0:00:00.519,0:00:03.271 এমন একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে যে যখন লক্ষ লক্ষ মানুষ 0:00:03.271,0:00:05.599 বেকার বা নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না 0:00:05.599,0:00:09.726 আর তাই প্রযুক্তি এই কায়িক পরিশ্রম এর ব্যাপারে কি করছে তাই নিয়ে অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে। 0:00:09.726,0:00:12.445 আর যখনি আমি এই কথোপকথন নিয়ে ভাবি, এটা আমায় আন্দোলিত করে 0:00:12.445,0:00:15.397 কারন এই ব্যাপারটা সত্যিকার টপিক নিয়ে ফোকাস করছে 0:00:15.397,0:00:18.375 আর একই সাথে এটা আসল ব্যাপারটা পুরোপুরি মিস করে ফেলছে। 0:00:18.375,0:00:21.383 যে টপিক এই বিষয়ের কেন্দ্রবিন্দু, তা হলো যে 0:00:21.383,0:00:25.038 এই যে এত ডিজিটাল প্রযুক্তি মানুষের জীবনে প্রভাব ফেলছে 0:00:25.038,0:00:28.058 অর্থ উপার্জনের ক্ষেত্রে, অথবা অন্যভাবে বলা যায়, 0:00:28.058,0:00:30.336 আসলে এভাবে রোবটগুলো আমাদের চাকরিগুলো কেড়ে নিচ্ছে? 0:00:30.336,0:00:32.304 এবং কিছু অভিযোগ আছে যে আসলে তেমনি হচ্ছে! 0:00:32.304,0:00:36.657 গ্রেট রিসেশন শেষ হয়েছিল যখন আমেরিকার জিডিপি তার 0:00:36.657,0:00:40.086 কিছুটা ধীরগতির অর্থনীতি তার উপরের দিকে ওঠার গতি ফিরে পেল আর কিছু 0:00:40.101,0:00:43.035 অর্থনৈতিক সূচকগুলোও ঠিকঠাক ফিরে আসতে শুরু করল এবং তারা 0:00:43.035,0:00:45.897 খুব তাড়াতাড়ি এর স্বাভাবিক গতি ফিরে পেল। [br]বাণিজ্যিক লাভও 0:00:45.897,0:00:49.173 ছিল বেশ ভাল। এমনকি আপনি যদি ব্যাংক গুলোর লাভ দেখেন, [br]তাহলে দেখবেন 0:00:49.173,0:00:51.285 তারা আগে যা ছিল, তার চেয়েও ভালো অবস্থায় আছে। 0:00:51.285,0:00:54.557 আর বিভিন্ন যন্ত্রপাতি আর সফটওয়্যারের উপর 0:00:54.557,0:00:57.664 বাণিজ্যিক বিনিয়োগ ছিল অন্য যে কোন সময়ের চেয়ে অনেক বেশি! 0:00:57.664,0:01:01.045 ব্যবসাগুলো তাদের চেকবুকগুলো ভালভাবে ব্যবহারের সুযোগ পাচ্ছিল। 0:01:01.045,0:01:03.306 কিন্তু তারা যা করছিল না, তা হল নিয়োগ করা। 0:01:03.306,0:01:07.007 তাই এই লাল সীমারেখা হলো চাকরি আর জনসংখ্যার অনুপাত, 0:01:07.007,0:01:10.388 অন্য কথায়, আমেরিকার কর্মক্ষম লোকেদের শতকরা হার 0:01:10.388,0:01:12.279 যাদের কাছে চাকরি আছে। 0:01:12.279,0:01:15.979 আর আমরা দেখতে পাই এটা সেই গহ্বর তৈরি করেছিল গ্রেট রিসেশনের সময় 0:01:15.979,0:01:18.843 যা এখনো আগের অবস্থায় ফিরে আসে নি। 0:01:18.843,0:01:21.350 কিন্তু এটা আসলে শুধু রিসেশন এর গল্প নয়। 0:01:21.350,0:01:24.347 আমরা যে যুগ অতিক্রম করলাম তাতে 0:01:24.347,0:01:27.740 চাকরির বৃদ্ধি ছিলো বরাবরই কম।[br]সেটা খুব ভালো ভাবে বোঝা যায় যখন 0:01:27.740,0:01:30.675 আমরা এটাকে অন্য যুগ গুলোর সাথে ভুলনা করি এবং ২০০০ এর দিকে 0:01:30.675,0:01:32.965 আমরা এমন একটা অবস্তায় এসেছি যখন আমরা দেখছি যুগটির শুরুর 0:01:32.965,0:01:36.168 চেয়ে শেষের দিকে এসে আরও কম মানুষ 0:01:36.168,0:01:39.228 কাজ করছে![br]এ রকম কিছু আসলে আপনি দেখতে চান না। 