[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:02.00,Default,,0000,0000,0000,,আমার বয়স যখন নয় বছর Dialogue: 0,0:00:02.00,0:00:04.00,Default,,0000,0000,0000,,আমি প্রথমবারের মত গ্রীষ্মকালীন ক্যাম্পে যাই। Dialogue: 0,0:00:04.00,0:00:06.00,Default,,0000,0000,0000,,এবং আমার মা আমাকে একটি ব্যাগ গুছিয়ে দেন Dialogue: 0,0:00:06.00,0:00:08.00,Default,,0000,0000,0000,,বইয়ে ভরা, Dialogue: 0,0:00:08.00,0:00:10.00,Default,,0000,0000,0000,,যা আমার কাছে মনে হয়েছিল সম্পূর্ণ স্বাভাবিক একটা বিষয়। Dialogue: 0,0:00:10.00,0:00:12.00,Default,,0000,0000,0000,,কারণ আমার পরিবারে Dialogue: 0,0:00:12.00,0:00:15.00,Default,,0000,0000,0000,,বইপড়া ছিল অন্যতম দলীয় কাজ। Dialogue: 0,0:00:15.00,0:00:17.00,Default,,0000,0000,0000,,এটি আপনার কাছে সামাজিকতা বিরোধী কিছু মনে হতে পারে, Dialogue: 0,0:00:17.00,0:00:20.00,Default,,0000,0000,0000,,কিন্তু আমাদের জন্য এটা ছিল সামাজিক হবার ভিন্ন এক পদ্ধতি। Dialogue: 0,0:00:20.00,0:00:22.00,Default,,0000,0000,0000,,আপনার আছে আপনার পরিবারের উষ্ণতা Dialogue: 0,0:00:22.00,0:00:24.00,Default,,0000,0000,0000,,যারা আপনার ঠিক পাশেই বসে আছে, Dialogue: 0,0:00:24.00,0:00:26.00,Default,,0000,0000,0000,,কিন্তু পাশাপাশি আপনি স্বাধীন আপনার ভেতরকার দুঃসাহসিক অভিযানের Dialogue: 0,0:00:26.00,0:00:28.00,Default,,0000,0000,0000,,জগতে ঘুড়ে বেড়ানোর জন্য। Dialogue: 0,0:00:28.00,0:00:30.00,Default,,0000,0000,0000,,এবং আমার এই ধারণা ছিল Dialogue: 0,0:00:30.00,0:00:32.00,Default,,0000,0000,0000,,যে ক্যাম্প এমন কিছু একটা হবে, এর থেকেও ভাল কিছু। Dialogue: 0,0:00:32.00,0:00:35.00,Default,,0000,0000,0000,,(হাসি) Dialogue: 0,0:00:35.00,0:00:38.00,Default,,0000,0000,0000,,আমার কল্পনা ছিল ১০ জন বালিকা একটি কেবিনে বসে আছে Dialogue: 0,0:00:38.00,0:00:40.00,Default,,0000,0000,0000,,আরামে বই পড়ছে একই রকম রাতের পোশাক গায়ে। Dialogue: 0,0:00:40.00,0:00:42.00,Default,,0000,0000,0000,,(হাসি) Dialogue: 0,0:00:42.00,0:00:45.00,Default,,0000,0000,0000,,ক্যাম্প ছিল অনেকটা মদ ছাড়া মদ খাবার উৎসব। Dialogue: 0,0:00:45.00,0:00:48.00,Default,,0000,0000,0000,,এবং প্রথম দিনেই Dialogue: 0,0:00:48.00,0:00:50.00,Default,,0000,0000,0000,,আমাদের মন্ত্রণাদাত্রী আমাদের সবাইকে একসাথে করলেন। Dialogue: 0,0:00:50.00,0:00:52.00,Default,,0000,0000,0000,,শেখালেন একটি উল্লাস ধ্বনি এবং তিনি বললেন আমরা Dialogue: 0,0:00:52.00,0:00:54.00,Default,,0000,0000,0000,,সেই গ্রীষ্মের বাকি দিনগুলোতে প্রতিদিন তা করবো Dialogue: 0,0:00:54.00,0:00:56.00,Default,,0000,0000,0000,,ক্যাম্পের মনোবল চাঙ্গা রাখার জন্য। Dialogue: 0,0:00:56.00,0:00:58.00,Default,,0000,0000,0000,,এবং সেটা ছিল অনেকটা এরকমঃ Dialogue: 0,0:00:58.00,0:01:00.00,Default,,0000,0000,0000,,"আর-ও-ডাব্লিউ-ডি-আই-ই, Dialogue: 0,0:01:00.00,0:01:02.00,Default,,0000,0000,0000,,এইভাবে আমরা রাউডি বানান করি। Dialogue: 0,0:01:02.00,0:01:05.00,Default,,0000,0000,0000,,রাউডি, রাউডি, চল রাউডি (উচ্ছৃংখল) হই।" Dialogue: 0,0:01:07.00,0:01:09.00,Default,,0000,0000,0000,,ইয়েহ। Dialogue: 0,0:01:09.00,0:01:11.00,Default,,0000,0000,0000,,কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারতাম না Dialogue: 0,0:01:11.00,0:01:13.00,Default,,0000,0000,0000,,কেন আমাদের এত উচ্ছৃংখল হতে হত, Dialogue: 0,0:01:13.00,0:01:16.00,Default,,0000,0000,0000,,অথবা কেন আমাদের এই শব্দটি ভুলভাবে বানান করতে হত। Dialogue: 0,0:01:16.00,0:01:22.00,Default,,0000,0000,0000,,(হাসি) Dialogue: 0,0:01:22.00,0:01:25.00,Default,,0000,0000,0000,,কিন্তু আমি উল্লাস প্রকাশ করলাম। আমি উল্লাস প্রকাশ করলাম আর সবার সাথে। Dialogue: 0,0:01:25.00,0:01:27.00,Default,,0000,0000,0000,,আমি আমার সর্বোত্তম চেষ্টা করলাম। Dialogue: 0,0:01:27.00,0:01:29.00,Default,,0000,0000,0000,,এবং আমি অপেক্ষা করতাম সেই সময়ের জন্য যখন আমি Dialogue: 0,0:01:29.00,0:01:32.00,Default,,0000,0000,0000,,কোলাহলের বাইরে যেতে পারি এবং আমার বই পড়তে পারি Dialogue: 0,0:01:32.00,0:01:34.00,Default,,0000,0000,0000,,কিন্তু প্রথমবারের মত আমি যখন আমার ব্যাগ থেকে বই বের করলাম, Dialogue: 0,0:01:34.00,0:01:36.00,Default,,0000,0000,0000,,বাঙ্কের সবচেয়ে চটপটে মেয়েটি আমার কাছে এলো Dialogue: 0,0:01:36.00,0:01:39.00,Default,,0000,0000,0000,,এবং জিজ্ঞেস করলো, "তুমি এরকম শান্ত ভাব দেখাচ্ছো কেন?" Dialogue: 0,0:01:39.00,0:01:41.00,Default,,0000,0000,0000,,শান্ত, অবশ্য, সম্পূর্ণ বিপরীত Dialogue: 0,0:01:41.00,0:01:43.00,Default,,0000,0000,0000,,আর-ও-ডাব্লিউ-ডি-আই-ই (উচ্ছৃংখল) এর। Dialogue: 0,0:01:43.00,0:01:45.00,Default,,0000,0000,0000,,এবং আমি যখন এটা আবার দ্বিতীয়বার চেষ্টা করলাম, Dialogue: 0,0:01:45.00,0:01:48.00,Default,,0000,0000,0000,,মন্ত্রণাদাতা আমার কাছে এলেন চেহারায় এক চিন্তিত অভিব্যক্তি নিয়ে Dialogue: 0,0:01:48.00,0:01:50.00,Default,,0000,0000,0000,,এবং তিনি আমাকে বারবার ক্যাম্পের প্রাণচঞ্চলতা সম্পর্কে বোঝালেন Dialogue: 0,0:01:50.00,0:01:52.00,Default,,0000,0000,0000,,এবং বললেন আমরা সকলেই যেন অনেক পরিশ্রম করি Dialogue: 0,0:01:52.00,0:01:54.00,Default,,0000,0000,0000,,বহির্মুখী হবার জন্য। Dialogue: 0,0:01:54.00,0:01:57.00,Default,,0000,0000,0000,,এবং তাই আমি আমার বইগুলো সরিয়ে রাখলাম, Dialogue: 0,0:01:57.00,0:02:00.00,Default,,0000,0000,0000,,আমার ব্যাগের ভিতরে, Dialogue: 0,0:02:00.00,0:02:04.00,Default,,0000,0000,0000,,এবং আমার বিছানার নিচে, Dialogue: 0,0:02:04.00,0:02:06.00,Default,,0000,0000,0000,,এবং তারা সেখানেই থাকলো গ্রীষ্মের বাকি দিনগুলোতে। Dialogue: 0,0:02:06.00,0:02:08.00,Default,,0000,0000,0000,,এবং আমি এই কারণে কিছুটা অপরাধবোধ অনুভব করলাম। Dialogue: 0,0:02:08.00,0:02:10.00,Default,,0000,0000,0000,,আমার মনে হল বইগুলোর কোনভাবে আমাকে দরকার ছিল, Dialogue: 0,0:02:10.00,0:02:13.00,Default,,0000,0000,0000,,এবং তারা আমাকে ডাকছে এবং আমি তাদেরকে পরিত্যাগ করেছি। Dialogue: 0,0:02:13.00,0:02:15.00,Default,,0000,0000,0000,,কিন্তু আমি তাদের পরিত্যাগ করলাম এবং আমি গ্রীষ্মের শেষে Dialogue: 0,0:02:15.00,0:02:17.00,Default,,0000,0000,0000,,বাড়িতে পরিবারের কাছে ফেরার আগ পর্যন্ত