WEBVTT 00:00:00.000 --> 00:00:03.000 এই ক্যারিয়ার জটিলতা ,আমার বেলায় যা প্রায়ই ঘটে , 00:00:03.000 --> 00:00:05.000 প্রায়ই, বিশেষত, রোববার সন্ধ্যায়, 00:00:05.000 --> 00:00:07.000 ঠিক যখন সূর্য অস্ত যেতে শুরু করে, 00:00:07.000 --> 00:00:10.000 এবং যখন আমার ব্যক্তিগত আকাঙ্খাগুলো 00:00:10.000 --> 00:00:14.000 আর আমার জীবনের বাস্তবতার মাঝে দুরত্ব, এত কষ্টদায়কভাবে উঠে আসে যে 00:00:14.000 --> 00:00:17.000 শেষ পর্যন্ত বালিশে মুখ গুঁজে আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। 00:00:17.000 --> 00:00:19.000 আমি এত সব বলছি, 00:00:19.000 --> 00:00:22.000 এত সব বলছি এজন্যই যে এটা শুধুমাত্র ব্যক্তিগত কোন সমস্যা নয় বলেই আমি মনে করি । 00:00:22.000 --> 00:00:24.000 আপনি হয়ত ভাবতে পারেন আমি ভুল বলছি, 00:00:24.000 --> 00:00:26.000 কিন্তু আমার মনে হয় আমরা এমন এক সময়ে বসবাস করছি যখন আমাদের জীবন নিয়মিতভাবেই 00:00:26.000 --> 00:00:28.000 আক্রান্ত হচ্ছে ক্যারিয়ার সংকটে , 00:00:28.000 --> 00:00:30.000 মূহুর্তেই যখন আমরা 00:00:30.000 --> 00:00:32.000 আমাদের জীবন ও আমাদের ক্যারিয়ার সম্পর্কে যা জানি বলে ভাবতাম 00:00:32.000 --> 00:00:36.000 তা এক ভীতিকর বাস্তবতার মুখোমুখি পৌছায় । NOTE Paragraph 00:00:36.000 --> 00:00:39.000 অতীতের যে কোন সময়ের তুলনায় এখন সম্ভবত সুন্দরভাবে জীবনযাপন করা সহজতর। 00:00:39.000 --> 00:00:42.000 সম্ভবত বর্তমানেই পূর্বের যে কোন সময়ের তুলনায়, 00:00:42.000 --> 00:00:45.000 ধীর স্থির থাকা,ক্যারিয়ার বিষয়ক দুঃশ্চিন্তা থেকে মুক্ত থাকা সবচেয়ে কঠিন। 00:00:45.000 --> 00:00:47.000 আমি এখন তাকাতে চাই 00:00:47.000 --> 00:00:49.000 সেইসব কিছু কারণের দিকে যেগুলোর জন্য 00:00:49.000 --> 00:00:52.000 আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্ত । 00:00:52.000 --> 00:00:54.000 কেন আমরা ক্যারিয়ার সংকটের শিকার হচ্ছি? 00:00:54.000 --> 00:00:58.000 কেনই বা আমরা আলতো করে বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছি। 00:00:58.000 --> 00:01:01.000 আমাদের এই কষ্টের একটি কারণ হল 00:01:01.000 --> 00:01:03.000 আমাদেরকে ঘিরে থাকা অহংকারী লোকজন। NOTE Paragraph 00:01:03.000 --> 00:01:06.000 এখন আমার কিছু দুঃসংবাদ দেয়ার আছে, 00:01:06.000 --> 00:01:09.000 বিশেষ করে যারা বাইরে থেকে অক্সফোর্ডে এসেছেন। 00:01:09.000 --> 00:01:11.000 দম্ভের একটা সত্যিকারের সমস্যা আছে । 00:01:11.000 --> 00:01:13.000 কারণ মাঝেমাঝে যুক্তরাজ্যের বাইরের মানুষজন কল্পনা করেন-- 00:01:13.000 --> 00:01:15.000 যে দম্ভ হচ্ছে বিলেতি লোকেদের বৈশিষ্ট্যমূলক ব্যাপার 00:01:15.000 --> 00:01:18.000 একে তাঁদের দেশের বাড়ি আর উপাধির সাথে সম্পর্কিত করে ফেলেন| 00:01:18.000 --> 00:01:20.000 দুঃখের বিষয় হচ্ছে যে সেটা সত্য নয়। 00:01:20.000 --> 00:01:22.000 উন্নাসিকতা একটি বৈশ্বিক ব্যাপার। 00:01:22.000 --> 00:01:24.000 আমরা একটি বৈশ্বিক সংস্থা। এটা একটা বৈশ্বিক ব্যাপার। 00:01:24.000 --> 00:01:26.000 এটা বিদ্যমান। উন্নাসিকতা মানে কী? 00:01:26.000 --> 00:01:29.000 উন্নাসিক/দাম্ভিক হচ্ছে সে, যে আপনার সম্পর্কে খুব অল্প জানে 00:01:29.000 --> 00:01:32.000 এবং সেই ক্ষুদ্র জ্ঞান থেকে সে আপনার সম্পর্কে পূর্ণ ধারণা কল্পনা করে নেয়। 00:01:32.000 --> 00:01:34.000 সেটাই উন্নাসিকতা। NOTE Paragraph 00:01:34.000 --> 00:01:36.000 একটি বহুল প্রচলিত উন্নাসিকতা 00:01:36.000 --> 00:01:38.000 যা বর্তমানে বিদ্যমান তা হল পেশাবিষয়ক উন্নাসিকতা। 00:01:38.000 --> 00:01:40.000 যেকোন পার্টিতে গেলে কয়েক মিনিটের মধ্যেই আপনাকে এর মুখোমুখি হতে হয়। 00:01:40.000 --> 00:01:43.000 আপনি যখন প্রশ্নবিদ্ধ হন 00:01:43.000 --> 00:01:46.000 একবিংশ শতাব্দীর সেই সুপরিচিত প্রশ্নের, "আপনি কি করেন?" 00:01:46.000 --> 00:01:48.000 এবং আপনার উত্তর অনুযায়ী, 00:01:48.000 --> 00:01:50.000 কেউবা আপনার সাথে দেখা হয়ে অত্যধিক আনন্দিত হন, 00:01:50.000 --> 00:01:52.000 আর কেউবা নিজের ঘড়ির দিকে তাকিয়ে কেটে পড়ার অজুহাত দেন। 00:01:52.000 --> 00:01:53.000 (অট্য হাসি) NOTE Paragraph 00:01:53.000 --> 00:01:56.000 এখন উন্নাসিক ব্যক্তির বিপরীতে কাউকে দাঁড় করাতে চাইলে তিনি হবেন আপনার মা। 00:01:56.000 --> 00:01:58.000 (অট্য হাসি) 00:01:58.000 --> 00:02:01.000 আপনার মাকেই যে হতে হবে তা নয়, আমার মাও হতে পারে, 00:02:01.000 --> 00:02:03.000 কিন্তু, একজন আদর্শ মায়ের মতই, 00:02:03.000 --> 00:02:05.000 যিনি আমাদের সফলতা নিয়ে মাথা ঘামান না। 