[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.54,0:00:01.82,Default,,0000,0000,0000,,বেশ, আমি একটা গল্প বলতে চাচ্ছিলাম Dialogue: 0,0:00:01.82,0:00:05.29,Default,,0000,0000,0000,,আমার নতুন বইটি লেখার সময় যেটি আমাকে আচ্ছন্ন করে রেখেছিল Dialogue: 0,0:00:05.29,0:00:08.84,Default,,0000,0000,0000,,এবং এই গল্পের ঘটনাটি ঘটেছিল Dialogue: 0,0:00:08.84,0:00:10.41,Default,,0000,0000,0000,,৩০০০ বছর আগে, Dialogue: 0,0:00:10.41,0:00:13.64,Default,,0000,0000,0000,,যখন ইসরাইল রাজ্যের শৈশবকাল চলছিল। Dialogue: 0,0:00:13.64,0:00:16.37,Default,,0000,0000,0000,,এবং ঘটনাটি ঘটেছিল শেফেলাহ নামক এক জায়গায় Dialogue: 0,0:00:16.37,0:00:18.70,Default,,0000,0000,0000,,যা আজকের ইসরাইলের অন্তর্ভুক্ত। Dialogue: 0,0:00:18.70,0:00:20.95,Default,,0000,0000,0000,,এবং যে কারনে ঘটনাটি আমাকে আচ্ছন্ন করেছিল তা হল Dialogue: 0,0:00:20.95,0:00:24.03,Default,,0000,0000,0000,,আমি ভেবেছিলাম আমি এটা বুঝতে পেরেছি, এবং তখন আবার ঘটনাটিতে ফিরে গিয়েছিলাম Dialogue: 0,0:00:24.03,0:00:28.14,Default,,0000,0000,0000,,এবং তখন উপলদ্ধি করলাম যে আমি এটাকে একেবারেই বুঝতে পারিনি। Dialogue: 0,0:00:28.14,0:00:32.96,Default,,0000,0000,0000,,প্রাচীন প্যালেস্টাইনের পূর্ব সীমান্তের বরাবর Dialogue: 0,0:00:32.96,0:00:34.27,Default,,0000,0000,0000,,একটি পর্বতশ্রেণী ছিল। Dialogue: 0,0:00:34.27,0:00:36.13,Default,,0000,0000,0000,,যা আজকের দিনে ইসরাইল রাষ্ট্রের পূর্ব সীমান্ত। Dialogue: 0,0:00:36.13,0:00:39.06,Default,,0000,0000,0000,,এবং এই পর্বতশ্রেণীর মধ্যেই প্রাচীন নগর সমুহ অবস্থিত, Dialogue: 0,0:00:39.06,0:00:43.52,Default,,0000,0000,0000,,ওই এলাকার নগর সমুহ, যেমন, জেরুসালেম, বেথলহেম, হেব্রন। Dialogue: 0,0:00:43.52,0:00:45.75,Default,,0000,0000,0000,,এবং তারপরে আছে একটি উপকূলীয় সমভূমি Dialogue: 0,0:00:45.75,0:00:49.10,Default,,0000,0000,0000,,- ভূমধ্যসাগরের তিরে, যেখানে আজকের দিনের তেলআবিব শহর। Dialogue: 0,0:00:49.10,0:00:52.50,Default,,0000,0000,0000,,এবং এই উপকূলীয় সমভূমি এবং এই পর্বতশ্রেণীর সংযোগ কারী Dialogue: 0,0:00:52.50,0:00:54.44,Default,,0000,0000,0000,,এলাকাটির নাম ছিল শেফেলাহ, Dialogue: 0,0:00:54.44,0:00:58.86,Default,,0000,0000,0000,,যা ছিল পূর্ব-পশ্চিম বরাবর সারিবদ্ধ কতগুলো উপত্যকা ও ঢালের শ্রেনী, Dialogue: 0,0:00:58.86,0:01:02.03,Default,,0000,0000,0000,,এবং আপনি শেফেলাহ বরাবর যেতে পারেন, শেফেলাহর ভিতর দিয়ে Dialogue: 0,0:01:02.03,0:01:04.79,Default,,0000,0000,0000,,যেতে পারেন এই উপকূলীয় সমভূমি থেকে ওই পর্বতশ্রেণীতে। Dialogue: 0,0:01:04.79,0:01:06.48,Default,,0000,0000,0000,,এবং ইসরাইলে গিয়ে থাকলে জানবেন যে শেফেলাহ Dialogue: 0,0:01:06.48,0:01:08.89,Default,,0000,0000,0000,,হচ্ছে ইসরাইলের সবচেয়ে নয়নাভিরাম অংশ। Dialogue: 0,0:01:08.89,0:01:11.81,Default,,0000,0000,0000,,চমৎকার একটি এলাকা, আছে ওক গাছের জঙ্গল Dialogue: 0,0:01:11.81,0:01:14.22,Default,,0000,0000,0000,,এবং গমের ক্ষেত আর আঙ্গুরের বাগান। Dialogue: 0,0:01:14.22,0:01:17.60,Default,,0000,0000,0000,,কিন্তু ওই এলাকার ইতিহাসে অধিকতর জরুরী Dialogue: 0,0:01:17.60,0:01:21.37,Default,,0000,0000,0000,,এটি যে ভুমিকা পালন করেছে, এর একটি সত্যিকারের কৌশলগত ভুমিকা Dialogue: 0,0:01:21.37,0:01:24.28,Default,,0000,0000,0000,,ছিল, যার মাধ্যমে আক্রমণকারী সৈন্যদলেরা Dialogue: 0,0:01:24.28,0:01:26.86,Default,,0000,0000,0000,,ওই উপকুলের সমভূমি থেকে পথ করে নিয়ে Dialogue: 0,0:01:26.86,0:01:30.48,Default,,0000,0000,0000,,পর্বতশ্রেণীতে উঠে গিয়ে সেখানে বসবাসকারীদেরকে ভীত করে তুলত। Dialogue: 0,0:01:30.48,0:01:33.51,Default,,0000,0000,0000,,এবং ৩০০০ বছর আগে ঠিক এটাই হয়েছিল। Dialogue: 0,0:01:33.51,0:01:37.79,Default,,0000,0000,0000,,প্যালেস্টাইনিরা, যারা কিনা সবচেয়ে বড় শত্রু ছিল Dialogue: 0,0:01:37.79,0:01:39.29,Default,,0000,0000,0000,,ইসরাইল রাজ্যের, Dialogue: 0,0:01:39.29,0:01:41.00,Default,,0000,0000,0000,,তাঁরা এই উপকূলীয় সমভূমিতে বাস করতো। Dialogue: 0,0:01:41.00,0:01:44.30,Default,,0000,0000,0000,,তাদের আদি নিবাস ছিল ক্রিট দ্বীপে। তাঁরা ছিল সমুদ্র-বিহারী জাতি। Dialogue: 0,0:01:44.30,0:01:46.72,Default,,0000,0000,0000,,এবং তাঁরা হয়ত যাত্রা শুরু করাছিল Dialogue: 0,0:01:46.72,0:01:48.96,Default,,0000,0000,0000,,শেফেলাহ এর কোনও একটি উপত্যাকার ভিতর দিয়ে Dialogue: 0,0:01:48.96,0:01:50.13,Default,,0000,0000,0000,,ওই পর্বতশ্রেণীর পানে, Dialogue: 0,0:01:50.13,0:01:52.38,Default,,0000,0000,0000,,কারন