Dialogue: 0,0:02:17.00,0:02:19.00,Default,,0000,0000,0000,,ব্যাগ খুললাম না। Dialogue: 0,0:02:19.00,0:02:22.00,Default,,0000,0000,0000,,এখন, আমি গ্রীষ্মকালীন ক্যাম্পের একটি গল্প বলবো। Dialogue: 0,0:02:22.00,0:02:25.00,Default,,0000,0000,0000,,আমি এরকম আরো ৫০টি গল্প বলতে পারতাম- Dialogue: 0,0:02:25.00,0:02:27.00,Default,,0000,0000,0000,,যতবার আমি এই বার্তা পেয়েছি Dialogue: 0,0:02:27.00,0:02:31.00,Default,,0000,0000,0000,,যে কোনভাবে আমার শান্ত এবং অন্তর্মুখী থাকাটা Dialogue: 0,0:02:31.00,0:02:33.00,Default,,0000,0000,0000,,প্রয়োজনের দিক থেকে ঠিক পন্থা ছিল না, Dialogue: 0,0:02:33.00,0:02:36.00,Default,,0000,0000,0000,,এবং আমার বহির্মুখী হিসেবে পাশ করার জন্য আরও চেষ্টা করা দরকার। Dialogue: 0,0:02:36.00,0:02:39.00,Default,,0000,0000,0000,,আমি সবসময় ভিতরে ভিতরে অনুভব করতাম যে এটা ভুল Dialogue: 0,0:02:39.00,0:02:41.00,Default,,0000,0000,0000,,এবং অন্তর্মুখীরা তাদের মত করে যথেষ্ট অসাধারণ। Dialogue: 0,0:02:41.00,0:02:44.00,Default,,0000,0000,0000,,কিন্তু বছরের পর বছর ধরে আমি এই অনুভূতিকে নাকচ করে এসেছি Dialogue: 0,0:02:44.00,0:02:47.00,Default,,0000,0000,0000,,এবং আমি একজন ওয়াল স্ট্রীট আইনজীবি হলাম, এতকিছু থাকতে, Dialogue: 0,0:02:47.00,0:02:50.00,Default,,0000,0000,0000,,একজন লেখিকা হওয়ার পরিবর্তে- যা আমি সব সময় হতে চেয়েছিলাম Dialogue: 0,0:02:50.00,0:02:52.00,Default,,0000,0000,0000,,আংশিক কারণ ছিল যে আমি নিজের কাছে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম Dialogue: 0,0:02:52.00,0:02:54.00,Default,,0000,0000,0000,,যে আমি সাহসী ও দৃঢ়প্রত্যয়ীও হতে পারি। Dialogue: 0,0:02:54.00,0:02:56.00,Default,,0000,0000,0000,,এবং আমি সবসময় জনবহুল পানশালাগুলোতে যেতাম Dialogue: 0,0:02:56.00,0:02:59.00,Default,,0000,0000,0000,,যখন আমি সত্যিই চাইতাম আমার বন্ধুদের সাথে প্রীতিভোজে অংশ নিতে। Dialogue: 0,0:02:59.00,0:03:02.00,Default,,0000,0000,0000,,এবং নিজেকে অস্বীকার করে এসব সিদ্ধান্ত নিতাম Dialogue: 0,0:03:02.00,0:03:04.00,Default,,0000,0000,0000,,এতটাই আত্মমগ্নভাবে যে, Dialogue: 0,0:03:04.00,0:03:07.00,Default,,0000,0000,0000,,আমি নিজেই বুঝতাম না আমি এই সিদ্ধান্তগুলো নিচ্ছি। Dialogue: 0,0:03:07.00,0:03:09.00,Default,,0000,0000,0000,,এখন, অধিকাংশ অন্তর্মুখী মানুষ এরকম করে থাকে, Dialogue: 0,0:03:09.00,0:03:11.00,Default,,0000,0000,0000,,এবং এটা নিশ্চিতভাবে আমাদের ক্ষতি, Dialogue: 0,0:03:11.00,0:03:13.00,Default,,0000,0000,0000,,কিন্তু এটা আমাদের সহকর্মীদেরও ক্ষতি, Dialogue: 0,0:03:13.00,0:03:15.00,Default,,0000,0000,0000,,এবং আমাদের সমাজের ক্ষতি। Dialogue: 0,0:03:15.00,0:03:18.00,Default,,0000,0000,0000,,একটু সাড়ম্বর শোনালেও, এটা বিশ্বের ক্ষতি। Dialogue: 0,0:03:18.00,0:03:21.00,Default,,0000,0000,0000,,কারণ যখন সৃজনশীলতা এবং নেতৃত্বের প্রশ্ন আসে, Dialogue: 0,0:03:21.00,0:03:24.00,Default,,0000,0000,0000,,তখন আমাদের অন্তর্মুখীদের যে কাজে তারা সেরা তার জন্য দরকার। Dialogue: 0,0:03:24.00,0:03:26.00,Default,,0000,0000,0000,,জনসংখ্যার অর্ধেক থেকে এক তৃতীয়াংশ অন্তর্মুখী- Dialogue: 0,0:03:26.00,0:03:28.00,Default,,0000,0000,0000,,অর্ধেক থেকে তৃতীয়াংশ। Dialogue: 0,0:03:28.00,0:03:31.00,Default,,0000,0000,0000,,সুতরাং তার অর্থ আপনার পরিচিত প্রতি দু'জন বা তিনজনের একজন। Dialogue: 0,0:03:31.00,0:03:34.00,Default,,0000,0000,0000,,সুতরাং আপনি নিজেও যদি অন্তর্মুখী হয়ে থাকেন, Dialogue: 0,0:03:34.00,0:03:36.00,Default,,0000,0000,0000,,আমি বলছি আপনার সহকর্মী Dialogue: 0,0:03:36.00,0:03:38.00,Default,,0000,0000,0000,,এবং আপনার স্বামী বা স্ত্রী ও সন্তান Dialogue: 0,0:03:38.00,0:03:41.00,Default,,0000,0000,0000,,এবং যারা এই মুহূর্তে ঠিক আপনার পাশে বসে আছে- Dialogue: 0,0:03:41.00,0:03:43.00,Default,,0000,0000,0000,,প্রত্যেকেই এই পক্ষপাতের স্বীকার Dialogue: 0,0:03:43.00,0:03:45.00,Default,,0000,0000,0000,,যা আমাদের সমাজে অনেক গভীর এবং বাস্তব। Dialogue: 0,0:03:45.00,0:03:48.00,Default,,0000,0000,0000,,আমরা সকলেই অনেক অল্প বয়স থেকে তা অন্তরীণ করে রাখি। Dialogue: 0,0:03:48.00,0:03:51.00,Default,,0000,0000,0000,,আমরা যা করছি তার কোন ভাষা ছাড়াই। Dialogue: 0,0:03:51.00,0:03:53.00,Default,,0000,0000,0000,,এখন এই পক্ষপাতকে ঠিকভাবে দেখতে হলে Dialogue: 0,0:03:53.00,0:03:56.00,Default,,0000,0000,0000,,আমাদের বোঝা দরকার অন্তর্মুখিতা কি। Dialogue: 0,0:03:56.00,0:03:58.00,Default,,0000,0000,0000,,এটা লাজুক স্বভাব থেকে ভিন্ন। Dialogue: 0,0:03:58.00,0:04:00.00,Default,,0000,0000,0000,,লাজুক হওয়ার অর্থ সামাজিক বিবেচনাকে ভয় করা। Dialogue: 0,0:04:00.00,0:04:02.00,Default,,0000,0000,0000,,অন্তর্মুখিতা অন্যদিকে অনেকটা, Dialogue: 0,0:04:02.00,0:04:04.00,Default,,0000,0000,0000,,আপনি কিভাবে উত্তেজনায় সাড়া দেন, Dialogue: 0,0:04:04.00,0:04:06.00,Default,,0000,0000,0000,,যার মধ্যে সামাজিক উত্তেজনাও রয়েছে। Dialogue: 0,0:04:06.00,0:04:09.00,Default,,0000,0000,0000,,এভাবে বহির্মুখীরা কামনা করে বিপুল পরিমাণ উত্তেজনা, Dialogue: 0,0:04:09.00,0:04:11.00,Default,,0000,0000,0000,,যেখানে অন্তর্মুখীরা অনুভব করে তারা সবচেয়ে জীবন্ত, Dialogue: 0,0:04:11.00,0:04:13.00,Default,,0000,0000,0000,,সবচেয়ে বেশি চালিত এবং সবচেয়ে বেশী সক্ষম Dialogue: 0,0:04:13.00,0:04:15.00,Default,,0000,0000,0000,,যখন তারা শান্ত পরিবেশে থাকে। Dialogue: 0,0:04:15.00,0:04:17.00,Default,,0000,0000,0000,,এসব জিনিস আবার সবসময় অনন্যসাপেক্ষ নয়- Dialogue: 0,0:04:17.00,0:04:19.00,Default,,0000,0000,0000,,কিন্তু অধিকাংশ সময়। Dialogue: 0,0:04:19.00,0:04:21.00,Default,,0000,0000,0000,,সুতরাং চাবিকাঠি হচ্ছে Dialogue: 0,0:04:21.00,0:04:24.00,Default,,0000,0000,0000,,আমাদের প্রতিভাকে সর্বোচ্চ করে তোলা Dialogue: 0,0:04:24.00,0:04:26.00,Default,,0000,0000,0000,,আমাদের নিজেদেরকে আমাদের নিজেদের জন্য Dialogue: 0,0:04:26.00,0:04:29.00,Default,,0000,0000,0000,,সঠিক উদ্দীপনার জগতে মেলে ধরা। Dialogue: 0,0:04:29.00,0:04:31.00,Default,,0000,0000,0000,,কিন্তু এখন এখানেই পক্ষপাত এসে পড়ে। Dialogue: 0,0:04:31.00,0:04:33.00,Default,,0000,0000,0000,,আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো, Dialogue: 