[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:07.00,Default,,0000,0000,0000,,শুভ সকাল। কেমন আছেন আপনারা? সময়টা খুব ভাল গেছে, তাই না? Dialogue: 0,0:00:07.00,0:00:11.00,Default,,0000,0000,0000,,আমি এই পুরো ব্যাপারটা নিয়ে বেশ অবাক হয়ে গেছি। Dialogue: 0,0:00:11.00,0:00:15.00,Default,,0000,0000,0000,,এমনকি দেখুন, আমি চলেই যাচ্ছি! (হাসি) Dialogue: 0,0:00:15.00,0:00:19.00,Default,,0000,0000,0000,,এই আলোচনাসভায় আরো তিনটি বিষয়বস্তু ছিল, তাই না, Dialogue: 0,0:00:19.00,0:00:23.00,Default,,0000,0000,0000,,যেগুলো তার সাথে সম্পর্কযুক্ত Dialogue: 0,0:00:23.00,0:00:25.00,Default,,0000,0000,0000,,যা নিয়ে আমি এখন কথা বলতে চাই। Dialogue: 0,0:00:25.00,0:00:29.00,Default,,0000,0000,0000,,একটা হচ্ছে মানুষের সৃজনশীলতার অসাধারন একটি প্রমান, Dialogue: 0,0:00:29.00,0:00:32.00,Default,,0000,0000,0000,,যা এখানকার সব উপস্থাপনার মধ্যে Dialogue: 0,0:00:32.00,0:00:35.00,Default,,0000,0000,0000,,এবং সব মানুষের মধ্যে দেখা যাচ্ছে। খেয়াল করুন এর বিভিন্ন ধরন Dialogue: 0,0:00:35.00,0:00:38.00,Default,,0000,0000,0000,,এবং বিভিন্ন ক্রমসীমা। দ্বিতীয়টা হচ্ছে Dialogue: 0,0:00:38.00,0:00:41.00,Default,,0000,0000,0000,,এটা আমাদেরকে এমনি এক জায়গায় নিয়ে এসেছে যে আমরা জানি না কি হতে পারে, Dialogue: 0,0:00:41.00,0:00:43.00,Default,,0000,0000,0000,,ভবিষ্যৎ নিয়ে বলছি আর কি। কোন ধারণাই নেই Dialogue: 0,0:00:43.00,0:00:45.00,Default,,0000,0000,0000,,এটা কোন পর্যায়ে শেষ হবে। Dialogue: 0,0:00:45.00,0:00:48.00,Default,,0000,0000,0000,,আমার শিক্ষা বিষয়ে বিশেষ আগ্রহ আছে -- Dialogue: 0,0:00:48.00,0:00:51.00,Default,,0000,0000,0000,,আসলে কি, আমি সবার মাঝেই শিক্ষার প্রতি আকর্ষন খুঁজে পাই। Dialogue: 0,0:00:51.00,0:00:53.00,Default,,0000,0000,0000,,আপনি কি পান না? আমি এটাতে অনেক মজা পাই। Dialogue: 0,0:00:53.00,0:00:56.00,Default,,0000,0000,0000,,আপনি যদি কোথাও রাতের খাবারের দাওয়াতে যান, এবং বলেন Dialogue: 0,0:00:56.00,0:00:59.00,Default,,0000,0000,0000,,আপনি শিক্ষা নিয়ে কাজ করেন-- Dialogue: 0,0:00:59.00,0:01:06.00,Default,,0000,0000,0000,,আসলে কি, আপনি অধিকাংশ সময়ই রাতে খাওয়ার দাওয়াতে থাকেন না, যদি আপনি শিক্ষা নিয়ে কাজ করেন। (হাসি) Dialogue: 0,0:01:06.00,0:01:09.00,Default,,0000,0000,0000,,থাক্ সে কথা (হাসি) আপনাকে জিজ্ঞেস করা হয় না। Dialogue: 0,0:01:09.00,0:01:14.00,Default,,0000,0000,0000,,এবং উৎসাহী হয়ে আপনাকে কেউ উলটো জিজ্ঞেসও করে না। এটা আমার কাছে অদ্ভুত লাগে। Dialogue: 0,0:01:14.00,0:01:16.00,Default,,0000,0000,0000,,কিন্তু যদি জিজ্ঞেস করা হয়, এবং এটা যদি আপনি কাউকে বলেন, Dialogue: 0,0:01:16.00,0:01:18.00,Default,,0000,0000,0000,,জানেনই তো, তারা হয়ত বলল "আপনি কি করেন?" Dialogue: 0,0:01:18.00,0:01:20.00,Default,,0000,0000,0000,,এবং আপনি বললেন আপনি শিক্ষা নিয়ে কাজ করেন, Dialogue: 0,0:01:20.00,0:01:24.00,Default,,0000,0000,0000,,আপনি দেখবেন তাদের মুখের চামড়া রক্তিম লাল হয়ে যাবে। তারা বলবে, Dialogue: 0,0:01:24.00,0:01:30.00,Default,,0000,0000,0000,,"হায় খোদা! আমি কেন? পুরো সপ্তাহে এক রাতই আমি বের হয়েছি যা কিনা বরবাদ হয়ে গেল।" (হাসি) Dialogue: 0,0:01:30.00,0:01:32.00,Default,,0000,0000,0000,,কিন্তু আপনি যদি তাদের শিক্ষার কথা জিজ্ঞেস করেন, Dialogue: 0,0:01:32.00,0:01:34.00,Default,,0000,0000,0000,,তাহলে তারা আপনার পিঠ দেয়ালে ঠেকাবে। কারণ এটা সেসব জিনিসের মধ্যে একটা Dialogue: 0,0:01:34.00,0:01:37.00,Default,,0000,0000,0000,,যা কিনা একটা মানুষের সুগভীরে পৌছায়। আমি ঠিক বলেছি? Dialogue: 0,0:01:37.00,0:01:40.00,Default,,0000,0000,0000,,যেমন ধর্ম, এবং টাকা-পয়সা এবং অনান্য কিছু