WEBVTT 00:00:00.000 --> 00:00:02.000 কয়েক বছর আগে 00:00:02.000 --> 00:00:05.000 আমার মনে হচ্ছিল আমি যেন একটি একঘেয়ে জীবনে আটকে গিয়েছি, 00:00:05.000 --> 00:00:07.000 তাই ঠিক করেছিলাম অনুসরণ করবো 00:00:07.000 --> 00:00:10.000 বিখ্যাত আমেরিকান দর্শনিক, মর্গান স্পারলককে, 00:00:10.000 --> 00:00:13.000 আর ত্রিশ দিনের জন্য নতুন কিছু চেষ্টা করবো। 00:00:13.000 --> 00:00:15.000 পরিকল্পনাটি আসলে খুবই সাধারণ। 00:00:15.000 --> 00:00:18.000 এমন কিছু চিন্তা করা যা তুমি সবসময় নিজের জীবনে চেয়েছিলে 00:00:18.000 --> 00:00:21.000 এবং পরবতী ত্রিশ দিন সেটাকে বাস্তবে রূপ দেয়ার চেষ্টা করা। 00:00:21.000 --> 00:00:23.000 দেখা গেল 00:00:23.000 --> 00:00:25.000 ত্রিশ দিনই যথেষ্ট 00:00:25.000 --> 00:00:27.000 একটি নতুন অভ্যাস গড়ে তুলতে অথবা একটি অভ্যাস বাদ দিতে -- 00:00:27.000 --> 00:00:29.000 যেমন খবর দেখা -- 00:00:29.000 --> 00:00:31.000 তোমার জীবন থেকে। NOTE Paragraph 00:00:31.000 --> 00:00:34.000 এই ত্রিশ দিনের চ্যালেঞ্জ পালন করতে গিয়ে কিছু জিনিস আমি শিখেছি। 00:00:34.000 --> 00:00:36.000 প্রথমটি হল 00:00:36.000 --> 00:00:39.000 পার হয়ে যাওয়া মাস গুলো ভুলে যাওয়ার পরিবর্তে, 00:00:39.000 --> 00:00:42.000 সময় গুলো আরও বেশি মনে রাখার মত হয়ে ওঠে । 00:00:42.000 --> 00:00:45.000 চ্যালেঞ্জের অংশ হিসেবে আমি এক মাসের জন্য প্রতিদিন একটি করে ছবি তুলি । 00:00:45.000 --> 00:00:48.000 এবং এখন আমি মনে করতে পারি আমি ঠিক কোথায় ছিলাম 00:00:48.000 --> 00:00:51.000 আর ঐ দিন আমি কি করছিলাম। 00:00:51.000 --> 00:00:53.000 আমি আরও দেখলাম 00:00:53.000 --> 00:00:55.000 যে আমি যত বেশি ও কঠিন ৩০ দিনের চ্যালেঞ্জ করা শুরু করলাম, 00:00:55.000 --> 00:00:57.000 আমার আত্মবিশ্বাস বাড়তে থাকলো। 00:00:57.000 --> 00:00:59.000 আমি একজন টেবিলে বসে থাকা কম্পিউটার ভক্ত থেকে 00:00:59.000 --> 00:01:02.000 এমন একজন মানুষে পরিণত হলাম যে কিনা কাজে যায় সাইকেলে- 00:01:02.000 --> 00:01:05.000 মজার জন্য। 00:01:05.000 --> 00:01:08.000 এমনকি গত বছর, আমি কিলিমাঞ্জারো পাহাড়ে উঠেছিলাম, 00:01:08.000 --> 00:01:10.000 যা আফ্রিকার সর্বোচ্চ পাহাড়। 00:01:10.000 --> 00:01:13.000 আমি এরকম রোমাঞ্চকর কাজ করার কথা কখনও ভাবিনি 00:01:13.000 --> 00:01:16.000 আমার এই ত্রিশদিনের চ্যালেঞ্জ শুরু করবার আগে। 00:01:16.000 --> 00:01:18.000 আমি আরও বুঝতে পারলাম যে 00:01:18.000 --> 00:01:20.000 কেউ যদি কোনকিছু খুব বেশি করে চায়, 00:01:20.000 --> 00:01:23.000 সে তা করতে পারে ৩০ দিনের জন্য। 00:01:23.000 --> 00:01:25.000 আপনি কি কখনো কোন উপন্যাস লিখতে চেয়েছেন? 00:01:25.000 --> 00:01:27.000 প্রতি নভেম্বরে, 00:01:27.000 --> 00:01:29.000 হাজার হাজার মানুষ চেষ্টা করে 00:01:29.000 --> 00:01:33.000 তাদের নিজেদের ৫০ হাজার শব্দের উপন্যাস লিখবার, একদম গোড়া থেকে, 00:01:33.000 --> 00:01:35.000 ৩০ দিনে। 