0,0:04:33.00,0:04:35.00,Default,,0000,0000,0000,,আমাদের স্কুলগুলো এবং আমাদের কর্মক্ষেত্র, Dialogue: 0,0:04:35.00,0:04:37.00,Default,,0000,0000,0000,,অধিকাংশ নকশা করা হয়েছে বহির্মুখীদের জন্য, Dialogue: 0,0:04:37.00,0:04:40.00,Default,,0000,0000,0000,,এবং বহির্মুখীদের অনেক উদ্দীপনা দরকার। Dialogue: 0,0:04:40.00,0:04:44.00,Default,,0000,0000,0000,,এবং বর্তমানে আমাদের এই বিশ্বাস ব্যবস্থা রয়েছে যে, Dialogue: 0,0:04:44.00,0:04:46.00,Default,,0000,0000,0000,,যাকে আমি বলি 'নতুন দলগতচিন্তা', Dialogue: 0,0:04:46.00,0:04:49.00,Default,,0000,0000,0000,,যা হচ্ছে-সকল সৃজনশীলতা এবং উৎপাদনশীলতা Dialogue: 0,0:04:49.00,0:04:53.00,Default,,0000,0000,0000,,আসে অদ্ভূতভাবে দলগত প্রচেষ্টায়। Dialogue: 0,0:04:54.00,0:04:56.00,Default,,0000,0000,0000,,সুতরাং আপনি যদি এখনকার নমুনা শ্রেণিকক্ষের কথা চিন্তা করেনঃ Dialogue: 0,0:04:56.00,0:04:58.00,Default,,0000,0000,0000,,আমি যখন স্কুলে যেতাম, Dialogue: 0,0:04:58.00,0:05:00.00,Default,,0000,0000,0000,,আমরা সারি করে বসতাম। Dialogue: 0,0:05:00.00,0:05:02.00,Default,,0000,0000,0000,,আমরা সারি করে এই ধরনের ডেস্কে বসতাম, Dialogue: 0,0:05:02.00,0:05:04.00,Default,,0000,0000,0000,,এবং আমরা আমাদের কাজগুলো অনেকটা স্বাধীনভাবেই করতাম। Dialogue: 0,0:05:04.00,0:05:06.00,Default,,0000,0000,0000,,কিন্তু ইদানীং, আদর্শ শ্রেণীকক্ষে Dialogue: 0,0:05:06.00,0:05:08.00,Default,,0000,0000,0000,,কতগুলো ডেস্ক আছে- Dialogue: 0,0:05:08.00,0:05:11.00,Default,,0000,0000,0000,,চার অথবা পাঁচ অথবা ছয় অথবা সাতটি বাচ্চা মুখোমুখি বসা। Dialogue: 0,0:05:11.00,0:05:13.00,Default,,0000,0000,0000,,এবং বাচ্চারা অগণিত দলীয় কাজে নিয়োজিত আছে। Dialogue: 0,0:05:13.00,0:05:16.00,Default,,0000,0000,0000,,এমনকি গণিত এবং সৃজনশীল লেখার মত বিষয়ে, Dialogue: 0,0:05:16.00,0:05:19.00,Default,,0000,0000,0000,,যা আপনি মনে করতে পারেন নির্ভর করে একক চিন্তারাজির উপর, Dialogue: 0,0:05:19.00,0:05:23.00,Default,,0000,0000,0000,,বাচ্চাদের কাছে থেকে এখন আশা করা হয় তারা কমিটির সদস্য হিসেবে কাজ করবে। Dialogue: 0,0:05:23.00,0:05:25.00,Default,,0000,0000,0000,,এবং সেই সব বাচ্চাদের মধ্যে যারা পছন্দ করে Dialogue: 0,0:05:25.00,0:05:27.00,Default,,0000,0000,0000,,নিজেদের মত চলতে বা কাজ করতে, Dialogue: 0,0:05:27.00,0:05:29.00,Default,,0000,0000,0000,,তাদেরকে দেখা হয় বাউণ্ডুলে হিসেবে Dialogue: 0,0:05:29.00,0:05:31.00,Default,,0000,0000,0000,,অথবা এরচেয়ে খারাপ, সমস্যা হিসেবে। Dialogue: 0,0:05:33.00,0:05:36.00,Default,,0000,0000,0000,,এবং অধিকাংশ শিক্ষক এই বিশ্বাসে প্রতিবেদন করেন যে Dialogue: 0,0:05:36.00,0:05:38.00,Default,,0000,0000,0000,,আদর্শ ছাত্র মাত্রই বহির্মুখী Dialogue: 0,0:05:38.00,0:05:40.00,Default,,0000,0000,0000,,অন্তর্মুখীর অপররূপ, Dialogue: 0,0:05:40.00,0:05:42.00,Default,,0000,0000,0000,,যদিও অন্তর্মুখীরা অন্যদের চেয়ে ভালো গ্রেড পেয়ে থাকে Dialogue: 0,0:05:42.00,0:05:44.00,Default,,0000,0000,0000,,এবং তারা অধিকতর জ্ঞানী, Dialogue: 0,0:05:44.00,0:05:46.00,Default,,0000,0000,0000,,গবেষণা অনুযায়ী। Dialogue: 0,0:05:46.00,0:05:48.00,Default,,0000,0000,0000,,(হাসি) Dialogue: 0,0:05:48.00,0:05:51.00,Default,,0000,0000,0000,,হ্যাঁ, একই কথা সত্য আমাদের কর্মক্ষেত্রের জন্য। Dialogue: 0,0:05:51.00,0:05:54.00,Default,,0000,0000,0000,,এখন, আমাদের অনেকেই পরিকল্পিত খোলা অফিসে কাজ করে, Dialogue: 0,0:05:54.00,0:05:56.00,Default,,0000,0000,0000,,দেয়াল ছাড়া, Dialogue: 0,0:05:56.00,0:05:58.00,Default,,0000,0000,0000,,যেখানে আমরা প্রতিনিয়ত Dialogue: 0,0:05:58.00,0:06:00.00,Default,,0000,0000,0000,,আমাদের সহকর্মীদের কথা এবং নজরের সম্মুখীন হচ্ছি। Dialogue: 0,0:06:00.00,0:06:02.00,Default,,0000,0000,0000,,এবং যখন নেতৃত্বের প্রসঙ্গে আসে, Dialogue: 0,0:06:02.00,0:06:04.00,Default,,0000,0000,0000,,অন্তর্মুখীদের নিয়মিত বাদ দেওয়া হচ্ছে নেতৃত্বের পদে, Dialogue: 0,0:06:04.00,0:06:06.00,Default,,0000,0000,0000,,যদিও অন্তর্মুখীরা অনেক সতর্ক হয়, Dialogue: 0,0:06:06.00,0:06:08.00,Default,,0000,0000,0000,,বড় ধরনের ঝুঁকি গ্রহণ করা থেকে বিরত থাকে- Dialogue: 0,0:06:08.00,0:06:12.00,Default,,0000,0000,0000,,যা আমরা সকলেই ইদানীংকালে সুনজরে দেখি। Dialogue: 0,0:06:12.00,0:06:15.00,Default,,0000,0000,0000,,এবং অ্যাডাম গ্রান্ট, হোয়ারটন স্কুলে একটি আকর্ষণীয় গবেষণায় Dialogue: 0,0:06:15.00,0:06:17.00,Default,,0000,0000,0000,,পেয়েছেন যে অন্তর্মুখী নেতারা Dialogue: 0,0:06:17.00,0:06:19.00,Default,,0000,0000,0000,,বহির্মুখীদের চেয়ে অধিক ভাল ফলাফল সরবরাহ করে, Dialogue: 0,0:06:19.00,0:06:22.00,Default,,0000,0000,0000,,কারণ তারা যখন অতি-সক্রিয় কর্মচারীদের ব্যবস্থাপনা করে, Dialogue: 0,0:06:22.00,0:06:25.00,Default,,0000,0000,0000,,তারা অধিকাংশ ক্ষেত্রে এই কর্মচারীদের তাদের নিজেদের চিন্তা মত কাজ করতে দেন, Dialogue: 0,0:06:25.00,0:06:27.00,Default,,0000,0000,0000,,অন্যদিকে একজন বহির্মুখী, অন্ধিকাংশ ক্ষেত্রে, নির্বোধের মত, Dialogue: 0,0:06:27.00,0:06:29.00,Default,,0000,0000,0000,,সবকিছু নিয়ে উত্তেজিত হয়ে পড়েন Dialogue: 0,0:06:29.00,0:06:31.00,Default,,0000,0000,0000,,যে তারা তাদের নিজেদের সীলমোহর লাগিয়ে দেন সবকিছুর ওপর Dialogue: 0,0:06:31.00,0:06:33.00,Default,,0000,0000,0000,,এবং অন্যদের চিন্তা-ভাবনা সেক্ষেত্রে সহজে Dialogue: 0,0:06:33.00,0:06:36.00,Default,,0000,0000,0000,,উঠে আসবে না। Dialogue: 0,0:06:36.00,0:06:39.00,Default,,0000,0000,0000,,এখন এক্ষেত্রে বলতে হয়,, আমাদের ইতিহাস রূপান্তরে ভূমিকা রাখা নেতারা অন্তর্মুখী। Dialogue: 0,0:06:39.00,0:06:41.00,Default,,0000,0000,0000,,আমি আপনাদের কিছু উদাহরণ দিচ্ছি। Dialogue: 0,0:06:41.00,0:06:44.00,Default,,0000,0000,0000,,এলেনর রুজভেল্ট, রোজা পার্ক, গান্ধী- Dialogue: 0,0:06:44.00,0:06:46.00,Default,,0000,0000,0000,,এরা সকলেই নিজেদের বর্ণনা করেছেন Dialogue: 0,0:06:46.00,0:06:49.00,Default,,0000,0000,0000,,শান্ত এবং নরমসুরে কথা বলেন এমন মানুষ হিসেবে এবং এমনকি লাজুক হিসেবে। Dialogue: 0,0:06:49.00,0:06:51.00,Default,,0000,0000,0000,,এবং তারা সকলেই লোকচক্ষুর কেন্দ্রবিন্দুতে