জিনিস। Dialogue: 0,0:01:40.00,0:01:44.00,Default,,0000,0000,0000,,শিক্ষা নিয়ে আমার বিশাল আগ্রহ, এবং আমার মনে হয় সবারই। Dialogue: 0,0:01:44.00,0:01:46.00,Default,,0000,0000,0000,,এটার প্রতি আমরা এতো গুরুত্ব দিচ্ছি Dialogue: 0,0:01:46.00,0:01:49.00,Default,,0000,0000,0000,,খানিকটা এজন্য যে শিক্ষাই আমাদের জানাতে পারে Dialogue: 0,0:01:49.00,0:01:52.00,Default,,0000,0000,0000,,ভবিষ্যৎ সম্পর্কে, যা আমরা কখনো ধরতে পারব না। Dialogue: 0,0:01:52.00,0:01:55.00,Default,,0000,0000,0000,,চিন্তা করুন, এই বছর যে শিশু স্কুল শুরু করবে Dialogue: 0,0:01:55.00,0:02:01.00,Default,,0000,0000,0000,,অবসর নেবে ২০৬৫ সালে। কারোর কোন ধারনাই নেই -- Dialogue: 0,0:02:01.00,0:02:04.00,Default,,0000,0000,0000,,গত চারদিনে বিশেষজ্ঞদের ভাবনা সম্পর্কে জানা সত্ত্বেও, যে Dialogue: 0,0:02:04.00,0:02:06.00,Default,,0000,0000,0000,,পৃথিবীটাকে কেমন দেখাবে Dialogue: 0,0:02:06.00,0:02:08.00,Default,,0000,0000,0000,,সামনের পাঁচ বছরে। তবুও আমাদের তার জন্য শিশুদের Dialogue: 0,0:02:08.00,0:02:11.00,Default,,0000,0000,0000,,শিক্ষা দিতে হবে। তাই এখানে পূর্বাভাস না পাওয়ার ব্যাপারটা Dialogue: 0,0:02:11.00,0:02:13.00,Default,,0000,0000,0000,,আমি মনে করি, অস্বাভাবিক। Dialogue: 0,0:02:13.00,0:02:15.00,Default,,0000,0000,0000,,আর তৃতীয়টা হচ্ছে আমাদের সবার সম্মতি Dialogue: 0,0:02:15.00,0:02:20.00,Default,,0000,0000,0000,,যে সত্যিকারেই কিছু অসাধারণ ক্ষমতা শিশুদের আছে -- Dialogue: 0,0:02:20.00,0:02:23.00,Default,,0000,0000,0000,,যেমন তাদের নতুনত্বকে ধারন করার ক্ষমতা । Dialogue: 0,0:02:23.00,0:02:25.00,Default,,0000,0000,0000,,এই যেমন ধরুন গত রাতের সিরিনাকে; সে ছিল একটা চমক, Dialogue: 0,0:02:25.00,0:02:28.00,Default,,0000,0000,0000,,তাই না? আমরা দেখেছি সে কি করতে পারে। Dialogue: 0,0:02:28.00,0:02:33.00,Default,,0000,0000,0000,,এবং সে ব্যাতিক্রম। কিন্তু আমার তা মনে হয় না, অর্থাৎ Dialogue: 0,0:02:33.00,0:02:36.00,Default,,0000,0000,0000,,পুরোটা শৈশবই সবার থেকে ব্যাতিক্রম নয়.......................................... Dialogue: 0,0:02:36.00,0:02:39.00,Default,,0000,0000,0000,,এখানে ব্যাপারটা হল অসাধারণ সংকল্প, যার মাধ্যমে সে নিজের Dialogue: 0,0:02:39.00,0:02:41.00,Default,,0000,0000,0000,,প্রতিভাকে খুঁজে পেয়েছে। আমার কাছে বিবাদের কথা হল Dialogue: 0,0:02:41.00,0:02:43.00,Default,,0000,0000,0000,,সব শিশুরই মুগ্ধ করা প্রতিভা রয়েছে। Dialogue: 0,0:02:43.00,0:02:45.00,Default,,0000,0000,0000,,এবং আমরা সেগুলোকে খুব নিষ্ঠুরভাবে নষ্ট করি। Dialogue: 0,0:02:45.00,0:02:48.00,Default,,0000,0000,0000,,তাই আমি শিক্ষা নিয়ে কথা বলতে চাই এবং Dialogue: 0,0:02:48.00,0:02:51.00,Default,,0000,0000,0000,,সৃজনশীলতা নিয়ে কথা বলতে চাই। আমার কথা হল Dialogue: 0,0:02:51.00,0:02:54.00,Default,,0000,0000,0000,,এখন শিক্ষাক্ষেত্রে সাক্ষরতার মতই সৃজনশীলতাও গুরুত্বপূর্ণ, Dialogue: 0,0:02:54.00,0:02:58.00,Default,,0000,0000,0000,,এবং আমাদেরও উচিত এটাকে একই চোখে দেখা। Dialogue: 0,0:02:58.00,0:03:06.00,Default,,0000,0000,0000,,(তালি) ধন্যবাদ আপনাদের। Dialogue: 0,0:03:06.00,0:03:10.00,Default,,0000,0000,0000,,এতটুকুই ছিল। অনেক ধন্যবাদ। (হাসি) Dialogue: 0,0:03:10.00,0:03:17.00,Default,,0000,0000,0000,,তো, এখনো ১৫ মিনিট বাকি। তো, আমি জন্ম নিলাম... আর... না... (হাসি) Dialogue: 0,0:03:17.00,0:03:21.00,Default,,0000,0000,0000,,সম্প্রতি খুব সুন্দর একটা গল্প শুনেছি। সেটা বলতে আমার খুব ভাল লাগে -- Dialogue: 0,0:03:21.00,0:03:25.00,Default,,0000,0000,0000,,গল্পটা ছয় বছরের এক ছোট্ট মেয়ের ছবি আঁকার ক্লাস নিয়ে। Dialogue: 0,0:03:25.00,0:03:27.00,Default,,0000,0000,0000,,সেদিন