1 00:00:00,104 --> 00:00:03,392 কেবল আমরাই কি এ পুরো মহাবিশ্বের একমাত্র জীবিত কিছু? 2 00:00:03,765 --> 00:00:08,091 দৃষ্টিগোচর মহাবিশ্বের ব্যাস ৯০০ কোটি আলোকবর্ষের মত। 3 00:00:08,541 --> 00:00:15,028 এতে প্রায় ১,০০০ কোটি ছায়াপথ আছে, যার প্রতিটি ১ থেকে ১০ হাজার কোটি নক্ষত্রে পরিপুর্ণ। 4 00:00:15,288 --> 00:00:18,711 সম্প্রতি আমরা জেনেছি যে, গ্রহগুলোর সংখ্যাও অনেকটা এমনই, 5 00:00:18,711 --> 00:00:21,613 এবং সম্ভাব্য বহু বহু ট্রিলিয়ন 6 00:00:21,613 --> 00:00:23,788 বাসযোগ্য গ্রহে পরিপূর্ন এ মহাবিশ্ব, 7 00:00:23,788 --> 00:00:26,368 যার মানে, এসবের মাঝে প্রাণ থাকার ও উন্নত হবার 8 00:00:26,368 --> 00:00:28,797 এক প্রবল সম্ভাবনা তো থেকেই যায়, তাই না? 9 00:00:29,047 --> 00:00:29,822 কিন্তু এরা কোথায়? 10 00:00:30,312 --> 00:00:33,002 মহাবিশ্বটা অনেক মহাকাশযানে ভরে যাওয়া কি উচিৎ নয়? 11 00:00:33,402 --> 00:00:34,653 চলো এক ধাপ পেছনে ফিরে দেখা যাক। 12 00:00:41,354 --> 00:00:44,928 এমনকি যদি অন্য ছায়াপথগুলোয় এলিয়েন সভ্যতাগুলো থেকেও থাকে, 13 00:00:44,928 --> 00:00:47,101 সেকথা জানার আমাদের আর কোনোই উপায় নেই। 14 00:00:47,291 --> 00:00:51,077 মূলত, আমাদের সরাসরি সম্পর্কিত ছায়াপথ অন্তর্বর্তি অঞ্চল যাকে Local Group বলা যায়— 15 00:00:51,077 --> 00:00:55,089 এর বাইরের সবকিছুই চিরকালের জন্য আমাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে, 16 00:00:55,089 --> 00:00:57,373 যার কারন জগৎ প্রসারিত হচ্ছে। 17 00:00:57,713 --> 00:01:00,103 এমনকি যদি আমাদের নিকট বেশ দ্রুত মহাকাশযান থেকেও থাকে, 18 00:01:00,103 --> 00:01:03,916 সহজ কথায় এরও বহু শত কোটি বছর লেগে যাবে ঐ সব স্থানে পৌঁছুতে, 19 00:01:04,566 --> 00:01:07,603 বহুকাল লেগে যাবে মহাবিশ্বের একদম খালি অঞ্চলগুলি পেরোতে। 20 00:01:07,979 --> 00:01:10,016 তাই বরং, আকাশ-গঙ্গাকেই ঘেঁটে দেখা যাক। 21 00:01:10,506 --> 00:01:12,723 আকাশ-গঙ্গা, এ হল আমাদের ছায়াপথ। 22 00:01:12,933 --> 00:01:16,094 এতে আছে ৪০ হাজার কোটি নক্ষত্র। 23 00:01:16,354 --> 00:01:21,162 এতো অনেক নক্ষত্র—অন্যভাবে বললে পৃথিবীর প্রতিটা বালুকণার জন্য ১০,০০০ টা করে নক্ষত্র। 24 00:01:21,612 --> 00:01:25,172 প্রায় ২ হাজার কোটির মত সূর্য-সদৃশ নক্ষত্র এ আকাশ-গঙ্গাতেই আছে। 25 00:01:25,172 --> 00:01:27,485 হিসেব বলে যে, এর ৫ ভাগের 26 00:01:27,485 --> 00:01:30,136 বাসযোগ্য বলয়ে পৃথিবীর আকারের গ্রহ রয়েছে। 27 00:01:30,136 --> 00:01:33,332 যে বলয়-পরিসীমাতে এমন উপযোগী পরিবেশ বিদ্যমান যেন প্রাণ থাকতে পারে। 28 00:01:33,672 --> 00:01:36,972 যদি এগুলোর মাত্র ০.১% এর মধ্যে প্রাণ থেকে থাকে, 29 00:01:36,972 --> 00:01:40,638 তবে আকাশ-গঙ্গায় ১০,০০,০০০ গ্রহ পাওয়া যাবে যেসবে প্রাণ আছে। 30 00:01:41,208 --> 00:01:42,378 কিন্তু দাঁড়াও, আরও কথা আছে! 