00:02:05.000 --> 00:02:07.000 কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, অধিকাংশ মানুষই আমাদের মা নন। 00:02:07.000 --> 00:02:10.000 বেশিরভাগ মানুষ বেশ কঠোরভাবেই সামঞ্জস্য রাখে তার ব্যয়িত সময় 00:02:10.000 --> 00:02:12.000 এবং ভালোবাসা, -- রোমান্টিক ভালোবাসা নয়, 00:02:12.000 --> 00:02:14.000 যদিও সেটাও একটা ব্যাপার -- 00:02:14.000 --> 00:02:16.000 সর্বজনীন ভালোবাসা, সম্মান, 00:02:16.000 --> 00:02:19.000 তারা আমাদের জন্য যতটুকু করতে ইচ্ছুক, বেশ কঠোরভাবেই তা সীমিত রাখেন 00:02:19.000 --> 00:02:21.000 আমাদের সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে। NOTE Paragraph 00:02:21.000 --> 00:02:24.000 আর আমাদের ক্যারিয়ার নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার এগুলোই অনেক বড় কারণ 00:02:24.000 --> 00:02:28.000 এবং অবশ্যই পার্থিব সামগ্রী নিয়ে এত উদ্বিগ্ন হয়ে ওঠারও একই কারণ। 00:02:28.000 --> 00:02:31.000 আপনারা প্রয়ই শুনে থাকবেন, যে আমরা অত্যন্ত বস্তুবাদী এক সময় অতিবাহিত করছি, 00:02:31.000 --> 00:02:33.000 আমরা সবাই অনেক লোভী মানুষ। 00:02:33.000 --> 00:02:35.000 আমি আমাদেরকে বিশেষ করে বস্তুবাদী বলে মনে করি না। 00:02:35.000 --> 00:02:37.000 আমার মনে হয় আমরা যে সমাজে বসবাস করছি 00:02:37.000 --> 00:02:39.000 যে সমাজ খুব সাদামাটাভাবে নির্দিষ্ট কিছু আবেগিক প্রতিদানকে 00:02:39.000 --> 00:02:42.000 পার্থিব সামগ্রীর অর্জন হিসেবে চিহ্নিত করে। 00:02:42.000 --> 00:02:45.000 আসলে পার্থিব বস্তু আমরা চাইনা। আমাদের চাওয়া হচ্ছে ঐ পুরষ্কার। 00:02:45.000 --> 00:02:47.000 আর বিলাসদ্রব্যের কথা ভাবার এটি একটি নতুন উপায়। 00:02:47.000 --> 00:02:49.000 এখন থেকে কাউকে ফেরারীতে (দামী গাড়ি) চড়ে বেড়াতে দেখলে 00:02:49.000 --> 00:02:51.000 ভাববেন না যে, "ইনি একজন লোভী মানুষ।" 00:02:51.000 --> 00:02:54.000 বরং ভাবুন, "ইনি হলেন অস্বাভাবিকরকম কমজোর এবং ভালোবাসার কাঙ্গাল।" 00:02:54.000 --> 00:02:59.000 অন্যভাবে বললে -- (হাসি) 00:02:59.000 --> 00:03:01.000 ঘৃণার বদলে সমবেদনা দেখান। NOTE Paragraph 00:03:01.000 --> 00:03:03.000 এছাড়াও আরও কারণ আছে -- 00:03:03.000 --> 00:03:04.000 (অট্য হাসি) 00:03:04.000 --> 00:03:06.000 অন্য অনেক কারণ আছে, যে জন্য সম্ভবত আজকাল কঠিনতর হয়ে গেছে 00:03:06.000 --> 00:03:08.000 আগের যেকোন সময়ের থেকে সুস্থির থাকা। 00:03:08.000 --> 00:03:11.000 একটি কারণ হচ্ছে ক্যারিয়ার নিয়ে আমাদের প্রত্যাশা, এটা নিয়ে অবশ্য মতবিরোধ আছে 00:03:11.000 --> 00:03:14.000 কারণ ক্যারিয়ার নিয়ে আমাদের এই প্রত্যায়াশাকে ভালো নজরে দেখা হয়। 00:03:14.000 --> 00:03:16.000 মানুষের ইহকালের অর্জন নিয়ে এর আগে 00:03:16.000 --> 00:03:19.000 এত সুউচ্চ প্রত্যাশা আর কখনই ছিল না। 00:03:19.000 --> 00:03:22.000 বিভিন্ন জায়গা থেকে আমরা শুনে থাকব যে, যেকারো পক্ষেই যেকোন কিছু অর্জন করা সম্ভব । 00:03:22.000 --> 00:03:24.000 আমরা সামাজিক শ্রেণীতন্ত্রের যুগ পার করে এসেছি। 00:03:24.000 --> 00:03:26.000 আমরা এখন যে সিস্টেমে বাস করছি তাতে যে কেউই চাইলে 00:03:26.000 --> 00:03:28.000 যে কোন উঁচু পর্যায়ে উঠে যেতে পারে । 00:03:28.000 --> 00:03:30.000 এটা একটা চমৎকার আইডিয়া। 00:03:30.000 --> 00:03:34.000 পাশাপাশি এটা একটা সাম্যবাদী চেতনা। আমরা সবাই আসলে সমান। 00:03:34.000 --> 00:03:36.000 শ্রেণীবিভাগের কোন স্পষ্ট প্রকট 00:03:36.000 --> 00:03:38.000 ব্যবস্থা এখন আর নাই। NOTE Paragraph 00:03:38.000 --> 00:03:40.000 এর অবশ্য সত্যিকারের একটা বড় সমস্যা আছে, 00:03:40.000 --> 00:03:42.000 আর সেটা হল ঈর্ষা। 00:03:42.000 --> 00:03:45.000 ঈর্ষা, পরশ্রীকাতরতার কথা বলা আবার নিষিদ্ধ, 00:03:45.000 --> 00:03:48.000 কিন্তু আধুনিক সমাজে বহুল প্রচলিত কোন আবেগ যদি থেকে থাকলে সেটা অবশ্যই ঈর্ষা। 00:03:48.000 --> 00:03:52.000 আর এটা সাম্যবাদী চেতনার সাথে সম্পর্কযুক্ত। আমি বুঝিয়ে বলছি, 00:03:52.000 --> 00:03:55.000 আমার মনে হয় এখানে উপস্থিত অথবা যারা দেখছেন সবার ক্ষেত্রেই, 00:03:55.000 --> 00:03:57.000 ইংল্যাণ্ডের রাণীর প্রতি ঈর্ষাণ্বিত হওয়াটা একটা অস্বাভাবিক ব্যাপার। 00:03:57.000 --> 00:04:00.000 যদিও আপনাদের যে কারও তুলনায় তিনি অনেক বেশি ধনী। 00:04:00.000 --> 00:04:03.000 এবং তার একটা বিশাল বাড়ি আছে। 