00:01:35.000 --> 00:01:37.000 দেখা গেল, প্রতিদিনে আপনাকে 00:01:37.000 --> 00:01:40.000 ১,৬৬৭টি শব্দ লিখতে হবে 00:01:40.000 --> 00:01:42.000 একমাস ধরে। 00:01:42.000 --> 00:01:44.000 আর সেটাই আমি করেছিলাম। 00:01:44.000 --> 00:01:46.000 আর বলে রাখি এর গোপন রহস্যটা হচ্ছে ঘুমাতে না যাওয়া 00:01:46.000 --> 00:01:49.000 যতক্ষণ না আপনি দিনের বরাদ্দকৃত অংশটি লিখছেন। 00:01:49.000 --> 00:01:51.000 আপনি হয়তো ঘুম-বঞ্চিত হবেন, 00:01:51.000 --> 00:01:53.000 কিন্তু আপনার উপন্যাসটি শেষ হবে। 00:01:53.000 --> 00:01:57.000 তার মানে কি আমার বইটা যুক্তরাষ্ট্রের পরবর্তী বিখ্যাত উপন্যাস? 00:01:57.000 --> 00:01:59.000 না। আমি ওটা একমাসে লিখেছিলাম। 00:01:59.000 --> 00:02:02.000 ওটা অত্যন্ত খারাপ হয়েছিল। 00:02:02.000 --> 00:02:04.000 কিন্তু জীবনের বাকি দিনগুলোতে 00:02:04.000 --> 00:02:07.000 কখনো জন হজম্যানের সাথে টেড এর অনুষ্ঠানে দেখা হলে, 00:02:07.000 --> 00:02:09.000 আমাকে বলতে হতো না, 00:02:09.000 --> 00:02:11.000 "আমি একজন কম্পিউটার বিজ্ঞানী।" 00:02:11.000 --> 00:02:14.000 না, না, আমি যদি চাই, আমি বলতে পারি, "আমি একজন ঔপন্যাসিক।" 00:02:14.000 --> 00:02:17.000 (হাসি) 00:02:17.000 --> 00:02:20.000 তাই শেষে এই একটা কথা বলতে চাই। 00:02:20.000 --> 00:02:23.000 আমি শিখেছি যে আমি যদি ছোট, স্থায়ী পরিবর্তন ঘটাই, 00:02:23.000 --> 00:02:25.000 যা আমি চালিয়ে যেতে পারি, 00:02:25.000 --> 00:02:27.000 সেগুলোর টিকে থাকার সম্ভাবনা বেশী। 00:02:27.000 --> 00:02:30.000 বড়, অত্যুৎসাহী চ্যালেঞ্জও খারাপ কিছু নয়। 00:02:30.000 --> 00:02:33.000 আসলে, তার মাঝে অনেক মজা আছে। 00:02:33.000 --> 00:02:35.000 কিন্তু সেগুলো টিকে থাকার সম্ভাবনা কম। 00:02:35.000 --> 00:02:37.000 আমি যখন ৩০ দিনের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছিলাম, 00:02:37.000 --> 00:02:39.000 একত্রিশতম দিনটা এমন ছিল। 00:02:39.000 --> 00:02:41.000 (হাসি) 00:02:41.000 --> 00:02:44.000 সুতরাং আপনাদের প্রতি আমার প্রশ্ন: 00:02:44.000 --> 00:02:46.000 আপনারা কিসের জন্যা অপেক্ষা করছেন? 00:02:46.000 --> 00:02:48.000 আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আগামী ৩০ দিন 00:02:48.000 --> 00:02:50.000 ঠিক কেটে যাবে 00:02:50.000 --> 00:02:52.000 সে আপনি পছন্দ করুন বা না করুন, 00:02:52.000 --> 00:02:54.000 তাই এমন কিছুর কথা চিন্তা করুন না 00:02:54.000 --> 00:02:56.000 যা আপনি সবসময় করতে চাইতেন 00:02:56.000 --> 00:02:58.000 এবং সেটার জন্য একটু চেষ্টা করুন 00:02:58.000 --> 00:03:00.000 পরবর্তী ৩০ দিন। 00:03:00.000 --> 00:03:02.000 ধন্যবাদ। 00:03:02.000 --> 00:03:06.000 (হাততালি)