31 00:01:42,848 --> 00:01:45,696 এ আকাশ-গঙ্গা প্রায় ১৩'শ কোটি বছরের পুরনো। 32 00:01:46,036 --> 00:01:48,396 শুরুতে, এতে প্রাণ ধারণের উপযোগী স্থান থাকতে পারে না, 33 00:01:48,396 --> 00:01:50,467 কারন সবকিছু বেশ দারুণভাবেই বিস্ফোরিত হচ্ছিল। 34 00:01:50,647 --> 00:01:54,698 কিন্তু তার এক থেকে দু 'শ কোটি বছর পর, প্রথম বাস-উপযোগী গ্রহসকলের জন্ম হতে থাকে। 35 00:01:55,018 --> 00:01:57,069 পৃথিবী কেবল ৪'শ কোটি বছরের পুরনো। 36 00:01:57,069 --> 00:01:59,472 সুতরাং অন্য গ্রহগুলোয় অতীতে আরও আগেই প্রাণ বিকশিত ও 37 00:01:59,472 --> 00:02:01,942 উন্নত হবার ট্রিলিয়ন সম্ভাবনা তো রয়েছেই। 38 00:02:02,242 --> 00:02:06,621 যদি এদের মাত্র একটিও মহাকাশ-ভ্রমণ করার মত অতি উন্নত সভ্যতায় পরিণত হোতো, 39 00:02:06,621 --> 00:02:08,168 তাহলে এতদিনে আমরা তার হদিস পেতাম। 40 00:02:08,528 --> 00:02:10,976 অমন এক সভ্যতা আসলে কেমন সভ্যতা? 41 00:02:11,446 --> 00:02:13,117 এর তিনটে শ্রেণী আছে। 42 00:02:13,518 --> 00:02:16,529 শ্রেণী ১ সভ্যতা এর পুরো গ্রহের 43 00:02:16,529 --> 00:02:18,999 সকল শক্তিকে কাজে লাগাতে পারবে। 44 00:02:19,169 --> 00:02:23,453 তোমাদের কৌতূহল নিবারণের জন্য বলি, এখন আমরা সে তুলনায় স্কেলএর ০.৭৩ পর্যায়ে আছি। 45 00:02:23,453 --> 00:02:27,422 এবং আগামী কয়েক শ বছরে আমাদের শ্রেণী ১ এ উন্নীত হওয়া উচিৎ। 46 00:02:27,842 --> 00:02:31,140 শ্রেণী ২ সভ্যতা তাদের নক্ষত্রের সকল শক্তিকে 47 00:02:31,140 --> 00:02:33,166 কাজে লাগাতে সক্ষম। 48 00:02:33,466 --> 00:02:37,758 এবার কিছু অভাবনীয় কল্পবিজ্ঞানের সাহায্য লাগবে, তবে নিয়মানুযায়ী এসব করা সম্ভব— 49 00:02:37,758 --> 00:02:42,135 এ হল ডাইসন পরিমন্ডলএর মত ধারণা, এ এক অতিকায় দুরূহ-জটিল জিনিস যা সূর্যকে ঘিরে থাকবে, 50 00:02:42,135 --> 00:02:43,237 এমনটাই ধারণা করা যায়। 51 00:02:43,797 --> 00:02:46,815 শ্রেণী ৩ হল এক সভ্যতা যা আসলে নিয়ন্ত্রণ করবে 52 00:02:46,815 --> 00:02:48,912 এর পুরো ছায়াপথ ও তার শক্তিকে। 53 00:02:49,132 --> 00:02:52,955 এমন উন্নত এক এলিয়েন সম্প্রদায় আমাদের নিকট ঈশ্বর সমতূল্যই বটে। 54 00:02:53,335 --> 00:02:57,536 কিন্তু প্রথমেই কেন এমন এলিয়েন সভ্যতার সাক্ষাৎ পাবার জন্য আমাদের সক্ষম হতে হবে ? 55 00:02:57,986 --> 00:03:01,841 যদি প্রজন্মান্তরে আমরা এমন এক নভোযান বানাতাম যা ১০০০ বছর ধরে 56 00:03:01,841 --> 00:03:06,945 আমাদের জীবিত বয়ে নিয়ে যেতে সক্ষম, তাহলে আমরা ২০ লক্ষ বছরেই পুরো ছায়াপথে উপনিবেশ স্থাপন করতে পারতাম। 57 00:03:07,235 --> 00:03:11,252 মনে হচ্ছে সময়টা বেশ দীর্ঘ, তবে মাথায় রেখো, এ আকাশ-গঙ্গাও কিন্তু বিশাল। 