00:04:03.000 --> 00:04:07.000 আমাদের তার প্রতি ঈর্ষাণ্বিত না হওয়ার কারণ হল তিনি খুবই অন্যরকম। 00:04:07.000 --> 00:04:09.000 তিনি আসলেই খুব অদ্ভুত। 00:04:09.000 --> 00:04:11.000 তার সাথে কোন তুলনা চলে না। তিনি হাস্যকরভাবে কথা বলেন। 00:04:11.000 --> 00:04:13.000 তিনি এসেছেন এক অদ্ভুত জায়গা থেকে। 00:04:13.000 --> 00:04:17.000 তাই আমরা তার সাথে কোন তুলনা করি না। আর যখন কারও সাথে তুলনা করা যায় না, তাকে ঈর্ষাও করা যায় না। NOTE Paragraph 00:04:17.000 --> 00:04:20.000 বয়স কিংবা অতীত কিংবা পরিচিতির দিক থেকে দুটো মানুষ যত কাছাকাছি, 00:04:20.000 --> 00:04:23.000 ঈর্ষার উদ্ভব হওয়ার ভয়ও তত বেশি -- 00:04:23.000 --> 00:04:26.000 প্রসঙ্গক্রমে একারণেই স্কুল পুনর্মিলনীতে আপনাদের কখনই যাওয়া উচিত নয়। 00:04:26.000 --> 00:04:29.000 কারণ তুলনা করার জন্য 00:04:29.000 --> 00:04:31.000 সহপাঠিদের চেয়ে সুবিধাজনক আর কেউ নয়। 00:04:31.000 --> 00:04:34.000 কিন্তু আধুনিক সমাজের সাধারণ সমস্যা হল, এটা পুরো পৃথিবীটাকেই একটা স্কুল 00:04:34.000 --> 00:04:36.000 বানিয়ে ফেলেছে। সবাই জিনসের প্যান্ট পরছে, সবাই এক। 00:04:36.000 --> 00:04:38.000 আবার, তারা সমান নয়। 00:04:38.000 --> 00:04:41.000 সাম্যের সাথে অসাম্য গভীরভাবে সম্পর্কিত হয়ে আছে। 00:04:41.000 --> 00:04:44.000 যেটা ভীষণ চাপের সৃষ্টি করে, করতে পারে । NOTE Paragraph 00:04:44.000 --> 00:04:46.000 সপ্তদশ শতাব্দীতে ফরাসী অভিজাত শ্রেণীর অঙ্গীভূত হতে পারা যেরকম 00:04:46.000 --> 00:04:48.000 অসম্ভব ছিল, তেমনি বর্তমানে 00:04:48.000 --> 00:04:50.000 বিল গেটসের মত ধনী হওয়াটাও 00:04:50.000 --> 00:04:53.000 সম্ভবত একই রকম অসম্ভব । 00:04:53.000 --> 00:04:55.000 কিন্তু ব্যাপার হল, আমরা এখন সেভাবে অনুভব করি না। 00:04:55.000 --> 00:04:58.000 আমাদেরকে অনুভব করতে বাধ্য করা হচ্ছে, ম্যাগাজিন, মিডিয়া, বিজ্ঞাপনের মাধ্যমে, 00:04:58.000 --> 00:05:01.000 যদি আপনার এনার্জি থাকে, প্রযুক্তিবিষয়ক কিছু বুদ্ধিদীপ্ত আইডিয়া থাকে, 00:05:01.000 --> 00:05:05.000 একটা গ্যারেজ থাকে, আপনিও বড় কিছু শুরু করে দিতে পারেন । 00:05:05.000 --> 00:05:06.000 (অট্য হাসি) 00:05:06.000 --> 00:05:09.000 আর এর পরিণাম অনুভূত হয় বইয়ের দোকানে গিয়ে। 00:05:09.000 --> 00:05:12.000 বড় কোন বইয়ের দোকানে গিয়ে স্বাবলম্বিতা বিষয়ক সেকশনের দিকে তাকালে, 00:05:12.000 --> 00:05:14.000 যেটা আমি প্রায়ই করে থাকি, 00:05:14.000 --> 00:05:16.000 আজকাল স্বাবলম্বিতা বিষয়ে প্রকাশিত বইগুলোর দিকে তাকালে 00:05:16.000 --> 00:05:18.000 দেখা যায়, শুধু দুই ধরণের বই আছে, 00:05:18.000 --> 00:05:21.000 প্রথম ধরণের বইয়ে বলা হয়ে থাকে, "আপনি পারবেন। আপনাকে দিয়েই হবে। সবকিছু সম্ভব।" 00:05:21.000 --> 00:05:24.000 দ্বিতীয় ধরণের বইয়ে আত্মবিশ্বাসহীনতা 00:05:24.000 --> 00:05:27.000 কাটিয়ে উঠার উপায় সম্পর্কে বলা হয়ে থাকে; সহজভাবে বললে একে 'আত্মস্পৃহার অভাব', 00:05:27.000 --> 00:05:29.000 একটু রূঢ় ভাবে একে বলা যায় "নিজের ব্যাপারে অনেক নিচু ধারণা থাকা"। NOTE Paragraph 00:05:29.000 --> 00:05:31.000 এই দুই এর মধ্যে সত্যিকারের একটা সম্পর্ক আছে, 00:05:31.000 --> 00:05:35.000 একটা সমাজ যা তার মানুষকে বলতে থাকে তাদের দিয়ে সব সম্ভব এবং একই সাথে 00:05:35.000 --> 00:05:37.000 আত্মবিশ্বাসের অভাবের অস্তিত্ত্ব থাকা -এই দুয়ের মাঝে আসলেই সম্পর্ক আছে। 00:05:37.000 --> 00:05:39.000 তাই এটা আসলে একটা প্রায় পুরোপুরি ঠিক ব্যাপারেও 00:05:39.000 --> 00:05:41.000 যে বাজে প্রতিক্রিয়া থাকতে পারে তারই উদাহরণ। 00:05:41.000 --> 00:05:44.000 সম্ভবত আরেকটি কারণে আমরা আরও বেশি দুঃশ্চিন্তাগ্রস্ত হচ্ছি 00:05:44.000 --> 00:05:48.000 আজকের দুনিয়াতে আগের চেয়ে অনেক বেশি আমাদের ক্যারিয়ার নিয়ে, সামাজিক পদমর্যাদা নিয়ে। 00:05:48.000 --> 00:05:50.000 এটা আবার বেশ সুন্দর একটা ধারণার সাথে সম্পর্কযুক্ত, 00:05:50.000 --> 00:05:53.000 সেই সুন্দর ধারণাটা হচ্ছে গুণতন্ত্র। NOTE Paragraph 00:05:53.000 --> 00:05:55.000 সবাই - বামপন্থী, ডানপন্থী রাজনীতিবিদ সবাই, 00:05:55.000 --> 00:05:57.000 স্বীকার করবে যে, গুণতন্ত্র হচ্ছে একটা অসাধারণ ব্যাপার। 00:05:57.000 --> 00:06:01.000 এবং আমাদের সকলেরই আমাদের সমাজকে আরও বেশি বেশি গুণতান্ত্রিক করে গড়ে তুলতে চেষ্টা করা উচিত। 00:06:01.000 --> 00:06:05.000 গুণতান্ত্রিক সমাজ বলতে আসলে কি বোঝায়? 