তাঁরা চেয়েছিল সেই উঁচু জমিটা দখল করতে Dialogue: 0,0:01:52.38,0:01:56.38,Default,,0000,0000,0000,,যেটি বেথলহেমের লাগোয়া এবং এর মাধ্যমে ইসরাইল রাজ্যকে দুভাগ করতে। Dialogue: 0,0:01:56.38,0:01:59.65,Default,,0000,0000,0000,,এবং রাজা সোল এর নেতৃত্বাধীন ইসরাইল রাজ্য Dialogue: 0,0:01:59.65,0:02:01.38,Default,,0000,0000,0000,,স্পষ্টতই এটি বুঝতে পেরেছিল, Dialogue: 0,0:02:01.38,0:02:04.25,Default,,0000,0000,0000,,এবং সোল তাঁর বাহিনীকে পাহাড় থেকে নামিয়ে আনলো Dialogue: 0,0:02:04.25,0:02:07.91,Default,,0000,0000,0000,,এবং এলাহ উপত্যাকায় তাঁরা প্যালেস্টাইনিদের মুখোমুখি হল, Dialogue: 0,0:02:07.91,0:02:10.36,Default,,0000,0000,0000,,যেটি ছিল শেফেলাহ এলাকার অন্যতম নয়নাভিরাম উপত্যাকা। Dialogue: 0,0:02:10.36,0:02:13.23,Default,,0000,0000,0000,,এবং ইসরাইলিরা উত্তরের ঢাল বরাবর অবস্থান নিল, Dialogue: 0,0:02:13.23,0:02:17.49,Default,,0000,0000,0000,,এবং প্যালেস্টাইনিরা অবস্থান নিল দক্ষিনের ঢাল বরাবর, Dialogue: 0,0:02:17.49,0:02:20.22,Default,,0000,0000,0000,,এবং এভাবেই দুই দল বসে বসে সপ্তাহ পার করে দিল Dialogue: 0,0:02:20.22,0:02:22.35,Default,,0000,0000,0000,,এবং একে অপরকে দেখতে থাকলো, এমনই অচলাবস্থা। Dialogue: 0,0:02:22.35,0:02:24.82,Default,,0000,0000,0000,,কেউ কাউকে আক্রমন করছে না, কারন আক্রমন করতে হলে Dialogue: 0,0:02:24.82,0:02:28.08,Default,,0000,0000,0000,,আপনাকে পাহাড় থেকে উপত্যাকায় নেমে আসতে হবে Dialogue: 0,0:02:28.08,0:02:30.59,Default,,0000,0000,0000,,এবং তারপরে অন্য পাশে উঠতে হবে, আর তখনই আপনি পুরোপুরি অরক্ষিত হয়ে পরবেন। Dialogue: 0,0:02:30.59,0:02:32.78,Default,,0000,0000,0000,,তাই শেষমেশ এই অচলাবস্থা কাটাতে, Dialogue: 0,0:02:32.78,0:02:35.100,Default,,0000,0000,0000,,প্যালেস্টাইনিরা তাঁদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকে নামালো Dialogue: 0,0:02:35.100,0:02:38.48,Default,,0000,0000,0000,,সেই উপত্যকার মেঝেতে, আর সে হুঙ্কার দিল Dialogue: 0,0:02:38.48,0:02:39.93,Default,,0000,0000,0000,,এবং ইসরাইলিদেরকে বলল, Dialogue: 0,0:02:39.93,0:02:42.56,Default,,0000,0000,0000,,"তোমাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকে নীচে পাঠাও, Dialogue: 0,0:02:42.56,0:02:44.57,Default,,0000,0000,0000,,আর আমরা দুজনই এর সুরাহা করবো।" Dialogue: 0,0:02:44.57,0:02:48.40,Default,,0000,0000,0000,,প্রাচীন কালের যুদ্ধকান্ডের একটা প্রচলিত প্রথা ছিল এই দ্বন্দ্বযুদ্ধ। Dialogue: 0,0:02:48.40,0:02:50.20,Default,,0000,0000,0000,,এটি ছিল বিবাদ নিষ্পত্তি করার একটি উপায় Dialogue: 0,0:02:50.20,0:02:54.32,Default,,0000,0000,0000,,যেখানে বড় যুদ্ধের রক্তপাত এড়ানো সম্ভব হত। Dialogue: 0,0:02:54.32,0:02:57.28,Default,,0000,0000,0000,,এবং যে প্যালেস্টাইনিকে পাঠানো হয়েছিল, Dialogue: 0,0:02:57.28,0:02:59.45,Default,,0000,0000,0000,,তাঁদের দানবাকৃতি বীর পালোয়ান। Dialogue: 0,0:02:59.45,0:03:01.22,Default,,0000,0000,0000,,সে ছিল ছয় ফিট নয় ইঞ্চি। Dialogue: 0,0:03:01.22,0:03:05.94,Default,,0000,0000,0000,,সে ছিল ঝলমলে ব্রোঞ্জের তৈরি বর্মে আপাদ মস্তক আবৃত, Dialogue: 0,0:03:05.94,0:03:08.100,Default,,0000,0000,0000,,এবং তাঁর ছিল একটি তলোয়ার আর ছিল একটি বর্শা Dialogue: 0,0:03:08.100,0:03:11.72,Default,,0000,0000,0000,,আর ছিল তাঁর বল্লম। একেবারে সাংঘাতিক ভয়ঙ্কর। Dialogue: 0,0:03:11.72,0:03:16.21,Default,,0000,0000,0000,,আর সে এতই ভয়ালদর্শন ছিল যে ইসরাইলিদের কেউ তাঁর সাথে লড়ার সাহস করে নি। Dialogue: 0,0:03:16.21,0:03:20.85,Default,,0000,0000,0000,,এ যেন মৃত্যুর আহ্বান, তাই না? তাঁরা কোনভাবেই তাঁকে পরাস্ত করার কল্পনাও করতে পারেনি। Dialogue: 0,0:03:20.85,0:03:23.14,Default,,0000,0000,0000,,এবং পরিশেষে একমাত্র একজনই সামনে এগিয়ে এল - Dialogue: 0,0:03:23.14,0:03:25.65,Default,,0000,0000,0000,,এক নবীন রাখাল বালক, Dialogue: 0,0:03:25.65,0:03:28.33,Default,,0000,0000,0000,,আর সে সোল এর সামনে গিয়ে বলল, "আমি তাঁর সাথে লড়ব।" Dialogue: 0,0:03:28.33,0:03:31.45,Default,,0000,0000,0000,,এবং সোল বলেছিল, "তুমি ওর সাথে পারবে না। এটি পাগলামি। Dialogue: 0,0:03:31.45,0:03:33.77,Default,,0000,0000,0000,,তুমি বাচ্চা ছেলে। আর সে একজন বীর পালোয়ান।" Dialogue: 0,0:03:33.77,0:03:36.19,Default,,0000,0000,0000,,কিন্তু রাখাল ছেলেটি নাছোড়বান্দা। সে বলল, "না, না, না, Dialogue: 0,0:03:36.19,0:03:39.19,Default,,0000,0000,0000,,আপনি বুঝতে পারছেন না, আমি আমার পশুপালকে রক্ষা করে চলেছি Dialogue: 0,0:03:39.19,0:03:43.36,Default,,0000,0000,0000,,বছরের