0:01:39.228,0:01:42.867 আপনি যদি একটা গ্রাফ আকেঁন যেখানে সম্ভাব্য চাকরিদাতা 0:01:42.867,0:01:46.471 আর দেশের চাকরির সংখ্যাটা প্লট করা হবে, আপনি এই ফারাকটা 0:01:46.471,0:01:50.049 দেখবেন শুধু বড় হচ্ছে আর হচ্ছে! 0:01:50.049,0:01:52.449 এবং গ্রেট রিসেশন এর সময় এটা বিশাল 0:01:52.449,0:01:56.859 আমি কিছু হিসেব করেছি। আমি শেষ ২০ বছরের জিডিপি বৃদ্ধি 0:01:56.859,0:02:00.155 আর শেষ ২০ বছরের কায়িক শ্রমক্ষমতার বৃদ্ধি নিয়েছি 0:02:00.155,0:02:02.897 এবং সেগুলো একদম সোজাসাপ্টা ভাবে 0:02:02.897,0:02:05.523 উপস্থাপন করে দেখাতে চেয়েছি এই অর্থনীতি আরও কত চাকরি 0:02:05.523,0:02:09.182 বৃদ্ধি করা দরকার এবং এই রেখাটিই আমি পেয়েছি। 0:02:09.182,0:02:12.628 এটা কি ভাল না খারাপ? এটা সরকারের উপস্থাপন যাতে 0:02:12.628,0:02:16.481 কর্মক্ষম লোকজন সামনে এগিয়ে যাচ্ছে। 0:02:16.481,0:02:21.252 যদি এই বাণী সত্যিই নির্ভূল হয় তবে সেই ফারাক আর বন্ধ হবে না। 0:02:21.252,0:02:24.653 কিন্তু সমস্যাটা হলো, আমি মনে করিনা এই বাণীগুলো সত্য হবে! 0:02:24.653,0:02:28.009 বিশেষভাবে আমি মনে করি, আমার উপস্থাপন একটু বেশিই আশাব্যঞ্জক 0:02:28.009,0:02:31.365 কেননা যখন আমি এটা করেছি, আমি ভাবছিলাম যে ভবিষ্যৎ 0:02:31.365,0:02:33.813 আবার আগের মত হতে যাচ্ছে 0:02:33.813,0:02:37.252 যেখানে শ্রমদক্ষতা বাড়ছে, আর সত্যি কথা হলো আমি তা বিশ্বাস করি না। 0:02:37.252,0:02:41.011 কারন আমি যখন চারদিকে দেখছি, আমি মনে করি আমরা এখনো 0:02:41.011,0:02:44.296 প্রযুক্তির শ্রমশক্তির উপর প্রভাবটা দেখিই নি। 0:02:44.296,0:02:48.294 মাত্র কয়েক বছর আগে, আমরা দেখেছি ডিজিটাল যন্ত্রগুলো 0:02:48.294,0:02:52.700 তাদের বিভিন্ন কলা এবং ক্ষমতা গুলো দেখাচ্ছে যা তাদের কাছে আগে কখনো ছিল না। 0:02:52.700,0:02:56.488 আর তা আসলে আমরা মানুষেরা যা করে জীবিকা নির্বাহ করি, 0:02:56.488,0:02:59.744 তা করে ফেলছে।[br]আমি কিছু উদাহরন দেই 0:02:59.744,0:03:01.755 ইতিহাস জুড়ে আপনি দেখবেন, যদি আপনি কিছু চেয়েছেন যে 0:03:01.755,0:03:04.679 কোন কিছু এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তরিত হোক, 0:03:04.679,0:03:06.343 আপনার দরকার হত একজন মানুষকে। 0:03:06.343,0:03:09.759 এখন আমাদের কাছে বিভিন্ন ভাষায় জ্ঞানী, মূহুর্তেই তা করার ক্ষমতার 0:03:09.759,0:03:13.977 অধিকারী অটোমেটিক ভাষানুবাদ করার সুবিধা বিনে পয়সায় পাচ্ছি 0:03:13.977,0:03:17.366 বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, যেমন উন্নত মুঠোফোন গুলোতে। 0:03:17.366,0:03:19.750 আর আমাদের অনেকেই সেগুলো ব্যবহার করেছি এবং আমরা জানি যে 0:03:19.750,0:03:23.071 এগুলো একদম নিখুঁত নয়, তবে যথেষ্ট কার্যকরী। 0:03:23.071,0:03:26.222 ইতিহাস থেকে দেখবেন, যখন আপনি চেয়েছন যে কোন কিছু লিখিত হোক 0:03:26.222,0:03:29.637 কোন আর্টিকেলে কোন রিপোর্ট, আপনার দরকার হবে কোন ব্যক্তির। 