0:00:03.161,0:00:25.117 (বাদ্যসঙ্গীত) 0:00:25.117,0:00:27.412 শুভ সন্ধ্যা । 0:00:27.412,0:00:31.873 আপনারা সবাই জানেন, আমরা কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। 0:00:31.873,0:00:34.325 আমি আপনাদের কাছে এসেছি একটা ছোট প্রস্তাব নিয়ে 0:00:34.325,0:00:36.857 যা আমাদের অর্থনৈতিক ভার লাঘব করতে পারে । 0:00:36.857,0:00:38.390 এই চিন্তাটা আমার মাথায় এসেছে যখন আমি কথা বলছিলাম 0:00:38.390,0:00:41.362 এম.আই.টি. র একজন পদার্থবিদ বন্ধুর সাথে । 0:00:41.362,0:00:44.051 সে খুব কষ্ট করে আমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছিল ঃ 0:00:44.051,0:00:48.627 একটা সুন্দর এক্সপেরিমেন্ট এর ব্যাপারে যাতে লেজার ব্যবহার করে পদার্থকে শীতল করা হয়। 0:00:48.627,0:00:50.534 সে আমাকে প্রথম থেকেই হতবুদ্ধি করে রেখেছিল, 0:00:50.534,0:00:52.888 কারণ আলো কোন কিছুকে শীতল করতে পারে না । 0:00:52.888,0:00:56.337 আলো বস্তুকে উত্তপ্ত করে। এটা ঠিক এই মুহূর্তেও ঘটছে । 0:00:56.337,0:00:58.880 আমাকে এই মুহূর্তে আপনারা এখানে দাঁড়িয়ে থাকতে দেখছেন কারণ 0:00:58.880,0:01:02.652 এই ঘরটি ১০০ কুইন্টাইলন এরও বেশি ফোটন দিয়ে ভরা, 0:01:02.652,0:01:06.187 এবং সেগুলো এই জায়গার মধ্যে এলোমেলোভাবে প্রায় আলোর বেগে গতিশীল আছে । 0:01:06.187,0:01:07.703 সবগুলোই ভিন্ন ভিন্ন রং এর , 0:01:07.703,0:01:09.643 এগুলো ভিন্ন ভিন্ন কম্পাঙ্কে তরঙ্গায়িত হচ্ছে , 0:01:09.643,0:01:12.518 এবং সেগুলো প্রত্যেক দেয়ালে প্রতিহত হয়ে ফিরে আসছে , এমনকি আমার গায়েও ধাক্কা খাচ্ছে , 0:01:12.518,0:01:14.928 এবং সেগুলোর মধ্যে কিছু কিছু সোজাসুজি আপনার চোখের ভিতর উড়ে উড়ে আসছে। 0:01:14.928,0:01:18.128 আর সে কারণেই আপনার মস্তিষ্কে আমার দাঁড়িয়ে থাকার চিত্র তৈরি হচ্ছে। 0:01:18.128,0:01:19.783 এখন লেজার হচ্ছে একটা আলাদা জিনিস । 0:01:19.783,0:01:23.786 এটা ফোটন ব্যবহার করে, কিন্তু সেগুলো সবগুলোই সিনক্রোনাইজড থাকে । 0:01:23.786,0:01:26.493 আর আপনি যদি সেগুলোকে একটা রশ্মির মধ্যে ফোকাস করতে পারেন 0:01:26.493,0:01:28.888 আপনি একটা অসাধারণ জিনিস পাবেন । 0:01:28.888,0:01:31.024 লেজার দিয়ে আপনি এত সূক্ষভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন 0:01:31.024,0:01:33.698 যে আপনি চোখের ভিতরে সার্জারী করতে পারবেন , 0:01:33.698,0:01:36.343 আপনি এটাকে ব্যবহার করতে পারেন বৃহৎ পরিমাণের ডাটা জমিয়ে রাখতে , 0:01:36.343,0:01:38.673 এবং আপনি একে ব্যবহার করতে পারেন চমৎকার পরীক্ষা দিয়ে , 0:01:38.673,0:01:41.146 যা বোঝাতে আমার বন্ধুর বেগ পেতে হচ্ছিল । 