1 00:00:00,000 --> 00:00:09,561 সবাইকে ধন্যবাদ। 2 00:00:16,270 --> 00:00:21,200 একদা ভারতে এক রাজা ছিল, সেই মহারাজার জন্মদিনে একটি হুকুম জারী হল যে 3 00:00:21,200 --> 00:00:24,200 সব গোত্রপ্রধান আনবে একটি করে উপহার যা রাজার মানানসই হবে। 4 00:00:24,400 --> 00:00:28,370 কেউ কেউ দামি সিল্কের কাপড় আনলেন, কেউ কেউ আলঙ্কারিক তলোয়ার আনলেন, 5 00:00:28,370 --> 00:00:29,490 কেউ বা আনলেন সোনা। 6 00:00:29,490 --> 00:00:32,549 সবার শেষে ধীরগতিতে হেঁটে আসলেন একজন অতিবৃদ্ধ খর্বকায় লোক 7 00:00:32,549 --> 00:00:36,630 যিনি দুরের গ্রাম থেকে হেঁটে এসেছেন মাঝে ছিল অনেক দিনের সমুদ্র যাত্রা। 8 00:00:36,630 --> 00:00:41,150 তিনি কাছে আসতে রাজার ছেলে জিজ্ঞেস করলঃ "রাজার জন্যে কি উপহার আপনি এনেছেন?" 9 00:00:41,457 --> 00:00:44,750 বৃদ্ধ লোকটি খুব ধীরে ধীরে হাতের মুঠি খুললেন দেখানোর জন্যে যে 10 00:00:44,750 --> 00:00:49,600 তার তালুতে আছে একটি খুব সুন্দর ঝিনুক, যাতে রক্তবর্ণ ও হলুদের আবর্ত, লাল ও নীলের ছটা। 11 00:00:50,160 --> 00:00:51,380 রাজার ছেলে বললঃ 12 00:00:51,460 --> 00:00:54,400 "এটা তো রাজার উপযোগী কোন উপহার নয়! এটা কেমন উপহার?" 13 00:00:54,600 --> 00:00:57,400 বৃদ্ধটি মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন, 14 00:00:57,590 --> 00:01:00,750 "পায়ে হেঁটে লম্বা যাত্রা... উপহারের অংশ।" 15 00:01:01,060 --> 00:01:02,560 (হাসি) 16 00:01:02,900 --> 00:01:05,970 কয়েক মুহূর্তের মধ্যে, আমি আপনাদের একটা উপহার দিতে যাচ্ছি, 17 00:01:05,970 --> 00:01:08,270 এমন উপহার যে বিশ্বাস করি এটি বলার মত একটি উপহার। 18 00:01:08,290 --> 00:01:10,050 কিন্তু তার আগে, আপনাদেরকে নিতে চাই 19 00:01:10,050 --> 00:01:11,960 আমার দীর্ঘ যাত্রার সঙ্গী হিসেবে। 20 00:01:12,160 --> 00:01:13,740 আপনাদের অনেকের মত আমারও 21 00:01:13,740 --> 00:01:15,320 জীবন শুরু হয়েছে ছোট শিশু হিসেবে। 22 00:01:15,320 --> 00:01:17,460 আপনাদের মধ্যে কতজন শিশু হিসেবে জীবন শুরু করেন? 23 00:01:17,460 --> 00:01:18,510 নাকি তরুণ হিসেবেই? 24 00:01:18,740 --> 00:01:20,500 আপনাদের প্রায় অর্ধেক... আচ্ছা... 25 00:01:20,570 --> 00:01:21,590 (হাসি) 26 00:01:21,820 --> 00:01:24,910 এবং বাকি অর্ধেক কি বলেন? আপনারা পূর্ণবয়স্ক হিসেবে জন্ম নিয়েছিলেন? 27 00:01:25,060 --> 00:01:27,640 বলেন কি? আপনাদের মার সাথে দেখা করতে চাই! 28 00:01:27,820 --> 00:01:29,460 অসম্ভবকে সম্ভব করার কথা বলুন! 29 00:01:30,560 --> 00:01:34,740 শিশুকালে আমার সবসময় অসম্ভব কিছু করার দিকে একটি ঝোঁক ছিল। 