0:03:29.637,0:03:31.889 কিন্তু আর নয়! এই যে এই আর্টিকেল যেটা 0:03:31.889,0:03:35.119 ফোর্বস অনলাইনে এসেছে এ্যাপেলের আয় নিয়ে 0:03:35.119,0:03:37.646 এটা লেখা হয়েছে একটা অ্যালগরিদম ব্যবহার করে। 0:03:37.646,0:03:40.901 এটা শুধু কার্যকর নয়, এটা নিখুঁত! 0:03:40.901,0:03:43.863 অনেকে এর দিকে তাকাবেন এবং হয়ত বলবেন যে,[br]"হ্যাঁ ঠিক আছে 0:03:43.863,0:03:46.212 ওগুলো খুব নির্দিষ্ট করে দেওয়া 0:03:46.212,0:03:48.845 আর বেশিরভাগ বুদ্ধিজীবীরা আসলে নানা বিষয়ে জ্ঞানের অধিকারী, 0:03:48.845,0:03:51.374 এবং তারা নানা বিষয়ে দক্ষতা ও পারদর্শিতার 0:03:51.374,0:03:54.030 অধিকারী, যা তারা 0:03:54.030,0:03:57.103 সময়ের সাথে পরিবর্তন হওয়া ব্যাপারগুলো নিয়ে কাজ করতে সক্ষম 0:03:57.103,0:03:59.591 আর সেটা আসলে স্বয়ংক্রিয়ভাবে করা অনেক কঠিন।" 0:03:59.591,0:04:01.568 এমন একজন দারুন চিত্তাকর্ষক বুদ্ধিজীবী হলেন 0:04:01.568,0:04:03.977 আমাদের এ সময়ের এক ব্যক্তি - কেন জেনিংস। 0:04:03.977,0:04:09.035 তিনি "জিওপ্যারডি" নামের কুইজ শো টি ৭৪ বার একটানা জিতেছেন, 0:04:09.035,0:04:11.663 ৩০ লক্ষের বেশি ডলার জিতেছেন! 0:04:11.663,0:04:15.513 ঐ যে দেখুন সবার ডানে কেন দাড়িঁয়ে আছেন [br]আইবিএম এর ওয়াটসন সুপার কম্পিউটারের পাশে 0:04:15.513,0:04:20.317 তিন - এক এ "জিওপ্যারডি" শোতে হারার পর! 0:04:20.317,0:04:22.181 তাই আমরা যখন দেখি যে প্রযুক্তি আসলে এই বুদ্ধিজীবীদের 0:04:22.181,0:04:25.054 কি করতে পারে, আমি চিন্তা করতে থাকি 0:04:25.054,0:04:27.653 এই সর্ব বিষয়ে পারদর্শী লোকেদের ব্যাপারে আসলে তেমন বিশেষ কিছু নেই। 0:04:27.653,0:04:30.541 বিশেষত আমরা যখন সিরি কে ওয়াটসন এর সাথে 0:04:30.541,0:04:34.529 লাগিয়ে দেই আর প্রযুক্তির এমন ব্যবহার শুরু করি 0:04:34.529,0:04:36.425 যখন তা আমরা কি বলি তা বুঝতে পারে 0:04:36.425,0:04:38.506 এবং আমাদের সাথেও সেভাবে তা বলতে পারে। 0:04:38.506,0:04:41.344 সিরি এখন নিখুঁত কিছু হওয়া থেকে অনেক দূরে এবং আমরা সেটা নিয়ে, 0:04:41.344,0:04:44.363 এর ভুলগুলো নিয়ে মজা করতে পারি, [br]কিন্তু আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে 0:04:44.363,0:04:47.039 যদি সিরি আর ওয়াটসন এর 0:04:47.039,0:04:50.820 মুরের ল অনুযায়ী উন্নতি ঘটানো সম্ভব হয়, যেটা সম্ভবত হবেও, 0:04:50.820,0:04:53.404 সেভাবে ৬ বছর নাগাদ তারা শুধু দ্বিগুন বা চারগুন নয়, 0:04:53.404,0:04:58.222 তারা এখনকার চেয়ে ১৬ গুন বেশি উন্নত হবে! 0:04:58.222,0:05:01.905 তাই আমি ভাবতে শুরু করেছি যে, তখন বুদ্ধি লাগে এমন অনেক কাজগুলো এর দ্বারা প্রভাবিত হবে! 0:05:01.905,0:05:05.459 আর ডিজিটাল টেকনোলজি শুধু বুদ্ধির কাজ গুলোতেই প্রভাব ফেলবে না, 0:05:05.459,0:05:09.451 এগুলো জড়জগতের নানা জায়গাতেই কাজ করা শুরু করবে। 0:05:09.451,0:05:11.900 আমার সুযোগ হয়েছিল কিছুদিন আগে গুগুলের স্বয়ংক্রিয় গাড়িতে চড়বার, 0:05:11.900,0:05:17.426 আর সেটা আসলে যেমনটা শোনাচ্ছে, সে রকমি দারুন ছিলো।