ছিলেন, Dialogue: 0,0:06:51.00,0:06:53.00,Default,,0000,0000,0000,,যদিও তাদের শরীরের প্রতিটি অস্থি তাদের বলেছে Dialogue: 0,0:06:53.00,0:06:56.00,Default,,0000,0000,0000,,তা না করতে। Dialogue: 0,0:06:56.00,0:06:58.00,Default,,0000,0000,0000,,এবং দেখা যাচ্ছে এর নিজস্ব কিছু বিশেষ ক্ষমতা আছে, Dialogue: 0,0:06:58.00,0:07:01.00,Default,,0000,0000,0000,,কারণ মানুষ এটা অনুভব করে এই মানুষগুলো হাল ধরে ছিলেন, Dialogue: 0,0:07:01.00,0:07:03.00,Default,,0000,0000,0000,,এ কারণে নয় যে তারা অন্যদের দিক নির্দেশনা দিতে পছন্দ করতেন Dialogue: 0,0:07:03.00,0:07:05.00,Default,,0000,0000,0000,,এবং এ কারণে নয় যে অন্যরা যেন তাঁদের দিকে তাকিয়ে থাকে; Dialogue: 0,0:07:05.00,0:07:07.00,Default,,0000,0000,0000,,তারা সেখানে ছিলেন কারণ তাদের কোন উপায় ছিল না, Dialogue: 0,0:07:07.00,0:07:10.00,Default,,0000,0000,0000,,কারণ তাদের নিজেদের যা ভালো মনে হয়েছে তাই দিয়ে তারা চালিত হয়েছিলেন। Dialogue: 0,0:07:11.00,0:07:14.00,Default,,0000,0000,0000,,এখন এই মুহূর্তে আমি মনে করি এটা বলা গুরুত্বপূর্ণ যে, Dialogue: 0,0:07:14.00,0:07:17.00,Default,,0000,0000,0000,,আমি আসলে বহির্মুখীদের ভালবাসি। Dialogue: 0,0:07:17.00,0:07:20.00,Default,,0000,0000,0000,,আমি সবসময় বলতে পছন্দ করি আমার কিছু প্রিয় বন্ধু বর্হিমুখী, Dialogue: 0,0:07:20.00,0:07:22.00,Default,,0000,0000,0000,,আমার স্বামীসহ। Dialogue: 0,0:07:24.00,0:07:26.00,Default,,0000,0000,0000,,এবং অবশ্যই আমরা বিভিন্ন সময়ে Dialogue: 0,0:07:26.00,0:07:29.00,Default,,0000,0000,0000,,অন্তর্মুখী/বহির্মুখী বর্ণালীতে পড়ি। Dialogue: 0,0:07:29.00,0:07:32.00,Default,,0000,0000,0000,,এমনকি সাইকোলজিস্ট কার্ল ইয়াং যিনি প্রথম এই পরিভাষা প্রচলন করেন, বলেন Dialogue: 0,0:07:32.00,0:07:34.00,Default,,0000,0000,0000,,যে বিশুদ্ধ অন্তর্মুখী বলে কিছু নেই Dialogue: 0,0:07:34.00,0:07:36.00,Default,,0000,0000,0000,,অথবা বিশুদ্ধ বহির্মুখী। Dialogue: 0,0:07:36.00,0:07:38.00,Default,,0000,0000,0000,,তিনি বলেছেন যে এমন মানুষ কেবলমাত্র পাগলা-গারদেই থাকতে পারে, Dialogue: 0,0:07:38.00,0:07:41.00,Default,,0000,0000,0000,,যদি সে আসলেই থেকে থাকে। Dialogue: 0,0:07:41.00,0:07:43.00,Default,,0000,0000,0000,,এবং কিছু মানুষ ঠিক মাঝখানে পড়ে Dialogue: 0,0:07:43.00,0:07:45.00,Default,,0000,0000,0000,,অন্তর্মুখী/বহির্মুখী বর্ণালীতে, Dialogue: 0,0:07:45.00,0:07:47.00,Default,,0000,0000,0000,,এবং আমরা এদেরকে বলি এম্বিভার্টস। Dialogue: 0,0:07:47.00,0:07:50.00,Default,,0000,0000,0000,,এবং আমি প্রায়ই মনে করি বিশ্বের শ্রেষ্ঠ সবকিছু তাদেরই আছে। Dialogue: 0,0:07:51.00,0:07:54.00,Default,,0000,0000,0000,,কিন্তু আমাদের অনেকেই নিজেদেরকে চিহ্নিত করতে পারি যেকোন এক ধরনের হিসেবে। Dialogue: 0,0:07:54.00,0:07:57.00,Default,,0000,0000,0000,,এবং আমি যা বলছি তা হচ্ছে সাংস্কৃতিক দিক দিয়ে আমাদের আরও ভাল ভারসাম্য দরকার। Dialogue: 0,0:07:57.00,0:07:59.00,Default,,0000,0000,0000,,আমাদের আরও ভারসাম্য দরকার Dialogue: 0,0:07:59.00,0:08:01.00,Default,,0000,0000,0000,,এই দুই ধরনের মাঝে। Dialogue: 0,0:08:01.00,0:08:03.00,Default,,0000,0000,0000,,বিশেষত এটি গুরুত্বপূর্ণ Dialogue: 0,0:08:03.00,0:08:05.00,Default,,0000,0000,0000,,সৃজনশীলতা এবং উৎপাদনশীলতার প্রশ্নে, Dialogue: 0,0:08:05.00,0:08:07.00,Default,,0000,0000,0000,,কারণ মনোবিদরা সৃজনশীল মানুষদের Dialogue: 0,0:08:07.00,0:08:09.00,Default,,0000,0000,0000,,জীবনের দিকে আলোকপাত করে Dialogue: 0,0:08:09.00,0:08:11.00,Default,,0000,0000,0000,,যা পেয়েছেন Dialogue: 0,0:08:11.00,0:08:13.00,Default,,0000,0000,0000,,তা হচ্ছে যে সব মানুষ ভাবনা চিন্তা বিনিময়ে ভালো Dialogue: 0,0:08:13.00,0:08:15.00,Default,,0000,0000,0000,,এবং চিন্তাকে অগ্রসর করাতে পারে্ন, Dialogue: 0,0:08:15.00,0:08:18.00,Default,,0000,0000,0000,,কিন্তু যাদের মধ্যে গুরুতর পর্যায়ের অন্তর্মুখী বৈশিষ্ট্য রয়েছে। Dialogue: 0,0:08:18.00,0:08:20.00,Default,,0000,0000,0000,,এবং এর কারণ নির্জনতা সৃজনশীলতার ক্ষেত্রে Dialogue: 0,0:08:20.00,0:08:22.00,Default,,0000,0000,0000,,একটি গুরুত্বপূর্ণ উপাদান। Dialogue: 0,0:08:22.00,0:08:24.00,Default,,0000,0000,0000,,তাই ডারউইন, Dialogue: 0,0:08:24.00,0:08:26.00,Default,,0000,0000,0000,,দীর্ঘক্ষণ হাঁটতেন বনের মধ্য দিয়ে Dialogue: 0,0:08:26.00,0:08:29.00,Default,,0000,0000,0000,,এবং নৈশভোজের আমন্ত্রণ জোরালোভাবে প্রত্যাখান করতেন। Dialogue: 0,0:08:29.00,0:08:32.00,Default,,0000,0000,0000,,থিওডোর গিসেল, যিনি ডক্টর সিউস নামে পরিচিত, Dialogue: 0,0:08:32.00,0:08:34.00,Default,,0000,0000,0000,,তিনি তার অনেক বিস্ময়কর আবিস্কারের স্বপ্ন দেখেছেন Dialogue: 0,0:08:34.00,0:08:36.00,Default,,0000,0000,0000,,তার নির্জন বেল টাওয়ারের অফিসে বসে Dialogue: 0,0:08:36.00,0:08:39.00,Default,,0000,0000,0000,,যা কিনা তার বাড়ির পেছনে ক্যালিফোর্নিয়ার লা হোল্লাতে অবস্থিত। Dialogue: 0,0:08:39.00,0:08:41.00,Default,,0000,0000,0000,,এবং তিনি আসলে ভীত ছিলেন বাচ্চাদের সাথে Dialogue: 0,0:08:41.00,0:08:43.00,Default,,0000,0000,0000,,পরিচিত হবার ক্ষেত্রে যারা তার বই পড়তো Dialogue: 0,0:08:43.00,0:08:45.00,Default,,0000,0000,0000,,এই ভয়ে যে বাচ্চারা আশা করতো Dialogue: 0,0:08:45.00,0:08:47.00,Default,,0000,0000,0000,,তিনি সান্টা ক্লজের মত হাস্যোজ্জ্বল কেউ হবেন Dialogue: 0,0:08:47.00,0:08:51.00,Default,,0000,0000,0000,,এবং তারা হতাশ হবে তার এরকম চাপা স্বভাব দেখে। Dialogue: 0,0:08:51.00,0:08:53.00,Default,,0000,0000,0000,,স্টিভ ওয়াজনিয়াক প্রথম অ্যাপল কম্পিউটার আবিষ্কার করেন Dialogue: 0,0:08:53.00,0:08:55.00,Default,,0000,0000,0000,,একা নিজের জায়গায় বসে থেকে Dialogue: 0,0:08:55.00,0:08:57.00,Default,,0000,0000,0000,,হিউলেট-প্যাকার্ড অফিসে যেখানে তিনি সেসময়ে কর্মরত ছিলেন। Dialogue: 0,0:08:57.00,0:09:00.00,Default,,0000,0000,0000,,এবং তিনি বলেন যে তিনি এই বিষয়ে দক্ষ হয়ে উঠতেন না Dialogue: 0,0:09:00.00,0:09:03.00,Default,,0000,0000,0000,,যদি না তিনি যখন বেড়ে উঠছিলেন তখন বাড়ি Dialogue: 0,0:09:03.00,0:09:05.00,Default,,0000,0000,0000,,না ছেড়ে যাওয়ার মত অন্তর্মুখী হতেন। Dialogue: 0,0:09:05.00,0:09:08.00,Default,,0000,0000,0000,,এখন