পর বছর সিংহ আর নেকড়ের হাত থেকে। আমি মনে করি আমি পারবো।" Dialogue: 0,0:03:43.36,0:03:46.57,Default,,0000,0000,0000,,আর সোল ছিল অনোন্যপায়। তাঁর হাতে আর কেউ ছিলনা যে এগিয়ে আসবে। Dialogue: 0,0:03:46.57,0:03:47.91,Default,,0000,0000,0000,,তাই তিনি বললেন, "বেশ তবে তাই হোক।" Dialogue: 0,0:03:47.91,0:03:49.12,Default,,0000,0000,0000,,এবং তখন ছেলেটির দিকে ফিরে বললেন, Dialogue: 0,0:03:49.12,0:03:52.82,Default,,0000,0000,0000,,"কিন্তু তোমাকে তো এই বর্ম পড়তে হবে। তুমি এভাবে যেতে পারো না।" Dialogue: 0,0:03:52.82,0:03:55.22,Default,,0000,0000,0000,,তাই তিনি রাখাল ছেলেটিকে তাঁর বর্মটি দেবার চেষ্টা করলেন, Dialogue: 0,0:03:55.22,0:03:56.47,Default,,0000,0000,0000,,এবং রাখাল ছেলেটি বলল, "না।" Dialogue: 0,0:03:56.47,0:03:58.88,Default,,0000,0000,0000,,সে বলল, "আমি এসব পড়তে পারবো না।" Dialogue: 0,0:03:58.88,0:04:02.96,Default,,0000,0000,0000,,বাইবেলের ভাষায়, "আমি এটি পড়তে পারি না কারন আমি এর জন্য পরিণত নই," Dialogue: 0,0:04:02.96,0:04:06.13,Default,,0000,0000,0000,,অর্থাৎ, "আমি আগে কখনও বর্ম পড়িনি। এটা পাগলামি করা হবে।" Dialogue: 0,0:04:06.13,0:04:08.74,Default,,0000,0000,0000,,তাই এর বদলে সে নীচে নেমে আসলো Dialogue: 0,0:04:08.74,0:04:10.50,Default,,0000,0000,0000,,এবং পাঁচটি পাথরের টুকরা তুলে নিল Dialogue: 0,0:04:10.50,0:04:12.96,Default,,0000,0000,0000,,এবং তাঁর রাখালের ঝুলিতে রাখলো Dialogue: 0,0:04:12.96,0:04:17.47,Default,,0000,0000,0000,,এবং সেই দানবের মুখোমুখি হবার জন্য পাহাড়ের ঢাল বেয়ে হেঁটে নেমে গেল। Dialogue: 0,0:04:17.47,0:04:19.67,Default,,0000,0000,0000,,এবং দানবটা সেই মানবমূর্তিকে এগিয়ে আসতে দেখলো, Dialogue: 0,0:04:19.67,0:04:22.82,Default,,0000,0000,0000,,এবং হুংকার দিয়ে বলল, "কাছে আয় যেন আমি তোর মাংস Dialogue: 0,0:04:22.82,0:04:26.79,Default,,0000,0000,0000,,খাওয়াতে পারি ঊর্ধ্বাকাশের পাখিদেরকে আর প্রান্তরের পশুদেরকে।" Dialogue: 0,0:04:26.79,0:04:30.23,Default,,0000,0000,0000,,এভাবেই সে ছেলেটিকে বিদ্রূপ করছিল যে Dialogue: 0,0:04:30.23,0:04:31.96,Default,,0000,0000,0000,,আসছিল তাঁর সাথে লড়তে। Dialogue: 0,0:04:31.96,0:04:35.31,Default,,0000,0000,0000,,আর রাখালছেলেটি ক্রমশ কাছে এগিয়ে আসতে থাকলো, Dialogue: 0,0:04:35.31,0:04:38.30,Default,,0000,0000,0000,,এবং দানবটি দেখল ছেলেটির হাতে একটা লাঠির মত জিনিস। Dialogue: 0,0:04:38.30,0:04:39.47,Default,,0000,0000,0000,,শুধু ওটাই তাঁর সাথে ছিল। Dialogue: 0,0:04:39.47,0:04:41.34,Default,,0000,0000,0000,,কোনও অস্ত্র নয়, কেবলমাত্র এই রাখালের লাঠি। Dialogue: 0,0:04:41.34,0:04:43.91,Default,,0000,0000,0000,,এবং সে বলল -- রীতিমত অপমানিত বোধ করে -- Dialogue: 0,0:04:43.91,0:04:47.27,Default,,0000,0000,0000,,"আমি কি একটি কুকুর যে তুমি লাঠি নিয়ে আমার কাছে আসবে?" Dialogue: 0,0:04:47.27,0:04:50.33,Default,,0000,0000,0000,,এবং রখালছেলেটি তাঁর পাথরগুলির একটি নিল, Dialogue: 0,0:04:50.33,0:04:53.57,Default,,0000,0000,0000,,পকেট থেকে বের করে তাঁর সেই বিশেষ গুলতিতে আটকিয়ে নিল Dialogue: 0,0:04:53.57,0:04:55.86,Default,,0000,0000,0000,,এবং সেটি ঘুড়িয়ে ঘুড়িয়ে ছুঁড়ে দিল Dialogue: 0,0:04:55.86,0:04:58.27,Default,,0000,0000,0000,,এবং সেটি দানবের দুই চোখের ঠিক মাঝ বরাবর গিয়ে লাগলো -- Dialogue: 0,0:04:58.27,0:05:00.36,Default,,0000,0000,0000,,ঠিক এখানে, তাঁর দেহের সবচেয়ে নাজুক স্থানটিতে -- Dialogue: 0,0:05:00.36,0:05:03.68,Default,,0000,0000,0000,,এবং সে হয় মারা গেল কিংবা অজ্ঞান হয়ে ভূপাতিত হল Dialogue: 0,0:05:03.68,0:05:06.18,Default,,0000,0000,0000,,এবং রাখাল ছেলেটি দৌড়ে উঠে গিয়ে তাঁর তলোয়ারটি নিল Dialogue: 0,0:05:06.18,0:05:07.86,Default,,0000,0000,0000,,এবং দানবের মাথাটি কেটে নিল। Dialogue: 0,0:05:07.86,0:05:13.42,Default,,0000,0000,0000,,এবং সে দৃশ্য দেখে প্যালেস্টাইনিরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গেল। Dialogue: 0,0:05:13.42,0:05:17.78,Default,,0000,0000,0000,,আর নিশ্চিতভাবেই, সেই দানবের নাম ছিল গলিয়াথ Dialogue: 0,0:05:17.78,0:05:20.31,Default,,0000,0000,0000,,এবং রাখাল বালকের নাম ছিল ডেভিড, Dialogue: 0,0:05:20.31,0:05:23.44,Default,,0000,0000,0000,,আর যে কারনে সেই গল্পটি আমাকে আচ্ছন্ন করে রেখেছিল, Dialogue: 0,0:05:23.44,0:05:24.87,Default,,0000,0000,0000,,আমার বইটি লেখার পুরো সময় জুড়ে, Dialogue: 0,0:05:24.87,0:05:27.97,Default,,0000,0000,0000,,তা হল, এই গল্পের যা কিছুই আমি জানতাম বলে মনে