30 00:01:35,620 --> 00:01:38,880 আজকের দিনটির জন্যে আমি অনেক বছর ধরে অপেক্ষা করছি, 31 00:01:38,880 --> 00:01:41,000 কারণ আজকের দিনটি সেইদিন যেদিন আমি চেষ্টা করব 32 00:01:41,020 --> 00:01:43,620 অসম্ভবকে সম্ভব করতে আপনার সবার চোখের সামনে, 33 00:01:43,620 --> 00:01:45,460 এখানে - টেড এক্স মা'স্ত্রিস্ট এ। 34 00:01:45,800 --> 00:01:48,160 আমি শুরু করতে যাচ্ছি 35 00:01:48,760 --> 00:01:50,880 এই গল্পের শেষটুকু বলেঃ 36 00:01:51,220 --> 00:01:52,640 আর আমি আপনাদের প্রমাণ করব 37 00:01:52,640 --> 00:01:54,940 যে অসম্ভব আসলে অসম্ভব নয়। 38 00:01:55,300 --> 00:01:58,210 আমি শেষ করতে যাচ্ছি একটি উপহার দিয়ে, যা ছড়িয়ে দিতে পারবেনঃ 39 00:01:58,210 --> 00:02:01,350 আমি আপনাদের দেখাব যে আপনারাও করতে পারেন জীবনের অসম্ভবকে সম্ভব। 40 00:02:02,660 --> 00:02:05,420 আমার অসম্ভবকে সম্ভব করার যাত্রায় আমি খুঁজে পেয়েছি যে 41 00:02:05,420 --> 00:02:08,230 দুটি জিনিস রয়েছে সার্বজনীন সারা বিশ্বের মানুষের মধ্যে। 42 00:02:08,230 --> 00:02:09,870 সবারই মনে ভয় আছে, 43 00:02:09,870 --> 00:02:11,640 এবং সবারই রয়েছে স্বপ্ন। 44 00:02:12,900 --> 00:02:17,560 অসম্ভবকে সম্ভব করার জন্যে আমার যাত্রায় আমি দেখেছি যে তিনটি জিনিস 45 00:02:17,560 --> 00:02:20,100 আমার জীবদ্দশায় আমি সম্পন্ন করেছি যা 46 00:02:20,110 --> 00:02:23,290 অসম্ভবকে জয় করায় আমাকে অনুপ্রাণিত করেছে: 47 00:02:24,200 --> 00:02:26,900 ডজবল , যাকে ডাচরা ট্রেফবল বলেন 48 00:02:27,290 --> 00:02:28,360 সুপারম্যান, 49 00:02:28,460 --> 00:02:29,460 এবং মশা। 50 00:02:29,460 --> 00:02:30,810 এরাই আমার তিনটি পাথেয়। 51 00:02:30,810 --> 00:02:33,500 এখন আপনারা জানেন কেন আমি অসম্ভব কিছু করার সাহস রাখি। 52 00:02:33,610 --> 00:02:36,220 তাই আপনাদেরকে সঙ্গে নিচ্ছি আমার যাত্রায়, আমার দীর্ঘ পথে 53 00:02:36,320 --> 00:02:38,680 ভয় থেকে স্বপ্নে, 54 00:02:38,740 --> 00:02:40,980 শব্দ থেকে তলোয়ারে, 55 00:02:41,160 --> 00:02:42,740 ডজবল থেকে 56 00:02:42,850 --> 00:02:44,020 সুপারম্যান হয়ে 57 00:02:44,020 --> 00:02:45,340 মশা পর্যন্ত। 58 00:02:45,800 --> 00:02:47,360 এবং আমি আপনাকে দেখাতে পারব আশা করি 59 00:02:47,360 --> 00:02:49,900 কিভাবে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন আপনাদের জীবনে। 60 00:02:52,480 --> 00:02:54,934 ৪ঠা অক্টোবর, ২০০৭। 