Return to Video

ডেভিড বাইর্নঃ কখন প্রযুক্তিকে প্রতিরোধ করতে হয়

  • 0:00 - 0:03
    ♪ (ডেভিড বাইর্নের সঙ্গীত) ♪
  • 0:06 - 0:12
    ♪ আমি ভাবতে ভালোবাসি আমি টিভি দেখতে চাই ♪
  • 0:12 - 0:18
    ♪ আমি এটাও ভাবি এটা আমার জন্যে ভালো ♪
  • 0:18 - 0:22
    গান রেকর্ড করার খরচা এখন অনেক কম
  • 0:22 - 0:25
    মানুষ নিজের ল্যাপটপে পর্যন্ত রেকর্ড করতে পারে
  • 0:26 - 0:30
    সম্পাদনা করা কি কম্পোজ করা যায় কম্প্যুটারেই
  • 0:30 - 0:32
    মান খুব একটা খারাপ না
  • 0:32 - 0:36
    সম্পাদনার কাজ এখন স্রষ্টার হাতে
  • 0:36 - 0:38
    এটা আসলেই অসাধারণ
  • 0:38 - 0:42
    সাথে এটাও ঠিক এতো কিছু হয়ে যাচ্ছে
  • 0:43 - 0:46
    সব যে ভালো তাও না
  • 0:49 - 0:52
    ♪ আমার নিজেকে ভালোবাসা উচিত আমার নিজের করা উচিত মুক্ত ♪
  • 0:52 - 0:57
    যেসব সফটওয়ার আমাদেরকে ল্যাপটপে কম্পোজ করতে দেয়
  • 0:57 - 1:02
    সেগুলো সাধারণত একটা গৎবাঁধা নিয়মে থাকে
  • 1:02 - 1:07
    একই রকম পুনরাবৃত্তির ব্যাপারটা থাকে
  • 1:07 - 1:12
    লয়টা অনেক সময় স্থির আর ধরাবাঁধা
  • 1:12 - 1:15
    আগের দিনে সেটা খুব একটা ব্যাপার ছিল না
  • 1:16 - 1:22
    কিন্তু স্থির লয় আর যাই হোক খুব ভালো কিছু একটা না
  • 1:22 - 1:30
    ফলে কম্প্যুটার আমাদেরকে একটা গৎবাঁধা জায়গায় আটকে রাখতে চায়
  • 1:31 - 1:34
    আমাদের সেটা জানতে হবে কখন এই নিয়মের বাইরে আসতে হবে
  • 1:34 - 1:39
    কম্প্যুটারে সব এতো সহজ হলেও কেন সেটা ছেড়ে বেরিয়ে আসতে হবে
  • 1:40 - 1:42
    সেটা নির্ভর করবে কি ধরণের মিউজিক আমরা তৈরি করছি
  • 1:42 - 1:49
    প্রথমে একটা গিটার নিই, সেটা দিয়ে শুরু করি
  • 1:49 - 1:57
    কম্প্যুটারের সাথে না লাগালে আমার কিছুটা স্বাধীনতা থাকে
  • 1:57 - 2:01
    কম্প্যুটারের নিয়মমতো আমাকে তখন চলতে হয় না।
  • 2:02 - 2:08
    ♪ আমি জানি আমি পছন্দ করি, এই দৈত্যকে ধরি কি ভালোবাসি ♪
  • 2:08 - 2:14
    ♪ বড়ো হৃদয় বড়ো ঠোঁট আমিই সে আর সেই আমি ♪
  • 2:14 - 2:17
    ♪ প্রত্যেককেই কোনো না কোনা সময় মাথার চুলে ছিঁড়তে ইচ্ছে হয় ♪
  • 2:17 - 2:20
    ♪ প্রত্যেককেই তো পেরিয়ে যেতে হয় ♪
  • 2:20 - 2:23
    ♪ প্রেম তোমাকে বাধ্য করে কালো ছায়া ছুঁতে ♪
  • 2:23 - 2:27
    ♪ কিম্ভুত সবকিছু সেখানে দেখা যায় ♪
  • 2:27 - 2:33
    আমি মনে করি মিউজিকের কোয়ালিটিই সবকিছু না