00:06:05.000 --> 00:06:07.000 গুণতান্ত্রিক সমাজে যেকেউই 00:06:07.000 --> 00:06:09.000 মেধা, শক্তি আর সামর্থ থাকলে 00:06:09.000 --> 00:06:11.000 সবচেয়ে উঁচু অবস্থানে পৌঁছতে পারে। কোনকিছুই তাকে বাধা দিতে পারে না। 00:06:11.000 --> 00:06:14.000 এটা একটা চমৎকার আইডিয়া। কিন্তু সমস্যা হচ্ছে 00:06:14.000 --> 00:06:16.000 যদি আপনি সত্যিই এমন একটি সমাজে বিশ্বাস করেন 00:06:16.000 --> 00:06:19.000 যেখানে মেধা থাকলেই উঁচুস্তরে ওঠা যায়, অনেক উঁচুস্তরে ওঠা যায়, 00:06:19.000 --> 00:06:22.000 আপনি কিন্তু একই সাথে এটাও ইঙ্গিত করছেন, খুব বাজেভাবে বললে, 00:06:22.000 --> 00:06:25.000 আপনি এমন একটি সমাজে বিশ্বাস করছেন যেখানে কেউ কেউ 00:06:25.000 --> 00:06:28.000 অযোগ্যতার কারণে নীচুস্তরে থাকতে বাধ্য। 00:06:28.000 --> 00:06:31.000 একটু ঘুরিয়ে বললে, আপনার জীবনে আপনার অবস্থান আকস্মিক কোন কিছু নয়, 00:06:31.000 --> 00:06:33.000 বরং আপনার মেধার গুণে অর্জিত এবং যথোচিত। 00:06:33.000 --> 00:06:36.000 আর এতে করে ব্যর্থতাকে আরও ভীষণ কষ্টকর বলে মনে হয়। NOTE Paragraph 00:06:36.000 --> 00:06:38.000 আপনি নিশ্চয়ই জানেন, মধ্যযুগে, ইংল্যাণ্ডে, 00:06:38.000 --> 00:06:40.000 খুব গরীব মানুষকে দেখলে, 00:06:40.000 --> 00:06:43.000 তাকে বলা হত "দুর্ভাগা"। 00:06:43.000 --> 00:06:47.000 আক্ষরিক অর্থে, যার ভাগ্য খুব খারাপ, সে এককথায় দুর্ভাগা। 00:06:47.000 --> 00:06:49.000 বর্তমানে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে 00:06:49.000 --> 00:06:51.000 সমাজের নীচু স্তরের কাউকে দেখলে 00:06:51.000 --> 00:06:54.000 তাদেরকে সম্ভবত বেশ নির্দয়ভাবেই "লুজার" বলে আখ্যায়িত করা হয়। 00:06:54.000 --> 00:06:57.000 একজন হতভাগ্য ব্যক্তি আর একজন পরাজিত ব্যক্তির মাঝখানে অনেক ফারাক। 00:06:57.000 --> 00:07:00.000 আর তা প্রকাশ করে ৪০০ বছরধরে পরিবর্তণশীল সমাজকে 00:07:00.000 --> 00:07:03.000 আর আমাদের জীবনের পরিস্থিতির জন্য কে দায়ী সেই বিশ্বাসকে। 00:07:03.000 --> 00:07:06.000 এখন এটা আর ঈশ্বর নন, বরং আমরাই। আমরাই আমাদের নিয়ন্ত্রণ করছি। NOTE Paragraph 00:07:06.000 --> 00:07:08.000 যদি সবকিছু ঠিকঠাকভাবে চলে তাহলে তা খুবই উল্লাসজনক, 00:07:08.000 --> 00:07:10.000 কিন্তু ব্যাপক বিপদ যখন তার উলটোটা ঘটে । 00:07:10.000 --> 00:07:13.000 এর প্রতিক্রিয়াস্বরূপ, সমাজবিদ এমিল ডারখাইমের বিশ্লেষণ অনুযায়ী, 00:07:13.000 --> 00:07:17.000 একেবারে নিকৃষ্ট পর্যায়ে, আত্মহত্যার হার বৃদ্ধি পায়। 00:07:17.000 --> 00:07:20.000 বিশ্বের অন্য যেকোন স্থানের তুলনায় উন্নত স্বতন্ত্রবাদী দেশগুলোতে 00:07:20.000 --> 00:07:22.000 আত্মহত্যার ঘটনা অনেক বেশি। 00:07:22.000 --> 00:07:24.000 এবং এর কারণ হল, মানুষ তার জীবনে ঘটিত ব্যাপারগুলোকে 00:07:24.000 --> 00:07:26.000 খুবই ব্যক্তিগতভাবে নেয়। 00:07:26.000 --> 00:07:30.000 তাদের সাফল্যের পেছনে আছে তারা নিজেরা ।তাদের ব্যর্থতার পেছনেও তারা নিজেরাই । NOTE Paragraph 00:07:30.000 --> 00:07:32.000 আমি এতক্ষণ যেসব মানসিক চাপের কথা বললাম 00:07:32.000 --> 00:07:34.000 তার থেকে মুক্তির কি কোন উপায় আছে? 00:07:34.000 --> 00:07:36.000 মনে হয় আছে। আমি কিছু উপায়ের প্রতি আলোকপাত করতে চাই। 00:07:36.000 --> 00:07:38.000 গুণতন্ত্রের কথাই ধরা যাক। 00:07:38.000 --> 00:07:41.000 এই আইডিয়া যাতে বলা হচ্ছে, প্রত্যেকে যে যার অবস্থানে বর্তমানে আছে, সেটাই আসলে তার প্রাপ্য অবস্থান। 00:07:41.000 --> 00:07:44.000 আমার মনে হয় এটা একটা ফালতু আইডিয়া, পুরোপুরি পাগলামি। 00:07:44.000 --> 00:07:46.000 আমি বামপন্থী কিংবা ডানপন্থী যে কোন রাজনীতিবিদকেই 00:07:46.000 --> 00:07:48.000 যেকোন মার্জিত গুণতান্ত্রিক আইডিয়ার ক্ষেত্রে সমর্থন করব। 00:07:48.000 --> 00:07:50.000 আমি নিজেই গুণতান্ত্রিক, ওই অর্থে। 00:07:50.000 --> 00:07:52.000 কিন্তু আমি মনে করি প্রকৃত গুণতান্ত্রিক সমাজ তৈরি করা সম্ভব বলে বিশ্বাস করাটা 00:07:52.000 --> 00:07:56.000 অপ্রকৃতিস্থ। এটা অসম্ভব স্বপ্ন। NOTE Paragraph 00:07:56.000 --> 00:07:58.000 এমন একটা সমাজের আইডিয়া যেখানে 00:07:58.000 --> 00:08:00.000 আক্ষরিকভাবে সবাই এমনভাবে বিন্যস্ত 00:08:00.000 --> 00:08:02.000 যেখানে যোগ্যরা উঁচুতে আর আযোগ্যরা নীচুতে, 00:08:02.000 --> 00:08:04.000 এবং তা যেভাবে হওয়া উচিৎ সেভাবেই হচ্ছে, এমনটা হওয়া অসম্ভব। 00:08:04.000 --> 00:08:06.000 এলোমেলো ভাবে অনেক রকমের পরিস্থিতিরই জন্ম হতে পারে। 00:08:06.000 --> 00:08:08.000 দুর্ঘটনা, জন্ম সংক্রান্ত দুর্ঘটনা, 00:08:08.000 --> 00:08:11.000 মানুষের জীবনে আসা আকস্মিক দুর্ঘটনা, রোগব্যধি ইত্যাদি। 