[br](হাসি) 0:05:17.426,0:05:20.453 আর আমি একদম সাক্ষী দিতে পারি যে, এটা ইউ.এস ১০১ এর 0:05:20.453,0:05:23.358 থামা আর সাথে সাথে যাওয়ার অবস্থাও খুব ভালোভাবে পার হয়েছিল! 0:05:23.358,0:05:25.323 আমেরিকার প্রায় ৩৫ লক্ষ মানুষ আছে 0:05:25.323,0:05:27.532 যারা শুধু ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে। 0:05:27.532,0:05:29.961 আমি মনে করি তাদের মধ্যে বেশ কিছু এই প্রযুক্তি দিয়ে ক্ষতির সম্মুখীন হবেন। 0:05:29.961,0:05:33.213 আর এই মূহুর্তে মানুষের মত রোবটগুলো প্রায় 0:05:33.213,0:05:36.471 আদিম পর্যায়ে আছে। তারা বেশি কিছু করতে পারে না। 0:05:36.471,0:05:39.052 কিন্তু সেগুলো খুব দ্রুতই উন্নতি করছে আর ডারপা, 0:05:39.052,0:05:42.203 যেটা কিনা প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বিনিয়োগের ব্যাপারগুলো দেখে, 0:05:42.203,0:05:43.868 এই উন্নতির পথ আরও সুগম করার চেষ্টা করছে। 0:05:43.868,0:05:48.551 তাই, অল্প কথায়, হ্যাঁ এই রোবটগুলো আমাদের চাকরিগুলো [br]নিয়ে নিতেই আসছে! 0:05:48.551,0:05:52.431 স্বল্পমেয়াদে আমরা চাকরির বৃদ্ধিটা আর উদ্দীপিত করতে পারি 0:05:52.431,0:05:55.375 উদ্যোক্তাদের উৎসাহ দিয়ে আর পরিকাঠামো নির্মাণে 0:05:55.375,0:05:58.423 বিনিয়োগ করে, কেননা আজকের রোবটগুলো এখনো 0:05:58.423,0:06:00.163 ব্রীজ মেরামত করার যোগ্যতা অর্জন করে নি। 0:06:00.163,0:06:03.528 কিন্তু খুব বেশি দূরে নয়, আমি মনে করি, এই রুমে যারা আছেন, 0:06:03.528,0:06:07.097 তাদের অনেকের জীবনকালের মাঝেই আমরা সেই অবস্থার মাঝে পড়ব 0:06:07.097,0:06:10.033 যখন আমাদের অর্থনীতি অনেক উৎপাদনক্ষম হবে, 0:06:10.033,0:06:12.837 কিন্তু এতে মানুষের কাজ করার তেমন দরকার পড়বে না। 0:06:12.837,0:06:14.392 আর এই পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়া হবে আমাদের সমাজের 0:06:14.392,0:06:17.131 অন্যতম বড় একটা ব্যাপার! 0:06:17.131,0:06:19.893 ভল্টায়ার এর কারণের একটা সারমর্ম করেছেন। তিনি বলেছেন, [br]"কাজ আমাদের 0:06:19.893,0:06:25.170 তিনটা শয়তান থেকে বাচাঁয়ঃ একঘেয়েমি, অনৈতিক্তা আর প্রয়োজনীয়তা।" 0:06:25.170,0:06:27.741 কিন্তু এত কিছুর পরও, আমি ব্যক্তিগতভাবে 0:06:27.741,0:06:30.790 এখনো ডিজিটাল এই জগতের একজন আশাবাদী ব্যক্তি এবং আমি 0:06:30.790,0:06:33.977 ভীষনভাবে বিশ্বাস করি যে এই ডিজিটাল প্রযুক্তিগুলো যেটা আমরা 0:06:33.977,0:06:37.533 তৈরি করছি, আমাদের এক আদর্শ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, 0:06:37.533,0:06:40.566 কোন ভয়ানক ভবিষ্যতের দিকে নয়।[br]আর যদি এর ব্যাখা দিতেই হয়, 0:06:40.566,0:06:43.088 তবে একটা ভীষন বড় রকমের প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। 0:06:43.088,0:06:45.438 আমি জিজ্ঞাসা করতে চাই, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে 0:06:45.438,0:06:47.761 গুরুত্বপূর্ণ ঘটনাটি কি? 