করতাম Dialogue: 0,0:05:27.97,0:05:30.72,Default,,0000,0000,0000,,তা সবই ভুল বলে প্রতীয়মান হল। Dialogue: 0,0:05:30.72,0:05:34.50,Default,,0000,0000,0000,,তো, এই গল্পে, ডেভিডকেই আন্ডারডগ হিসাবে ধরে নেয়া হয়েছে, তাই না? Dialogue: 0,0:05:34.50,0:05:36.64,Default,,0000,0000,0000,,বস্তুতপক্ষে, ডেভিড আর গলিয়াথ - এই পরিভাষাটি Dialogue: 0,0:05:36.64,0:05:39.62,Default,,0000,0000,0000,,একটি উপমা হিসাবে ভাষায় প্রবেশ করেছে যার অর্থ Dialogue: 0,0:05:39.62,0:05:41.16,Default,,0000,0000,0000,,অসম্ভাব্য বিজয় - Dialogue: 0,0:05:41.16,0:05:44.27,Default,,0000,0000,0000,,ভীষণ শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্বলের বিজয়। Dialogue: 0,0:05:44.27,0:05:46.46,Default,,0000,0000,0000,,এখানে আমরা কেন ডেভিডকে আন্ডারডগ বলি? Dialogue: 0,0:05:46.46,0:05:49.94,Default,,0000,0000,0000,,বেশ, তাঁকে আন্ডারডগ বলা যায় কারন সে ছিল নেহায়েত একটি বালক, Dialogue: 0,0:05:49.94,0:05:53.47,Default,,0000,0000,0000,,একটি ছোট্ট বালক, আর গলিয়াথ ছিল বিশাল, পরাক্রমশালী দানব। Dialogue: 0,0:05:53.47,0:05:55.13,Default,,0000,0000,0000,,এছাড়াও তাঁকে আমরা আন্ডারডগ বলি Dialogue: 0,0:05:55.13,0:05:59.05,Default,,0000,0000,0000,,কারন গলিয়াথ একজন ঝানু যোদ্ধা, Dialogue: 0,0:05:59.05,0:06:00.99,Default,,0000,0000,0000,,আর ডেভিড একটি মামুলী রাখালছেলে। Dialogue: 0,0:06:00.99,0:06:03.34,Default,,0000,0000,0000,,কিন্তু সবচেয়ে বড় যে কারনে তাঁকে আন্ডারডগ বলি Dialogue: 0,0:06:03.34,0:06:08.35,Default,,0000,0000,0000,,তা হল কী কী অস্ত্র-শস্ত্র তাঁর কাছে ছিল -- যেখানে গলিয়াথ সুসজ্জিত ছিল Dialogue: 0,0:06:08.35,0:06:10.35,Default,,0000,0000,0000,,যাবতীয় আধুনিক অস্ত্র-শস্ত্র, Dialogue: 0,0:06:10.35,0:06:12.13,Default,,0000,0000,0000,,এই ঝলমলে দেহ বর্ম Dialogue: 0,0:06:12.13,0:06:15.96,Default,,0000,0000,0000,,এবং একটি তলোয়ার আর একটি বর্শা ও বল্লম Dialogue: 0,0:06:15.96,0:06:19.79,Default,,0000,0000,0000,,আর ডেভিডের সম্বল ছিল শুধু এই গুলতি। Dialogue: 0,0:06:19.79,0:06:21.49,Default,,0000,0000,0000,,বেশ, এই বাক্যটা দিয়ে শুরু করা যাক - Dialogue: 0,0:06:21.49,0:06:23.93,Default,,0000,0000,0000,,"ডেভিডের সম্বল ছিল শুধু এই গুলতি," Dialogue: 0,0:06:23.93,0:06:26.80,Default,,0000,0000,0000,,কারন এখানেই আমরা প্রথম ভুলটি করি। Dialogue: 0,0:06:26.80,0:06:30.36,Default,,0000,0000,0000,,প্রাচীনকালের যুদ্ধকান্ডে তিন ধরনের যোদ্ধা ছিল, Dialogue: 0,0:06:30.36,0:06:33.79,Default,,0000,0000,0000,,অশ্বারোহী, যাঁরা ঘোড়া কিংবা রথে চড়ে যুদ্ধ করতেন, Dialogue: 0,0:06:33.79,0:06:36.92,Default,,0000,0000,0000,,ছিল ভারী-পদাতিক, পায়ে হাঁটা সৈন্যদল, Dialogue: 0,0:06:36.92,0:06:39.80,Default,,0000,0000,0000,,ঢাল-তলোয়ার সজ্জিত সসস্ত্র পদাতিক - Dialogue: 0,0:06:39.80,0:06:41.30,Default,,0000,0000,0000,,আর কিছু বর্ম ও সাথে থাকতো। Dialogue: 0,0:06:41.30,0:06:44.53,Default,,0000,0000,0000,,এবং ছিল গোলন্দাজ বাহিনী, আর তাঁরা ছিল তীরন্দাজ, Dialogue: 0,0:06:44.53,0:06:46.70,Default,,0000,0000,0000,,কিন্তু, মুলতঃ, গুলতিবাজ বিশেষ। Dialogue: 0,0:06:46.70,0:06:49.77,Default,,0000,0000,0000,,আর এই গুলতিবাজদের অস্ত্র ছিল একটি চামড়ার থলে Dialogue: 0,0:06:49.77,0:06:52.56,Default,,0000,0000,0000,,আর তাতে আটকানো দুটি লম্বা দড়ি। Dialogue: 0,0:06:52.56,0:06:55.76,Default,,0000,0000,0000,,আর তাঁরা রাখতো একটা গুলি, হয় পাথর কিংবা সীসার বল, Dialogue: 0,0:06:55.76,0:06:58.89,Default,,0000,0000,0000,,ওই থলির ভিতরে, আর তাঁরা এভাবে এটাকে চক্রাকারে ঘোরাতো Dialogue: 0,0:06:58.89,0:07:01.53,Default,,0000,0000,0000,,আর দড়িদুটির একটি ছেড়ে দিত, Dialogue: 0,0:07:01.53,0:07:05.40,Default,,0000,0000,0000,,আর এভাবেই গুলিটিকে ছুঁড়ে দেয়া হত Dialogue: 0,0:07:05.40,0:07:08.70,Default,,0000,0000,0000,,লক্ষ্য বস্তুর দিকে। Dialogue: 0,0:07:08.70,0:07:11.44,Default,,0000,0000,0000,,ডেভিডের কাছেও এটাই ছিল, আর এটা বোঝা গুরুত্বপূর্ণ Dialogue: 0,0:07:11.44,0:07:14.29,Default,,0000,0000,0000,,যে এই গুলতি যেই সেই গুলতি নয়। Dialogue: 0,0:07:14.29,0:07:16.90,Default,,0000,0000,0000,,এটা যা ভাবা হয় সেটা নয়, ঠিক তো? বাচ্চাদের খেলনা নয়। Dialogue: 0,0:07:16.90,0:07:20.73,Default,,0000,0000,0000,,বাস্তবে এটি অবিশ্বাস্য রকম বিধ্বংসী একটি অস্ত্র। Dialogue: 0,0:07:20.73,0:07:23.71,Default,,0000,0000,0000,,ডেভিড যখন এটাকে এভাবে ঘোরাচ্ছিল, Dialogue: 0,0:07:23.71,0:07:26.94,Default,,0000,0000,0000,,সম্ভবতঃ এটাকে সে পাক খাওয়াচ্ছিল - Dialogue: 0,0:07:26.94,0:07:29.61,Default,,0000,0000,0000,,সেকেন্ডে ছয় বা সাত বার করে, Dialogue: 0,0:07:29.61,0:07:33.45,Default,,0000,0000,0000,,আর তার মানে, ছোঁড়ার পরে পাথরটি Dialogue: 0,0:07:33.45,0:07:35.65,Default,,0000,0000,0000,,অত্যন্ত দ্রুত ছুটে যাচ্ছিল, Dialogue: 0,0:07:35.65,0:07:37.42,Default,,0000,0000,0000,,সম্ভবতঃ সেকেন্ডে ৩৫ মিটার বেগে। Dialogue: 0,0:07:37.42,0:07:40.99,Default,,0000,0000,0000,,এটি একটি বেসবলের চেয়েও যথেষ্ট দ্রুতগতির, Dialogue: 0,0:07:40.99,0:07:44.62,Default,,0000,0000,0000,,এমনকি শ্রেষ্ঠতম নিক্ষেপকের ছোঁড়া বলের চেয়েও যথেষ্ট দ্রুত। Dialogue: 0,0:07:44.62,0:07:48.51,Default,,0000,0000,0000,,তদুপরি, এলাহ উপত্যাকার পাথরগুলি Dialogue: 0,0:07:48.51,0:07:51.16,Default,,0000,0000,0000,,সাধারন শিলা ছিল না। ওগুলো ছিল বেরিয়াম সালফেট, Dialogue: 0,0:07:51.16,0:07:54.48,Default,,0000,0000,0000,,এগুলি সাধারন পাথরের চেয়ে দ্বিগুন ঘনত্বের। Dialogue: 0,0:07:54.48,0:07:57.12,Default,,0000,0000,0000,,নিক্ষেপণ তত্ত্বের হিসাবে, Dialogue: 0,0:07:57.12,0:08:01.00,Default,,0000,0000,0000,,ডেভিডের ছোঁড়া পাথরটির আঘাত করার ক্ষমতা Dialogue: 0,0:08:01.00,0:08:03.32,Default,,0000,0000,0000,,মোটামুটিভাবে ততটাই ছিল Dialogue: 0,0:08:03.32,0:08:06.88,Default,,0000,0000,0000,,যতটা একটি .৪৫ ক্যালিবারের বন্দুকের থাকে। Dialogue: 0,0:08:06.88,0:08:09.87,Default,,0000,0000,0000,,এটি সাংঘাতিক রকমের একটি বিধ্বংসী অস্ত্র। Dialogue: 0,0:08:09.87,0:08:14.47,Default,,0000,0000,0000,,অভ্রান্ততা, ঐতিহাসিক নজীর থেকে জানা যায় Dialogue: 0,0:08:14.47,0:08:18.97,Default,,0000,0000,0000,,যে গুলতিবাজেরা -- অভিজ্ঞ গুলতিবাজেরা আঘাত করতে পারতো Dialogue: 0,0:08:18.97,0:08:24.99,Default,,0000,0000,0000,,এবং ২০০ গজ দূর থেকেও শিকারকে পঙ্গু এমনকি হত্যা করতে পারতো। Dialogue: 0,0:08:24.99,0:08:27.96,Default,,0000,0000,0000,,মধ্যযুগের সূচিকর্ম থেকে জানা যায় যে এইসব গুলতিবাজেরা Dialogue: 0,0:08:27.96,0:08:30.32,Default,,0000,0000,0000,,উড়ন্ত পাখিকেও আঘাত করতে সক্ষম ছিল। Dialogue: 0,0:08:30.32,0:08:32.76,Default,,0000,0000,0000,,তাঁরা ছিল সাংঘাতিক নিখুঁত লক্ষ্যভেদী। Dialogue: 0,0:08:32.76,0:08:36.31,Default,,0000,0000,0000,,ডেভিড যখন অবস্থান নিল - আর গলিয়াথ থেকে ২০০ গজও দূরে ছিল না। Dialogue: 0,0:08:36.31,0:08:37.92,Default,,0000,0000,0000,,সে গলিয়াথের বেশ কাছেই ছিল -- Dialogue: 0,0:08:37.92,0:08:41.34,Default,,0000,0000,0000,,যখন সে অবস্থান নিয়ে গলিয়াথের দিকে জিনিসটা ছুঁড়েছিল, Dialogue: 0,0:08:41.34,0:08:44.40,Default,,0000,0000,0000,,তাঁর সকল আশা আকাঙ্ক্ষা সেখানেই পুঞ্জিভূত ছিল Dialogue: 0,0:08:44.40,0:08:47.10,Default,,0000,0000,0000,,যেন সে গলিয়াথকে তাঁর সবচেয়ে নাজুক স্থানটিতে আঘাত করতে পারে Dialogue: 0,0:08:47.10,0:08:48.43,Default,,0000,0000,0000,,- ঠিক তাঁর দু'চোখের মাঝখানে। Dialogue: 0,0:08:48.43,0:08:50.44,Default,,0000,0000,0000,,প্রাচীন যুদ্ধকাণ্ডের ইতিহাস ঘাঁটলে Dialogue: 0,0:08:50.44,0:08:53.26,Default,,0000,0000,0000,,আপনি বার বার দেখতে পাবেন Dialogue: 0,0:08:53.26,0:08:57.26,Default,,0000,0000,0000,,যে গুলতিবাজেরাই পদাতিকদের বিরুদ্ধে যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে দিত, Dialogue: 0,0:08:57.26,0:09:02.28,Default,,0000,0000,0000,,তা সে লড়াইটা যে ধরনেরই হোক না কেন। Dialogue: 0,0:09:02.28,0:09:06.18,Default,,0000,0000,0000,,তো, গলিয়াথ কি ছিল? সে ছিল একজন ভারী পদাতিক, Dialogue: 0,0:09:06.18,0:09:11.38,Default,,0000,0000,0000,,এবং ইসরাইলিদেরকে দ্বন্দ্বযুদ্ধের আমন্ত্রন জানানোর সময় সে আশা করেছিল Dialogue: 0,0:09:11.38,0:09:15.24,Default,,0000,0000,0000,,যে তাঁকে আরেকজন ভারী পদাতিকের সাথে লড়তে হবে। Dialogue: 0,0:09:15.24,0:09:17.41,Default,,0000,0000,0000,,যখন সে বলে, "কাছে আয়, যেন আমি Dialogue: 0,0:09:17.41,0:09:20.36,Default,,0000,0000,0000,,আকাশের পাখি আর ময়দানের পশুদেরকে তোর মাংস খাওয়াতে পারি," Dialogue: 0,0:09:20.36,0:09:22.36,Default,,0000,0000,0000,,সেখানে মূল কথাটি ছিল "কাছে আয়।" Dialogue: 0,0:09:22.36,0:09:24.50,Default,,0000,0000,0000,,আমার কাছে আয়, কারন আমরা লড়তে যাচ্ছি, Dialogue: 0,0:09:24.50,0:09:26.21,Default,,0000,0000,0000,,হাতাহাতি, ঠিক এরকম। Dialogue: 0,0:09:26.21,0:09:28.34,Default,,0000,0000,0000,,সোল ও তেমনটিই ভেবেছিলেন। Dialogue: 0,0:09:28.34,0:09:30.69,Default,,0000,0000,0000,,ডেভিড বলেছিল, "আমি গলিয়াথের