398 00:16:46,000 --> 00:16:49,000 বিছিয়ে দিতেম বসনখানি তোমার চরণতলে; 399 00:16:49,000 --> 00:16:52,000 কিন্তু আমি নিঃস্ব বলে, 400 00:16:52,000 --> 00:16:55,000 কেবল আছে স্বপ্ন মোর; 401 00:16:55,000 --> 00:16:58,000 বিছিয়ে দিলেম তোমার চরণ তলে; 402 00:16:58,000 --> 00:17:00,000 সাবধানে চরণ ফেলো 403 00:17:00,000 --> 00:17:03,000 কারণ তুমি চরণ ফেলছ আমার স্বপ্নে।" 404 00:17:03,000 --> 00:17:06,000 প্রতিদিন, আনাচে কানাচে 405 00:17:06,000 --> 00:17:09,000 আমাদের ছেলেমেয়েরা তাদের স্বপ্ন ছড়িয়ে দিচ্ছে আমাদের পায়ের তলে। 406 00:17:09,000 --> 00:17:12,000 আমাদের পা ফেলতে হবে সাবধানে। 407 00:17:12,000 --> 00:17:14,000 ধন্যবাদ। 408 00:17:14,000 --> 00:17:31,000 (হাততালি) 409 00:17:31,000 --> 00:17:33,000 অনেক ধন্যবাদ।