0:06:47.761,0:06:50.494 এখন, যদি আমি কিছু উত্তরের কথা বলি যা এই প্রশ্ন উত্তোলনের 0:06:50.494,0:06:52.671 পর পেয়েছিলাম। এটা একটা চমৎকার প্রশ্ন ছিল যা 0:06:52.671,0:06:54.838 নিঃসীম এক বিতর্কের জন্ম দিত, 0:06:54.838,0:06:57.159 কেননা কিছু মানুষ পূর্ব এবং পশ্চিমের 0:06:57.159,0:07:00.619 নানা দর্শনের কথা তুলবে 0:07:00.619,0:07:03.752 যা কি না অনেক মানুষের এই পৃথিবী সম্পর্কে ধারনা বদলে দিয়েছে! 0:07:03.752,0:07:06.588 আর যখন অন্যেরা বলবে যে, "না, আসলে সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়েছে 0:07:06.588,0:07:09.011 তা হলো বিভিন্ন ধর্মের সৃষ্টির পেছনে ঘটা ঘটনাগুলো, 0:07:09.011,0:07:12.293 যেগুলো মানব সভ্যতাকে বদলে দিয়েছে 0:07:12.293,0:07:14.932 এবং অগনিত মানুষের চিন্তাধারা বদলে দিয়েছে। 0:07:14.932,0:07:17.936 তখন আবার অনেকেই বলবে যে, 0:07:17.936,0:07:21.463 "আসলে যেটা সভ্যতাগুলো বদলেছে, যেটা পরিবর্তন ঘটিয়েছে, 0:07:21.463,0:07:23.626 এবং যেটা মানুষের জীবন একদম বদলে দিয়েছে তা হলো 0:07:23.626,0:07:27.538 সাম্রাজ্যগুলো। তাই মানুষদের মাঝে সবচেয়ে বড় ঘটনাগুলো 0:07:27.538,0:07:30.373 হলো বিজয়ের আর যুদ্ধের।" 0:07:30.373,0:07:32.963 আর তখনি দেখবেন আরেক দল বলে উঠবে, 0:07:32.963,0:07:38.651 "প্লেগের কথা কিন্তু ভুলে যেও না।" [br](হাসি) 0:07:38.651,0:07:41.554 কিছু আশাব্যঞ্জক উত্তরও রয়েছে এই প্রশ্নের, 0:07:41.554,0:07:43.451 যেমন কিছু মানুষ আমাদের অনুসন্ধানের যুগের কথা বলে, 0:07:43.451,0:07:45.399 এবং কি করে আমাদের এই বিশ্বের দুয়ার খুলে গেলো। 0:07:45.399,0:07:47.501 অনেকে হয়ত বুদ্ধিগত অর্জনগুলো 0:07:47.501,0:07:49.776 যেমন গণিতে আমাদের অর্জনের কথা বলবে যা আমাদের 0:07:49.776,0:07:53.086 এই বিশ্বকে সত্যিকারভাবে বুঝতে সাহায্য করেছিলো। [br]অনেকেই আবার ঐ সময়ের কথা বলে 0:07:53.086,0:07:54.783 যখন বিজ্ঞান আর কলার অভূতপূর্ব উন্নতি ঘটেছিল। 0:07:54.783,0:07:58.585 আর এই বিতর্ক এমনিভাবে চলতেই থাকবে। 0:07:58.585,0:08:01.424 এটা শেষ হবার নয়, এর উপসংহারও নেই এবং 0:08:01.424,0:08:04.676 এর শুধুমাত্র একটা করে উত্তরও নেই। [br]কিন্তু আপনি যদি আমার মত একটু গুরু হন 0:08:04.676,0:08:07.574 তাহলে আপনি বলবেন, "তথ্যগুলো কি বলে?" 0:08:07.574,0:08:10.385 আর সত্যিই যদি আপনি গ্রাফে প্লট করা শুরু করেন যে কি আমাদের [br]কাছে সত্যিই গুরুত্বপূর্ণ, 0:08:10.385,0:08:14.488 যেমন পৃথিবীর জনসংখ্যা 0:08:14.488,0:08:17.129 বা সামাজিক উন্নয়ন মাপা 0:08:17.129,0:08:19.640 কিংবা কোন সমাজের উন্নতির পর্যায় 0:08:19.640,0:08:23.473 তবে এই উপায়ে আপনি দেখবেন যে 0:08:23.473,0:08:26.090 মানব সভ্যতার বড় ঘটনাগুলোতে 0:08:26.090,0:08:28.951 এই বাকঁ গুলো যেন অনেক বেশি বেকেঁ যাচ্ছে। 