00:08:11.000 --> 00:08:13.000 আমরা কখনই সেগুলোকে সমাজে বিন্যস্ত করতে পারব না। 00:08:13.000 --> 00:08:15.000 ঔচিত্য অনুসারে মানুষকে কখনই বিভাজিত করতে পারব না। NOTE Paragraph 00:08:15.000 --> 00:08:18.000 "ঈশ্বরের নগরী" তে সেন্ট অগাস্টিনের একটা চমৎকার উদ্ধৃতি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। 00:08:18.000 --> 00:08:22.000 যেখানে তিনি বলেছেন, "কোন মানুষকে তার পদমর্যাদানুযায়ী বিচার করা পাপ।" 00:08:22.000 --> 00:08:24.000 আধুনিক ইংরেজিতে সেটার অর্থ দাঁড়াবে, 00:08:24.000 --> 00:08:26.000 কারও সাথে কথা বলা উচিৎ নাকি অনুচিৎ -সেটা 00:08:26.000 --> 00:08:28.000 তার বিজনেস কার্ড দেখে ভেবে নেয়াটা একটা পাপ। 00:08:28.000 --> 00:08:30.000 মানুষের পদমর্যাদাকে এত গুরুত্ব দেয়া উচিত নয়। 00:08:30.000 --> 00:08:32.000 সেন্ট অগাস্টিনের কথানুসারে, 00:08:32.000 --> 00:08:34.000 প্রত্যেকটা জিনিসকে তার যথোপযুক্ত জায়গায় অধিষ্টিত করতে শুধু ঈশ্বরই পারেন। 00:08:34.000 --> 00:08:36.000 মহাবিচারের সেই দিনেই তিনি সেটা করবেন 00:08:36.000 --> 00:08:38.000 দেবদূতদের নিয়ে শিঙ্গা ফুঁকে, আকাশ হয়ে যাবে উন্মুক্ত। 00:08:38.000 --> 00:08:41.000 উন্মাদের চিন্তা, আমার মত, আপনিও যদি ধর্মনিরপেক্ষ হয়ে থাকেন। 00:08:41.000 --> 00:08:43.000 তা সত্ত্বেও এই আইডিয়াতেও কিছু মূল্যবান ব্যাপার আছে। NOTE Paragraph 00:08:43.000 --> 00:08:47.000 অন্যকথায়, মানুষকে বিচার করার সময় যেন তা লাগামছাড়া না হয়ে যায়। 00:08:47.000 --> 00:08:50.000 একটা মানুষের সত্যিকারের মূল্য কখনই জেনে উঠা সম্ভব নয়। 00:08:50.000 --> 00:08:52.000 সেটা সবার নিজেদের অজ্ঞাত ব্যাপার। 00:08:52.000 --> 00:08:55.000 সেটা আমরা জেনে ফেলেছি বুঝিয়ে দেয়াটা অনুচিত। 00:08:55.000 --> 00:08:58.000 সান্ত্বনা এবং স্বস্তির উৎস আরও একটি আছে। 00:08:58.000 --> 00:09:01.000 আমরা যখন জীবনে ব্যর্থ হওয়ার কথা ভাবি, ব্যর্থতার কথা ভাবি, 00:09:01.000 --> 00:09:03.000 শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ই নয়, 00:09:03.000 --> 00:09:05.000 সম্মান হারানোর ভয়ও অনেক গুলো কারণের মধ্যে একটি। 00:09:05.000 --> 00:09:09.000 অন্য মানুষের বিচার আর ব্যঙ্গকেও আমরা ভয় পাই। এবং এটা সত্যিই আছে। NOTE Paragraph 00:09:09.000 --> 00:09:11.000 এখনকার এক নম্বর ব্যঙ্গাত্মক সংগঠন হিসেবে 00:09:11.000 --> 00:09:13.000 আপনারা সংবাদপত্রগুলোর কথা তো জানেন। 00:09:13.000 --> 00:09:15.000 সপ্তাহের যে কোন দিনের সংবাদপত্র খুললেই 00:09:15.000 --> 00:09:17.000 আপনারা অনেক মানুষের বিপরযস্ত জীবনের চিত্র দেখতে পাবেন। 00:09:17.000 --> 00:09:20.000 কেউ ভুল মানুষের সাথে শুয়েছে। কেউ ভুল জিনিস গ্রহণ করেছে। 00:09:20.000 --> 00:09:22.000 ভুল আইন প্রণীত হয়েছে। যে কোনটাই হোক। 00:09:22.000 --> 00:09:25.000 ব্যঙ্গ করার জন্য যথেষ্ট। 00:09:25.000 --> 00:09:28.000 এককথায় তারা ব্যর্থ হয়েছে। এবং তাদেরকে পরাজিত হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। 00:09:28.000 --> 00:09:30.000 এখন এর বিকল্প কি কিছু আছে? 00:09:30.000 --> 00:09:32.000 আমি মনে করি পাশ্চাত্য ঐতিহ্য থেকেই আমরা অতি চমৎকার বিকল্প খুঁজে পাব, 00:09:32.000 --> 00:09:35.000 সেটা হল ট্রাজেডি। NOTE Paragraph 00:09:35.000 --> 00:09:38.000 বিয়োগান্তক শিল্প, যার বিকাশ ঘটেছে গ্রীসের নাট্যশালায়, 00:09:38.000 --> 00:09:40.000 পঞ্চদশ খ্রিষ্টপূর্বে, বিয়োগান্তক শিল্প হচ্ছে এমন একটা অপরিহার্য শিল্প 00:09:40.000 --> 00:09:43.000 যেখানে মানুষের ব্যর্থতাকে চিত্রায়িত করা হয়, 00:09:43.000 --> 00:09:47.000 এবং তাদের মতে, কিছুটা সমবেদনা দেখানো হয়। 00:09:47.000 --> 00:09:51.000 নিত্যকার জীবনে যেটা সাধারণত ঘটে না। 00:09:51.000 --> 00:09:52.000 কয়েক বছর আগের কথা আমার মনে পড়ছে যখন আমি এই সব ব্যাপার নিয়ে ভাবছিলাম। 00:09:52.000 --> 00:09:54.000 আমি "দ্য সানডে স্পোর্ট" দেখতে গিয়েছিলাম, 00:09:54.000 --> 00:09:57.000 একটা ট্যাবলয়েড সংবাদপত্র, যেটা পড়ার পরামর্শ কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি না, 00:09:57.000 --> 00:09:59.000 যদি না এর কথা আপনারা ইতিমধ্যেই জেনে থাকেন। 00:09:59.000 --> 00:10:01.000 আমি ওদের সাথে 00:10:01.000 --> 00:10:04.000 পাশ্চাত্য শিল্পের কিছু অসাধারণ ট্রাজেডির ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। 