0:01:41.146,0:01:44.401 প্রথমে আপনি একটা বোতলে পরমাণুকে আবদ্ধ করে রাখেন । 0:01:44.401,0:01:47.361 এটা তড়িৎচৌম্বকীয় ক্ষেত্র ব্যবহার করে পরমাণুকে আলাদা করে রাখে 0:01:47.361,0:01:49.547 পরিবেশের নয়েজ থেকে 0:01:49.547,0:01:52.030 এবং পরমাণুগুলো নিজেরা বেশ জবরদস্ত রকমে উদ্দাম, 0:01:52.030,0:01:56.074 কিন্তু আপনি যিদি লেজার নিক্ষেপ করেন যেটা সূক্ষভাবে সঠিক কম্পাঙ্কে টিউন করা আছে, 0:01:56.074,0:01:58.702 একটা পরমাণু সেই ফোটনগুলোকে শোষণ করে নিবে । 0:01:58.702,0:02:00.585 এবং গতি হ্রাস করতে শুরু করবে। 0:02:00.585,0:02:03.897 ধীরে ধীরে এটা শীতল হতে থাকবে 0:02:03.897,0:02:08.410 যতক্ষণ না পর্যন্ত এটা পরম শূন্যের কাছাকাছি পৌঁছায় । 0:02:08.410,0:02:11.586 এখন যদি আপনি সঠিক পরমাণুগুলো ব্যবহার করেন এবং সেগুলোকে যথেষ্ট পরিমাণ শীতল করতে পারেন, 0:02:11.586,0:02:15.363 উদ্ভট কিছু তখন ঘটবে । 0:02:15.363,0:02:18.185 এটা আর কঠিন অবস্থায় থাকবে না, এটা তরল অথবা গ্যাসীয় অবস্থায় চলে যাবে। 0:02:18.185,0:02:22.125 এটা পদার্থের এক নতুন অবস্থায় উত্তীর্ণ হবে যাকে আমরা বলি সুপারফ্লুইড । 0:02:22.125,0:02:24.412 পরমাণুগুলো তাদের নিজস্ব পরিচয় হারিয়ে ফেলে, 0:02:24.412,0:02:27.239 এবং কোয়ান্টাম পৃথিবীর নিয়ম তখন বলবৎ হয় , 0:02:27.239,0:02:31.334 এবং একারণেই সুপারফ্লুইড তার এসব অদ্ভূত বৈশিষ্ট্যগুলো পায়। 0:02:31.334,0:02:34.786 উদাহারণস্বরূপ, আপনি যদি সুপারফ্লুইড এর ভিতর দিয়ে আলো চালনা করেন , 0:02:34.786,0:02:37.811 এটা ফোটনের গতি হ্রাস করে ফেলতে পারে, 0:02:37.811,0:02:40.970 এর বেগ ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত নিয়ে আসা সম্ভব । 0:02:47.585,0:02:50.638 আরেকটা অদ্ভুত বৈশিষ্ট্য হল যে এটা প্রবাহিত হতে পারে 0:02:50.638,0:02:53.274 কোনরকম সান্দ্রতা কিংবা ঘর্ষণ ছাড়াই । 0:02:53.274,0:02:55.538 তাই আপনি যদি বোতলের মুখ খুলে ফেলেন , 0:02:55.538,0:02:57.633 তাহলে এটা আর ভিতরে অবস্থান করে না । 0:02:57.633,0:03:00.410 একটা পাতলা ফিল্ম ভিতরের দেয়াল বেয়ে উঠে আসে , 0:03:00.410,0:03:04.634 উপর দিয়ে প্রবাহিত হয়ে বাইরে নিঃসৃত হয় । 0:03:04.634,0:03:07.591 অবশ্যই , যে মুহূর্তে এটা বাইরের পরিবেশের সংস্পর্শে আসে, 0:03:07.591,0:03:11.307 এবং এর তাপমাত্রা এমনকি এক ডিগ্রির ভগ্নাংশের কাছাকাছি বেড়ে যায়, 0:03:11.307,0:03:13.430 এটা সাথেসাথে সাধারণ পদার্থের রূপে ফিরে আসে। 0:03:13.430,0:03:16.996 সুপারফ্লুইড হল আমাদের আবিষ্কৃত জিনিসগুলোর মধ্যে সবচেয়ে নাজুক । 