0:08:28.951,0:08:30.863 আর তাই আপনি যখন এভাবে তথ্য গুলো প্লট করতে থাকবেন, 0:08:30.863,0:08:33.661 আপনি অনেক তাড়াতাড়ি অনেক অদ্ভুত সিদ্ধান্তে পৌছাবেন! 0:08:33.661,0:08:36.584 আপনি আসলে এই সিদ্ধান্তে পৌছাবেন যে এই ঘটনাগুলো আসলে 0:08:36.584,0:08:41.536 তেমন ব্যাপকভাবে কিছু করে নি! [br](হাসি) 0:08:41.536,0:08:45.562 এগুলো এক বিন্দু পরিমান বাকঁ খাওয়াতে পারে নি বক্ররেখাটিকে।[br](হাসি) 0:08:45.562,0:08:49.146 কিন্তু একটা ঘটনা আছে, একটা উন্নতির গল্প 0:08:49.146,0:08:51.752 যা এই মানবসভ্যতার রেখা একদম ৯০ ডিগ্রির একটা বাকঁ এনে দিয়েছে! 0:08:51.752,0:08:55.798 আর সেটা প্রযুক্তির গল্প! 0:08:55.798,0:08:58.757 বাষ্প ইঞ্জিন আর এর সাথের অন্য প্রযুক্তিগুলো যেটা 0:08:58.757,0:09:01.688 পৃথিবীব্যাপী শিল্প বিপ্লবের সূচনা করেছিল 0:09:01.688,0:09:04.112 এবং তা মানব সভ্যতাকে এমনভাবে প্রভাবিত করেছে যে, 0:09:04.112,0:09:06.195 ইতিহাসবিদ ইয়ান মরিসের ভাষায়, 0:09:06.195,0:09:10.272 এটা এর আগে যা কিছু উন্নতি হয়েছিল, তা যেন [br]একটা ঠাট্টার মত মনে হতে লাগাতে শুরু করেছিল! 0:09:10.272,0:09:13.185 আর তারা এটা করেছিল আমাদের পেশীর ক্ষমতাকে 0:09:13.185,0:09:16.322 অসীমের সাথে গুণ করে, পেশীর সব সীমাবদ্ধতাকে অতিক্রম করে! 0:09:16.322,0:09:18.844 এখন আমরা সেই অবস্থার মাঝে আছি, 0:09:18.844,0:09:21.763 যখন আমরা আমাদের মস্তিষ্কের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করছি 0:09:21.763,0:09:24.836 আর সেই সাথে অসীমের সাথে আমাদের মানসিক শক্তিকে গুণ করছি। 0:09:24.836,0:09:28.536 আর কেন এটা আমদের পেশীর সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেয়ে 0:09:28.536,0:09:31.064 বড় কিছু নয়? 0:09:31.064,0:09:34.442 তাই আমি নিজের কথা বারবার বলার ঝুঁকি নিয়েও বলতে চাই, 0:09:34.442,0:09:37.271 যখন আমি দেখি এই ডিজিটাল প্রযুক্তি আসলে এখন কি করতে চলেছে, 0:09:37.271,0:09:40.097 আর আমাদের যাত্রার আসলে অনেক বাকি আছে 0:09:40.097,0:09:42.771 এবং আমি দেখি কি হতে চলেছে আমাদের এই অর্থনীতিতে 0:09:42.771,0:09:45.424 আর আমাদের সমাজে।[br]আমার একমাত্র উপসংহার হলো যে, 0:09:45.424,0:09:48.952 আমরা আসলে কিছুই দেখিনি! [br]সব চেয়ে ভালো সময় এখনো সামনে। 0:09:48.952,0:09:50.708 আমি একটা উদাহরন দেই। 0:09:50.708,0:09:54.936 অর্থনীতি শক্তি দিয়ে চলে না। এটা মূলধন দিয়েও চলে না, 0:09:54.936,0:09:58.716 কায়িক শ্রম দিয়েও না।[br]অর্থনীতি চলে চিন্তাগুলো দিয়ে! 0:09:58.716,0:10:01.236 আর তাই সৃষ্টির কাজ, নতুন ধারার চিন্তা তৈরির কাজ হল 0:10:01.236,0:10:03.662 সবচেয়ে শক্তিশালী মৌলিক কাজগুলোর মধ্যে অন্যতম, 0:10:03.662,0:10:05.477 যা আমরা কোন অর্থনীতিতে করতে পারি। 0:10:05.477,0:10:09.493 এবং এভাবেই আসলে নতুন কিছু আমরা করে আসছি। 0:10:09.493,0:10:13.271 আর আমরা এমনি প্রায় একি রকম মানুষও খুঁজে পাব! 0:10:13.271,0:10:16.682 (হাসি) 0:10:16.682,0:10:19.211 আমরা তাদের সেরা প্রতিষ্ঠানগুলো থেকে বের করে আনব, [br]তারপর তাদের 0:10:19.211,0:10:22.157 অন্য সেরা প্রতিষ্ঠানগুলোতে পাঠাব এবং নতুন কিছু ঘটার অপেক্ষা করব। 