Return to Video

Frozen - Hour of Code Introduction to Functions

  • 0:00 - 0:05
    কম্পিউটার বিজ্ঞানের সবথেকে গুরুত্বপুর্ন ধারণা হচ্ছে
    কিকরে নতুন নির্দেশ বলে দিতে হয়।
  • 0:05 - 0:11
    কীভাবে তোমার নিজের শব্দগুলিকে কম্পিউটারের ভাষাতে যোগ করতে হয়।
    অনেক কম্পিউটার-ভাষার আছে মাত্র ১০০ এর মত
  • 0:11 - 0:17
    শব্দ বা কমান্ড। এবং সত্যিই, শিল্প ও যাদু
    তোমার নিজের এসব নতুন শব্দে বলে দেয়া আছে
  • 0:17 - 0:23
    এসব নির্মানের ব্লকগুলিতে। আমরা এসব খেলাধুলায় অহরহ করে থাকি।
    উদাহরণস্বরূপ, বাস্কেটবলে,
  • 0:23 - 0:28
    তুমি dribble করা থেকে শেখা শুরু করলে, কীভাবে layup করতে হয়,
    কীভাবে rebound করতে হয়। একবার যখন তুমি
  • 0:28 - 0:32
    এসব মৌলিক কৌশলগুলি শিখে যাবে, তুমি
    নতুন কৌশল শিখবে আর এসবের সাথে জুড়ে দেবে
  • 0:32 - 0:36
    এসব ব্লক যেমন একটি "pick and roll" কিংবা একটি "give and go"।
    তুমি তারপর সেখান থেকে আরো বেশি কিছু করতে পারো
  • 0:36 - 0:42
    আরো জটিল খেলা। এবং যখন তুমি একবার ঐ খেলা শিখে যাবে
    এবং এটিকে একটি নাম দিয়ে দেবে, টিমের সকলে
  • 0:42 - 0:47
    জানবে কিকরে এটা করতে হয়। একইভাবে তোমাকে
    কম্পিউটারকে একবারের জন্য শেখাতে হবে কিকরে কাজটা করতে হয়
  • 0:47 - 0:53
    এসব নির্দেশাবলীর অনুক্রম ব্যবহার করে, তুমি ঐ কাজটি তোমার ইচ্ছেমত নামে বানাতে পারো যেন তা আরো সহজ হয়
  • 0:53 - 0:58
    পরে পুনরাবৃত্তি করার জন্য। যখন তুমি তোমার নিজের
    নির্দেশ বলে দেবে এবং একে একটি নাম দিয়ে দেবে, একে বলা হবে
  • 0:58 - 1:03
    একটি function. যখন ব্লক দিয়ে প্রোগ্রামিং করতে হয়,
    তুমি ফাংশন ব্যবহার করতে পারো যদি সেখানে
  • 1:03 - 1:08
    একই রকম কিছু কাজ থাকে আর তা তুমি বহুবার ব্যবহার করতে পারো।
    উদাহরণস্বরূপ, তুমি কোড লিখেছো
  • 1:08 - 1:15
    একটি বর্গ বানাবার জন্য। তুমি এটিকে একটি ফাংশন করে বলতে পারো "create a square"। এখন তোমার আছে এক নতুন
  • 1:15 - 1:21
    ব্লক যা তুমি বহুবার ব্যবহার করতে পারো বহু বর্গ তৈরিতে।
    অনেক সহজ সরল আকৃতিকে
  • 1:21 - 1:27
    ব্যবহার করা যায় আরো বেশি জটিলসব নকশা তৈরিতে।
    পরের puzzle এ, তোমার মাত্র লেখা বৃত্তের কোডগুলো
  • 1:27 - 1:32
    একটি ফাংশনের মতো হয়ে তোমার কাছে চলে আসবে
    যা নানান আকারের ভিন্ন ভিন্ন বৃত্ত আঁকতে পারে।
  • 1:32 - 1:37
    তুমি কি এগুলিকে ব্যবহার করে এল্সাকে সাহায্য করতে পারবে
    যেন সে তুষারের ওপর জটিল আর সুন্দর সব নকশা বানাতে পারে?
Title:
Frozen - Hour of Code Introduction to Functions
Description:

more » « less
Video Language:
English
Duration:
01:38

Bengali subtitles

Revisions