0:03:16.996,0:03:19.357 আর এটাই আসলে বিজ্ঞানের অভূতপূর্ব আনন্দ ঃ 0:03:19.357,0:03:23.572 পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমাদের সংস্কার থেকে মুক্ত হই । 0:03:23.572,0:03:25.261 কিন্তু পরীক্ষা নিরীক্ষাতেই গল্প শেষ না, 0:03:25.261,0:03:28.787 কারণ আপনাকে অন্য মানুষের মাঝে এই জ্ঞান ছড়িয়ে দিতে হবে। 0:03:28.787,0:03:31.163 আমি পারমাণবিক জীববিজ্ঞানে পি.এইচ.ডি করেছি । 0:03:31.163,0:03:34.696 অধিকাংশ বিজ্ঞানীরা কি নিয়ে কথা বলে তার খুব কমই আমি বুঝতে পারি । 0:03:34.696,0:03:37.646 আমার বন্ধু আমাকে যখন ঐ এক্সপেরিমেন্টটা বোঝানোর চেষ্টা করছিল, 0:03:37.646,0:03:40.592 আমার মনে হচ্ছিল সে যতই বলছে, 0:03:40.592,0:03:43.565 ততই আমার বুঝে উঠতে কষ্ট হচ্ছে। 0:03:43.565,0:03:45.936 কারণ আপনি যখন কাউকে সামগ্রিক ধারণা দিতে চেষ্টা করেন 0:03:45.936,0:03:50.015 একটা জটিল বিষয় সম্পর্কে, এর সারমর্ম উপলব্ধি করার জন্য, 0:03:50.015,0:03:53.598 যত কম শব্দ ব্যবহার করবেন, ততোই ভালো। 0:03:53.598,0:03:56.917 সত্যি বলতে, একদম কোন শব্দ ব্যবহার না করাই হয়ত আদর্শ হতে পারে । 0:03:56.917,0:03:58.474 আমি ভেবে দেখেছি, আমার বন্ধু আমাকে বোঝাতে পারত 0:03:58.474,0:04:01.606 পুরো এক্সপেরিমেন্টটাই নেচে নেচে । 0:04:01.606,0:04:05.974 অবশ্যই, প্রায়শই মনে হয় আপনার যখন আসল প্রয়োজন , তখন আপনার চারপাশে কোন নৃত্যশিল্পীকেই আপনি খুঁজে পাবেন না। 0:04:05.974,0:04:07.863 এখন, এটা কিন্ত পাগলের প্রলাপ না , যতখানি এটা শোনাচ্ছে । 0:04:07.863,0:04:11.365 আমি চার বছর আগে একটা প্রতিযোগীতার আয়োজন করেছিলাম যার নাম দিয়েছিলাম "আপনার পি এইচ ডি" কে নাচান । 0:04:11.365,0:04:13.980 শব্দ দিয়ে তাদের গবেষণাকে ব্যাখ্যা না করে বরং 0:04:13.980,0:04:16.880 বিজ্ঞানীদের তা ব্যাখ্যা করতে হবে নাচ ব্যবহার করে । 0:04:16.880,0:04:19.249 এবং বিস্ময়করভাবে, এটা আসলে কাজ করেছে। 0:04:19.249,0:04:22.521 নাচ আসলেই বিজ্ঞান বোঝার কাজকে সহজ করে দিতে পারে। 0:04:22.521,0:04:24.317 আমার কথাকে পাত্তা দেয়ার দরকার নেই । 0:04:24.317,0:04:27.204 ইন্টারনেটে যান এবং সার্চ করুন "Dance Your Ph.D." 0:04:27.204,0:04:30.462 আপনি শত শত বিজ্ঞানীকে খুঁজে পাবেন যারা আপনার জন্য অপেক্ষা করে আছে । 0:04:30.462,0:04:32.545 সবচেয়ে বিস্ময়কর যে জিনিসটি আমি এই প্রতিযোগীতার আয়োজন করতে গিয়ে শিখেছি 0:04:32.545,0:04:37.834 তা হল কিছু বিজ্ঞানীরা তাদের গবেষণায় সরাসরি নৃত্যশিল্পীদের ব্যবহার করছেন। 