[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:05.46,Default,,0000,0000,0000,,পৃথিবীর প্রতিটি বালুকণার জন্য সম্ভবত ১০,০০০ টা করে নক্ষত্র\Nএই দৃষ্টিগোচর মহাবিশ্বেই ছড়িয়ে আছে। Dialogue: 0,0:00:05.68,0:00:08.20,Default,,0000,0000,0000,,আমরা জানি যে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ আছে। Dialogue: 0,0:00:08.22,0:00:10.20,Default,,0000,0000,0000,,তাই এলিয়েনরা সব কোথায়? Dialogue: 0,0:00:10.21,0:00:12.39,Default,,0000,0000,0000,,এই হল ফার্মির প্যারাডক্স Dialogue: 0,0:00:12.42,0:00:15.28,Default,,0000,0000,0000,,এ নিয়ে আরও জানতে চাইলে\Nতুমি প্রথম খন্ড দেখে নাও। Dialogue: 0,0:00:15.33,0:00:19.23,Default,,0000,0000,0000,,এখানে আমরা ফার্মির প্যারাডক্সের\Nসম্ভাব্য সমাধানের খোঁজ চালাব। Dialogue: 0,0:00:19.30,0:00:23.30,Default,,0000,0000,0000,,তো আমরা কি ধ্বংস হতে চলেছি\Nনাকি পরম সৌভাগ্য আমাদের জন্য অপেক্ষায় আছে? Dialogue: 0,0:00:29.79,0:00:35.67,Default,,0000,0000,0000,,মহাকাশ যাত্রা শক্ত কাজ। যদিও বা সম্ভবপর হয়, তারপরও\Nঅন্য নক্ষত্রে যাত্রা করা এক মস্ত চ্যালেঞ্জের ব্যাপার বৈকি। Dialogue: 0,0:00:35.72,0:00:39.91,Default,,0000,0000,0000,,বিপুল পরিমাণ পণ্য-রসদ-সামগ্রীকে কক্ষপথের\Nযানটিতে ঠেলে নিয়ে গিয়ে জড়ো করতে হবে। Dialogue: 0,0:00:39.96,0:00:46.17,Default,,0000,0000,0000,,সহস্র কালের ভ্রমণে দরকার এমন বংশবিস্তার যেন\Nতা পুনরায় শুরু করার জন্য যথেষ্ট হয়। Dialogue: 0,0:00:46.21,0:00:50.43,Default,,0000,0000,0000,,আর গ্রহটাকে দূর থেকে যতোটা ভালো মনে হচ্ছিল\Nঅতোটা যুৎসই নাও হতে পারে। Dialogue: 0,0:00:50.48,0:00:54.48,Default,,0000,0000,0000,,যাত্রায় টিকে থেকে যানটিকে যারা নামানোর চেষ্টা করেছিল\Nতাদের জন্য ইতোমধ্যেই তা অত্যন্ত দুরূহ-সাধ্য ব্যাপার ছিলো। Dialogue: 0,0:00:54.51,0:00:58.51,Default,,0000,0000,0000,,আর বহির্জাগতিক গ্রহের আক্রমণ ঠেকানো\Nহয়তো অসম্ভব হয়ে উঠতে পারে। Dialogue: 0,0:00:58.54,0:01:02.59,Default,,0000,0000,0000,,সেই সাথে সময়কেও বিবেচনা করে দেখো,\Nমহাবিশ্ব অত্যন্ত পুরাতন। Dialogue: 0,0:01:02.64,0:01:06.64,Default,,0000,0000,0000,,পৃথিবীতে অন্তত ৩শ ৬০কোটি বছর ধরে প্রাণ আছে। Dialogue: 0,0:01:06.68,0:01:10.68,Default,,0000,0000,0000,,যেখানে বুদ্ধিমান মানুষের বাস প্রায় ২,৫০,০০০ বছর ধরে। Dialogue: 0,0:01:10.75,0:01:15.67,Default,,0000,0000,0000,,কিন্তু কেবল মোটামুটি ১ শতকেই আমরা অসামান্য দূরত্ব পেরিয়ে