00:10:04.000 --> 00:10:06.000 আমি জানতে চাচ্ছিলাম যে, একটা অন্তঃসারশূন্য ঘটনাকে 00:10:06.000 --> 00:10:09.000 শনিবার বিকেলে খবরের ডেস্কে সংবাদ হিসেবে আনতে হলে 00:10:09.000 --> 00:10:12.000 তাদেরকে কিভাবে সেটা সাজাতে হয় । NOTE Paragraph 00:10:12.000 --> 00:10:14.000 আমি তাদেরকে ওথেলোর গল্প বললাম। তারা ওথেলোর কথা জানত না, কিন্তু তারা বেশ উৎসাহিত হল। 00:10:14.000 --> 00:10:15.000 (হাসি) 00:10:15.000 --> 00:10:18.000 আমি তাদেরকে ওথেলোর গল্পকে খবরের শিরোনাম হিসেবে রাখতে বললাম। 00:10:18.000 --> 00:10:21.000 তারা সেটাকে বানালো "প্রেমান্ধ অভিবাসীর হাতে সিনেটরের কন্যা নিহত" 00:10:21.000 --> 00:10:23.000 খবরের শিরোনাম জুড়ে চাপিয়ে বসলো। 00:10:23.000 --> 00:10:25.000 আমি তাদের মাদাম বভারির ঘটনাকে প্লট হিসেবে দিলাম। 00:10:25.000 --> 00:10:27.000 যেটা তাদেরকে খুব আগ্রহী করে তুলেছিল। 00:10:27.000 --> 00:10:32.000 আর তারা লিখল "ক্রেডিট প্রতারণার পর শপিং প্রেমী যূবতীর আর্সেনিক গিলে আত্যহত্যা" 00:10:32.000 --> 00:10:33.000 (হাসি) 00:10:33.000 --> 00:10:35.000 এর পরেরটা আমার সবচেয়ে পছন্দের| 00:10:35.000 --> 00:10:37.000 এই লোকগুলো, এদের নিজেদের মত করে (এরকম ঘটনা বিকৃত করার ব্যাপারে) একেকটা প্রতিভা| 00:10:37.000 --> 00:10:39.000 এটা আমার সবচেয়ে প্রিয় - সফোক্লিসের "মহান রাজা অডিপাস" 00:10:39.000 --> 00:10:42.000 "মায়ের সাথে সেক্স অন্ধত্বের কারণ" 00:10:42.000 --> 00:10:45.000 (অট্যহাসি) 00:10:45.000 --> 00:10:47.000 (হাততালি) NOTE Paragraph 00:10:47.000 --> 00:10:50.000 এক দৃষ্টিকোণ থেকে, যদি স্পেকট্রামের এক প্রান্তে সহানুভুতিকে রাখা হয় 00:10:50.000 --> 00:10:52.000 তাহলে আসবে ট্যাবলয়েড সংবাদপত্র। 00:10:52.000 --> 00:10:55.000 স্পেক্ট্রামের অন্য প্রান্তে থাকবে ট্রাজেডি আর ট্রাজিক (বিয়োগান্তক) শিল্প। 00:10:55.000 --> 00:10:57.000 আমার ধারণা আমি ট্রাজিক শিল্পে কি ঘটছে তা আমাদের সবার কিছুটা হলেও 00:10:57.000 --> 00:10:59.000 যে শেখা উচিৎ সে ব্যাপারে বলতে চাচ্ছি। 00:10:59.000 --> 00:11:02.000 হ্যামলেটকে হতভাগা বলতে পারা এক উন্মাদ হলেই সম্ভব। 00:11:02.000 --> 00:11:05.000 হ্যামলেটের ভাগ্য যদিও খারাপ ছিল, তারপরেও তাকে 'লুজার' বলা যায় না। 00:11:05.000 --> 00:11:07.000 আর আমি মনে করি ট্রাজেডি আমাদেরকে ঠিক এই শিক্ষাটাই দিচ্ছে। 00:11:07.000 --> 00:11:10.000 এবং এটা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝতে পারি। NOTE Paragraph 00:11:10.000 --> 00:11:12.000 আধুনিক সমাজের আরেকটা ব্যাপার 00:11:12.000 --> 00:11:14.000 আর এই যে এত উদ্বেগ সৃষ্টি হচ্ছে, 00:11:14.000 --> 00:11:17.000 আমাদের সমাজে এমন কিছু নাই যার কেন্দ্রে মানুষ নাই। 00:11:17.000 --> 00:11:19.000 আমরাই বিশ্বে প্রথম সমাজ 00:11:19.000 --> 00:11:22.000 যেখানে আমরা নিজেরাই নিজেদের কে ছাড়া আর কাওকে পূজা করিনা। 00:11:22.000 --> 00:11:24.000 নিজেদের সম্পর্কে আমাদের ধারণা অনেক উচু| আর আমাদের সেরকমই হওয়া উচিত। 00:11:24.000 --> 00:11:27.000 চাঁদে আমরা মানুষ পাঠিয়েছি। আমরা অসাধারণ অনেক কিছুই করেছি। 00:11:27.000 --> 00:11:29.000 তাই আমাদের নিজেদের পূজা করার প্রবণতা তৈরী হয়েছে। NOTE Paragraph 00:11:29.000 --> 00:11:31.000 আমাদের বীরেরা সবাই মানুষ। 00:11:31.000 --> 00:11:33.000 এটা সম্পূর্ণ নতুন একটা পরিস্থিতি। 00:11:33.000 --> 00:11:35.000 অধিকাংশ সমাজেই এর কেন্দ্রে 00:11:35.000 --> 00:11:37.000 অপার্থিব কিছুর উপাসনা চলে। খোদা, 00:11:37.000 --> 00:11:39.000 আত্মা, প্রাকৃতিক শক্তি, মহাবিশ্ব, 00:11:39.000 --> 00:11:42.000 যা কিছুই হোক মানুষ ভিন্ন অন্য কিছুর উপাসনা করা হয়। 00:11:42.000 --> 00:11:44.000 আর আমরা কিছুটা হলেও সেই অভ্যাস হারিয়ে ফেলেছি, 00:11:44.000 --> 00:11:46.000 আমার মনে হয়, একারণেই আমরা বিশেষত প্রকৃতির প্রতি আকৃষ্ট হই। 00:11:46.000 --> 00:11:49.000 স্বাস্থ্যের ওয়াস্তে নয়, যদিও প্রায়ই সেরকম দোহাই দিয়েই এটাকে উপস্থাপন করা হয়, 00:11:49.000 --> 00:11:53.000 কারণ মানব বসতি থেকে নিষ্কৃতি পাওয়ার এটা একটা উপায়। 00:11:53.000 --> 00:11:55.000 আমাদের নিজেদেরই সৃষ্ট প্রতিযোগিতা থেকে নিষ্কৃতির পথ। 00:11:55.000 --> 00:11:57.000 এবং আমাদের নাটকীয়তা থেকেও। 00:11:57.000 --> 00:11:59.000 আর সেজন্যই আমরা হিমবাহ আর সমুদ্র দেখে মজা পাই, 00:11:59.000 --> 00:12:03.000 বৈশ্বিক পরিধির বাইরে থেকে একে পর্যবেক্ষণ করতে উপভোগ করি। 