অবশ্য, Dialogue: 0,0:09:08.00,0:09:11.00,Default,,0000,0000,0000,,এর অর্থ এই নয় যে আমরা সহযোগিতা করা বন্ধ করে দিবো- Dialogue: 0,0:09:11.00,0:09:14.00,Default,,0000,0000,0000,,এবং এক্ষত্রে স্টিভ ওয়াজনিয়াক, স্টিভ জবসের সাথে একত্র হয়েছিলেন Dialogue: 0,0:09:14.00,0:09:17.00,Default,,0000,0000,0000,,অ্যাপল কম্পিউটার চালু করবার জন্য- Dialogue: 0,0:09:17.00,0:09:20.00,Default,,0000,0000,0000,,কিন্তু এর অর্থ এই যে নি:সঙ্গতা এক্ষেত্রে একটি বিষয় Dialogue: 0,0:09:20.00,0:09:22.00,Default,,0000,0000,0000,,এবং কিছু মানুষের জন্য Dialogue: 0,0:09:22.00,0:09:24.00,Default,,0000,0000,0000,,তা হচ্ছে তাদের শ্বাসপ্রশ্বাসের বাতাস। Dialogue: 0,0:09:24.00,0:09:27.00,Default,,0000,0000,0000,,এবং আমরা শতকের পর শতক ধরে Dialogue: 0,0:09:27.00,0:09:30.00,Default,,0000,0000,0000,,নি:সঙ্গতার সীমাতিক্রমী ক্ষমতা সম্পর্কে জানি। Dialogue: 0,0:09:30.00,0:09:33.00,Default,,0000,0000,0000,,শুধু সাম্প্রতিক সময়ে আমরা অদ্ভূতভাবে তা ভুলতে শুরু করেছি। Dialogue: 0,0:09:33.00,0:09:36.00,Default,,0000,0000,0000,,আপনি যদি পৃথিবীর প্রধান ধর্মগুলোর দিকে তাকান, Dialogue: 0,0:09:36.00,0:09:38.00,Default,,0000,0000,0000,,আপনি পাবেন অন্বেষণকারী- Dialogue: 0,0:09:38.00,0:09:41.00,Default,,0000,0000,0000,,মুসা, যীশু, বুদ্ধ , মুহাম্মদ- Dialogue: 0,0:09:41.00,0:09:43.00,Default,,0000,0000,0000,,অন্বেষণকারী যারা নিজেদের মত করে পথ চলা শুরু করেছিলেন Dialogue: 0,0:09:43.00,0:09:45.00,Default,,0000,0000,0000,,একা বন্ধুর পথে Dialogue: 0,0:09:45.00,0:09:47.00,Default,,0000,0000,0000,,যেখানে তারা গভীর কিছু উন্মোচন ও আত্মোপলব্ধি করেছিলেন Dialogue: 0,0:09:47.00,0:09:50.00,Default,,0000,0000,0000,,যা তারা পরবর্তীতে লোকালয়ে নিয়ে এসেছেন। Dialogue: 0,0:09:50.00,0:09:54.00,Default,,0000,0000,0000,,সুতরাং বন্ধুর পথে যাওয়া ছাড়া কোন উন্মোচন সম্ভব নয়। Dialogue: 0,0:09:54.00,0:09:56.00,Default,,0000,0000,0000,,যদিও কোন চমক নেই Dialogue: 0,0:09:56.00,0:09:59.00,Default,,0000,0000,0000,,তবুও আপনি যদি সমসাময়িক মানসিকতার দিকে একটু খেয়াল করেন। Dialogue: 0,0:09:59.00,0:10:02.00,Default,,0000,0000,0000,,দেখা যাবে যে, এমনকি আমরা একদল লোকের সাথে থাকতে পারবো না Dialogue: 0,0:10:02.00,0:10:05.00,Default,,0000,0000,0000,,যদি না আমরা সহজাতভাবে তাদের মতামত প্রতিফলিত বা নকল না করি। Dialogue: 0,0:10:05.00,0:10:07.00,Default,,0000,0000,0000,,এমনকি ব্যক্তিগত এবং অভ্যন্তরীণ ব্যাপারেও Dialogue: 0,0:10:07.00,0:10:09.00,Default,,0000,0000,0000,,যেমন কে আপনাকে আকর্ষণ করে, Dialogue: 0,0:10:09.00,0:10:12.00,Default,,0000,0000,0000,,আপনি আপনার আশেপাশের মানুষের বিশ্বাস অনুকরণ করা শুরু করবেন Dialogue: 0,0:10:12.00,0:10:14.00,Default,,0000,0000,0000,,এমনকি আপনি বুঝতেও পারবেন না যে আপনি তা করছেন। Dialogue: 0,0:10:14.00,0:10:17.00,Default,,0000,0000,0000,,এবং দলগুলো চমৎকারভাবে দলে থাকা Dialogue: 0,0:10:17.00,0:10:19.00,Default,,0000,0000,0000,,প্রভাবশালী এবং মহিমান্বিত ব্যক্তিদের মতাদর্শ অনুসরণ করে, Dialogue: 0,0:10:19.00,0:10:21.00,Default,,0000,0000,0000,,যদিও ভালো বুদ্ধি এবং ভালো বক্তার মধ্যে Dialogue: 0,0:10:21.00,0:10:24.00,Default,,0000,0000,0000,,সংযোগ খুব কমই থাকে, তাদের সম্পর্ক থাকে শূন্যের কোঠায়। Dialogue: 0,0:10:24.00,0:10:26.00,Default,,0000,0000,0000,,মানে হচ্ছে শূন্য। Dialogue: 0,0:10:26.00,0:10:28.00,Default,,0000,0000,0000,,সুতরাং... Dialogue: 0,0:10:28.00,0:10:30.00,Default,,0000,0000,0000,,(হাসি) Dialogue: 0,0:10:30.00,0:10:33.00,Default,,0000,0000,0000,,আপনি হয়তো সেই লোকটিকে অনুসরণ করছেন যার কাছে শ্রেষ্ঠ ধারণাগুলো আছে Dialogue: 0,0:10:33.00,0:10:35.00,Default,,0000,0000,0000,,আবার হয়তো বা না। Dialogue: 0,0:10:35.00,0:10:38.00,Default,,0000,0000,0000,,এবং আপনি কি সত্যি তা সুযোগের হাতে ছেড়ে দিতে চাচ্ছেন? Dialogue: 0,0:10:38.00,0:10:40.00,Default,,0000,0000,0000,,সবার জন্য এর চেয়ে নিজেরদের স্ব স্ব পথ ধরা, Dialogue: 0,0:10:40.00,0:10:42.00,Default,,0000,0000,0000,,দলীয় শক্তির বিকৃতি থেকে বেরিয়ে এসে Dialogue: 0,0:10:42.00,0:10:44.00,Default,,0000,0000,0000,,নিজেদের আপন ধারণার সৃষ্টি করা, Dialogue: 0,0:10:44.00,0:10:46.00,Default,,0000,0000,0000,,এবং তারপর একাত্ম হয়ে দল গঠন করা, Dialogue: 0,0:10:46.00,0:10:49.00,Default,,0000,0000,0000,,যাতে তারা একটি সুসংগঠিত পরিবেশের মধ্য দিয়ে যেতে পারে Dialogue: 0,0:10:49.00,0:10:51.00,Default,,0000,0000,0000,,এবং তারপর সেখান থেকে নিয়ে চলা। Dialogue: 0,0:10:51.00,0:10:53.00,Default,,0000,0000,0000,,এখন এর সবকিছুই যদি সত্য হয়, Dialogue: 0,0:10:53.00,0:10:56.00,Default,,0000,0000,0000,,তাহলে আমরা কোথায় ভীষণভাবে ভুল করছি? Dialogue: 0,0:10:56.00,0:10:58.00,Default,,0000,0000,0000,,আমরা কেন এইভাবে আমাদের স্কুলগুলো এবং অফিসগুলো পরিচালনা করছি? Dialogue: 0,0:10:58.00,0:11:00.00,Default,,0000,0000,0000,,এবং কেন আমরা এসব অন্তর্মুখীদের অপরাধী বোধ করাচ্ছি Dialogue: 0,0:11:00.00,0:11:04.00,Default,,0000,0000,0000,,যখন তারা চাচ্ছে কিছু সময়ের জন্য তাদের মত থাকতে? Dialogue: 0,0:11:04.00,0:11:07.00,Default,,0000,0000,0000,,এর একটি উত্তর আমাদের সংস্কৃতির গভীরে রয়েছে। Dialogue: 0,0:11:07.00,0:11:09.00,Default,,0000,0000,0000,,পশ্চিমা সমাজগুলো, Dialogue: 0,0:11:09.00,0:11:11.00,Default,,0000,0000,0000,,বিশেষত যুক্তরাষ্ট্রে, Dialogue: 0,0:11:11.00,0:11:13.00,Default,,0000,0000,0000,,কাজের লোকদের প্রাধান্য দেওয়া হয়েছে Dialogue: 0,0:11:13.00,0:11:15.00,Default,,0000,0000,0000,,সবর্দাই চিন্তাশীল লোকদের তুলনায় Dialogue: 0,0:11:15.00,0:11:19.00,Default,,0000,0000,0000,,এবং 'চিন্তাশীল' লোকদের তুলনায়। Dialogue: 0,0:11:19.00,0:11:22.00,Default,,0000,0000,0000,,কিন্তু যুক্তরাষ্ট্রের শুরুর দিনগুলোতে, Dialogue: 0,0:11:22.00,0:11:25.00,Default,,0000,0000,0000,,আমাদের যাপিত জীবনকে ইতিহাসবিদরা বলেন "নৈতিক শক্তির সংস্কৃতি", Dialogue: 0,0:11:25.00,0:11:27.00,Default,,0000,0000,0000,,যেখানে আমরা তখনো মানুষকে মূল্য দিতাম Dialogue: 0,0:11:27.00,0:11:30.00,Default,,0000,0000,0000,,তাদের ভিতরের গুণাবলীর জন্য এবং তাদের নীতিঘটিত সততার