সে পিছনে বসে ছবি আঁকছিল, Dialogue: 0,0:03:27.00,0:03:29.00,Default,,0000,0000,0000,,তার শিক্ষিকা জানিয়েছেন এমনিতে মেয়েটা কখনোই মনোযোগ দিত না, Dialogue: 0,0:03:29.00,0:03:33.00,Default,,0000,0000,0000,,কিন্তু সেইদিন সে মনোযোগ দিয়েছিল। শিক্ষিকা অভিভূত হলেন। Dialogue: 0,0:03:33.00,0:03:35.00,Default,,0000,0000,0000,,তিনি মেয়েটার কাছে গেলেন এবং Dialogue: 0,0:03:35.00,0:03:38.00,Default,,0000,0000,0000,,জিজ্ঞেস করলেন, "তুমি কী আঁকছ?" Dialogue: 0,0:03:38.00,0:03:41.00,Default,,0000,0000,0000,,মেয়েটা উত্তর দিল, "আমি ঈশ্বরের একটা ছবি আকছি।" Dialogue: 0,0:03:41.00,0:03:44.00,Default,,0000,0000,0000,,শিক্ষিকা বললেন, "কিন্তু ঈশ্বর কেমন দেখতে, তা তো কেউ জানে না।" Dialogue: 0,0:03:44.00,0:03:51.00,Default,,0000,0000,0000,,মেয়েটা বলল, "কয়েক মিনিট পরেই তারা জানতে পারবে।" Dialogue: 0,0:03:51.00,0:03:52.00,Default,,0000,0000,0000,,(হাসি) Dialogue: 0,0:03:52.00,0:03:57.00,Default,,0000,0000,0000,,ইংল্যান্ডে, যখন আমার ছেলের বয়স চার ছিল -- Dialogue: 0,0:03:57.00,0:04:00.00,Default,,0000,0000,0000,,সত্যি কথা বলতে, সবখানেই ওর বয়স চার ছিল। (হাসি) Dialogue: 0,0:04:00.00,0:04:06.00,Default,,0000,0000,0000,,বলতে গেলে, ও যেখানেই গেছে, ওর বয়স চারই ছিল প্রতি বছর (হাসি) Dialogue: 0,0:04:06.00,0:04:08.00,Default,,0000,0000,0000,,ও ক্রিসমাসের নাটকে অভিনয় করেছিল। Dialogue: 0,0:04:08.00,0:04:11.00,Default,,0000,0000,0000,,আপনাদের কাহিনীটা মনে আছে? (হাসি) না! কাহিনিটা বেশ বড়। Dialogue: 0,0:04:11.00,0:04:14.00,Default,,0000,0000,0000,,মেল গিবসন ওটার সিকুয়াল নির্মাণ করেছেন। আপনারা হয়তো দেখেছেন। (হাসি) Dialogue: 0,0:04:14.00,0:04:19.00,Default,,0000,0000,0000,,"ন্যাটিভিটি টু।" কিন্তু জোসেফের চরিত্রটা পেল জেমস, Dialogue: 0,0:04:19.00,0:04:22.00,Default,,0000,0000,0000,,সেটা নিয়ে আমরা খুব শিহরিত ছিলাম। Dialogue: 0,0:04:22.00,0:04:24.00,Default,,0000,0000,0000,,আমরা সেটাকে অন্যতম প্রধান চরিত্র বিবেচনা করেছিলাম। Dialogue: 0,0:04:24.00,0:04:26.00,Default,,0000,0000,0000,,পুরো জায়গাটা দর্শকে ঠাসাঠাসি হয়ে গিয়েছিল, টিশার্টে লেখা ছিলঃ Dialogue: 0,0:04:26.00,0:04:29.00,Default,,0000,0000,0000,,"জেমস রবিনসন আজ জোসেফ!" (হাসি) Dialogue: 0,0:04:29.00,0:04:31.00,Default,,0000,0000,0000,,ওকে কোন কথাই বলতে হয়নি, কিন্তু আপনারা তো জানেনই Dialogue: 0,0:04:31.00,0:04:34.00,Default,,0000,0000,0000,,একটা সময় তিনজন রাজা আসেন। তারা উপহার সাথে আনেন, Dialogue: 0,0:04:34.00,0:04:36.00,Default,,0000,0000,0000,,এবং আনেন সোনা, সুগন্ধি আঠা (ফ্রাংকিনসেন্স) আর সুগন্ধি নির্যাস (ম্যর)। Dialogue: 0,0:04:36.00,0:04:38.00,Default,,0000,0000,0000,,এটা সত্যিই হয়েছিল। আমরা সেখানে বসে ছিলাম Dialogue: 0,0:04:38.00,0:04:40.00,Default,,0000,0000,0000,,আর আমার মনে হল তখন ওরা সিকুয়েন্স ভুলে গেছে, Dialogue: 0,0:04:40.00,0:04:42.00,Default,,0000,0000,0000,,কারণ পরে আমরা ছোট্ট ছেলেটার সাথে কথা বললাম, জিজ্ঞেস করলাম, Dialogue: 0,0:04:42.00,0:04:44.00,Default,,0000,0000,0000,,"তুমি কি ঠিক আছ?" সে উত্তর দিল, "হ্যা, কেন? কিছু কি ভুল হয়েছে?" Dialogue: 0,0:04:44.00,0:04:46.00,Default,,0000,0000,0000,,ওরা গুলিয়ে ফেলেছিল, ব্যস। Dialogue: 0,0:04:46.00,0:04:47.00,Default,,0000,0000,0000,,যাক, তো সেই তিনটি ছেলে এল -- Dialogue: 0,0:04:47.00,0:04:49.00,Default,,0000,0000,0000,,চার বছর বয়সী, মাথায় তোয়ালে পেঁচানো অবস্থায় -- Dialogue: 0,0:04:49.00,0:04:52.00,Default,,0000,0000,0000,,তারা ওই বাক্সগুলোকে নিচে রাখলো, Dialogue: 0,0:04:52.00,0:04:54.00,Default,,0000,0000,0000,,প্রথম ছেলেটা বলল, "আমি তোমার