যোগাযোগ স্থাপনের প্রযুক্তি হাতে পেয়েছি। Dialogue: 0,0:01:15.68,0:01:23.50,Default,,0000,0000,0000,,অভিজাত এলিয়েন সাম্রাজ্য থাকতেই পারে যা হাজারো ধরণকে রপ্ত করেছে আর লক্ষ লক্ষ বছর ধরে টিকে রয়েছে, Dialogue: 0,0:01:23.54,0:01:25.38,Default,,0000,0000,0000,,এবং আমরা হয়তো তাদের চিহ্নকে ধরতে পারছি না। Dialogue: 0,0:01:25.40,0:01:29.27,Default,,0000,0000,0000,,দূরের জগতে হয়তো প্রকাণ্ড সব ধ্বংসের স্মৃতিচিহ্নের ঢেউ খেলে যাচ্ছে। Dialogue: 0,0:01:29.29,0:01:33.62,Default,,0000,0000,0000,,পৃথিবীর জীব-বৈচিত্রের ৯৯% মরে শেষ হয়েছে। Dialogue: 0,0:01:33.63,0:01:37.37,Default,,0000,0000,0000,,এটা সহজেই প্রতিপন্ন করা যায় যে, এমনটাই আমাদের ভাগ্যে আছে\Nতা সে এখন-তখন যখুনিই হোক। Dialogue: 0,0:01:37.41,0:01:44.34,Default,,0000,0000,0000,,বুদ্ধিমান প্রাণী হয়তো উন্নত হয়ে ছড়িয়ে যেতে পারে নানান মণ্ডলীতে আর বারংবার মরেও যেতে পারে। Dialogue: 0,0:01:44.34,0:01:47.72,Default,,0000,0000,0000,,তবে ছায়াপথ চষে বেড়ানো সভ্যতাগুলোর হয়তো এমনটা হয় নি। Dialogue: 0,0:01:47.73,0:01:53.99,Default,,0000,0000,0000,,সুতরাং হয়তো এ হল জগতে জীবনের ঐক্যবদ্ধ পারদর্শিতা যা থেকে নক্ষত্রের পানে চেয়ে বিস্ময়ের সেই প্রশ্নের কিনারা পাওয়া যে "আর সকলে কোথায়?" Dialogue: 0,0:01:54.03,0:01:57.80,Default,,0000,0000,0000,,তবে এলিয়েনদের আমাদের মত মনে করার কোনোই কারণ নেই Dialogue: 0,0:01:57.83,0:02:00.47,Default,,0000,0000,0000,,কিংবা আমাদের যুক্তি তাদের ক্ষেত্রে খাটবে তাও নয়। Dialogue: 0,0:02:00.51,0:02:06.04,Default,,0000,0000,0000,,হয়তো আমাদের যোগাযোগ-প্রযুক্তি কেবল আদিম আর সেকেলে বলেই এমন হচ্ছে। Dialogue: 0,0:02:06.08,0:02:12.07,Default,,0000,0000,0000,,ভেবে দেখো, মোর্স-সংকেত-প্রেরকযন্ত্র দিয়ে একটা ঘরে বসে তুমি বার্তা প্রেরণ করে যাচ্ছো অথচ কেউ সারা দিচ্ছে না Dialogue: 0,0:02:12.10,0:02:17.14,Default,,0000,0000,0000,,আর তুমি নিজেকে একা ভাবছো, হয়তো আমরা বুদ্ধিমান প্রাণীদের পক্ষে এখনও সনাক্তকরণের অযোগ্য Dialogue: 0,0:02:17.16,0:02:21.72,Default,,0000,0000,0000,,আর আমরা এমনটাই রয়ে যাবো যতোক্ষণ না পর্যন্ত আমরা সঠিকভাবে যোগাযোগ করাকে রপ্ত করবো। Dialogue: 0,0:02:21.74,0:02:28.05,Default,,0000,0000,0000,,এবং এমনকি এলিয়েনদের সাথে যদি আমাদের সাক্ষাৎ হতো, তবে হয়তো আমরা এতোটাই ভিন্ন হতাম যে তাদের সাথে অর্থপূর্ণ যোগাযোগ করতে পারতাম না। Dialogue: 0,0:02:28.11,0:02:30.43,Default,,0000,0000,0000,,চেষ্টা