0:04:37.834,0:04:39.714 উদাহারণস্বরূপ, মিনেসোটা ইউনিভার্সিটিতে 0:04:39.714,0:04:42.219 ড্যাভিড ওড্ডি নামক একজন বায়োমেডিকেল ইঞ্জিনীয়ার আছেন, 0:04:42.219,0:04:45.377 যিনি কোষের চলন সম্পর্কে গবেষণা করতে নৃত্যশিল্পীদের সাথে কাজ করছেন । 0:04:45.377,0:04:47.786 নৃত্যশিল্পীরা এটা করছে তাদের নৃত্যাকৃতি পরিবর্তন করে করে । 0:04:47.786,0:04:50.605 যখন এক দিকের রাসায়নিক সিগনাল শেষ হয়ে আসে, 0:04:50.605,0:04:53.730 এটা কোষকে এর অন্য দিকের আকৃতি বাড়ানোর জন্য উদ্দীপ্ত করে । 0:04:53.730,0:04:57.011 কারণ কোষ ক্রমাগত পরিবেশের সংস্পর্শ আসছে আর টানছে । 0:04:57.011,0:05:00.982 আর সেটা কোষকে সঠিক দিকে প্রবাহিত হতে সমর্থ করছে। 0:05:00.982,0:05:04.920 কিন্তু যেটা বাইরে থেকে ধীরস্থির আর কমনীয় দেখায় 0:05:04.920,0:05:07.349 ভিতরে তাকালে সেটা কিন্তু ভীষণ বিশৃঙ্খল । 0:05:07.349,0:05:11.752 কারণ কোষগুলো তাদের আকৃতি নিয়ন্ত্রণ করে অনমনীয় আমিষ তন্তুর কাঠামো দিয়ে, 0:05:11.752,0:05:14.597 আর সেই ফাইবারগুলো ক্রমাগত দূরে সরে যাচ্ছে । 0:05:14.597,0:05:17.166 কিন্তু যত দ্রুত সেগুলো বিস্ফোরিত হয়, 0:05:17.166,0:05:19.583 এর শেষপ্রান্তে ততই আমিষ যুক্ত হয় এবং দীর্ঘতর হতে থাকে, 0:05:19.583,0:05:21.766 তাই এটা ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে 0:05:21.766,0:05:24.764 একদম একইরকম থাকার জন্য । 0:05:24.764,0:05:27.934 ড্যাভিড এর গাণিতিক মডেল তৈরি করছে এবং সে এটা তার গবেষণাকক্ষে পরীক্ষা করছে , 0:05:27.934,0:05:30.709 কিন্তু সেটা করার আগে, সে নৃত্যশিল্পীদের সাথে কাজ করছে সেটা নিয়ে 0:05:30.709,0:05:34.410 কি ধরণের মডেল তৈরি করা যেতে পারে তা বুঝে ওঠার জন্য । 0:05:34.410,0:05:37.503 এটা আসলে বেশ কার্যকর ব্রেইনস্টর্মিং , 0:05:37.503,0:05:39.758 আর যখন আমি ড্যাভিড এর গবেষণা সম্পর্কে জানার জন্য তার ওখানে গেলাম, 0:05:39.758,0:05:43.102 সে আমাকে বোঝানোর জন্য নৃত্যশিল্পীদের ব্যবহার করল 0:05:43.102,0:05:47.644 প্রচলিত পদ্ধতির পাওয়ারপয়েন্ট ব্যবহার না করে । 0:05:47.644,0:05:49.997 আর এখানেই আমি আমার বিনীত অনুরোধ করব । 0:05:49.997,0:05:52.866 আমার মনে হয় পাওয়ারপয়েন্টে তৈরি বাজে উপস্থাপনা 0:05:52.866,0:05:55.538 আমাদের বিশ্ব অর্থনীতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ । 0:05:55.538,0:06:03.467 (অট্টহাস্য)(হাততালি) 0:06:03.467,0:06:08.346 এটা অবশ্য নির্ভর করে আপনি কিভাবে এর মাপযোখ করছেন, অবশ্যই, 0:06:08.346,0:06:13.115 কিন্তু একটা হিসাবে দিনপ্রতি ২৫০ মিলিয়ন ডলারের অপচয়ের উল্লেখ রয়েছে । 