জন্য সোনা এনেছি।" Dialogue: 0,0:04:54.00,0:04:57.00,Default,,0000,0000,0000,,দ্বিতীয় ছেলেটা বলল, "আমি তোমার জন্য সুগন্ধি নির্যাস এনেছি।" Dialogue: 0,0:04:57.00,0:05:11.00,Default,,0000,0000,0000,,আর তৃতীয় ছেলেটা বলল, "ফ্রাংক এটা পাঠিয়েছে (ফ্রাংক সেন্ট দিস)" (হাসি) Dialogue: 0,0:05:11.00,0:05:13.00,Default,,0000,0000,0000,,শিশুদের মধ্যে এখানে সাধারণ একটা ব্যাপার হল, ওরা সুযোগ নেয়। Dialogue: 0,0:05:13.00,0:05:16.00,Default,,0000,0000,0000,,ওরা যদি কিছু নাও জানে, তবুও ওরা তা চেষ্টা করে দেখে। Dialogue: 0,0:05:16.00,0:05:19.00,Default,,0000,0000,0000,,ঠিক বলেছি? ওরা ভুল করাকে ভয় পায় না। Dialogue: 0,0:05:19.00,0:05:24.00,Default,,0000,0000,0000,,আমি বলছি না যে ভুল করা আর সৃজনশীলতা একই কথা। Dialogue: 0,0:05:24.00,0:05:25.00,Default,,0000,0000,0000,,আমরা যেটা জানি সেটা হল Dialogue: 0,0:05:25.00,0:05:28.00,Default,,0000,0000,0000,,আপনি যদি ভুল করতে প্রস্তুত না থাকেন, Dialogue: 0,0:05:28.00,0:05:31.00,Default,,0000,0000,0000,,তবে আপনি কখনোই মৌলিক কিছু করতে পারবেন না -- Dialogue: 0,0:05:31.00,0:05:34.00,Default,,0000,0000,0000,,যদি ভুল করতে প্রস্তুত না থাকেন। আর যতদিনে এসব শিশুরা পূর্ণবয়স্ক হয়, Dialogue: 0,0:05:34.00,0:05:36.00,Default,,0000,0000,0000,,অধিকাংশই এই ক্ষমতাটা হারিয়ে ফেলে। Dialogue: 0,0:05:36.00,0:05:39.00,Default,,0000,0000,0000,,ওরা নিজের ভুল করা নিয়ে ভীত হয়ে পড়ে। Dialogue: 0,0:05:39.00,0:05:41.00,Default,,0000,0000,0000,,এবং আমরা কিন্তু এভাবেই আমাদের সান্নিধ্য জাহির করি। Dialogue: 0,0:05:41.00,0:05:44.00,Default,,0000,0000,0000,,আমরা ভুলকে কলঙ্কিত করি। আমরা এখন এমন Dialogue: 0,0:05:44.00,0:05:47.00,Default,,0000,0000,0000,,জাতীয় শিক্ষাব্যবস্থা চালাচ্ছি যেখানে ভুল করাকে Dialogue: 0,0:05:47.00,0:05:50.00,Default,,0000,0000,0000,,একবারেই নিকৃষ্ট হিসেবে ধরা হয়। Dialogue: 0,0:05:50.00,0:05:53.00,Default,,0000,0000,0000,,আর তার ফল হল, আমরা মানুষকে শিক্ষিত করে তার নিজের Dialogue: 0,0:05:53.00,0:05:56.00,Default,,0000,0000,0000,,সৃজনশীলতার বাইরে আনছি। পিকাসো বলে গেছেন -- Dialogue: 0,0:05:56.00,0:05:59.00,Default,,0000,0000,0000,,"সব শিশুই জন্মগতভাবে শিল্পী।" সমস্যাটা হল, Dialogue: 0,0:05:59.00,0:06:03.00,Default,,0000,0000,0000,,বড় হওয়ার সাথে সাথে সেই শিল্পীসত্তাকে ধরে রাখা। আমি গভীরভাবে বিশ্বাস করি যে, Dialogue: 0,0:06:03.00,0:06:05.00,Default,,0000,0000,0000,,আমরা সৃজনশীলতার ভিতরে বেড়ে উঠি না, ক্রমান্বয়ে Dialogue: 0,0:06:05.00,0:06:08.00,Default,,0000,0000,0000,,আমরা এর বাইরে যেতে থাকি। ভালভাবে বললে, শিক্ষিত হয়ে আমরা এর বাইরে যেতে থাকি। Dialogue: 0,0:06:08.00,0:06:10.00,Default,,0000,0000,0000,,কেন এমন হয়? Dialogue: 0,0:06:10.00,0:06:14.00,Default,,0000,0000,0000,,পাঁচ বছর আগ পর্যন্তও আমি স্টার্টফোর্ড-অন-এভানে থাকতাম। Dialogue: 0,0:06:14.00,0:06:16.00,Default,,0000,0000,0000,,এমনকি, আমরা স্টার্টফোর্ড থেকেই লস এঞ্জেলসে এসেছি। Dialogue: 0,0:06:16.00,0:06:20.00,Default,,0000,0000,0000,,আপনারা বুঝতেই পারছেন কতটা নিখুঁত ছিল অবস্থান্তরটা ! Dialogue: 0,0:06:20.00,0:06:22.00,Default,,0000,0000,0000,,(হাসি) আসলে, Dialogue: 0,0:06:22.00,0:06:24.00,Default,,0000,0000,0000,,আমরা থাকতাম স্নিটারফিল্ডে, Dialogue: 0,0:06:24.00,0:06:26.00,Default,,0000,0000,0000,,স্টার্টফোর্ডের একটু বাইরে, যেখানে শেক্সপিয়ারের বাবার জন্ম। Dialogue: 0,0:06:26.00,0:06:31.00,Default,,0000,0000,0000,,নতুন কোন ভাবনায় আটকে গেলেন? আমি কিন্তু আটকেছিলাম। Dialogue: 0,0:06:31.00,0:06:33.00,Default,,0000,0000,0000,,শেক্সপিয়ারেরও যে বাবা আছে, তা আপনি কখনো চিন্তা করেন