করে তোমার কল্পনায় সবথেকে বুদ্ধিমান কাঠবেড়ালটির কথা ভাবো, Dialogue: 0,0:02:30.47,0:02:35.23,Default,,0000,0000,0000,,তুমি যতো কঠিন চেষ্টেই করো না কেন কিছুই আসে যায় না, তুমি আমাদের সমাজ নিয়ে ওকে বোঝাতেই পারবে না। Dialogue: 0,0:02:35.25,0:02:42.84,Default,,0000,0000,0000,,সর্বোপরি কাঠবেড়ালের দিক থেকে একটা গাছ হল ওর বেঁচে থাকবার জন্য ওর মত পরিশীলিত বুদ্ধিমান কিছু একটা। Dialogue: 0,0:02:42.90,0:02:50.00,Default,,0000,0000,0000,,তাই সে জানে বন-জঙ্গল কেটে ফেলা পাগলামি তবে বন কেটে ফেলার মানে এই নয় যে, আমরা কাঠবেড়ালকে ঘৃণা করি। Dialogue: 0,0:02:50.08,0:02:51.83,Default,,0000,0000,0000,,আমরা শুধু সম্পদ চাই Dialogue: 0,0:02:51.88,0:02:55.75,Default,,0000,0000,0000,,কাঠবেড়ালের প্রার্থনা আর তার টিকে থাকার ব্যাপার আমাদের কাছে উদ্বেগের কিছুই নয়। Dialogue: 0,0:02:55.76,0:03:00.90,Default,,0000,0000,0000,,তৃতীয় শ্রেণীর সভ্যতার এমন সম্পদের দরকার হতে পারে যাতে করে তেমন ভাবেই তারা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। Dialogue: 0,0:03:00.90,0:03:05.18,Default,,0000,0000,0000,,তারা হয়তো তাদের প্রয়োজনকে সহজসাধ্য করতে আমাদের মহাসাগরকে অমনি বাষ্পীভূত করে ফেলল। Dialogue: 0,0:03:05.19,0:03:12.79,Default,,0000,0000,0000,,কোনো এলিয়েন ক্ষণিকের জন্য ভাবলো "ওওহ্ এরা কতো ছোট, এরা কত্তো সুন্দর সব কংক্রিটের কাঠামো বানিয়েছে, আচ্ছা ভালো, তা এবার এরা মরে গেলো।" Dialogue: 0,0:03:12.79,0:03:14.84,Default,,0000,0000,0000,,এসব হচ্ছে তাদের টেনে নেবার গতি চালু হবার আগে। Dialogue: 0,0:03:14.84,0:03:18.99,Default,,0000,0000,0000,,কিন্তু যদি এমন সভ্যতা থেকে থাকে যারা অন্য প্রাণীদের মুছে দিতে চায়, Dialogue: 0,0:03:18.99,0:03:22.99,Default,,0000,0000,0000,,তাহলে তা তাদের প্রাচুর্য্য বৃদ্ধির সাথে যতোটা সম্পর্কিত হবে তার চাইতেও বেশি উদ্দীপ্ত হবে ওদের সভ্যতার ধরণ দ্বারা। Dialogue: 0,0:03:22.99,0:03:28.90,Default,,0000,0000,0000,,সে যাই হোক তারা যথাযথ অস্ত্রসজ্জিত হয়ে এ প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করতে আরও কার্যকারী হয়ে উঠবে। Dialogue: 0,0:03:28.90,0:03:32.90,Default,,0000,0000,0000,,তারা ক্ষুদ্রাকায় ন্যানো-মেশিনের থেকে এক ধরণের স্বয়ংক্রিয়-প্রতিরূপ নির্মাণকারী মহাকাশ-যান তৈরি করে ফেলবে। Dialogue: 0,0:03:32.90,0:03:36.90,Default,,0000,0000,0000,,তারা চালনা করবে একেবারে আণবিক পর্যায়ে যা অবিশ্বাস্যরকম দ্রুত আর