জন্য। Dialogue: 0,0:11:30.00,0:11:32.00,Default,,0000,0000,0000,,এবং আপনি যদি সে যুগের স্ব-সহায়ক বইগুলোর দিকে লক্ষ্য করেন, Dialogue: 0,0:11:32.00,0:11:34.00,Default,,0000,0000,0000,,তাঁদের সবগুলোর শিরোনাম ছিল অনেকটা এরকম Dialogue: 0,0:11:34.00,0:11:37.00,Default,,0000,0000,0000,,"চরিত্র, পৃথিবীর শ্রেষ্ঠ বস্তু" Dialogue: 0,0:11:37.00,0:11:40.00,Default,,0000,0000,0000,,এবং সেসব বইতে আদর্শ হিসেবে ছিলেন আব্রাহাম লিঙ্কন Dialogue: 0,0:11:40.00,0:11:42.00,Default,,0000,0000,0000,,যার নম্র এবং বিনয়ী হিসেবে সুখ্যাতি ছিল। Dialogue: 0,0:11:42.00,0:11:44.00,Default,,0000,0000,0000,,রালফ ওয়াল্ডো এমারসন তাকে Dialogue: 0,0:11:44.00,0:11:47.00,Default,,0000,0000,0000,,"উর্ধ্বতন দ্বারা অসন্তুষ্ট না হওয়া এক ব্যক্তি" হিসেবে অভিহিত করেন। Dialogue: 0,0:11:47.00,0:11:50.00,Default,,0000,0000,0000,,কিন্তু এরপর আমরা বিংশ শতকে এসে পড়লাম Dialogue: 0,0:11:50.00,0:11:52.00,Default,,0000,0000,0000,,এবং নতুন এক সংস্কৃতিতে প্রবেশ করলাম Dialogue: 0,0:11:52.00,0:11:54.00,Default,,0000,0000,0000,,যাকে ইতিহাসবিদরা ব্যক্তিত্বের সংস্কৃতি বলে থাকেন। Dialogue: 0,0:11:54.00,0:11:56.00,Default,,0000,0000,0000,,যা ঘটেছে তা হচ্ছে আমরা একটি কৃষিজীবি অর্থনীতি থেকে Dialogue: 0,0:11:56.00,0:11:58.00,Default,,0000,0000,0000,,বড় বড় বাণিজ্যের এক বিশ্বে বিকাশ লাভ করেছি। Dialogue: 0,0:11:58.00,0:12:00.00,Default,,0000,0000,0000,,এবং হঠাৎ করেই মানুষ ছোট শহরগুলো থেকে Dialogue: 0,0:12:00.00,0:12:02.00,Default,,0000,0000,0000,,নগরীতে চলে আসছে। Dialogue: 0,0:12:02.00,0:12:05.00,Default,,0000,0000,0000,,এবং আজীবনের পরিচিত মানুষগুলোর পাশে কাজ করার পরিবর্তে Dialogue: 0,0:12:05.00,0:12:07.00,Default,,0000,0000,0000,,এখন তাদের নিজেদেরকে প্রমাণ করতে হচ্ছে Dialogue: 0,0:12:07.00,0:12:09.00,Default,,0000,0000,0000,,অপরিচিত মানুষের মাঝে। Dialogue: 0,0:12:09.00,0:12:11.00,Default,,0000,0000,0000,,সুতরাং, বোঝাই যাচ্ছে, Dialogue: 0,0:12:11.00,0:12:13.00,Default,,0000,0000,0000,,ব্যক্তিগত মাধুর্য ও আকর্ষণ এবং উৎসাহ সঞ্চারের মত গুণ Dialogue: 0,0:12:13.00,0:12:15.00,Default,,0000,0000,0000,,হঠাৎ করেই খুব গুরুত্বপুর্ণ হয়ে উঠেছে। Dialogue: 0,0:12:15.00,0:12:18.00,Default,,0000,0000,0000,,এবং নিশ্চিতভাবেই, স্ব-সহায়ক বইগুলো তাদের প্রয়োজন মেটাতে পরিবর্তিত হয়েছে Dialogue: 0,0:12:18.00,0:12:20.00,Default,,0000,0000,0000,,এবং তারা এরকম নাম ধারণ করে Dialogue: 0,0:12:20.00,0:12:22.00,Default,,0000,0000,0000,," কিভাবে বন্ধু জিতবেন এবং মানুষকে প্রভাবিত করবেন।" Dialogue: 0,0:12:22.00,0:12:24.00,Default,,0000,0000,0000,,এবং তারা তাদের আদর্শ হিসেবে Dialogue: 0,0:12:24.00,0:12:27.00,Default,,0000,0000,0000,,বড় বিক্রয়কুশলীদের প্রচার করে। Dialogue: 0,0:12:27.00,0:12:29.00,Default,,0000,0000,0000,,সুতরাং এই হচ্ছে আজকের বিশ্ব যেখানে আমরা বাস করছি। Dialogue: 0,0:12:29.00,0:12:33.00,Default,,0000,0000,0000,,এটাই হচ্ছে আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার। Dialogue: 0,0:12:33.00,0:12:35.00,Default,,0000,0000,0000,,এখন এসব কথা বলার অর্থ এই না যে Dialogue: 0,0:12:35.00,0:12:38.00,Default,,0000,0000,0000,,সামাজিক দক্ষতা গুরুত্বহীন, Dialogue: 0,0:12:38.00,0:12:40.00,Default,,0000,0000,0000,,এবং আমি দলগত প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে Dialogue: 0,0:12:40.00,0:12:43.00,Default,,0000,0000,0000,,বিলুপ্ত করার কথাও বলছি না। Dialogue: 0,0:12:43.00,0:12:46.00,Default,,0000,0000,0000,,একই ধর্মগুলো যা তাদের প্রিয়পাত্রদের নির্জন পাহাড়ের চূড়ায় পাঠায় Dialogue: 0,0:12:46.00,0:12:49.00,Default,,0000,0000,0000,,তারা আরও শেখায় ভালোবাসতে এবং বিশ্বাস করতে। Dialogue: 0,0:12:49.00,0:12:51.00,Default,,0000,0000,0000,,এবং আমরা বিজ্ঞান এবং অর্থনীতির মত বিষয়ে Dialogue: 0,0:12:51.00,0:12:53.00,Default,,0000,0000,0000,,আজ যে সমস্যার মুখোমুখি হচ্ছি Dialogue: 0,0:12:53.00,0:12:55.00,Default,,0000,0000,0000,,তা এতই বিশাল এবং জটিল Dialogue: 0,0:12:55.00,0:12:57.00,Default,,0000,0000,0000,,যে আমাদের অনেক লোককে একসাথে দরকার Dialogue: 0,0:12:57.00,0:12:59.00,Default,,0000,0000,0000,,সমাধানের জন্য এক সাথে কাজ করতে। Dialogue: 0,0:12:59.00,0:13:02.00,Default,,0000,0000,0000,,কিন্তু আমি বলছি যে যত বেশি স্বাধীনতা আমরা অন্তর্মুখীদের দিবো, Dialogue: 0,0:13:02.00,0:13:04.00,Default,,0000,0000,0000,,তত বেশি তারা তাদের অনন্য আপন Dialogue: 0,0:13:04.00,0:13:07.00,Default,,0000,0000,0000,,সমাধান নিয়ে হাজির হবে এসব সমস্যা সমাধানে। Dialogue: 0,0:13:09.00,0:13:11.00,Default,,0000,0000,0000,,সুতরাং এখন আমি আপনাদের দেখাতে চাই Dialogue: 0,0:13:11.00,0:13:14.00,Default,,0000,0000,0000,,আমার ব্যাগে আজ কি আছে। Dialogue: 0,0:13:18.00,0:13:20.00,Default,,0000,0000,0000,,অনুমান করুন তো? Dialogue: 0,0:13:20.00,0:13:22.00,Default,,0000,0000,0000,,বই। Dialogue: 0,0:13:22.00,0:13:24.00,Default,,0000,0000,0000,,আমার সাথে এক ব্যাগ ভর্তি বই আছে। Dialogue: 0,0:13:24.00,0:13:26.00,Default,,0000,0000,0000,,এখানে মারগারেট এটউডের "বিড়ালের চোখ" Dialogue: 0,0:13:26.00,0:13:29.00,Default,,0000,0000,0000,,এই যে এখানে মিলান কুন্ডেরার একটি উপন্যাস। Dialogue: 0,0:13:29.00,0:13:31.00,Default,,0000,0000,0000,,এবং এখানে "দ্বিধায় থাকায় মানুষদের জন্য নির্দেশনা" Dialogue: 0,0:13:31.00,0:13:34.00,Default,,0000,0000,0000,,মাইমোনিডস-এর। Dialogue: 0,0:13:34.00,0:13:37.00,Default,,0000,0000,0000,,কিন্তু এই বইগুলো আসলে আমার বই না। Dialogue: 0,0:13:37.00,0:13:39.00,Default,,0000,0000,0000,,আমি এইগুলো আমার সাথে এনেছি Dialogue: 0,0:13:39.00,0:13:43.00,Default,,0000,0000,0000,,কারণ এগুলো আমার পিতামহের প্রিয় লেখকেরা লিখেছেন। Dialogue: 0,0:13:43.00,0:13:45.00,Default,,0000,0000,0000,,আমার পিতামহ একজন ইহুদি ধর্মযাজক ছিলেন Dialogue: 0,0:13:45.00,0:13:47.00,Default,,0000,0000,0000,,এবং বিপত্নীক ছিলেন Dialogue: 0,0:13:47.00,0:13:50.00,Default,,0000,0000,0000,,যে একাকী ব্রুকলিনের একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে বাস করতেন Dialogue: 0,0:13:50.00,0:13:53.00,Default,,0000,0000,0000,,এবং