না, করেন কি? Dialogue: 0,0:06:33.00,0:06:35.00,Default,,0000,0000,0000,,কারন আপনারা নিশ্চয়ই শেক্সপিয়ারকে শিশু Dialogue: 0,0:06:35.00,0:06:37.00,Default,,0000,0000,0000,,হিসেবে চিন্তা করেন না, তাই না? Dialogue: 0,0:06:37.00,0:06:40.00,Default,,0000,0000,0000,,সাত বছরের শেক্সপিয়ার? আমি কখনোই ভাবিনি। বলতে চাচ্ছি যে, সেও কখনো Dialogue: 0,0:06:40.00,0:06:42.00,Default,,0000,0000,0000,,সাত বছরের ছিল। সেও কোন শিক্ষকের ইংরেজি ক্লাসে যেত Dialogue: 0,0:06:42.00,0:06:51.00,Default,,0000,0000,0000,,তাই না? সেটা কতটা বিরক্তিকর হতে পারে? (হাসি) Dialogue: 0,0:06:51.00,0:07:05.00,Default,,0000,0000,0000,,"আরো ভালভাবে চেষ্টা কর" (হাসি) শেক্সপিয়ারের বাবা তাকে Dialogue: 0,0:07:05.00,0:07:08.00,Default,,0000,0000,0000,,বিছানায় পাঠিয়ে বললেন "এখুনি ঘুমাতে যাও।" Dialogue: 0,0:07:08.00,0:07:10.00,Default,,0000,0000,0000,,"পেন্সিলটা রেখে দাও। Dialogue: 0,0:07:10.00,0:07:18.00,Default,,0000,0000,0000,,আর এভাবে কথা বলা বন্ধ কর। এটা সবাইকে হতবুদ্ধ করে দিচ্ছে।" Dialogue: 0,0:07:18.00,0:07:23.00,Default,,0000,0000,0000,,(হাসি) Dialogue: 0,0:07:23.00,0:07:26.00,Default,,0000,0000,0000,,সেকথা থাক, আমরা স্টার্টফোর্ড থেকে লস এঞ্জেলস চলে এলাম, Dialogue: 0,0:07:26.00,0:07:30.00,Default,,0000,0000,0000,,আমি এই অবস্থান্তর সম্পর্কে একটা কথা বলতে চাই, Dialogue: 0,0:07:30.00,0:07:33.00,Default,,0000,0000,0000,,আসলে আমার ছেলে আসতে চায়নি। Dialogue: 0,0:07:33.00,0:07:36.00,Default,,0000,0000,0000,,আমার দুইটি সন্তান রয়েছে। ছেলের বয়স এখন ২১, মেয়েটার ১৬ । Dialogue: 0,0:07:36.00,0:07:38.00,Default,,0000,0000,0000,,ছেলেটা আসতে চায়নি লস আঞ্জেলসে। ও পছন্দ করত, Dialogue: 0,0:07:38.00,0:07:43.00,Default,,0000,0000,0000,,কিন্তু ওর ইংল্যান্ডের এক মেয়েবন্ধু ছিল। সে-ই ছিল আমার ছেলের জীবনের ভালবাসা, Dialogue: 0,0:07:43.00,0:07:45.00,Default,,0000,0000,0000,,সারাহ। ও তাকে এক মাস ধরে চিনতো ! (হাসি) Dialogue: 0,0:07:45.00,0:07:48.00,Default,,0000,0000,0000,,আবার বলছি, ওরা ওদের সম্পর্কের ৪র্থ বার্ষিকী পালন করেছে, Dialogue: 0,0:07:48.00,0:07:52.00,Default,,0000,0000,0000,,কারণ ১৬ বছর বয়সে এটা একটা বিশাল সময়। Dialogue: 0,0:07:52.00,0:07:54.00,Default,,0000,0000,0000,,প্লেনের মধ্যে আমার ছেলের মন খুব খারাপ ছিল। Dialogue: 0,0:07:54.00,0:07:56.00,Default,,0000,0000,0000,,আর ও বলছিল, "আমি আর কখনো সারাহ-র মত কাউকে খুঁজে পাবো না।" Dialogue: 0,0:07:56.00,0:07:58.00,Default,,0000,0000,0000,,সত্যি বলতে কি, আমরা কিন্তু এসব দেখে খুশি হয়েছিলাম, (হাসি) Dialogue: 0,0:07:58.00,0:08:10.00,Default,,0000,0000,0000,,কেননা মেয়েটাই আমাদের ওই দেশ ছাড়ার প্রধান কারন ছিল! (হাসি) Dialogue: 0,0:08:10.00,0:08:13.00,Default,,0000,0000,0000,,কিন্তু কিছু একটা আঘাত করে যখন Dialogue: 0,0:08:13.00,0:08:16.00,Default,,0000,0000,0000,,কেউ আমেরিকায় আসে Dialogue: 0,0:08:16.00,0:08:18.00,Default,,0000,0000,0000,,এবং যখন কেউ বিশ্বভ্রমনে বের হয়। Dialogue: 0,0:08:18.00,0:08:22.00,Default,,0000,0000,0000,,বিশ্বের সব শিক্ষাব্যবস্থাতেই বিভিন্ন বিষয়ে একই ক্রম মেনে চলা হয়। Dialogue: 0,0:08:22.00,0:08:24.00,Default,,0000,0000,0000,,প্রত্যেকটায়। আপনি যেখানেই যান না কেন। Dialogue: 0,0:08:24.00,0:08:26.00,Default,,0000,0000,0000,,আপনি ভাববেন হয়তো অন্যরকম হতে পারে, কিন্তু তা নয়। Dialogue: 0,0:08:26.00,0:08:29.00,Default,,0000,0000,0000,,সবচেয়ে উপরে আছে গনিত আর ভাষা, Dialogue: 0,0:08:29.00,0:08:31.00,Default,,0000,0000,0000,,তারপর মানবিক, আর সবচেয়ে নিচে শিল্পকলা। Dialogue: 0,0:08:31.00,0:08:33.00,Default,,0000,0000,0000,,বিশ্বের সব