00:12:03.000 --> 00:12:07.000 আমরা অলৌকিক কিছুর নাগাল পেতে ভালোবাসি, 00:12:07.000 --> 00:12:11.000 এবং আমাদের জন্য সেটা চরম ভাবে গুরুত্বপূর্ণ। NOTE Paragraph 00:12:11.000 --> 00:12:14.000 আমার মনে হয় আমি আসলে সাফল্য আর ব্যর্থতা নিয়ে কথা বলে আসছিলাম। 00:12:14.000 --> 00:12:17.000 আর সাফল্যের একটা খুবই মজার ব্যাপার হল 00:12:17.000 --> 00:12:19.000 যে আমরা মনে করি যে এর অর্থ আমরা সবাই জানি। 00:12:19.000 --> 00:12:21.000 যদি আমি আপনাদেরকে বলি যে এই পর্দাটার পিছনে কেউ একজন আছেন 00:12:21.000 --> 00:12:24.000 যিনি একজন অত্যন্ত সফল ব্যক্তি, সাথেসাথেই আপনাদের মাথায় নির্দিষ্ট কিছু চিন্তা চলে আসবে। 00:12:24.000 --> 00:12:26.000 আপনারা হয়ত ভাববেন ঐ লোক টির নিশ্চয়ই অনেক টাকা, 00:12:26.000 --> 00:12:29.000 অথবা কোন না কোন ক্ষেত্রে তিনি যশ খ্যাতি অর্জন করেছেন। 00:12:29.000 --> 00:12:31.000 সাফল্য নিয়ে আমার ব্যক্তিগত তত্ত্ব হল - ওহ! আমি নিজে কিন্তু একজন 00:12:31.000 --> 00:12:34.000 ব্যক্তি যার কিনা সাফল্যে ব্যাপক কৌতুহল। আমি আসলেই সফল হতে চাই। 00:12:34.000 --> 00:12:36.000 আমি সবসময়ই ভাবি, "আর কিভাবে আমি আরও বেশি সফল হতে পারি?" 00:12:36.000 --> 00:12:38.000 কিন্তু যতই বয়স হচ্ছে, 00:12:38.000 --> 00:12:40.000 সাফল্য শব্দটার অর্থ সম্পর্কেও আমার মতপ্রভেদ তৈরি হচ্ছে। NOTE Paragraph 00:12:40.000 --> 00:12:42.000 সাফল্য সম্পর্কে আমার যা উপলব্ধি সেটা বলা যাক। 00:12:42.000 --> 00:12:45.000 আপনার পক্ষে সবকিছুতে সফল হওয়া সম্ভব নয়। 00:12:45.000 --> 00:12:47.000 আমরা কর্মজীবন আর ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে অনেক কথা শুনে থাকি। 00:12:47.000 --> 00:12:50.000 বাজে কথা। আপনার পক্ষে সব পাওয়া সম্ভব নয়। আপনি পারবেন না। 00:12:50.000 --> 00:12:52.000 তাই সাফল্যের যে কোন দর্শনকেই 00:12:52.000 --> 00:12:54.000 মানতে হবে যে এটা আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, 00:12:54.000 --> 00:12:56.000 আর সেই ক্ষতির উৎস কোথায়? 00:12:56.000 --> 00:12:59.000 আমি মনে করি, যে কোন বিচক্ষণ জীবনই স্বীকার করবে, 00:12:59.000 --> 00:13:02.000 যেরকমটা বললাম, এমন কিছু একটা থাকবেই যেটাতে আমরা সফল হতে পারছি না| NOTE Paragraph 00:13:02.000 --> 00:13:04.000 একটা সফল জীবন সম্পর্কেই ভাবা যাক না, 00:13:04.000 --> 00:13:06.000 অধিকাংশ সময়ই, সফলভাবে জীবনযাপন বলতে 00:13:06.000 --> 00:13:09.000 আমরা যে ধারণা পোষণ করি, তা আমাদের নিজেদের ধারণা নয়। 00:13:09.000 --> 00:13:11.000 অন্য কোন মানুষের কাছ থেকে আনা। 00:13:11.000 --> 00:13:13.000 বিশেষত, পুরুষ হলে, তার বাবার 00:13:13.000 --> 00:13:15.000 আর মহিলা হলে, তার মায়ের কাছ থেকে আনা। 00:13:15.000 --> 00:13:18.000 মনঃসমীক্ষণ বিজ্ঞান প্রায় ৮০ বছর ধরে এই বার্তা আমাদের কানে বাজিয়ে আসছে। 00:13:18.000 --> 00:13:21.000 কেউই যথেষ্ঠ মনযোগ দিয়ে তা শুনছে না, কিন্তু আমার প্রগাঢ় বিশ্বাস যে আসলে তা সত্যি। NOTE Paragraph 00:13:21.000 --> 00:13:23.000 আর আমরা যাবতীয় মেসেজ গলাধঃকরণ করি 00:13:23.000 --> 00:13:25.000 সবকিছু থেকে, টেলিভিশন, বিজ্ঞাপন 00:13:25.000 --> 00:13:27.000 প্রচার, ইত্যাদি! 00:13:27.000 --> 00:13:29.000 এগুলো প্রচণ্ড রকম প্রভাববিস্তারকারী মাধ্যম 00:13:29.000 --> 00:13:33.000 যেগুলো আমাদের চাওয়া আর ব্যক্তিগত দর্শনকে সংজ্ঞায়িত করে। 00:13:33.000 --> 00:13:36.000 যখন আমাদের বলা হল যে ব্যঙ্কিং খুবই সম্মানজনক একটা পেশা 00:13:36.000 --> 00:13:38.000 আমাদের অনেকেই ব্যঙ্কিং এ ঢুকল। 00:13:38.000 --> 00:13:41.000 আর যখন ব্যাঙ্কিং আর তত বেশি সম্মানজনক নয়, আমরা ব্যাঙ্কিং এ আমাদের আগ্রহ হারিয়ে ফেললাম। 00:13:41.000 --> 00:13:44.000 আমরা পরামর্শ নেয়ার ব্যাপারে বড়ই উদার। NOTE Paragraph 00:13:44.000 --> 00:13:47.000 তাই আমি যুক্তি দেখাচ্ছি যে আমাদের 00:13:47.000 --> 00:13:49.000 নিজেদের সাফল্যের ধারণাকে পরিত্যাগই নয়, 00:13:49.000 --> 00:13:51.000 সেগুলো আদৌ আমাদের কিনা তাও আমাদের নিরূপণ করা উচিৎ। 00:13:51.000 --> 00:13:53.000 আমাদের নিজস্ব চিন্তাভাবনায় আমাদের মনোনিবেশ করা উচিৎ। 00:13:53.000 --> 00:13:56.000 সেগুলো যে আমাদের তা এবং 00:13:56.000 --> 00:13:58.000 আমাদের উচ্চাভিলাষগুলোর সত্যিকার স্রষ্টাও আমরা কিনা তা নিশ্চিত হওয়া উচিত। 