61 00:02:55,840 --> 00:02:58,120 আমার বুক ধড়ফড় করছিল, আমার হাঁটু কাঁপছিল 62 00:02:58,120 --> 00:02:59,340 যখন আমি মঞ্চে প্রবেশ করি 63 00:02:59,340 --> 00:03:00,930 হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 64 00:03:01,040 --> 00:03:03,240 স্যান্ডার্স থিয়েটারে - 65 00:03:03,240 --> 00:03:06,160 চিকিত্সাশাস্ত্রে ইগ নোবেল পুরস্কার নিতে 66 00:03:06,160 --> 00:03:08,660 একটি ডাক্তারী গবেষণার কাজের জন্যে যার আমি সহলেখক। 67 00:03:08,660 --> 00:03:10,270 শিরোনাম "তলোয়ার গিলে ফেলা ... 68 00:03:10,420 --> 00:03:11,740 এবং পার্শ্ব প্রতিক্রিয়া'। 69 00:03:11,870 --> 00:03:13,275 (হাসি) 70 00:03:13,840 --> 00:03:17,880 এটি একটি ছোট জার্নালে প্রকাশিত হয় যা আমি আগে কখনও পড়িনি, 71 00:03:18,460 --> 00:03:20,419 ব্রিটিশ মেডিকেল জার্নাল ছিল সেটি। 72 00:03:21,360 --> 00:03:24,740 আর আমার জন্য সেটা ছিল একটি অসম্ভব স্বপ্ন সত্য হওয়া, 73 00:03:24,900 --> 00:03:28,120 এটা একটি অপ্রত্যাশিত বিস্ময় ছিল আমার মত অখ্যাত কারো জন্যে, 74 00:03:28,130 --> 00:03:31,459 এটা একটা সম্মান যা আমি কখনো ভুলে যাবো না। 75 00:03:31,459 --> 00:03:34,539 কিন্তু এটাই ছিলোনা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় অংশ। 76 00:03:35,540 --> 00:03:37,640 ৪ঠা অক্টোবর, ১৯৬৭, 77 00:03:38,020 --> 00:03:40,260 এই ভীত, লাজুক, হাড্ডিসার, অলস শিশু 78 00:03:41,100 --> 00:03:43,120 যে সবসময় খুব ভয় পেত, 79 00:03:43,460 --> 00:03:45,579 সে যখন মঞ্চে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল 80 00:03:45,579 --> 00:03:47,234 তার বুক ধড়ফড় করছিল, 81 00:03:47,500 --> 00:03:49,162 তার হাঁটু কাঁপছিল। 82 00:03:49,780 --> 00:03:52,120 সে কথা বলার জন্যে তার মুখ খুলল, 83 00:03:56,490 --> 00:03:58,130 কিন্তু গলা থেকে শব্দ বের হল না। 84 00:03:58,130 --> 00:04:00,040 সে ছলছল চোখে কম্পিত ভাবে দাঁড়িয়ে রইল। 85 00:04:00,630 --> 00:04:02,360 আতঙ্কে তার হাত পা জমে গিয়েছিল, 86 00:04:02,360 --> 00:04:03,760 ভয়ে নিশ্চল হয়ে গিয়েছিল। 87 00:04:03,960 --> 00:04:06,130 এই ভীত, লাজুক, হাড্ডিসার, অলস শিশু 88 00:04:06,130 --> 00:04:08,142 চরম ভয় পেয়েছিল । 89 00:04:08,649 --> 00:04:10,330 তার অন্ধকারে ভয় ছিল, 90 00:04:10,520 --> 00:04:11,640 উচ্চতা ভীতি ছিল, 91 00:04:11,640 --> 00:04:13,040 মাকড়সা এবং সাপ ভয় পেত সে... 92 00:04:13,040 --> 00:04:15,140 আপনাদের মধ্যে মাকড়সা ও সাপ ভয় পায় কে কে? 93 00:04:15,280 --> 00:04:16,660 হ্যা, আপনাদের কয়েকজন আছে ... 94 00:04:16,660 --> 00:04:19,079 তার ভয় ছিল পানি এবং সাঁতার কাটা হাঙ্গর... 95 00:04:19,079 --> 00:04:21,939 ডাক্তার, নার্স এবং ডেন্টিস্ট ভয় পেত সে, 96 00:04:21,939 --> 00:04:24,680 ভীতিকর ছিল সূঁচ, ড্রিল ও ধারালো বস্তু। 