জায়গায়। Dialogue: 0,0:08:33.00,0:08:36.00,Default,,0000,0000,0000,,এবং অধিকাংশ ব্যাবস্থাতেই আবার শিল্পকলার মধ্যেও Dialogue: 0,0:08:36.00,0:08:38.00,Default,,0000,0000,0000,,ক্রমধারা আছে। Dialogue: 0,0:08:38.00,0:08:40.00,Default,,0000,0000,0000,,সাধারনত শিল্পকলা আর সংগীতকে স্কুলগুলোতে উচ্চমর্যাদা দেয়া হয়। Dialogue: 0,0:08:40.00,0:08:43.00,Default,,0000,0000,0000,,তারপরই আছে নাট্যকলা আর নৃত্য। এই গ্রহে একটা শিক্ষাব্যাবস্থাও এমন নেই Dialogue: 0,0:08:43.00,0:08:45.00,Default,,0000,0000,0000,,যেখানে প্রতিদিন শিক্ষকরা শিক্ষার্থীদের নেচে দেখান Dialogue: 0,0:08:45.00,0:08:48.00,Default,,0000,0000,0000,,যেমন করে আমরা প্রতিদিন অংক করাই। কেন? Dialogue: 0,0:08:48.00,0:08:50.00,Default,,0000,0000,0000,,কেন নেই? আমি মনে করি এটাই জরুরি। Dialogue: 0,0:08:50.00,0:08:53.00,Default,,0000,0000,0000,,আমি মনে করি, অংক খুব গুরুত্বপূর্ণ, কিন্তু নৃত্যও তেমনি গুরুত্বপূর্ণ। Dialogue: 0,0:08:53.00,0:08:56.00,Default,,0000,0000,0000,,বাচ্চারা সারাক্ষন নাচবে যদি তাদের অনুমতি দেয়া হয়, আমরাও কিন্তু তেমনি। Dialogue: 0,0:08:56.00,0:08:59.00,Default,,0000,0000,0000,,আমাদের সবারই দেহ আছে, তাই না? আমি কি কোন সভায় অনুপস্থিত ছিলাম? Dialogue: 0,0:08:59.00,0:09:03.00,Default,,0000,0000,0000,,(হাসি) সত্যি কথা হল, যেটা হয়, Dialogue: 0,0:09:03.00,0:09:05.00,Default,,0000,0000,0000,,শিশুরা যখন বড় হয়, আমরা তাদের কোমরের উপর থেকে গভীরভাবে শেখাতে শুরু করি Dialogue: 0,0:09:05.00,0:09:08.00,Default,,0000,0000,0000,,আর তারপর আমরা তাদের মাথার দিকে নজর দেই। Dialogue: 0,0:09:08.00,0:09:10.00,Default,,0000,0000,0000,,তারপর হালকাভাবে একদিকে। Dialogue: 0,0:09:10.00,0:09:14.00,Default,,0000,0000,0000,,আপনাকে যদি বাইরের কেউ হিসাবে শিক্ষাক্ষেত্র ঘুরিয়ে এনে Dialogue: 0,0:09:14.00,0:09:17.00,Default,,0000,0000,0000,,জিগ্যেস করা হত, "কিসের জন্য, এই জনশিক্ষা?" Dialogue: 0,0:09:17.00,0:09:19.00,Default,,0000,0000,0000,,আমার মনে হয় আপনি বলতেন -- আপনি যদি ফলাফলের দিকে তাকান, Dialogue: 0,0:09:19.00,0:09:21.00,Default,,0000,0000,0000,,মানে যারা সত্যিই এটার মাধ্যমে সফল; Dialogue: 0,0:09:21.00,0:09:23.00,Default,,0000,0000,0000,,যারা যা যা করার দরকার, তার সব করে; Dialogue: 0,0:09:23.00,0:09:26.00,Default,,0000,0000,0000,,যারা সকল সামাজিক খ্যাতি পায়, যারা বিজয়ী -- আমার মনে হয় Dialogue: 0,0:09:26.00,0:09:29.00,Default,,0000,0000,0000,,আপনাদের বলতে হবে যে পুরো বিশ্ব জুড়ে Dialogue: 0,0:09:29.00,0:09:30.00,Default,,0000,0000,0000,,জনশিক্ষার প্রধান লক্ষ্য হল Dialogue: 0,0:09:30.00,0:09:34.00,Default,,0000,0000,0000,,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গড়ে তোলা। তাই না? Dialogue: 0,0:09:34.00,0:09:36.00,Default,,0000,0000,0000,,তারাই তো পরীক্ষায় প্রথম হওয়া ছাত্র। Dialogue: 0,0:09:37.00,0:09:40.00,Default,,0000,0000,0000,,আমিও এরকম একজনই ছিলাম, তাই আরকি। (হাসি) Dialogue: 0,0:09:40.00,0:09:44.00,Default,,0000,0000,0000,,আর আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পছন্দ করি, কিন্তু Dialogue: 0,0:09:44.00,0:09:48.00,Default,,0000,0000,0000,,তাদেরকে সব মানুষের অর্জনের ক্ষেত্রেই সর্বোচ্চ হিসেবে দেখা উচিত নয়। Dialogue: 0,0:09:48.00,0:09:50.00,Default,,0000,0000,0000,,এটা জীবনযাপনের একটা গঠন মাত্র, Dialogue: 0,0:09:50.00,0:09:52.00,Default,,0000,0000,0000,,অন্যতম গঠন। কিন্তু এই ধরনটা বেশ আগ্রহী। Dialogue: 0,0:09:52.00,0:09:54.00,Default,,0000,0000,0000,,তাদের প্রতি শ্রদ্ধা থেকেই বলছি, Dialogue: 0,0:09:54.00,0:09:57.00,Default,,0000,0000,0000,,আমার অভিজ্ঞতা অনুযায়ী প্রফেসরদের মাঝে কিছু উৎসুক