আমি যখন বেড়ে উঠছিলাম, তখন আমার সবচেয়ে প্রিয় জায়গা ছিল সেটি। Dialogue: 0,0:13:53.00,0:13:56.00,Default,,0000,0000,0000,,এর আংশিক কারণ ছিল জায়গাটি স্নিগ্ধ এবং নির্মল অনুভূতি দিয়ে পরিপূর্ণ ছিল Dialogue: 0,0:13:56.00,0:13:59.00,Default,,0000,0000,0000,,এবং কিছুটা তা বই দিয়ে ভরা ছিল বলে। Dialogue: 0,0:13:59.00,0:14:02.00,Default,,0000,0000,0000,,অ্যাপার্টমেন্টের প্রতিটা টেবিল, প্রতিটা চেয়ার Dialogue: 0,0:14:02.00,0:14:04.00,Default,,0000,0000,0000,,তাদের আসল কর্ম পরিহার করেছিল Dialogue: 0,0:14:04.00,0:14:07.00,Default,,0000,0000,0000,,বইয়ের স্তুপকে দোলানোর কাজে জায়গা দেবার জন্যে। Dialogue: 0,0:14:07.00,0:14:09.00,Default,,0000,0000,0000,,আমার পরিবারের বাকী সবার মতো Dialogue: 0,0:14:09.00,0:14:12.00,Default,,0000,0000,0000,,আমার পিতামহ পৃথিবীতে সবচেয়ে প্রিয় কাজ ছিল বই পড়া। Dialogue: 0,0:14:12.00,0:14:15.00,Default,,0000,0000,0000,,এছাড়াও তিনি তার গির্জার সমাবেশ ভালবাসতেন, Dialogue: 0,0:14:15.00,0:14:18.00,Default,,0000,0000,0000,,এবং আপনি এটা বুঝতে পারতেন তার অভিভাষণ শুনে Dialogue: 0,0:14:18.00,0:14:22.00,Default,,0000,0000,0000,,৬২ বছরের প্রতি সপ্তাহে যতদিন তিনি র্যাবাই (ইহুদি ধর্মযাজক) ছিলেন। Dialogue: 0,0:14:22.00,0:14:25.00,Default,,0000,0000,0000,,সে প্রতি সপ্তাহের পড়া বইগুলো থেকে বিশেষ অংশ চয়ন করতেন Dialogue: 0,0:14:25.00,0:14:28.00,Default,,0000,0000,0000,,এবং সে এই অংশগুলোর সাথে প্রাচীন এবং মানবিক চিন্তার সমন্বয় ঘটাতেন। Dialogue: 0,0:14:28.00,0:14:30.00,Default,,0000,0000,0000,,এবং সব জায়গা থেকে মানুষ আসতো Dialogue: 0,0:14:30.00,0:14:32.00,Default,,0000,0000,0000,,তার কথা শোনার জন্যে। Dialogue: 0,0:14:32.00,0:14:35.00,Default,,0000,0000,0000,,কিন্তু আমার পিতামহের একটি বিষয় ছিল। Dialogue: 0,0:14:35.00,0:14:37.00,Default,,0000,0000,0000,,তার আনুষ্ঠানিক ভূমিকার পিছনে, Dialogue: 0,0:14:37.00,0:14:40.00,Default,,0000,0000,0000,,তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং অন্তর্মুখী- Dialogue: 0,0:14:40.00,0:14:43.00,Default,,0000,0000,0000,,এতটাই যে তিনি যখন অভিভাষণ দিতেন Dialogue: 0,0:14:43.00,0:14:45.00,Default,,0000,0000,0000,,তার অন্যের চোখে তাকিয়ে তা বলতে সমস্যা হত। Dialogue: 0,0:14:45.00,0:14:47.00,Default,,0000,0000,0000,,ঠিক একই সমাবেশের সামনে Dialogue: 0,0:14:47.00,0:14:49.00,Default,,0000,0000,0000,,যেখানে তিনি ৬২ বছর ধরে কথা বলে গেছেন। Dialogue: 0,0:14:49.00,0:14:51.00,Default,,0000,0000,0000,,এমনকি বেদির বাইরে Dialogue: 0,0:14:51.00,0:14:53.00,Default,,0000,0000,0000,,আপনি যদি তাকে কথা বলার জন্য ডাকতেন Dialogue: 0,0:14:53.00,0:14:55.00,Default,,0000,0000,0000,,তিনি প্রায়ই অপরিপক্কের মত কথা বলা শেষ করতেন Dialogue: 0,0:14:55.00,0:14:59.00,Default,,0000,0000,0000,,এই ভয়ে যে তিনি হয়তো আপনার অনেক সময় নিয়ে নিচ্ছেন। Dialogue: 0,0:14:59.00,0:15:02.00,Default,,0000,0000,0000,,কিন্তু তিনি যখন চুরানব্বই বছর বয়সে মারা গেলেন, Dialogue: 0,0:15:02.00,0:15:05.00,Default,,0000,0000,0000,,পুলিশকে তার বাড়ির আশেপাশের রাস্তা বন্ধ করে দিতে হল Dialogue: 0,0:15:05.00,0:15:07.00,Default,,0000,0000,0000,,মানুষের ঢলকে জায়গা করে দেবার জন্যে Dialogue: 0,0:15:07.00,0:15:10.00,Default,,0000,0000,0000,,যারা এসেছিল তাদের শোক প্রকাশ করতে। Dialogue: 0,0:15:11.00,0:15:14.00,Default,,0000,0000,0000,,তাই ইদানীং আমি আমার পিতামহের উদাহরণ থেকে শিক্ষা নেবার চেষ্টা করছি Dialogue: 0,0:15:14.00,0:15:16.00,Default,,0000,0000,0000,,নিজের মত করে। Dialogue: 0,0:15:16.00,0:15:19.00,Default,,0000,0000,0000,,আমি কিছুকাল আগে অন্তর্মুখিতা নিয়ে একটি বই প্রকাশ করেছি, Dialogue: 0,0:15:19.00,0:15:21.00,Default,,0000,0000,0000,,এবং তা লিখতে আমার সময় লেগেছে সাতটি বছর। Dialogue: 0,0:15:21.00,0:15:24.00,Default,,0000,0000,0000,,এবং আমার জন্যে, এই সাতটি বছর ছিল পরম সুখের, Dialogue: 0,0:15:24.00,0:15:27.00,Default,,0000,0000,0000,,কারণ আমি এই সময়ে পড়ছিলাম, লিখছিলাম, Dialogue: 0,0:15:27.00,0:15:29.00,Default,,0000,0000,0000,,আমি চিন্তা করছিলাম, গবেষণা করছিলাম। Dialogue: 0,0:15:29.00,0:15:31.00,Default,,0000,0000,0000,,এটা ছিল আমার নিজের মত Dialogue: 0,0:15:31.00,0:15:34.00,Default,,0000,0000,0000,,একাকী পিতামহের লাইব্রেরিতে তার মত সময় কাটানো। Dialogue: 0,0:15:34.00,0:15:37.00,Default,,0000,0000,0000,,কিন্তু এখন হঠাৎ করেই আমার কাজ হয়ে গেছে সম্পূর্ণ ভিন্ন, Dialogue: 0,0:15:37.00,0:15:40.00,Default,,0000,0000,0000,,এবং আমার কাজ হচ্ছে এখানে এই বিষয়ে কথা বলা, Dialogue: 0,0:15:40.00,0:15:43.00,Default,,0000,0000,0000,,অন্তর্মুখিতা নিয়ে কথা বলা। Dialogue: 0,0:15:43.00,0:15:47.00,Default,,0000,0000,0000,,(হাসি) Dialogue: 0,0:15:47.00,0:15:49.00,Default,,0000,0000,0000,,এবং যা ছিল আমার জন্য অনেক কঠিন, Dialogue: 0,0:15:49.00,0:15:51.00,Default,,0000,0000,0000,,কারণ আমি যতটা সম্মানিত বোধ করছি Dialogue: 0,0:15:51.00,0:15:53.00,Default,,0000,0000,0000,,এই মুহূর্তে আপনাদের মাঝে এসে, Dialogue: 0,0:15:53.00,0:15:56.00,Default,,0000,0000,0000,,এটা আমার স্বাভাবিক সামাজিক পরিবেশ না। Dialogue: 0,0:15:56.00,0:15:58.00,Default,,0000,0000,0000,,সুতরাং আমি প্রস্তুত হয়েছি এইসব মুহূর্তের জন্যে Dialogue: 0,0:15:58.00,0:16:00.00,Default,,0000,0000,0000,,যতটা আমার পক্ষে সম্ভব হয়। Dialogue: 0,0:16:00.00,0:16:02.00,Default,,0000,0000,0000,,আমি গত বছর জনসম্মুখে কথা বলার অনুশীলন করেছি Dialogue: 0,0:16:02.00,0:16:04.00,Default,,0000,0000,0000,,যে সুযোগই আমি পেয়েছি না কেন। Dialogue: 0,0:16:04.00,0:16:07.00,Default,,0000,0000,0000,,এবং আমি একে বলি, "বিপজ্জনকভাবে কথা বলার বছর।" Dialogue: 0,0:16:07.00,0:16:09.00,Default,,0000,0000,0000,,(হাসি) Dialogue: 0,0:16:09.00,0:16:11.00,Default,,0000,0000,0000,,এবং তা আসলে অনেক সাহায্য করে। Dialogue: 0,0:16:11.00,0:16:13.00,Default,,0000,0000,0000,,কিন্তু আমি আপনাদের বলব, তারচেয়েও বেশি সাহায্য Dialogue: 0,0:16:13.00,0:16:16.00,Default,,0000,0000,0000,,করে আমার ইন্দ্রিয়, আমার বিশ্বাস, আমার আশা Dialogue: 0,0:16:16.00,0:16:18.00,Default,,0000,0000,0000,,যে যখন আমাদের