58 00:03:11,252 --> 00:03:15,503 সুতরাং পুরো ছায়াপথে নিবাস নিতে যদি ২০ লক্ষ বছর বা এর অধিক সময় লেগে যায়, 59 00:03:15,503 --> 00:03:19,209 আর শত কোটি না হোক, অন্তত ১০ লক্ষ এমন গ্রহ 60 00:03:19,209 --> 00:03:20,897 আকাশ-গঙ্গাতেই রয়েছে যেখানে প্রাণ আছে, এবং 61 00:03:20,897 --> 00:03:23,807 এই অন্যসব জীবন নিশ্চই আমরা যে সময় পেয়েছি তার চাইতেও 62 00:03:23,807 --> 00:03:25,201 বিপুল সময় পেয়ে থাকবে, 63 00:03:25,201 --> 00:03:27,722 তারপর... ঐসব এলিয়েন- ওরা কোথায়? 64 00:03:28,262 --> 00:03:32,364 এই হল ফার্মি প্যারাডক্স, আর কারও কাছে এর কোন উত্তর নেই। 65 00:03:32,804 --> 00:03:34,578 তবে আমাদের কিছু ধারণা আছে। 66 00:03:34,848 --> 00:03:36,632 এবার চলো ফিল্টার নিয়ে কিছু বলা যাক। 67 00:03:36,832 --> 00:03:39,491 এ প্রসঙ্গে, ফিল্টার এক প্রতিবন্ধকের ইঙ্গিত দেয় 68 00:03:39,491 --> 00:03:41,859 যা জীবনের পক্ষে পেরিয়ে আসা বেশ শক্ত। 69 00:03:42,149 --> 00:03:44,871 তাদেরকে নানান সর্বনাশা ধাপের পরিস্থিতি উতরে আসতে হয়। 70 00:03:45,301 --> 00:03:49,401 একঃ আছে কিছু গ্রেট্ ফিল্টার, এবং আমরা ওসব পেরিয়ে এসেছি। 71 00:03:49,881 --> 00:03:53,601 জটিল জীবন উন্নতির ক্ষেত্রে এ এক কঠিনতর পরীক্ষা। 72 00:03:54,001 --> 00:03:58,081 প্রাণ উদ্ভবের পেছনে থাকা প্রক্রিয়াকে এখনো ঠিকভাবে বোঝাই যাচ্ছে না, 73 00:03:58,081 --> 00:04:01,367 আর এর দরকারি শর্তাবলী জটিলতর হতেই পারে। 74 00:04:01,611 --> 00:04:04,806 অতীতে হয়তো মহাবিশ্ব আরো প্রতিকূল ছিলো। 75 00:04:04,806 --> 00:04:08,990 আর কেবল সম্প্রতি সব ঠান্ডা হয়ে এটি জটিল প্রাণ বিকশিত হবার জন্য অনুকূল হয়ে উঠেছে। 76 00:04:09,200 --> 00:04:11,980 এ দিয়ে আরও বোঝায় যে, হয়তো আমরাই এক ও অনন্য, কিংবা অন্তত, 77 00:04:11,980 --> 00:04:15,183 একেবারে প্রথম না হলেও, এ পুরো মহাবিশ্বের 78 00:04:15,183 --> 00:04:16,974 মধ্যে প্রথম দিকের সভ্যতা হলাম আমরা। 79 00:04:17,534 --> 00:04:20,998 দুইঃ কিছু গ্রেট ফিল্টার আছে যা আমাদের সামনেই রয়েছে। 80 00:04:21,428 --> 00:04:23,536 এ একেবারে সত্যসত্যই খারাপ খবর। 81 00:04:23,816 --> 00:04:26,648 হয়তো আমাদের পর্যায়ের জীবনের লীলা খেলা জগতের সবখানেই বিদ্যমান, 82 00:04:26,648 --> 00:04:29,455 তবে উন্নতির এক নির্দিষ্ট বিন্দুতে পৌঁছেই তারা ধ্বংস হয়ে যায়, 83 00:04:29,455 --> 00:04:31,397 এ এমন এক বিন্দু যার রেখা আমাদের সম্মুখেও আঁকা আছে। 84 00:04:32,007 --> 00:04:34,883 উদাহরণস্বরূপ, ভবিষ্যতের অভাবনীয় প্রযুক্তি থাকার পর 85 00:04:34,883 --> 00:04:37,467 যখন তা সক্রিয় হয়ে উঠলো, অমনি গ্রহটা গেল ধ্বংস হয়ে। 86 00:04:37,787 --> 00:04:40,754 প্রত্যেক উন্নত সভ্যতার শেষ কথা হতে পারে, 87 00:04:40,754 --> 00:04:44,685 "এই নতুন যন্ত্র আমাদের সকল সমস্যা দূর করবে, এবার আমি এর বোতামে চাপ দিলাম!" 88 00:04:44,905 --> 00:04:49,820 এসব যদি সত্য হয়, তবে মানব ইতিহাসের শুরুর সময়ের চাইতেও আমরা এর সমাপ্তির আরও কাছে চলে এসেছি। 