ভাব রয়েছে -- Dialogue: 0,0:09:57.00,0:10:00.00,Default,,0000,0000,0000,,সবার না, কিন্তু অধিকাংশেরই -- তারা তাদের মাথার ভিতরে বসবাস করে। Dialogue: 0,0:10:00.00,0:10:02.00,Default,,0000,0000,0000,,তারা উপরেই বসবাস করে, এবং হালকাভাবে এক দিকে। Dialogue: 0,0:10:02.00,0:10:06.00,Default,,0000,0000,0000,,তারা সত্যিই সত্যিই বিমূর্ত। Dialogue: 0,0:10:06.00,0:10:08.00,Default,,0000,0000,0000,,তারা তাদের শরীরকে তাদের মাথার Dialogue: 0,0:10:08.00,0:10:17.00,Default,,0000,0000,0000,,পরিবহন হিসেবে বিবেচনা করে, তাই না? (হাসি) Dialogue: 0,0:10:17.00,0:10:24.00,Default,,0000,0000,0000,,এটা তাদের মাথাকে বৈঠকে নিয়ে যাওয়ার একটা পরিবহন। Dialogue: 0,0:10:24.00,0:10:27.00,Default,,0000,0000,0000,,আপনারা Dialogue: 0,0:10:47.00,0:10:53.00,Default,,0000,0000,0000,,এখন, আমাদের শিক্ষাব্যবস্থার ধর্ম "প্রশাসনিক যোগ্যতা"-র উপর ঠিক করা হয়েছে। Dialogue: 0,0:10:53.00,0:10:56.00,Default,,0000,0000,0000,,এখানে একটা কারণ আছে। Dialogue: 0,0:10:56.00,0:10:58.00,Default,,0000,0000,0000,,বিশ্বে এই পুরো ব্যাবস্থাটা উদ্ভাবন করা হয়েছে ১৯ শতকে। Dialogue: 0,0:10:58.00,0:11:00.00,Default,,0000,0000,0000,,সত্যিই তার আগে কোন জনশিক্ষা ব্যাবস্থা ছিল না। Dialogue: 0,0:11:00.00,0:11:03.00,Default,,0000,0000,0000,,সবকিছুই কারখানায় উৎপাদন-মাত্রা বৃদ্ধির Dialogue: 0,0:11:03.00,0:11:04.00,Default,,0000,0000,0000,,প্রয়োজনে করা হয়েছে। Dialogue: 0,0:11:04.00,0:11:07.00,Default,,0000,0000,0000,,তাই শিক্ষার ক্রমধারা দুইটি পর্যায়ে বিভক্ত হল। Dialogue: 0,0:11:07.00,0:11:11.00,Default,,0000,0000,0000,,প্রথমত, যেসব বিষয় কাজের ক্ষেত্রে উপকারী, সেগুলো উপরের দিকে আছে। Dialogue: 0,0:11:11.00,0:11:13.00,Default,,0000,0000,0000,,তাই আপনি যখন ছোট ছিলেন তখন আপনার কিছু ভাল লাগার বিষয়কে Dialogue: 0,0:11:13.00,0:11:15.00,Default,,0000,0000,0000,,খুব যত্নে এড়িয়ে চলতেন, সেগুলোকে মাটিতে ছুড়ে ফেলে দিয়েছেন, Dialogue: 0,0:11:15.00,0:11:17.00,Default,,0000,0000,0000,,এই ভয়ে যে ওগুলো নিয়ে পড়লে আপনি কখনো Dialogue: 0,0:11:17.00,0:11:20.00,Default,,0000,0000,0000,,কোন কাজকর্ম পাবেন না। ঠিক কিনা? Dialogue: 0,0:11:20.00,0:11:22.00,Default,,0000,0000,0000,,সংগীত কর না, তুমি সংগীতকার হবে না; Dialogue: 0,0:11:22.00,0:11:24.00,Default,,0000,0000,0000,,শিল্পের মধ্যে যেওনা, তুমি শিল্পী হবে না। Dialogue: 0,0:11:25.00,0:11:29.00,Default,,0000,0000,0000,,বিনীত পরামর্শ -- এখন, এটা গভীরভাবে ভুল। একটা বিপ্লব এখন Dialogue: 0,0:11:29.00,0:11:30.00,Default,,0000,0000,0000,,পুরো বিশ্বকে গ্রাস করেছে। Dialogue: 0,0:11:30.00,0:11:33.00,Default,,0000,0000,0000,,আর দ্বিতীয়ত হল প্রশাসনিক যোগ্যতা, যেটা আসলেই আমাদের বুদ্ধি নিয়ে দৃষ্টিভঙ্গির Dialogue: 0,0:11:33.00,0:11:34.00,Default,,0000,0000,0000,,উপর প্রভাব বিস্তার করেছে, Dialogue: 0,0:11:34.00,0:11:37.00,Default,,0000,0000,0000,,কারন বিশ্ববিদ্যালয়গুলো তাদের মত করেই ব্যবস্থাটি তৈরি করেছে। Dialogue: 0,0:11:37.00,0:11:39.00,Default,,0000,0000,0000,,আপনারা চিন্তা করলে দেখবেন, আসলে বিশ্বে জনশিক্ষার Dialogue: 0,0:11:39.00,0:11:41.00,Default,,0000,0000,0000,,পুরো ব্যাবস্থাটাই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের Dialogue: 0,0:11:41.00,0:11:43.00,Default,,0000,0000,0000,,একটা দীর্ঘায়িত ব্যাবস্থা। Dialogue: 0,0:11:43.00,0:11:46.00,Default,,0000,0000,0000,,আর তার ফল হল, অনেক উচ্চমানের মেধাবী, উজ্জ্বল, Dialogue: 0,0:11:46.00,0:11:48.00,Default,,0000,0000,0000,,সৃষ্টিশীল মানুষ নিজেদের তা মনে করে না। Dialogue: 0,0:11:48.00,0:11:50.00,Default,,0000,0000,0000,,কারন তারা যে বিষয়ে ভাল