97 00:04:24,680 --> 00:04:27,380 কিন্তু অন্য সবকিছুর চেয়ে, সে মনে মনে ভয় পেত 98 00:04:27,470 --> 00:04:28,470 মানুষকে। 99 00:04:29,380 --> 00:04:31,530 এই ভীত, লাজুক, হাড্ডিসার, অলস শিশুটি 100 00:04:31,540 --> 00:04:32,570 আমি ছিলাম। 101 00:04:33,320 --> 00:04:35,997 আমার ব্যর্থতা ও প্রত্যাখ্যানের ভয় ছিল, 102 00:04:37,300 --> 00:04:39,520 আত্মমর্যাদার অভাব, হীনমন্যতা, 103 00:04:39,520 --> 00:04:42,840 এবং আরও কিছু যা আমি তখন জানতাম না যে এরকম একটি ব্যাধি রয়েছে: 104 00:04:42,840 --> 00:04:44,660 সামাজিক উদ্বেগ ব্যাধি। 105 00:04:44,955 --> 00:04:48,610 যেহেতু আমি ভয় পেতাম, আমাকে উৎপীড়করা জ্বালাতন করত এবং মারধর করত। 106 00:04:48,610 --> 00:04:52,240 তারা আমাকে উপহাস করত এবং কটু কথা বলত, তারা আমাকে কখনোই খেলতে নিত না তাদের 107 00:04:52,300 --> 00:04:54,260 বল্গাহরিণ খেলায় । 108 00:04:55,020 --> 00:04:58,056 আহ, একটামাত্র খেলা ছিল যাতে তারা আমাকে খেলতে নিত ... 109 00:04:58,100 --> 00:04:59,427 ডজবল (বল ছুঁড়ে মারার খেলা) 110 00:04:59,500 --> 00:05:01,443 এবং পারতামনা ছোঁড়া বলগুলো থেকে বাঁচতে। 111 00:05:01,760 --> 00:05:03,500 উৎপীড়করা পরিহাস করে আমার নাম ডাকত, 112 00:05:03,500 --> 00:05:05,970 এবং আমি তাদের দিকে তাকাতেই দেখতাম... লাল ডজবলগুলা 113 00:05:05,970 --> 00:05:08,200 দ্রুতগতিতে আমার মুখের দিকে ধেয়ে আসছে। 114 00:05:08,210 --> 00:05:09,950 ব্যাম, ব্যাম, ব্যাম! 115 00:05:10,580 --> 00:05:13,220 আমার মনে আছে অনেক দিন স্কুল থেকে বাড়ি হাঁটার পথে, 116 00:05:13,300 --> 00:05:18,180 আমার মুখ লাল থাকত এবং ভয়ঙ্কর যন্ত্রণা হত, আমার কান লাল হয়ে অনুরণিত হতে থাকত। 117 00:05:18,180 --> 00:05:21,140 আর আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকত, 118 00:05:21,180 --> 00:05:23,515 এবং তাদের কথাগুলো কানে আঘাত করতে থাকত। 119 00:05:23,740 --> 00:05:25,000 আর যেইবা বলে, 120 00:05:25,020 --> 00:05:28,660 "লাঠি বা পাথর আমার হাড় ভেঙ্গে দিতে পারে, কিন্তু কথা কখনো আমাকে আঘাত করবে না" 121 00:05:28,880 --> 00:05:30,131 এটা পুরোই মিথ্যা। 122 00:05:30,310 --> 00:05:31,980 কথা মানুষকে ছুরির মত কাটতে পারে। 123 00:05:31,980 --> 00:05:34,030 শব্দ পারে তলোয়ারের মত বিদ্ধ করতে। 124 00:05:34,210 --> 00:05:36,040 শব্দ গভীর ক্ষত তৈরি করতে পারে 125 00:05:36,040 --> 00:05:37,780 যা বাইরে থেকে দেখা যায় না। 126 00:05:38,150 --> 00:05:41,070 তাই আমি ভীত ছিলাম। আর কথাগুলো ছিল আমার সবচেয়ে খারাপ শত্রু। 