সাংঘাতিক, Dialogue: 0,0:03:36.90,0:03:40.33,Default,,0000,0000,0000,,যে শক্তির বলে আক্রমণ করে যেকোন কিছুকে তাৎক্ষণিক ছিন্নভিন্ন করে ফেলা যাবে। Dialogue: 0,0:03:40.33,0:03:43.66,Default,,0000,0000,0000,,এ এমনই যে তোমায় কেবল চার ধরণের নির্দেশ দিতে হবে। Dialogue: 0,0:03:43.66,0:03:45.67,Default,,0000,0000,0000,,এক, প্রাণ আছে এমন গ্রহ খুঁজে বার করো। Dialogue: 0,0:03:45.67,0:03:49.48,Default,,0000,0000,0000,,দুই, ঐ গ্রহের সবকিছুকে ছিন্নভিন্ন করে তাদেরকে প্রাথমিক উপাদানের অংশে ভাগ করে ফেলো। Dialogue: 0,0:03:49.48,0:03:52.83,Default,,0000,0000,0000,,তিন, উপাদানগুলোকে নতুন মহাকাশ-যান বানাতে ব্যবহার করো। Dialogue: 0,0:03:52.83,0:03:54.04,Default,,0000,0000,0000,,চার, তা পুনরায় করো। Dialogue: 0,0:03:54.04,0:03:59.15,Default,,0000,0000,0000,,এমন সর্বগ্রাসী-মারণ-যন্ত্র কয়েক লক্ষ বছরে পুরো একটা ছায়াপথ চষে বেড়িয়ে একে নির্জীব করে ফেলতে পারে, Dialogue: 0,0:03:59.15,0:04:03.15,Default,,0000,0000,0000,,কিন্তু কাঁচামালের জন্য কিংবা গণহত্যায় নিজেকে যুক্ত করে কেন তুমি আলোকবর্ষের পর আলোকবর্ষ ধরে উড়ে যাবে। Dialogue: 0,0:04:03.15,0:04:05.89,Default,,0000,0000,0000,,আলোর গতি আসলে যথেষ্ট দ্রুত নয়। Dialogue: 0,0:04:05.89,0:04:11.38,Default,,0000,0000,0000,,যদি কেউ আলোর গতিতে ছুটতে পারে, তাহলে আকাশ-গঙ্গা ছায়াপথ একবার অতিক্রম করতে তার ১০,০০০ বছর সময় লাগবে Dialogue: 0,0:04:11.38,0:04:13.66,Default,,0000,0000,0000,,আর তোমার গতি হয়তো আরও ধীর। Dialogue: 0,0:04:13.66,0:04:19.28,Default,,0000,0000,0000,,হয়তো এমন কোন উপায় আছে যা সভ্যতার হত্যাযজ্ঞ চালিয়ে সাম্রাজ্য প্রতিষ্ঠার চাইতে বেশি গ্রহনযোগ্য হবে। Dialogue: 0,0:04:19.28,0:04:22.06,Default,,0000,0000,0000,,এক অত্যাশ্চর্য ধারণা হল ম্যাট্রিঔস্কা ব্রেইন। Dialogue: 0,0:04:22.06,0:04:24.37,Default,,0000,0000,0000,,নক্ষত্রকে ঘিরে থাকা এক অতিকায় জিনিস, Dialogue: 0,0:04:24.37,0:04:32.69,Default,,0000,0000,0000,,এক কম্পিউটার যার গণনার ক্ষমতা এমনই যে, একটা পুরো প্রজাতি গুষ্টিসুদ্ধ তাদের চেতনাকে ওতে আপলোড করে রাখতে পারবে আর টিকে রইবে এক কৃত্রিম মহাজগতে। Dialogue: 0,0:04:32.69,0:04:39.84,Default,,0000,0000,0000,,আর সম্ভবতই, যে কেউ অন্তহীন পরমানন্দের ধারা উপভোগ করতে পারবে, কখনোই জন্মাতে বা দুঃখ পেতে হবে না, একেবারে যথাযথ জীবন। Dialogue: 0,0:04:39.85,0:04:45.14,Default,,0000,0000,0000,,যদি লাল বামনকে ঘিরে গড়ে তোলা