  • 2:35 - 2:44
    ছোটোবেলায় আমি যেসব সঙ্গীত শুনেছি তার অনেকটাই জঘন্য আওয়াজের ছোটো রেডিওতে
  • 2:45 - 2:46
    কিন্তু আমাকে নাড়া দিতে সেই সঙ্গীতের অসুবিধা হয়নি
  • 2:47 - 2:50
    সঙ্গীত আর অন্য যেকোনো কিছু নিয়ে আমার ভাবনা পাল্টাতে বাধা হয়নি
  • 2:51 - 2:56
    তবে এটা ঠিক আমি যখন রেকর্ড করি
  • 2:56 - 2:58
    আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন মান ভালো হয়
  • 2:58 - 3:03
    কিন্তু ভেতরে ভেতরে আমি এটাও ভাবি
  • 3:03 - 3:07
    মানুষ হয়তো ফোনের হেডফোনের গান শুনছে
  • 3:07 - 3:10
    অথবা কানে ফোন নিয়ে শুনছে
  • 3:10 - 3:12
    অথবা কম্প্যুটারের স্পিকারে
  • 3:13 - 3:15
    জানোই তো এসব স্পিকার খুব একটা বড়ো না
  • 3:15 - 3:19
    আমি জানি মানুষ চাইলে আরো ভালো করে শুনতে পারে
  • 3:20 - 3:23
    অনেক সময় মানুষ চায় না কিংবা অনেকে কুলাতে পারে না
  • 3:23 - 3:29
    আমি জানি সঙ্গীত কাজ করে যেকোনো মাধ্যমেই
  • 3:30 - 3:35
    ♪ কেন আমি তোমার ভাই নই? ♪
  • 3:36 - 3:41
    ♪ কেন তুমি আমার মতো নও? ♪
  • 3:41 - 3:45
    যখন আমি দেখি মানুষ ফোন কানে দিয়ে গান শুনছে
  • 3:45 - 3:47
    এমনকি হেডফোন দিয়ে ও না, কেবল কানে ধরে
  • 3:48 - 3:56
    আমি ভাবি কোন ধরনের গান এক্ষেত্রে ভালো শোনাবে
  • 3:56 - 3:57
    পপ সঙ্গীত?
  • 3:57 - 4:01
    ঐ ধরণের গানই কি ভালো শোনাবে?
  • 4:02 - 4:05
    নাকি অন্য কিছু?
  • 4:06 - 4:12
    একটা ভায়োলিন অথবা আরো সহজপাচ্য কিছু
  • 4:12 - 4:20
    তাহলে এতো কষ্ট করে গান বানিয়ে সেটা যখন কানে ফোন দিয়ে শোনা হয়
  • 4:20 - 4:21
    তখন কি হবে?
  • 4:22 - 4:23
    এর উত্তর আমি জানি না
  • 4:23 - 4:26
    ♪ হয়তো কোনোদিন তাদের ঠিকমতো চিনতে পারবো ♪
  • 4:26 - 4:29
    ♪ আমার ভেতরের অদ্ভুত সব ব্যাপার ♪
  • 4:30 - 4:33
    (হাততালি)
Title:
ডেভিড বাইর্নঃ কখন প্রযুক্তিকে প্রতিরোধ করতে হয়
Description:

"কম্প্যুটার আর প্রযুক্তি অনেক সময় আমাদের মধ্যে সৃজনশীলতাকে বাধা দেয় আর আমাদের তাই জানতে হয় কখন প্রযুক্তিকে প্রতিরোধ করতে হয়।" টকিং হেডস ব্যান্ডের বিখ্যাত গায়ক ডেভিড বাইর্ন একজন শিল্পী হিসেবে নয়া প্রযুক্তিকে কিভাবে মোকাবিলা করতে হয় সেটা নিয়ে কথা বলেছেন।

more » « less
Video Language:
English
Team:
Louisiana Channel
Duration:
04:39

Bengali subtitles

Revisions