89 00:04:49,940 --> 00:04:54,705 অথবা, প্রাচীন সেই তৃতীয় শ্রেণীর সভ্যতা হয়তো জগতকে পর্যবেক্ষণ করে চলেছে 90 00:04:54,705 --> 00:04:59,073 আর, যখনই এক সভ্যতা যথেষ্ট উন্নত হয়ে ওঠে, ওরা এদেরকে জগৎ থেকে মুছে দেয়। 91 00:04:59,073 --> 00:05:00,348 একেবারে সাথে সাথেই। 92 00:05:00,698 --> 00:05:05,066 হয়তো কিছু না কিছু তো রয়েছেই, যাকে আবিষ্কার না করাই বোধয় ভালো। 93 00:05:05,576 --> 00:05:07,276 আমাদের পক্ষে যা জানার কোনোই উপায় নেই। 94 00:05:07,766 --> 00:05:10,180 পরিশেষে একটা ব্যাপারঃ হয়তো আমরা একা। 95 00:05:10,630 --> 00:05:14,433 এই মুহুর্তে, আমাদের কোনো প্রমাণ নেই যে আমাদের ছাড়া আর কোনো প্রাণ-চাঞ্চল্য আছে। 96 00:05:14,773 --> 00:05:15,441 কিছুই নেই। 97 00:05:15,671 --> 00:05:18,381 জগৎ কেবলই ফাঁকা আর নিষ্প্রাণ হয়ে প্রকাশিত হয়ে চলেছে। 98 00:05:18,661 --> 00:05:21,759 কেউই আমাদেরকে বার্তা পাঠাচ্ছে না, কেউই আমাদের ডাকে সাড়া দিচ্ছে না। 99 00:05:21,929 --> 00:05:24,048 হতে পারে আমারা একেবারেই একা, 100 00:05:24,048 --> 00:05:27,866 আর অনন্ত মহাবিশ্বের এক ক্ষুদ্র আর্দ্র কাদার গোলোকেই বন্দী হয়ে আছি। 101 00:05:28,236 --> 00:05:29,579 এমনটা ভেবে কি তুমি ভয় পেয়ে গেলে? 102 00:05:29,609 --> 00:05:32,210 যদি পেয়ে থাকো, তবে তোমার এমন আবেগ একদম যথাযথ। 103 00:05:32,698 --> 00:05:34,668 যদি আমরা এ গ্রহের প্রাণ-বৈচিত্রকে শেষ হয়ে যেতে দিই, 104 00:05:34,668 --> 00:05:37,672 বোধয় জগতে আর কোনো প্রাণ অবশিষ্ট রইবে না, 105 00:05:37,672 --> 00:05:39,637 জীবন খতম হয়ে যাবে, হয়তো চিরকালের জন্য। 106 00:05:40,157 --> 00:05:43,072 এই যদি হয় পরিস্থিতি তাহলে, আমাদেরকে নক্ষত্র থেকে নক্ষত্র ভ্রমণ করে যেতে হবে 107 00:05:43,072 --> 00:05:45,115 আর তৃতীয় শ্রেণীর প্রথম এক সভ্যতায় উন্নিত হতে হবে যেন আমরা 108 00:05:45,115 --> 00:05:47,312 প্রাণের অস্তিত্বের শিখাটি রেখে যেতে পারি 109 00:05:47,312 --> 00:05:50,370 এবং মহাজগতের অন্তিম নিঃশ্বাসের আগ্ পর্যন্ত তা যেন ছড়িয়ে যেতে পারি 110 00:05:50,370 --> 00:05:52,216 সবকিছু বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে যাবার আগেই। 111 00:05:52,646 --> 00:05:56,514 এ মহাবিশ্ব কোনো একজনের পক্ষে চষে বেড়াবার জন্য খুব বেশি সুন্দর, তা কিন্তু নয়। 112 00:05:58,465 --> 00:06:01,024 This video was made possible by your support. 113 00:06:01,744 --> 00:06:04,757 It takes at least 200 hours to make one of our videos, 114 00:06:04,757 --> 00:06:07,109 and thanks to your contributions on Patreon, 115 00:06:07,109 --> 00:06:09,483 we are slowly able to do more and more of them. 116 00:06:09,823 --> 00:06:11,008 If you want to help us out, 117 00:06:11,008 --> 00:06:13,691 and get your own personal bird, for example, 118 00:06:13,691 --> 00:06:15,435 check out the Patreon page!