-
Title:
cs373_unit1_00_l_সূচনা
-
Description:
-
Artificial Intelligence for Robotics কোর্সে আপনাকে স্বাগতম।
-
আপনি ৭ সপ্তাহের উত্তেজনাপূর্ণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন-
-
এই কোর্সে আপনি শিখবেন কিভাবে সয়ংক্রিয় গাড়ি প্রোগ্রাম করা যায়।
-
এই ক্লাসে আমরা যা করতে চাই সে বিষয়ে আপনাকে উৎসাহিত করতে
-
আমরা এখন একটা ভিডিও দেখি
-
সয়ংক্রিয় গাড়ি বিষয়ে আমার উৎসাহের সূচনা ২০০৪ সালের DARPA Grand Challenge প্রতিযোগিতায় অংশগ্রহন থেকে-
-
যেটাতে আমি এবং আমার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি টিম স্ট্যানলি নামে একটা রোবট গাড়ি তৈরি করি
-
যেটা মোজাভি মরুভমির ভিতর দিয়ে একা একা চলতে সক্ষম ছিল।
-
গাড়িটা একটা ভোক্সওয়াগন টুরেগ উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল
-
যার সাথে বিভিন্ন রকমের সেন্সর যেমন GPS এবং লেজার সংযোজন করা হয়েছিল,
-
এবং এটা কোন মানুষের সাহায্য ছাড়া নিজে নিজে সিদ্ভান্ত নিতে পারত।
-
DARPA Grand Challenge ছিল সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি প্রতিযোগিতা
-
যেটা ২০০৫ সারে অনুষ্ঠিত হয়।
-
এখানে আমরা আমাদের রোবট স্ট্যানলিকে মরুভূমির মধ্য দিয়ে চলতে দেখতে পাচ্ছি
-
পুরোপুরি কোন মানুষের সাহায্য ছাড়া।
-
প্রতিযোগিতাটা ছিল মরুভুমির রাস্তা দিয়ে ১৩০ মাইল পথ অতিক্রম করে
-
এবং যাদের গাড়ি দ্রুততম সময়ে ওই পথ অতিক্রম করবে সেই টিম জয়ী হবে।
-
আখানে আমদের গাড়ি Carnegie Mellon University এর রোবট গাড়িকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে-
-
প্রায় ১১০ মাইল পথ অতিক্রম করার পর।
-
আমাদের রোবট পাহাড়ের অসম্ভব খাড়া ঢাল বেয়ে পলতে পারত
-
এবং পাথরের সাথে ধাক্কা না লাগিয়ে এবং পাহাড়ের ঢালে উল্টে না পড়ে চলতে পারত।
-
আমি এই কোর্সে আপনাদের যে বিষয়গুলো শেখাবো শুধুমাত্র সেই প্রযুক্তি ব্যবহার করে রোবট গাড়িটি তৈরি করা হয়েছিল।
-
প্রায় ৭ ঘন্টায় ১৩১ মাইল পথ পাড়ি দিয়ে রোবটটি যাত্রার স্থানে ফিরে এসে
-
প্রথম গাড়ি হিসাবে DARPA Grand Challenge এর যাত্রা সমাপ্ত করতে সক্ষম হল
-
এবং Stanford University কে ২০ লক্ষ ডলার জিতিয়ে দিল
-
এবং স্ট্যানলি Smithsonian Museum of American History তে যায়গা করে নিল।
-
এই কাজের পর Urban Challenge এর জন্য আমরা জুনিয়র নামে আরেকটা বোবট গাড়ি তৈরি করি
-
যেটা ২য় স্থান অধিকার করে।
-
Urban Challenge ছিল DARPA এর ফলোআপ প্রতিযোগিতা
-
যেটাতে গাড়িগুলো অন্য সাধারণ যানবাহন চলাচলের রাস্তায় চলবে,
-
যেখানে Grand Challenge ছিল নির্জন মরুভূমির রাস্তায়
-
এটার ক্ষেত্রে কৃত্তিম শহর তৈরি করা হয়েছিল যেখানে রোবট গাড়ি অন্য সাধারণ গাড়ির সাথে চলবে
-
এবং ট্রাফিক আইন মেনে চলবে- এখানে যেমন বাম দিকে মোড় নেয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে।
-
গাড়িটাকে তার লেনে নিখুতভাবে থাকতে হবে,
-
অন্য সাধারণ গাড়ির সাথে চলতে হবে এবং স্থিরভাবে চালাতে হবে
-
এমন পরিস্থিতিতে যা সাধারণ শহরে দেখা যায়।
-
Google এটার জন্য অনেক গুলো পরিক্ষা নিরিক্ষা করে
-
যেটা Google সয়ংক্রিয় গাড়ি নামে পরিচিত।
-
আমার বিশ্বাস এগুলো বর্তমানের সেরা সয়ংক্রিয় গাড়ি।
-
এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টয়োটা প্রাইয়াস পালো আলটো এর ইউনিভার্সিটি এভিনিউতে চলছে
-
সাধারন একজন মানুষের মত কৌতুহল উদ্রেক না করে সাধারণভাবে চলছে,
-
কিন্তু যদিও গাড়িটা সয়ংক্রিয় ভাবে চলছে।
-
আমাদের গাড়িগুলো লক্ষ লক্ষ মাইল সয়ংক্রিয় ভাবে
-
ক্যালিফোর্নিয়া এবং নেভাডার সর্বোত্র চলেছে,
-
স্যান ফ্রানসিসকো এর মত শহরতলি বা ব্যাস্ত মহাসড়কে।
-
এখানে যেমন ক্যালিফোর্নিয়া এর মন্টারি শহরে অনেক পথচারি এর উপস্থিতিতে চলছে।
-
এগুলো পুরোপুরি সয়ংক্রিয় ভাবে চলছে যেখানে গাড়িগুলো
-
যেমন হভির রাতে হেডলাইটের আলোয় হরিণের হটাত্ রাস্তা পার হওয়ার কারণে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হচ্ছে
-
অথবা এই ভিডিওর মত সানফ্রানসিসকো এর লম্বার্ড সড়কের খারাপ রাস্তায় চলেছে।
-
আমার কর্মক্ষেত্রে আমি এগুলো করছি।
-
আমি এবং আমার টিম সয়ংক্রিয় গাড়ি তৈরির এই কাজ করতে আসম্ভব ভালবাসি।
-
আমরা বিস্বাস করি এগুলো পৃথিবীটাকে বদলে দেবে,
-
এবং এই ক্লাসে আপনি সেটা শিখতে পাবেন বলে আমি আশা করি।
-
তাহলে শুরু করা যাক-