সাথে লড়ব," Dialogue: 0,0:09:30.69,0:09:32.52,Default,,0000,0000,0000,,আর সোল তাকে তাঁর বর্মটি দিতে চেয়েছিল, Dialogue: 0,0:09:32.52,0:09:35.24,Default,,0000,0000,0000,,কারন সোল ভেবেছিল, "ওহ, যখন বললে 'গলিয়াথের সাথে লড়ব,' Dialogue: 0,0:09:35.24,0:09:38.51,Default,,0000,0000,0000,,তখন তুমি 'তাঁর সাথে হাতাহাতি লড়াই করবে,' Dialogue: 0,0:09:38.51,0:09:40.70,Default,,0000,0000,0000,,পদাতিকের সাথে পদাতিক।" Dialogue: 0,0:09:40.70,0:09:43.67,Default,,0000,0000,0000,,কিন্তু ডেভিডের মনে এরকম কোন ইচ্ছাই ছিল না। Dialogue: 0,0:09:43.67,0:09:46.22,Default,,0000,0000,0000,,সে এভাবে তাঁর সাথে লড়বে না। কেনই বা লড়বে? Dialogue: 0,0:09:46.22,0:09:49.23,Default,,0000,0000,0000,,সে রাখাল-বালক। এই পুরো সময়টা সে কাটিয়েছে Dialogue: 0,0:09:49.23,0:09:53.44,Default,,0000,0000,0000,,এই গুলতির সাহায্যে সিংহ আর নেকড়ের হাত থেকে তাঁর পশুপালকে রক্ষা করে। Dialogue: 0,0:09:53.44,0:09:55.19,Default,,0000,0000,0000,,এখানেই তাঁর শক্তি নিহিত। Dialogue: 0,0:09:55.19,0:09:57.72,Default,,0000,0000,0000,,তাই, সে সেই রাখাল, সু-অভিজ্ঞ - Dialogue: 0,0:09:57.72,0:09:59.76,Default,,0000,0000,0000,,একটি সাংঘাতিক অস্ত্র চালনায়, Dialogue: 0,0:09:59.76,0:10:02.16,Default,,0000,0000,0000,,মুখোমুখি হয়েছে এক কুঠারধারী দানবের বিরুদ্ধে Dialogue: 0,0:10:02.16,0:10:05.46,Default,,0000,0000,0000,,যার বর্মের ওজন শত পাউন্ড Dialogue: 0,0:10:05.46,0:10:06.96,Default,,0000,0000,0000,,আর তাঁর অবিশ্বাস্য রকমের ভারী অস্ত্রসস্ত্র Dialogue: 0,0:10:06.96,0:10:10.06,Default,,0000,0000,0000,,যেগুলো কিনা স্বল্প-দুরত্বের লড়াইয়ের উপযোগী। Dialogue: 0,0:10:10.06,0:10:14.79,Default,,0000,0000,0000,,গলিয়াথের অবস্থা ছিল শিকারীর সামনে স্থির বসে থাকা হাঁসের মত, একেবারেই সুযোগ বিহীন। Dialogue: 0,0:10:14.79,0:10:17.60,Default,,0000,0000,0000,,তাহলে ডেভিডকে কেন আমরা আন্ডারডগ বলে বেড়াই? Dialogue: 0,0:10:17.60,0:10:23.42,Default,,0000,0000,0000,,আর কেন তাঁর এই বিজয়কে আমরা অসম্ভব বলে অভিহিত করি? Dialogue: 0,0:10:23.42,0:10:26.26,Default,,0000,0000,0000,,এখানে গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার রয়েছে। Dialogue: 0,0:10:26.26,0:10:29.66,Default,,0000,0000,0000,,এমন নয় যে আমরা ভুল বুঝেছি, শুধু ডেভিড Dialogue: 0,0:10:29.66,0:10:31.57,Default,,0000,0000,0000,,আর তাঁর ও অস্ত্রপাতিকে, Dialogue: 0,0:10:31.57,0:10:34.90,Default,,0000,0000,0000,,আমরা গলিয়াথকেও গভীরভাবে ভুল বুঝেছি। Dialogue: 0,0:10:34.90,0:10:38.14,Default,,0000,0000,0000,,গলিয়াথকে যেমনটি মনে হয়, সে আসলে তেমন নয়। Dialogue: 0,0:10:38.14,0:10:42.13,Default,,0000,0000,0000,,বাইবেলের এই কাহিনীতে সব ধরনের ইঙ্গিত দেয়া আছে, Dialogue: 0,0:10:42.13,0:10:44.93,Default,,0000,0000,0000,,সে সময়কার ঘটনাগুলো বেশ গোলমেলে Dialogue: 0,0:10:44.93,0:10:48.71,Default,,0000,0000,0000,,আর তাঁর ওই বীর পালোয়ান ইমেজের সাথে ঠিক খাপ খায় না। Dialogue: 0,0:10:48.71,0:10:52.09,Default,,0000,0000,0000,,প্রথমতঃ, বাইবেল বলছে যে গলিয়াথ Dialogue: 0,0:10:52.09,0:10:56.05,Default,,0000,0000,0000,,একজন পরিচারকের সহায়তায় উপত্যাকায় নেমে এসেছিল। Dialogue: 0,0:10:56.05,0:10:58.26,Default,,0000,0000,0000,,এটা বেশ অদ্ভুত, তাই না? Dialogue: 0,0:10:58.26,0:11:00.39,Default,,0000,0000,0000,,এখানে এক বীর পালোয়ান Dialogue: 0,0:11:00.39,0:11:03.20,Default,,0000,0000,0000,,ইসরাইলিদেরকে দ্বন্দ্বযুদ্ধের আমন্ত্রণ ছুঁড়ে দিচ্ছে। Dialogue: 0,0:11:03.20,0:11:05.91,Default,,0000,0000,0000,,তাঁকে কেন হাত ধরে যেতে হবে, Dialogue: 0,0:11:05.91,0:11:08.96,Default,,0000,0000,0000,,সম্ভবতঃ এক তরুন বালকের হাত ধরে, Dialogue: 0,0:11:08.96,0:11:11.42,Default,,0000,0000,0000,,লড়াই-এর স্থানের দিকে? Dialogue: 0,0:11:11.42,0:11:15.78,Default,,0000,0000,0000,,দ্বিতিয়তঃ, বাইবেলের কাহিনীতে বিশেষভাবে বিদ্ধৃত আছে Dialogue: 0,0:11:15.78,0:11:18.86,Default,,0000,0000,0000,,যে, গলিয়াথ কি রকম শ্লথগতির ছিল, Dialogue: 0,0:11:18.86,0:11:20.89,Default,,0000,0000,0000,,আরেকটি উদ্ভট ব্যাপার, যখন বর্ণনা করবেন Dialogue: 0,0:11:20.89,0:11:24.94,Default,,0000,0000,0000,,সে সময়কার সবচেয়ে শক্তিশালী পালোয়ানকে Dialogue: 0,0:11:24.94,0:11:26.76,Default,,0000,0000,0000,,আর সেখানেই রাজ্যের যত অদ্ভুত বিষয় Dialogue: 0,0:11:26.76,0:11:30.58,Default,,0000,0000,0000,,- প্রতিক্রিয়া দেখানোর জন্য গলিয়াথ কতটা সময় নিয়েছিল, Dialogue: 0,0:11:30.58,0:11:32.57,Default,,0000,0000,0000,,যখন