00:13:58.000 --> 00:14:00.000 কারণ আপনি যা চান তা না পেতে পারাটা একটা যথেষ্ট বাজে ব্যাপার, 00:14:00.000 --> 00:14:03.000 কিন্তু এরকম ধারণা থাকা তার থেকেও খারাপ যে 00:14:03.000 --> 00:14:06.000 আপনি যা চেয়েছিলেন এবং আপনার যাত্রা সমাপ্তিতে যা পেলেন 00:14:06.000 --> 00:14:09.000 প্রকৃতপক্ষে, আপনি তা মোটেও চান নি। NOTE Paragraph 00:14:09.000 --> 00:14:11.000 তাই আমি এখানেই শেষ করতে চাই। 00:14:11.000 --> 00:14:14.000 যাই হোক, আমি আসলেই জোর দিতে 00:14:14.000 --> 00:14:16.000 চাই সফলতার অর্থের উপর। 00:14:16.000 --> 00:14:18.000 কিন্তু আমাদের কারও কারও ধারণাগুলো যে অদ্ভূত তা আমরা যেন স্বীকার করি। 00:14:18.000 --> 00:14:21.000 আমাদের সাফল্যের ধারণাকে আমাদের প্রশ্নবিদ্ধ করতে হবে। 00:14:21.000 --> 00:14:25.000 চলুন নিশ্চিত করি যে আমাদের সাফল্যের ধারণাগুলো সত্যিকারভাবেই আমাদের নিজেদের। 00:14:25.000 --> 00:14:27.000 অনেক ধন্যবাদ। 00:14:27.000 --> 00:14:43.000 (করতালি) NOTE Paragraph 00:14:43.000 --> 00:14:45.000 ক্রিস এন্ডারসনঃ অসাধারণ! আপনি কিভাবে সামঞ্জস্য রাখেন 00:14:45.000 --> 00:14:50.000 এই ধারণাটির ব্যাপারে -- যে 00:14:50.000 --> 00:14:53.000 কাউকে এরকম 'লুজার' ভাবার ধারণাটা খারাপ, 00:14:53.000 --> 00:14:57.000 সাথেসাথে আপনার জীবনের উপর আপনার নিয়ন্ত্রণকে অনেক লোক মিলে ছিনিয়ে নিচ্ছে সেটাও। 00:14:57.000 --> 00:15:00.000 এবং এমন একটা সমাজে, যেখানে সেটা অনুপ্রাণিত হয়, 00:15:00.000 --> 00:15:03.000 সম্ভবতঃ কাউকে জয় আর কাউকে পরাজয় বরণ করতেই হয়। NOTE Paragraph 00:15:03.000 --> 00:15:06.000 এলেইন ডে বোটনঃ হ্যাঁ | আমার মনে হয় আমি খুব সামান্যই 00:15:06.000 --> 00:15:08.000 জয় আর পরাজয়ের অনিশ্চিত এই প্রক্রিয়ার উপর আলোপাত করতে চেয়েছি। 00:15:08.000 --> 00:15:10.000 কারণ আজকাল আমরা 00:15:10.000 --> 00:15:12.000 সবকিছুর ন্যায্যতার উপর খুবই জোর দেই। 00:15:12.000 --> 00:15:14.000 এবং রাজনীতিবিদরা সবসময়ই ন্যায়বিচার নিয়ে কথা বলেন। 00:15:14.000 --> 00:15:17.000 আমি কিন্তু ন্যায়বিচারে দৃঢ়ভাবে বিশ্বাস রাখি, আমি শুধু এটাই ভাবি যে এটা অসম্ভব। 00:15:17.000 --> 00:15:19.000 তাই আমাদের সামর্থ অনুসারে সবকিছুই করা উচিৎ, 00:15:19.000 --> 00:15:21.000 আমাদের সেই অন্বেষণের জন্যও যাবতীয় সামর্থ দিয়ে কাজ করা উচিৎ। 00:15:21.000 --> 00:15:23.000 কিন্তু দিন শেষে আমাদের এটা মনে রাখা উচিৎ 00:15:23.000 --> 00:15:26.000 যে কারোরই মুখোমুখি আমরা হই না কেন, তাদের জীবনের ঘটনাগুলো যেরকমই হোক না কেন, 00:15:26.000 --> 00:15:29.000 সবকিছু এলোমেলো করে দেয়ার মত দুর্দান্ত কিছু থাকবেই। 00:15:29.000 --> 00:15:31.000 আর এটা বোঝার অবকাশ তৈরি করতেই আমি চেষ্টা করছি। 00:15:31.000 --> 00:15:33.000 তা না হলে আমরা ওই ন্যায্য এর চিন্তায় অবরূদ্ধ হয়ে পড়তে পারি। NOTE Paragraph 00:15:33.000 --> 00:15:35.000 ক্রিস এন্ডারসনঃ তার মানে কি আপনি বিশ্বাস করেন 00:15:35.000 --> 00:15:37.000 একটি সফল অর্থনীতির সাথে আপনার এই উদার, নম্র কর্মদর্শণকে 00:15:37.000 --> 00:15:41.000 সম্পৃক্ত করা সম্ভব? 00:15:41.000 --> 00:15:43.000 অথবা আপনার কি তা অসম্ভব বলে মনে হয় ? 00:15:43.000 --> 00:15:45.000 আমরা যে এর উপর এত বেশি জোর দিচ্ছি সেটারই কি আসলে কোন মানে নেই? NOTE Paragraph 00:15:45.000 --> 00:15:48.000 এলেইন ডি বোটনঃ এরকম চিন্তা খুবই আতঙ্কদায়ক যে 00:15:48.000 --> 00:15:52.000 ভীতসন্ত্রস্ত মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি কাজ আদায় করে নেয়া যায়, 00:15:52.000 --> 00:15:55.000 এবং পারিপার্শ্বিক অবস্থা যত বেশি নির্দয় হবে, 00:15:55.000 --> 00:15:57.000 মানুষের মনোভাব তত বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। 00:15:57.000 --> 00:16:01.000 নিজের আদর্শ বাবা হিসেবে কাকে আপনার পছন্দ বলে আপনারা ভাবতে চান? 00:16:01.000 --> 00:16:04.000 আপনার আদর্শ বাবা এমন কেউই যে কিনা বলিষ্ঠ কিন্তু আবার কোমল। 00:16:04.000 --> 00:16:06.000 আর এই সীমাটি নির্ধারণ করা খুবই কঠিন। 00:16:06.000 --> 00:16:10.000 আমাদের এমন বাবাদের প্রয়োজন, যারা সমাজের দৃষ্টান্তস্থাপনকারী প্রবর্তক ধাচের মানুষ 00:16:10.000 --> 00:16:12.000 দুই চরমসীমাকে এড়িয়ে, 00:16:12.000 --> 00:16:16.000 যার একপ্রান্তে কর্তৃত্বপরায়ণ স্বৈরাচারী কঠোর শাসক, আর অন্য প্রান্তে, 00:16:16.000 --> 00:16:20.000 লম্পট, নীতিবিবেকহীন কেউ। NOTE Paragraph 00:16:20.000 --> 00:16:22.000 ক্রিস এন্ডারসন: এলেইন ডে বোটন NOTE Paragraph 00:16:22.000 --> 00:16:24.000 এলেইন ডে বোটনঃ অনেক ধন্যবাদ 00:16:24.000 --> 00:16:34.000 (করতালি)