ছিল, স্কুলে Dialogue: 0,0:11:50.00,0:11:54.00,Default,,0000,0000,0000,,তার কোন মুল্য ছিল না, অথবা কলঙ্কজনক ছিল। Dialogue: 0,0:11:54.00,0:11:56.00,Default,,0000,0000,0000,,এবং আমার মনে হয় এভাবে আর চলতে দেয়া যায় না। Dialogue: 0,0:11:56.00,0:11:58.00,Default,,0000,0000,0000,,ইউনেস্কো-র মতে, ইতিহাসের শুরু থেকে যত মানুষ Dialogue: 0,0:11:58.00,0:12:01.00,Default,,0000,0000,0000,,স্নাতক করেছে, আগামী ৩০ বছরে Dialogue: 0,0:12:01.00,0:12:03.00,Default,,0000,0000,0000,,এর সংখ্যা তার থেকেও বেশি হবে। Dialogue: 0,0:12:03.00,0:12:05.00,Default,,0000,0000,0000,,আরো মানুষ, আর তা হল আমরা এতক্ষন Dialogue: 0,0:12:05.00,0:12:07.00,Default,,0000,0000,0000,,যেসব নিয়ে কথা বললাম তার সমষ্টি -- অর্থাৎ প্রযুক্তি আর Dialogue: 0,0:12:07.00,0:12:10.00,Default,,0000,0000,0000,,কাজের রুপান্তরের উপর এর প্রভাব, এবং জনসংখ্যা তত্ত্ব Dialogue: 0,0:12:10.00,0:12:12.00,Default,,0000,0000,0000,,আর বিশাল জনসংখ্যার বিস্ফোরণ। Dialogue: 0,0:12:12.00,0:12:15.00,Default,,0000,0000,0000,,হঠাৎ করেই, ডিগ্রী আর কোন কাজের না। সত্যি কিনা? Dialogue: 0,0:12:15.00,0:12:19.00,Default,,0000,0000,0000,,আমি যখন ছাত্র ছিলাম, ডিগ্রী থাকা মানেই চাকরী নিশ্চিত ছিল। Dialogue: 0,0:12:19.00,0:12:22.00,Default,,0000,0000,0000,,তবুও কারো চাকরী না থাকা মানে ছিল সে চাকরী করতেই চায় না। Dialogue: 0,0:12:22.00,0:12:25.00,Default,,0000,0000,0000,,আর সত্যি কথা, আমিও চাইনি। (হাসি) Dialogue: 0,0:12:25.00,0:12:30.00,Default,,0000,0000,0000,,কিন্তু এখন ডিগ্রী থাকলেও বাচ্চারা প্রায়ই বাড়িতে ছুটে আসে Dialogue: 0,0:12:30.00,0:12:31.00,Default,,0000,0000,0000,,ভিডিও গেম খেলা চালিয়ে যাওয়ার জন্য, Dialogue: 0,0:12:31.00,0:12:34.00,Default,,0000,0000,0000,,কারণ চাকরীর জন্য এম.এ. দরকার, যেখানে আগের চাকরীতে Dialogue: 0,0:12:34.00,0:12:37.00,Default,,0000,0000,0000,,বি.এ. করলেই চলতো, আর এখন অন্যগুলোর জন্য পিএইচডি দরকার। Dialogue: 0,0:12:37.00,0:12:39.00,Default,,0000,0000,0000,,এটা প্রশাসনিক স্ফীতির একটা প্রক্রিয়া। Dialogue: 0,0:12:39.00,0:12:41.00,Default,,0000,0000,0000,,এটা ইঙ্গিত করে যে শিক্ষার পুরো গঠনটা আমাদের পায়ের তলাতেই Dialogue: 0,0:12:41.00,0:12:43.00,Default,,0000,0000,0000,,বদলে যাচ্ছে। আমাদের বুদ্ধির প্রতি দৃষ্টিভঙ্গি Dialogue: 0,0:12:43.00,0:12:44.00,Default,,0000,0000,0000,,মৌলিকভাবে পুনর্বিবেচনা করতে হবে। Dialogue: 0,0:12:44.00,0:12:46.00,Default,,0000,0000,0000,,বুদ্ধিবৃত্তি সম্পর্কে আমরা তিনটি জিনিস জানি। Dialogue: 0,0:12:46.00,0:12:49.00,Default,,0000,0000,0000,,প্রথমত, এটা বহুমুখী। আমরা বিশ্বকে সেসব রূপে চিন্তা করি যা আমরা Dialogue: 0,0:12:49.00,0:12:51.00,Default,,0000,0000,0000,,অভিজ্ঞতায় অনুভব করেছি। আমরা চিন্তা করি চাক্ষুষ, Dialogue: 0,0:12:51.00,0:12:54.00,Default,,0000,0000,0000,,শব্দের মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে। Dialogue: 0,0:12:54.00,0:12:57.00,Default,,0000,0000,0000,,আমরা চিন্তা করি বস্তুনিরপেক্ষ ভাবে, নড়াচড়ার মাধ্যমে। Dialogue: 0,0:12:57.00,0:12:59.00,Default,,0000,0000,0000,,দ্বিতীয়ত, বুদ্ধিবৃত্তি প্রগতিশীল (গতিময়)। Dialogue: 0,0:12:59.00,0:13:02.00,Default,,0000,0000,0000,,গতকাল বিভিন্ন উপস্থাপনায় আমরা যা দেখলাম, আপনারা যদি Dialogue: 0,0:13:02.00,0:13:05.00,Default,,0000,0000,0000,,মানুষের মস্তিষ্কের কার্যকলাপের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন Dialogue: 0,0:13:05.00,0:13:07.00,Default,,0000,0000,0000,,বুদ্ধিবৃত্তির পারস্পরিক ক্রিয়া বিস্ময়কর। Dialogue: 0,0:13:07.00,0:13:10.00,Default,,0000,0000,0000,,মস্তিষ্ক বিভিন্ন কামরায় বিভক্ত নয়।