সে ডেভিডকে দেখলো। Dialogue: 0,0:11:32.57,0:11:35.35,Default,,0000,0000,0000,,তো, ডেভিড পাহাড় থেকে নেমে আসছে, Dialogue: 0,0:11:35.35,0:11:39.29,Default,,0000,0000,0000,,আর স্পষ্টতই সে কোনপ্রকার মল্লযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল না। Dialogue: 0,0:11:39.29,0:11:41.25,Default,,0000,0000,0000,,এমনটি কোথাও নেই যে সে বলছে, Dialogue: 0,0:11:41.25,0:11:43.29,Default,,0000,0000,0000,,"আমি তোমার সাথে এভাবে লড়তে যাচ্ছি।" Dialogue: 0,0:11:43.29,0:11:45.02,Default,,0000,0000,0000,,এমনকি তাঁর কাছে কোনও তলোয়ারও ছিল না। Dialogue: 0,0:11:45.02,0:11:47.70,Default,,0000,0000,0000,,এব্যাপারে কেন গলিয়াথের কোনও প্রতিক্রিয়া নেই? Dialogue: 0,0:11:47.70,0:11:51.93,Default,,0000,0000,0000,,কী হতে যাচ্ছে এব্যাপারে মনে হচ্ছে সে যেন একেবারেই নিশ্চিত ছিল। Dialogue: 0,0:11:51.93,0:11:55.88,Default,,0000,0000,0000,,আর তারপর সে ডেভিডের প্রতি সেই অদ্ভুত মন্তব্যটি করলঃ Dialogue: 0,0:11:55.88,0:12:00.17,Default,,0000,0000,0000,,"আমি কুকুর নাকি যে তুমি লাঠিগুলো নিয়ে আমার কাছে এসেছ?" Dialogue: 0,0:12:00.17,0:12:03.99,Default,,0000,0000,0000,,লাঠিগুলো? ডেভিডের কাছে মাত্র একটি লাঠি ছিল। Dialogue: 0,0:12:03.99,0:12:06.25,Default,,0000,0000,0000,,বেশ, দেখা যাচ্ছে যে, এখানে যথেষ্ট মাত্রায় Dialogue: 0,0:12:06.25,0:12:09.29,Default,,0000,0000,0000,,জল্পনা-কল্পনা আছে, চিকিৎসক সমাজে, কয়েক বছর ধরে Dialogue: 0,0:12:09.29,0:12:11.82,Default,,0000,0000,0000,,যে সেখানে কি এমন কিছু ছিল যা Dialogue: 0,0:12:11.82,0:12:14.71,Default,,0000,0000,0000,,গলিয়াথ সম্পর্কে মূল ধ্যান ধারনার পরিপন্থী, Dialogue: 0,0:12:14.71,0:12:18.12,Default,,0000,0000,0000,,এই সব আপাত অসঙ্গতিসমূহ ব্যাখ্যা করার উদ্দেশ্যে Dialogue: 0,0:12:18.12,0:12:19.28,Default,,0000,0000,0000,,অনেক লেখালেখি হয়েছে Dialogue: 0,0:12:19.28,0:12:23.27,Default,,0000,0000,0000,,প্রথমটি ছিল ১৯৬০ সালের ইন্ডিয়ান মেডিক্যাল জার্নালে, Dialogue: 0,0:12:23.27,0:12:25.63,Default,,0000,0000,0000,,আর সেখান থেকে জল্পনার ডালপালা গজাতে শুরু হয়, Dialogue: 0,0:12:25.63,0:12:28.75,Default,,0000,0000,0000,,প্রথমেই আসে গলিয়াথের উচ্চতার ব্যাপারটি। Dialogue: 0,0:12:28.75,0:12:31.68,Default,,0000,0000,0000,,তো, গলিয়াথ ছিল ঘাড়ে-মাথায় অনেক উঁচু Dialogue: 0,0:12:31.68,0:12:33.84,Default,,0000,0000,0000,,- তাঁর সময়ের যে কোনও যোদ্ধার চেয়ে। Dialogue: 0,0:12:33.84,0:12:37.82,Default,,0000,0000,0000,,আর সাধারণত যখন কেউ এতটা অস্বাভাবিক আকার ধারন করে, Dialogue: 0,0:12:37.82,0:12:39.42,Default,,0000,0000,0000,,তখন তার একটা ব্যাখ্যা থাকে। Dialogue: 0,0:12:39.42,0:12:42.65,Default,,0000,0000,0000,,তো, দানবীয়তার সবচেয়ে সাধারন রূপ Dialogue: 0,0:12:42.65,0:12:45.38,Default,,0000,0000,0000,,হল এক্রোমেগালি নামে পরিচিত একটি দশা, Dialogue: 0,0:12:45.38,0:12:48.29,Default,,0000,0000,0000,,আর এক্রোমেগালি হয়ে থাকে মস্তিষ্কের একটি টিউমারের কারনে Dialogue: 0,0:12:48.29,0:12:50.79,Default,,0000,0000,0000,,যেটি আপনার পিটুইটারি গ্রন্থিতে অবস্থান করে, Dialogue: 0,0:12:50.79,0:12:53.51,Default,,0000,0000,0000,,যার কারনে অতিরিক্ত পরিমানে হিউম্যান গ্রোথ হরমোন তৈরি হয় Dialogue: 0,0:12:53.51,0:12:57.06,Default,,0000,0000,0000,,আর ইতিহাস জুড়ে, বেশীরভাগ বিখ্যাত দানবদেরই Dialogue: 0,0:12:57.06,0:12:58.83,Default,,0000,0000,0000,,এক্রোমেগালি ছিল। Dialogue: 0,0:12:58.83,0:13:00.90,Default,,0000,0000,0000,,তাই সর্বকালের সবচেয়ে লম্বা ব্যক্তিটি Dialogue: 0,0:13:00.90,0:13:02.46,Default,,0000,0000,0000,,ছিলেন রবার্ট ওয়াডলোও নামের একজন Dialogue: 0,0:13:02.46,0:13:05.52,Default,,0000,0000,0000,,যিনি ২৪ বছর বয়সে মৃত্যুর সময় পর্যন্ত বেড়ে চলছিলেন Dialogue: 0,0:13:05.52,0:13:08.40,Default,,0000,0000,0000,,আর তিনি ছিলেন ৮ ফিট ১১ ইঞ্চি। Dialogue: 0,0:13:08.40,0:13:09.82,Default,,0000,0000,0000,,তাঁর এক্রোমেগালি ছিল। Dialogue: 0,0:13:09.82,0:13:12.35,Default,,0000,0000,0000,,দ্যা জায়ান্ট নামে পরিচিত কুস্তিগীর আন্দ্রের কথা মনে আছে? Dialogue: 0,0:13:12.35,0:13:14.04,Default,,0000,0000,0000,,সুবিখ্যাত। তাঁর এক্রোমেগালি ছিল। Dialogue: 0,0:13:14.04,0:13:18.58,Default,,0000,0000,0000,,এমনকি আব্রাহাম লিংকনেরও এক্রোমেগালি ছিল বলে কানাঘুষা শোনা যায়। Dialogue: 0,0:13:18.58,0:13:19.65,Default,,0000,0000,0000,,অস্বাভাবিক লম্বা যে কারোর বেলায় Dialogue: 0,0:13:19.65,0:13:22.41,Default,,0000,0000,0000,,সবার