0:10:22.157,0:10:26.167 এখন -- (হাসি) -- 0:10:26.167,0:10:28.748 একজন সাদা মানুষ হিসেবে যে তার পেশাদার জীবনের পুরো অংশই 0:10:28.748,0:10:35.114 এমআইটি আর হার্ভাডে কাটিয়ে এসেছে, আমার এতে কোন আপত্তি নেই।[br](হাসি) 0:10:35.114,0:10:37.730 কিন্তু অন্য অনেকের আপত্তি আছে এবং তারা আসলে ভোজসভায় হঠাৎ করে ঢুকে পড়েছে 0:10:37.730,0:10:40.266 আর ভোজসভার ড্রেস কোড যে নতুন কিছু সৃষ্টি তা বেমালুম ভুলে গেছে! 0:10:40.266,0:10:41.190 (হাসি) 0:10:41.190,0:10:44.834 আর এই যে এখানে দেখুন টপ কোডার প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ীরা 0:10:44.834,0:10:47.736 আর আমি আপনাদের নিশ্চিত করে বলে দিতে পারি, [br]এতে কারো কিছু এসে যায় না যে 0:10:47.736,0:10:51.330 কোথায় এই বাচ্চাগুলো বড় হয়েছে, কোথায় স্কুলে গেছে 0:10:51.330,0:10:53.818 অথবা তারা দেখতে কেমন। অন্যরা শুধু ভাবে 0:10:53.818,0:10:56.639 এদের কাজের মান নিয়ে, তাদের চিন্তার মান নিয়ে। 0:10:56.639,0:10:58.805 এবং আমরা বারবার এটা হতে দেখি 0:10:58.805,0:11:01.151 এই প্রযুক্তিনির্ভর বিশ্বে। 0:11:01.151,0:11:03.607 নতুন কিছু তৈরির প্রয়াস তাই এখন আরো উন্মুক্ত, 0:11:03.607,0:11:07.385 আরো ব্যাপক, আরো স্বচ্ছ এবং আরো মেধা নির্ভর, 0:11:07.385,0:11:10.354 এবং তাই হতে থাকবে - এমআইটি বা হার্ভাড যাই মনে করুক না কেন 0:11:10.354,0:11:14.034 এবং আমি এই উন্নতি নিয়ে এর চেয়ে বেশি খুশি হতে পারবনা! 0:11:14.034,0:11:16.484 আমি প্রায়শই শুনি "হ্যাঁ, আমি সবই মানছি, 0:11:16.484,0:11:19.871 কিন্তু প্রযুক্তি আসলে ধনী দেশগুলোর জন্যে একটা মাধ্যম 0:11:19.871,0:11:22.585 এবং যেটা হচ্ছে যে এই ডিজিটাল যন্ত্রগুলো পিরামিডের নিচের 0:11:22.585,0:11:25.940 হতভাগা মানুষগুলোর জন্য কিছুই করছে না।" 0:11:25.940,0:11:28.604 আমি পরিস্কারভাবে এর উত্তরে বলতে চাইঃ সব বাজে কথা। 0:11:28.604,0:11:32.042 পিরামিডের এই নিচতলা আসলে এই প্রুযুক্তি থেকে ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। 0:11:32.042,0:11:34.682 অর্থনীতিবিদ রবার্ট জেনসেন একটা দারুন গবেষণা করেছেন 0:11:34.682,0:11:37.850 কিছু পূর্বে তিনি গভীরভাবে 0:11:37.850,0:11:41.231 ভারতের কেরালার জেলে গ্রামগুলোতে কি হচ্ছে তা পর্যবেক্ষণ করেছেন। 0:11:41.231,0:11:44.244 তারা যখন প্রথমবারের মত মোবাইল পেল 0:11:44.244,0:11:46.975 এবং আপনি যখন ত্রৈমাসিক অর্থনীতির জার্নালে লিখবেন, 0:11:46.975,0:11:49.872 আপনাকে অত্যন্ত কাঠখোট্টা আর সতর্কভাবে লিখতে হবে, 0:11:49.872,0:11:52.344 কিন্তু আমি যখন তার লেখাটা পড়লাম, আমার মনে হলো[br]জেনসন যেন চিৎকার করে আমাদের বলছেন 0:11:52.344,0:11:55.365 দেখ দেখ এটা একটা বিশাল ঘটনা। 0:11:55.365,0:11:59.418 দাম স্থির হচ্ছে, মানুষ তাদের অর্থনৈতিক পরিকল্পনা করতে পারছে। 0:11:59.418,0:12:03.541 অপচয় কম হলো না, এটা যেন নিশ্চিহ্ন হয়ে গেলো। 0:12:03.541,0:12:06.012 আর সেই সাথে ঐ গ্রামগুলোর ক্রেতা আর বিক্রেতাদের জীবন 0:12:06.012,0:12:08.510 বেশ ভালোভাবে বদলে গেলো। 