0:06:13.115,0:06:15.296 সেখানে ধরে নেয়া হয়েছে আমাদের প্রেজেন্টেশনের দৈর্ঘ্য হচ্ছে আধা ঘন্টা 0:06:15.296,0:06:17.353 গড়ে চার জন দর্শকের জন্য 0:06:17.353,0:06:19.672 ৩৫,০০০ ডলারের মত স্যালারীসহ, 0:06:19.672,0:06:21.632 এবং এটা বেশ রক্ষণশীলভাবেই ধরে নিয়েছে যে 0:06:21.632,0:06:25.564 যাবতীয় প্রেজেন্টেশনের এক চতুর্থাংশ সম্পূর্ণরূপে সময়ের অপচয়স্বরূপ 0:06:25.564,0:06:28.143 এবং পরিষ্কার ভাবে আমরা জানি 0:06:28.143,0:06:31.415 প্রত্যেকদিন ৩০ মিলিয়ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি হয়, 0:06:31.415,0:06:34.303 যেটা যোগ করলে বছরে অপচয়ের পরিমাণ দাঁড়ায় 0:06:34.303,0:06:37.399 ১০০ বিলিয়ন ডলার । 0:06:37.399,0:06:39.767 অবশ্যই এটা শুধু আমাদের 0:06:39.767,0:06:41.990 বসে থেকে পাওয়ারপয়েন্ট দেখে অপব্যয়িত সময়। 0:06:41.990,0:06:46.306 অন্য খরচও আছে, কারণ পাওয়ারপয়েন্ট হচ্ছে একটা টুল, 0:06:46.306,0:06:49.636 আর অন্য সব টুলের মতৈ, এটার অপপ্রয়োগ হতে পারে এবং হবে । 0:06:49.636,0:06:52.126 আমার দেশের সিআইএ এর একটা কন্সেপ্ট যদি ব্যবহার করি 0:06:52.126,0:06:55.241 তাহলে বলা যায় এটা দর্শকদের অনুভূতিশীল করে তুলতে সাহায্য করে । 0:06:55.241,0:06:59.489 এটা তাদের সুন্দর ছবি, আর অপ্রয়োজনীয় তথ্য দেখিয়ে বিভ্রান্ত করে । 0:06:59.489,0:07:03.229 এটা প্রতিযোগীতার এক অবাস্তব বিভ্রম তৈরি করে, 0:07:03.229,0:07:05.989 সাধারণত্বের বিভ্রম তৈরি করে, 0:07:05.989,0:07:10.716 এবং সবচেয়ে সর্বনাশের ব্যাপার হল, এটা বোধগম্যতা সম্পর্কেও বিভ্রান্ত করে তোলে। 0:07:10.716,0:07:14.960 আমার দেশে এখন ১৫ ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা । 0:07:14.960,0:07:19.945 আমাদের নেতারা অবিশ্রান্তভাবে টাকা বাঁচানোর ব্যাপারে চেষ্টা চালাচ্ছেন এবং উপায় খুঁজছেন । 0:07:19.945,0:07:24.414 আদর্শ হিসেবে নেয়া হয়েছে কলাবিভাগের সরকারী সহায়তার পরিমাণ ব্যাপকভাবে কমিয়ে দেয়া। 0:07:24.414,0:07:26.622 উদাহারণ হিসেবে দেখুন, কলাবিভাগের জাতীয় বৃত্তির পরিমাণ, 0:07:26.622,0:07:29.199 ১৫০ মিলিয়ন ডলারের বাজেট, 0:07:29.199,0:07:32.211 এই প্রোগ্রামকে বাতিল করে দিলে সাথেসাথেই আমাদের জাতীয় ঋণ কমে আসবে 0:07:32.211,0:07:35.572 শতকরা ১০০০ ভাগের এক ভাগ হারে । 0:07:35.572,0:07:37.312 কেউ কোনভাবেই এই সংখ্যাগুলোর সাথে একমত হতে পারছে না। 0:07:37.312,0:07:42.594 যাহোক, একবার আমরা যদি কলাবিভাগের সরকারী ফাণ্ড বন্ধ করে দেই, 0:07:42.594,0:07:45.266 কিছু অসুবিধাও সৃষ্টি হবে। 0:07:45.266,0:07:49.662 বেকারদের সারিতে শিল্পীদের স্থান উঁচু হবে। 