আগে এই ব্যাখ্যাতেই আমরা উপনীত হই। Dialogue: 0,0:13:22.41,0:13:26.40,Default,,0000,0000,0000,,আর এক্রোমেগালির সঙ্গে সম্পর্কিত কিছু সুস্পষ্ট Dialogue: 0,0:13:26.40,0:13:27.63,Default,,0000,0000,0000,,পার্শপ্রতিক্রিয়া আছে, Dialogue: 0,0:13:27.63,0:13:31.19,Default,,0000,0000,0000,,প্রধানত দৃষ্টিশক্তি সংক্রান্ত। Dialogue: 0,0:13:31.19,0:13:34.48,Default,,0000,0000,0000,,পিটুইটারির এই টিউমারটি যখন বড় হতে থাকে, Dialogue: 0,0:13:34.48,0:13:38.53,Default,,0000,0000,0000,,প্রায়শই মস্তিষ্কের দৃষ্টি সংশ্লিষ্ট স্নায়ুসমুহের উপর চাপ দিতে থাকে, Dialogue: 0,0:13:38.53,0:13:41.04,Default,,0000,0000,0000,,ফলশ্রুতিতে এক্রোমেগালি আক্রান্ত ব্যাক্তিরা Dialogue: 0,0:13:41.04,0:13:46.51,Default,,0000,0000,0000,,হয় ডাবল-ভিশন না হয় সাংঘাতিক রকমের হ্রস্ব-দৃষ্টি সম্পন্ন হয়ে থাকেন। Dialogue: 0,0:13:46.51,0:13:49.10,Default,,0000,0000,0000,,তাই যখন লোকজন জল্পনা-কল্পনা শুরু করল Dialogue: 0,0:13:49.10,0:13:52.33,Default,,0000,0000,0000,,যে গলিয়াথের গোলমালটা কোথায় ছিল, Dialogue: 0,0:13:52.33,0:13:53.24,Default,,0000,0000,0000,,তাঁরা বলেছেন, "আরে দাঁড়ান! Dialogue: 0,0:13:53.24,0:13:56.43,Default,,0000,0000,0000,,এঁ তো দেখেতে শুনতে তাঁদের সাথে নিদারুন ভাবে মিলে যাচ্ছে Dialogue: 0,0:13:56.43,0:13:58.01,Default,,0000,0000,0000,,যাঁরা এক্রোমেগালিতে আক্রান্ত।" Dialogue: 0,0:13:58.01,0:14:00.99,Default,,0000,0000,0000,,আর এটার থেকে সেদিনের তাঁর অদ্ভুত আচরণের Dialogue: 0,0:14:00.99,0:14:03.12,Default,,0000,0000,0000,,অনেক কিছু স্পষ্ট ভাবে বোঝা যায়। Dialogue: 0,0:14:03.12,0:14:04.94,Default,,0000,0000,0000,,কেন সে এত শ্লথগতির ছিল Dialogue: 0,0:14:04.94,0:14:08.47,Default,,0000,0000,0000,,আর কেন তাঁকে হাতে ধরে উপত্যাকায় নামাতে হয়েছিল Dialogue: 0,0:14:08.47,0:14:09.82,Default,,0000,0000,0000,,পরিচারকের সহায়তায়? Dialogue: 0,0:14:09.82,0:14:12.81,Default,,0000,0000,0000,,কারন সে নিজে নিজে পথ চলতে পারতো না। Dialogue: 0,0:14:12.81,0:14:16.07,Default,,0000,0000,0000,,কেন সে ডেভিড সম্পর্কে এতটা বিস্ময়করভাবে অনবহিত ছিল Dialogue: 0,0:14:16.07,0:14:18.72,Default,,0000,0000,0000,,যে সে বুঝতে পারেনি যে ডেভিড তাঁর সাথে লড়তে আসেনি Dialogue: 0,0:14:18.72,0:14:20.87,Default,,0000,0000,0000,,- একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত? Dialogue: 0,0:14:20.87,0:14:23.38,Default,,0000,0000,0000,,কারণ সে দেখতে পেত না। Dialogue: 0,0:14:23.38,0:14:26.69,Default,,0000,0000,0000,,যখন সে বলে, "কাছে আয় যেন আমি তোর মাংস খাওয়াতে পারি Dialogue: 0,0:14:26.69,0:14:29.19,Default,,0000,0000,0000,,ঊর্ধ্বাকাশের পাখিদেরকে আর প্রান্তরের পশুদেরকে।" Dialogue: 0,0:14:29.19,0:14:33.83,Default,,0000,0000,0000,,এই "আমার কাছে আয়" কথাটিও তাঁর অক্ষমতা সম্পর্কে ইঙ্গিত দেয়। Dialogue: 0,0:14:33.83,0:14:36.82,Default,,0000,0000,0000,,আমার কাছে আয় যেন আমি তোকে দেখতে পাই। Dialogue: 0,0:14:36.82,0:14:42.03,Default,,0000,0000,0000,,আর তারপরে, "আমি কি একটা কুকুর যে তুই লাঠিগুলি নিয়ে আমার কাছে এসছিস?" Dialogue: 0,0:14:42.03,0:14:47.36,Default,,0000,0000,0000,,সে দুইটা লাঠি দেখেছে যদিও ডেভিডের কাছে ছিল মাত্র একটা। Dialogue: 0,0:14:47.36,0:14:50.32,Default,,0000,0000,0000,,তাই, পাহাড়ের উপরে অবস্থান নেয়া ইসরাইলিরা Dialogue: 0,0:14:50.32,0:14:52.52,Default,,0000,0000,0000,,নীচে তাঁকে দেখে ভেবেছিল সে বোধহয় Dialogue: 0,0:14:52.52,0:14:55.63,Default,,0000,0000,0000,,এহেন মহা পরাক্রমশালী এক শত্রু। Dialogue: 0,0:14:55.63,0:14:57.61,Default,,0000,0000,0000,,তাঁরা যা বুঝতে পারেনি সেটা হল Dialogue: 0,0:14:57.61,0:15:00.90,Default,,0000,0000,0000,,তাঁর এই আপাত শক্তির উৎসের মধ্যেই Dialogue: 0,0:15:00.90,0:15:04.66,Default,,0000,0000,0000,,লুকিয়ে ছিল তাঁর সবচেয়ে বড় দুর্বলতা। Dialogue: 0,0:15:04.66,0:15:06.62,Default,,0000,0000,0000,,আর আমি মনে করি যে এখানে Dialogue: 0,0:15:06.62,0:15:09.82,Default,,0000,0000,0000,,আমাদের জন্য এক অতি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। Dialogue: 0,0:15:09.82,0:15:13.68,Default,,0000,0000,0000,,দেখে যতটা মনে হয়, দানবেরা ততটা শক্তিশালী বা ক্ষমতাধর নয়। Dialogue: 0,0:15:13.68,0:15:17.17,Default,,0000,0000,0000,,আর মাঝে মাঝে রাখালছেলের ঝুলিতে একটি গুলতি থাকে। Dialogue: 0,0:15:17.17,0:15:18.96,Default,,0000,0000,0000,,ধন্যবাদ। Dialogue: 0,0:15:18.96,0:15:23.34,Default,,0000,0000,0000,,(করতালি)