0:12:08.510,0:12:12.226 এখন আমার মনে হয় না যে জেনসন অনেক ভাগ্যবান ছিলেন 0:12:12.226,0:12:14.580 আর এমন এক জায়গায় গিয়ে পড়েছিলেন যেখানে 0:12:14.580,0:12:17.092 প্রযুক্তি কিছু গ্রামের চেহারা বদলে দিচ্ছিল। 0:12:17.092,0:12:19.695 ওখানে যা হলো তা খুব সতর্কের সাথে তিনি লিখে রাখলেন 0:12:19.695,0:12:22.387 যা কিনা প্রযুক্তি কোন পরিবেশ বা মানব সমাজে 0:12:22.387,0:12:25.651 প্রথমবারের মত এলে হয়। 0:12:25.651,0:12:29.615 এই মানুষগুলোর জীবন, তাদের কল্যাণ দারুনভাবে উন্নতি লাভ করল। 0:12:29.615,0:12:31.971 তাই আমি যখন এই প্রমাণাদি গুলো দেখি এবং ভাবতে শুরু করি 0:12:31.971,0:12:34.447 আমদের সামনে কি আসছে, আর আমি ভীষণরকম ডিজিটাল বিশ্বের প্রতি 0:12:34.447,0:12:37.271 আশাবাদী হয়ে পড়ি এবং ভাবতে শুরু করি ঐ চমকপ্রদ কথাগুলো 0:12:37.271,0:12:40.326 যা পদার্থবিৎ ফ্রিম্যান ডাইসন বলেছেন 0:12:40.326,0:12:44.904 হয়ত আসলেই অত্যুক্তি নয়। এটাই একটা নির্ভুল মূল্যায়ন যা আমাদের চারপাশে ঘটছে। 0:12:44.904,0:12:47.350 আমাদের এই ডিজিটাল প্রযুক্তিগুলো অনেক বড় উপহার! 0:12:47.350,0:12:50.511 আর তাই আমরা অনেক ভাগ্যবান এমন একটা সময়ে বাস করতে পেরে 0:12:50.511,0:12:54.036 যখন কি না এই প্রযুক্তি চারদিকে ছড়িয়ে পড়ছে, 0:12:54.036,0:12:55.694 আর এর মাত্রা বড় হচ্ছে 0:12:55.694,0:12:59.035 এবং সেই সাথে আরও গভীরে ছড়িয়ে পড়ছে এই বিশ্বে। 0:12:59.035,0:13:02.253 তাই হ্যাঁ, রোবটগুলো আমাদের চাকরিগুলো নিয়ে নিচ্ছে 0:13:02.253,0:13:06.066 কিন্তু এর উপর ফোকাস করলে আসল ব্যাপারটা একদম মিস হয়ে যায়। 0:13:06.066,0:13:09.319 আর সেটা হল যে, আমরা সময় পাচ্ছি অন্য কিছু করবার 0:13:09.319,0:13:11.977 আর আমরা যা করতে চলেছি, সে ব্যাপারে আমি অনেক আত্মবিশ্বাসী, 0:13:11.977,0:13:15.040 আর সেটা হলো এই বিশ্ব হতে দারিদ্রতা, দাসত্ব 0:13:15.040,0:13:17.704 আর দুর্দশা থেকে মুক্তি। আমি বিশ্বাস করি আমরা শিখতে চলেছি 0:13:17.704,0:13:20.736 কি করে আর সহজ উপায়ে এই ধরিত্রীতে বাস করা যায়। 0:13:20.736,0:13:24.217 আমি প্রবলভাবে আস্থা রাখি এই ডিজিটাল যন্ত্র আর মাধ্যমগুলোর উপরে 0:13:24.217,0:13:27.138 যার গভীরতর ব্যবহারের মাধ্যমে আমরা 0:13:27.138,0:13:30.029 এটাকে এত উপকারী করে ফেলব যে এটা আগে যা কিছু এসেছিল, সব কিছুকে 0:13:30.029,0:13:31.762 একদম একটা নিরেট ঠাট্টা বানিয়ে দেবে। 0:13:31.762,0:13:34.500 আমি শেষ করব সেই ব্যক্তির কথা দিয়ে যে কি না 0:13:34.500,0:13:36.278 ডিজিটাল প্রযুক্তির উন্নয়নের একদম প্রথম সারিতে বসে ছিল 0:13:36.278,0:13:38.843 আমাদের পুরোনো বন্ধু কেন জেনংস। আমি তার সাথে আছি। 0:13:38.843,0:13:40.204 আমি তার কথা গুলোর পুনরাবৃত্তি করতে চাই, 0:13:40.204,0:13:44.175 "আমি নিজে অন্তত স্বাগত জানাচ্ছি আমাদের নতুন কম্পিউটার মহারাজদেরকে"[br](হাসি) 0:13:44.175,0:13:47.104 ধন্যবাদ সবাইকে। [br](করতালি)