0:07:49.662,0:07:52.069 অনেকেই মাদকাসক্তি আর পতিতাবৃত্তিতে নেমে পড়বে , 0:07:52.069,0:07:55.188 আর সেটা নিশ্চিতভাবেই শহুরাঞ্চলে সম্পত্তির দাম অনেক কমিয়ে দেবে। 0:07:55.188,0:08:00.095 এসব কিছুই আমরা যা সঞ্চয় করে রাখতে চাচ্ছি, সেটাকে নির্মুল করে দেবে। 0:08:00.095,0:08:03.336 আমি এখন তাই বিনীতভাবে আমার ধ্যানধারণা অনুযায়ী প্রস্তাব করব, 0:08:03.336,0:08:07.118 যেটা আমার আশা, সূক্ষ আপত্তিরও সম্মুখীন হবে না । 0:08:07.118,0:08:09.011 একবার আমরা যদি শিল্পীদের জন্য সরকারী সহায়তাকে বাদ দেই, 0:08:09.011,0:08:10.598 চলুন তাদেরকে কাজে ফিরিয়ে আনি 0:08:10.598,0:08:13.619 পাওয়ারপয়েন্ট ব্যবহার থামিয়ে । 0:08:13.619,0:08:17.102 আমি প্রস্তাব করছি পরীক্ষা হিসেবে, আমরা শুরু করতে পারি আমেরিকান নৃত্যশিল্পীদের দিয়ে। 0:08:17.102,0:08:19.255 যাহোক, তারা কিন্তু শিল্পীদের মধ্যেও সবচেয়ে বিরল হয়ে পড়ছে !! 0:08:19.255,0:08:21.414 প্রায় জখম অবস্থা আর খুব মন্থর গতির আরোগ্য লাভ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে 0:08:21.414,0:08:24.231 আমাদের স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থার কারণে । 0:08:24.231,0:08:27.374 তার চেয়ে বরং আমাদের পি এইচ ডি কে নৃত্যে উপস্থাপন করে, 0:08:27.374,0:08:30.988 আমরা আমাদের জটিল সমস্যাগুলোকে নাচের মাধ্যমে বোঝাতে নৃত্যশিল্পীদের ব্যবহার করতে পারি। 0:08:30.988,0:08:33.848 চিন্তা করে দেখুন আমাদের রাজনীতিবিদরা নাচ ব্যবহার করছেন 0:08:33.848,0:08:37.626 এটা বোঝানোর জন্য যে কেন আমাদের বাইরের একটি দেশে আক্রমণ করা উচিত 0:08:37.626,0:08:40.498 অথবা একটা ইনভেস্টমেন্ট ব্যাংককে জামিন দিয়ে মুক্তি দেয়া উচিত । 0:08:40.498,0:08:42.460 এটা অবশ্যই সাহায্য করবে। 0:08:42.460,0:08:46.212 অবশ্যই দূর কোন ভবিষ্যতে , কোনদিন, 0:08:46.212,0:08:48.593 অনুপ্রেরণা দেয়াররও প্রযুক্তি আসবে 0:08:48.593,0:08:52.022 পাওয়ারপয়েন্ট এর থেকেও শক্তিশালী কিছু আবিষ্কৃত হতে পারে, 0:08:52.022,0:08:55.566 নৃত্যশিল্পীদের নৃত্য সম্পাদনাকে অলঙ্কৃত টুল হিসেবে চিন্তা করা হবে। 0:08:55.566,0:08:58.142 যাহোক, আমি সেই দিনে বিশ্বাস করি , 0:08:58.142,0:09:01.457 আমরা হয়ত এই বর্তমান আর্থিক দুর্ভোগ অতিক্রম করে যাব। 0:09:01.457,0:09:04.823 হয়ত তখন আমাদের এই আয়েস করাটা সাধ্য কুলোবে - 0:09:04.823,0:09:07.943 দর্শক হিসেবে শুধু 0:09:07.943,0:09:09.783 উদ্দেশ্যহীন ভাবে বসে না থেকে 0:09:09.783,0:09:14.349 মানুষকে(নৃত্যশিল্পীদের) বিভিন্ন ভঙ্গিতে,আকারে গতিশীল দেখতে পারব । 0:09:14.349,0:10:25.174 (বাদ্যসঙ্গীত) 0:10:25.189,0:10:54.204 (হাততালি)