127 00:05:41,260 --> 00:05:42,491 এখনও তাই আছে। 128 00:05:43,355 --> 00:05:45,300 কিন্তু সাথে আমার স্বপ্নও ছিল। 129 00:05:45,300 --> 00:05:47,980 আমি বাসায় যেতাম আর সুপারম্যান কমিকসে ডুবে যেতাম 130 00:05:47,980 --> 00:05:49,774 এবং আমি সুপারম্যান কমিক বই পড়তাম 131 00:05:49,774 --> 00:05:53,440 স্বপ্নে আমি সুপারহিরো হতে চাইতাম সুপারম্যানের মত। 132 00:05:53,480 --> 00:05:56,240 আমি সত্য ও ন্যায় বিচারের জন্য লড়াই করতে চেয়েছিলাম 133 00:05:56,240 --> 00:05:58,680 আমি যুদ্ধ করতে চেয়েছিলাম শত্রু ও দুর্বলতার বিরুদ্ধে 134 00:05:58,680 --> 00:06:02,895 আমি বিশ্বব্যাপি উড়ে বেড়াতে চেয়েছিলাম সুপারম্যান হয়ে জীবন বাঁচানোর জন্যে। 135 00:06:03,400 --> 00:06:05,850 আমার আরও একটা মোহ ছিল কিছু বাস্তব জিনিষ নিয়েও। 136 00:06:05,860 --> 00:06:09,460 আমি গিনিস বিশ্ব রেকর্ডের বই পড়তাম আর পড়তাম রিপ্লির "বিলিভ ইট অর নট"। 137 00:06:09,460 --> 00:06:13,080 আপনারা কি কখনো পড়েছেন গিনিস বিশ্ব রেকর্ডের বই বা রিপ্লির বইটি? 138 00:06:13,100 --> 00:06:14,390 আমি বইগুলো অনেক ভালবাসতাম! 139 00:06:14,390 --> 00:06:16,270 বাস্তব মানুষদের অসাধ্য সাধন করতে দেখেছি 140 00:06:16,270 --> 00:06:17,790 তখন বললাম, আমিও তাই করব। 141 00:06:17,790 --> 00:06:19,330 নিগ্রহকারীরা যদি আমাকে না দেয় 142 00:06:19,330 --> 00:06:21,030 তাদের সাথে কোন খেলা খেলতে, 143 00:06:21,030 --> 00:06:23,335 আমি বাস্তব জাদু, বাস্তব কাজ করতে চাই। 144 00:06:23,335 --> 00:06:26,659 আমি সত্যিই অসাধারণ কিছু কাজ করতে চাই যা নিগ্রহকারীরা করতে পারবে না। 145 00:06:26,659 --> 00:06:28,609 আমি আমার উদ্দেশ্য ও জীবিকা খুঁজতে চাই, 146 00:06:28,609 --> 00:06:30,729 জানতে চাই আমার জীবনের কোন মানে আছে কিনা, 147 00:06:30,729 --> 00:06:33,320 আমি অবিশ্বাস্য কাজ করতে চাই বিশ্বে পরিবর্তন আনার জন্যে 148 00:06:33,320 --> 00:06:36,960 আমি প্রমাণ করতে চাই যে অসম্ভবকে সম্ভব করা আসলে অসম্ভব নয়। 149 00:06:38,340 --> 00:06:40,240 এর ১০ বছর পরের ঘটনা - 150 00:06:40,240 --> 00:06:42,706 আমার ২১তম জন্মদিনের পূর্বসপ্তাহে 151 00:06:42,819 --> 00:06:46,799 একই দিনে দুটি জিনিস ঘটল যা আমার জীবনকে পরিবর্তন করে দিল। 152 00:06:47,040 --> 00:06:49,391 আমি তখন দক্ষিণ ভারতের তামিল নাড়ুতে 153 00:06:49,540 --> 00:06:51,020 একজন ধর্মপ্রচারক হিসেবে ছিলাম, 154 00:06:51,020 --> 00:06:53,090 আমার পরামর্শদাতা ও বন্ধু জিজ্ঞাসা করল, 155 00:06:53,090 --> 00:06:54,720 "ড্যানিয়েল, তোমার থ্রমস আছে?" 