আচরণের প্রসঙ্গ আসে Dialogue: 0,0:16:18.00,0:16:20.00,Default,,0000,0000,0000,,অন্তর্মুখিতা, শান্ত, নি:সঙ্গতার মত বিষয়ে Dialogue: 0,0:16:20.00,0:16:22.00,Default,,0000,0000,0000,,আমরা সত্যিকার অর্থেই প্রস্তুত হই নাটকীয় পরিবর্তনের। Dialogue: 0,0:16:22.00,0:16:24.00,Default,,0000,0000,0000,,আমি বোঝাচ্ছি, আমাদের। Dialogue: 0,0:16:24.00,0:16:26.00,Default,,0000,0000,0000,,তাই এখন আমি আপনাদের রেখে যাচ্ছি Dialogue: 0,0:16:26.00,0:16:28.00,Default,,0000,0000,0000,,কাজ করবার তিনটি আহ্বান জানিয়ে Dialogue: 0,0:16:28.00,0:16:30.00,Default,,0000,0000,0000,,তাদের উদ্দেশ্য যারা এই দর্শন গ্রহণ করেছেন। Dialogue: 0,0:16:30.00,0:16:32.00,Default,,0000,0000,0000,,এক নম্বরঃ Dialogue: 0,0:16:32.00,0:16:34.00,Default,,0000,0000,0000,,সারাক্ষণের এই দলীয় কাজ করবার পাগলামি বন্ধ করুন। Dialogue: 0,0:16:34.00,0:16:36.00,Default,,0000,0000,0000,,বন্ধ করুন। Dialogue: 0,0:16:36.00,0:16:39.00,Default,,0000,0000,0000,,(হাসি) Dialogue: 0,0:16:39.00,0:16:41.00,Default,,0000,0000,0000,,ধন্যবাদ। Dialogue: 0,0:16:41.00,0:16:43.00,Default,,0000,0000,0000,,(করতালি) Dialogue: 0,0:16:43.00,0:16:45.00,Default,,0000,0000,0000,,এবং আমি পরিষ্কারভাবে বলতে চাই যা আমি বলছি, Dialogue: 0,0:16:45.00,0:16:47.00,Default,,0000,0000,0000,,কারণ আমি গভীরভাবে বিশ্বাস করি আমাদের অফিসগুলোর Dialogue: 0,0:16:47.00,0:16:49.00,Default,,0000,0000,0000,,উচিত উৎসাহিত করা Dialogue: 0,0:16:49.00,0:16:51.00,Default,,0000,0000,0000,,অপরিকল্পিত, আড্ডাবাজি ধরনের সংযোগ- Dialogue: 0,0:16:51.00,0:16:53.00,Default,,0000,0000,0000,,আপনি জানেন, যে ধরনের যেখানে মানুষ একসাথে হয় Dialogue: 0,0:16:53.00,0:16:55.00,Default,,0000,0000,0000,,এবং অপ্রত্যাশিতভাবে বা দৈবভাবে চিন্তা বিনিময় করে। Dialogue: 0,0:16:55.00,0:16:57.00,Default,,0000,0000,0000,,এটি চমৎকার। Dialogue: 0,0:16:57.00,0:16:59.00,Default,,0000,0000,0000,,এটি অন্তর্মুখী এবং বর্হিমুখী উভয়ের জন্যে চমৎকার। Dialogue: 0,0:16:59.00,0:17:01.00,Default,,0000,0000,0000,,কিন্তু আমাদের প্রয়োজন আরো অনেক গোপনীয়তা এবং আরও অনেক স্বাধীনতা Dialogue: 0,0:17:01.00,0:17:03.00,Default,,0000,0000,0000,,এবং কাজের ক্ষেত্রে আরও অনেক স্বতন্ত্রতা। Dialogue: 0,0:17:03.00,0:17:05.00,Default,,0000,0000,0000,,স্কুলেও একই জিনিস। Dialogue: 0,0:17:05.00,0:17:08.00,Default,,0000,0000,0000,,আমাদের দরকার বাচ্চাদের অবশ্যই শেখানো একসাথে কাজ করা, Dialogue: 0,0:17:08.00,0:17:10.00,Default,,0000,0000,0000,,কিন্তু আমাদের আরও শেখানো দরকার কিভাবে তারা নিজেরা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। Dialogue: 0,0:17:10.00,0:17:13.00,Default,,0000,0000,0000,,এটা বিশেষভাবে দরকার বর্হিমুখী বাচ্চাদের জন্যে। Dialogue: 0,0:17:13.00,0:17:15.00,Default,,0000,0000,0000,,তাদের এককভাবে কাজ করা দরকার Dialogue: 0,0:17:15.00,0:17:17.00,Default,,0000,0000,0000,,কারণ এককভাবে কাজ করতে গেলেই ভিতর থেকে গভীর চেতনা আসে। Dialogue: 0,0:17:17.00,0:17:20.00,Default,,0000,0000,0000,,আচ্ছা। দুই নাম্বারঃ বন্যতার বা আদিমতার কাছে যাও। Dialogue: 0,0:17:20.00,0:17:23.00,Default,,0000,0000,0000,,বুদ্ধের মত হও, নিজের মত করে উন্মোচন করো। Dialogue: 0,0:17:23.00,0:17:25.00,Default,,0000,0000,0000,,আমি বলছি না Dialogue: 0,0:17:25.00,0:17:28.00,Default,,0000,0000,0000,,যে আমাদের সবার এখনই চলে যেতে হবে এবং জঙ্গলে নিজেদের কেবিন বানাতে হবে Dialogue: 0,0:17:28.00,0:17:31.00,Default,,0000,0000,0000,,এবং আর কখনো নিজেদের সাথে কথা বলব না, Dialogue: 0,0:17:31.00,0:17:33.00,Default,,0000,0000,0000,,কিন্তু আমি বলছি যে আমরা নিজেদের বিচ্ছিন্ন করতে পারি Dialogue: 0,0:17:33.00,0:17:35.00,Default,,0000,0000,0000,,এবং নিজদের মাথার ভিতরে যেতে পারি Dialogue: 0,0:17:35.00,0:17:38.00,Default,,0000,0000,0000,,কিছুটা বেশি সময়ের জন্যে। Dialogue: 0,0:17:39.00,0:17:42.00,Default,,0000,0000,0000,,তিন নম্বরঃ Dialogue: 0,0:17:42.00,0:17:44.00,Default,,0000,0000,0000,,নিজের ব্যাগের ভিতরে একটি ভালভাবে দৃষ্টি দেন Dialogue: 0,0:17:44.00,0:17:46.00,Default,,0000,0000,0000,,এবং কেন আপনি তা সেখানে রেখেছেন। Dialogue: 0,0:17:46.00,0:17:48.00,Default,,0000,0000,0000,,সুতরাং বহির্মুখীরা, Dialogue: 0,0:17:48.00,0:17:50.00,Default,,0000,0000,0000,,আপনাদের ব্যাগগুলোও হয়তো বই দিয়ে ভরা, Dialogue: 0,0:17:50.00,0:17:52.00,Default,,0000,0000,0000,,অথবা তারা স্যাম্পেনের গ্লাস দিয়ে ভরা Dialogue: 0,0:17:52.00,0:17:55.00,Default,,0000,0000,0000,,অথবা স্কাইডাইভিং এর সরঞ্জাম দিয়ে। Dialogue: 0,0:17:55.00,0:17:59.00,Default,,0000,0000,0000,,তা যাই হোক না কেন, আমি আশা করি আপনি যখনই সুযোগ পাবেন তা বের বের করবেন Dialogue: 0,0:17:59.00,0:18:02.00,Default,,0000,0000,0000,,এবং আমাদেরকে অভিভুত করবেন আপনার শক্তি এবং প্রফুল্লতা দিয়ে। Dialogue: 0,0:18:02.00,0:18:05.00,Default,,0000,0000,0000,,কিন্তু অন্তর্মুখীদের ক্ষেত্রে, আপনি আপনার মতো থাকায়, Dialogue: 0,0:18:05.00,0:18:07.00,Default,,0000,0000,0000,,সম্ভবত আপনার প্রেরণা রয়েছে আপনার ব্যাগের ভেতরের Dialogue: 0,0:18:07.00,0:18:09.00,Default,,0000,0000,0000,,জিনিস রক্ষা করার ক্ষেত্রে। Dialogue: 0,0:18:09.00,0:18:11.00,Default,,0000,0000,0000,,এবং তা ঠিক আছে। Dialogue: 0,0:18:11.00,0:18:13.00,Default,,0000,0000,0000,,কিন্তু মাঝে মাঝে,একটু মাঝে মাঝে Dialogue: 0,0:18:13.00,0:18:16.00,Default,,0000,0000,0000,,আমি আশা করি অন্যদের দেখানোর জন্যে আপনারা আপনাদের ব্যাগগুলো খুলবেন, Dialogue: 0,0:18:16.00,0:18:19.00,Default,,0000,0000,0000,,কারণ বিশ্বকে আপনাদের দরকার এবং এর দরকার আপনার যা বহন করছেন। Dialogue: 0,0:18:21.00,0:18:23.00,Default,,0000,0000,0000,,সুতরাং আমি মঙ্গল কামনা করি আপনাদের সকল সম্ভাব্য যাত্রায় Dialogue: 0,0:18:23.00,0:18:26.00,Default,,0000,0000,0000,,এবং নরম সুরে কথা বলার সাহসের ক্ষেত্রে। Dialogue: 0,0:18:26.00,0:18:28.00,Default,,0000,0000,0000,,অনেক ধন্যবাদ। Dialogue: 0,0:18:28.00,0:18:32.00,Default,,0000,0000,0000,,(তালি) Dialogue: 0,0:18:32.00,0:18:35.00,Default,,0000,0000,0000,,ধন্যবাদ। ধন্যবাদ। Dialogue: 0,0:18:35.00,0:18:42.00,Default,,0000,0000,0000,,(তালি)