হয়, তবে এই কম্পিউটার ১০ ট্রিলিয়ন বছর অব্দি চলৎশক্তি পেতে থাকবে। Dialogue: 0,0:04:45.14,0:04:50.20,Default,,0000,0000,0000,,যদি এমনটাই হয় তবে, কে আর চাইবে অন্য ছায়াপথ জয় করতে কিংবা অন্য জীব-জগতের সাথে কথা কইতে। Dialogue: 0,0:04:50.20,0:04:53.68,Default,,0000,0000,0000,,ফার্মির প্যারাডক্সের এই সকল সমাধানের মধ্যে একটা ঘাপলা আছে। Dialogue: 0,0:04:53.68,0:04:56.78,Default,,0000,0000,0000,,আমরা জানি না, প্রযুক্তি শেষ সীমায় কোথায় গিয়ে ঠেকবে। Dialogue: 0,0:04:56.80,0:04:59.84,Default,,0000,0000,0000,,আমরা হয়তো সীমানার কাছাকাছি যেতে পারবো কিংবা প্রায় কাছেও পৌঁছুতে পারবো না। Dialogue: 0,0:04:59.84,0:05:02.35,Default,,0000,0000,0000,,আর এমন মহাশক্তিধর প্রযুক্তি আমাদের অপেক্ষায় রত, যা Dialogue: 0,0:05:02.35,0:05:07.88,Default,,0000,0000,0000,,আমাদের অমর করবে, ছায়াপথের দূরদূরান্তে নিয়ে গিয়ে ঈশ্বর সমতূল্য পর্যায়ে উন্নীত করে তুলবে। Dialogue: 0,0:05:07.88,0:05:12.72,Default,,0000,0000,0000,,একটা কথা আমাদের স্বীকার করতে হবে যে, আমরা কিছুই জানি না। Dialogue: 0,0:05:12.73,0:05:17.38,Default,,0000,0000,0000,,মানবকুল শিকারী-সংগ্রাহকদের সময় থেকে এখন অব্দি তাদের অস্তিত্বের নব্বই শতাংশেরও বেশি সময় ব্যয় করেছে। Dialogue: 0,0:05:17.39,0:05:20.34,Default,,0000,0000,0000,,৫০০ বছর আগে আমরা ভাবতাম, কেবল আমরাই মহাবিশ্বের কেন্দ্র। Dialogue: 0,0:05:20.34,0:05:24.65,Default,,0000,0000,0000,,২০০ বছর আগে আমরা শক্তির প্রধান উৎস্য হিসেবে মনুষ্য-শ্রমনির্ভরতাকে কাটিয়ে উঠেছিলাম। Dialogue: 0,0:05:24.66,0:05:29.86,Default,,0000,0000,0000,,৩০ বছর আগে আমাদের হাতে এসেছে সর্বগ্রাসী অস্ত্র যা রাজনৈতিক মতানৈক্যতার দরুন একে অন্যের দিকে তাক করা ছিলো। Dialogue: 0,0:05:29.87,0:05:32.50,Default,,0000,0000,0000,,বিশ্বজগতের সময়ের মাপকাঠিতে আমাদের এ কেবল শৈশব কাল, Dialogue: 0,0:05:32.50,0:05:35.60,Default,,0000,0000,0000,,আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি কিন্তু এখনও বহুদূর চলার বাকি। Dialogue: 0,0:05:35.60,0:05:40.39,Default,,0000,0000,0000,,নিজেদেরকে মহাবিশ্বের কেন্দ্র ভাবার মানসিকতা এখনও মানুষের মধ্যে দেখা যায়, Dialogue: 0,0:05:40.39,0:05:44.55,Default,,0000,0000,0000,,তাই মহাবিশ্বের জীবন নিয়ে হিংসাত্মক ধারণাগুলো তৈরি হওয়াটা সহজ বটে। Dialogue: 0,0:05:44.55,0:05:49.82,Default,,0000,0000,0000,,কিন্তু পরিশেষে, সঠিক জিনিস খোঁজার কেবল একটাই পথ আছে, তাই না?