Return to Video

Course Introduction

 • 0:00 - 0:02
  একটি ব্যবসা দাড় করানো কঠিন।
 • 0:02 - 0:05
  একজন উদ্যোক্তা হিসেবে শুধু ভালো দ্রব্য হলেই হবে না
 • 0:05 - 0:09
  সাথে একটি নির্ভরশীল যোগান দরকার,কর্মচারী নিয়োগ করা, সহযোগী নিয়োগ করা
 • 0:09 - 0:12
  এবং অগণিত কাজ শেষ করা তোমার লক্ষ্যে পৌছানোর জন্য।
 • 0:12 - 0:15
  কিন্তু একজন উদ্যোক্তা হওয়ার সাথে সাথে অনেক দায়িত্ত অর্পিত হয়,
 • 0:15 - 0:17
  যেমন নিজেই নিজের বস হওয়ার স্বাধীনতা
 • 0:17 - 0:19
  এবং পৃথিবীতে দীর্ঘ মেয়াদী প্রভাব ফেলার সুযোগ।
 • 0:20 - 0:24
  এই কোর্স এ তোমরা গুগ্লারস,
 • 0:24 - 0:28
  সহযোগী প্রতিষ্ঠাতা যেমন ক্রাঞ্চবেস, আপওয়েস্ট ল্যবস,
 • 0:28 - 0:30
  এক্সেলেটরস এর বিনিয়োগকারী যেমন এন এফ এক্স গিল্ড
 • 0:30 - 0:33
  এবং সিলিকন ভ্যালির অন্যান্য বিশেষজ্ঞরা উপদেশ দিবেন।
 • 0:33 - 0:36
  এই সকল বিশেষজ্ঞ একসাথে হবেন এই কোর্স এ তোমাদের সাহায্য করতে
 • 0:36 - 0:39
  যাতে তোমরা তোমাদের ব্যবসার লক্ষ্য স্থির করতে, নিজের দল গঠন করতে
 • 0:39 - 0:41
  এবং তোমাদের কোম্পানি গঠন করতে মূল্ধন পেতে সাহায্য করবে।
 • 0:41 - 0:44
  এই কোর্স এর শেষে তোমরা তোমাদের প্রোডাক্ট নিয়ে তোমাদের আত্মবিশ্বাস থাকবে
 • 0:44 - 0:45
  এবং তোমার ব্যবসা নিয়েও।
 • 0:45 - 0:48
  সেখান থেকে তোমরা তোমাদের প্রোডাক্ট উৎপাদন এর জন্য প্রস্তুত হয়ে যাবে,
 • 0:48 - 0:53
  নিজের চারপাশ দেখ, উড়ে চল নিজের সফলতার দিকে অথবা নিজের সফলতার দিকে উদ্যম সহকারে এগিয়ে চল।
Tytuł:
Course Introduction
Video Language:
English
Team:
Udacity
Projekt:
ud806 - Get Your Startup Started
Duration:
0:53
Asifur Rahman edited bengalski subtitles for Course Introduction

Bengali subtitles

Revisions