156 00:06:54,720 --> 00:06:57,440 আমি বললাম, "থ্রমস? থ্রমস কী?" 157 00:06:57,440 --> 00:07:00,490 সে বলল, থ্রমস হচ্ছে জীবনের প্রধান লক্ষ্য। 158 00:07:00,490 --> 00:07:04,630 এটা স্বপ্ন আর নিজস্ব লক্ষ্যের একটি সমন্বয়, মানে আপনি যদি 159 00:07:04,630 --> 00:07:07,240 যা ইচ্ছা তাই করতে পারতেন, যে কোন জায়গায় যেতে পারতেন 160 00:07:07,240 --> 00:07:08,479 যে কেউ হতে পারতেন, 161 00:07:08,479 --> 00:07:10,356 কোথায় যেতে চাইতেন? কি করতে চাইতেন? 162 00:07:10,356 --> 00:07:11,280 কে হতে চাইতেন? 163 00:07:11,280 --> 00:07:14,500 আমি বললাম, "আমি তা পারব না! আমি খুব ভয় পাই! আমার মনে অনেক ভয় আছে!" 164 00:07:14,500 --> 00:07:17,800 সেই রাতে আমি আমার মাদুর বাংলোর ছাদে নিয়ে গেলাম, 165 00:07:17,810 --> 00:07:19,259 বিছিয়ে শুয়ে শুয়ে তারা দেখলাম, 166 00:07:19,259 --> 00:07:21,869 আর দেখলাম বাদুড় ঝাঁপ দিচ্ছে মশা ধরার জন্য। 167 00:07:21,869 --> 00:07:26,200 আমার মনে শুধু তখন ছিল থ্রমস, আর স্বপ্ন ও লক্ষ্য নিয়ে চিন্তা, 168 00:07:26,200 --> 00:07:28,360 আর ডজবল খেলার সময় নিগ্রহকারী সাথীদের কথা। 169 00:07:28,760 --> 00:07:30,730 কয়েক ঘন্টা পরে আমি শিউরে জেগে উঠলাম। 170 00:07:31,220 --> 00:07:33,940 আমার হৃদয়স্পন্দন দ্রুত হচ্ছিল, আমার হাঁটু কাঁপছিল। 171 00:07:34,080 --> 00:07:36,020 সেসময় কিন্তু ভয়ের জন্যে এটি হচ্ছিল না 172 00:07:36,420 --> 00:07:38,395 আমার সমগ্র শরীরে খিঁচুনির মত হচ্ছিল। 173 00:07:38,500 --> 00:07:40,180 আর পরবর্তী পাঁচ দিন ধরে 174 00:07:40,330 --> 00:07:44,199 বার বার চেতনা হারাচ্ছিলাম আমি, মৃত্যুশয্যায় জীবন ফিরে পাবার যুদ্ধ করছি। 175 00:07:44,199 --> 00:07:48,239 আমার মস্তিষ্ক পুড়ে যাচ্ছিল ১০৫ ডিগ্রী ম্যালেরিয়া জ্বরে। 176 00:07:48,390 --> 00:07:51,600 আর যখনই চেতনা ফিরে পাচ্ছিলাম, শুধু জীবনের লক্ষ্যের কথা মনে হচ্ছিল। 177 00:07:51,600 --> 00:07:53,820 তখন ভাবনা আসল, "আমার জীবনে আমি কি করতে চাই?" 178 00:07:53,950 --> 00:07:56,380 অবশেষে, আমার ২১তম জন্মদিনের ঠিক আগের রাতে, 179 00:07:56,380 --> 00:07:58,030 হঠাৎ করেই 180 00:07:58,030 --> 00:07:59,639 আমি উপলব্ধি করলামঃ 181 00:07:59,639 --> 00:08:02,100 বুঝতে পারলাম যে সেই ছোট মশা, 182 00:08:02,620 --> 00:08:05,020 অ্যানোফিলিস স্টিফেন্সাই নামের 183 00:08:05,280 --> 00:08:06,610 সেই সামান্য মশাটি 184 00:08:06,610 --> 00:08:08,390 যার ওজন ৫ মাইক্রোগ্রামের ও কম 185 00:08:08,390 --> 00:08:09,810 লবণের একটি কণার থেকে কম ওজনের 186 00:08:09,810 --> 00:08:12,780 যদি যে মশা কাবু করতে পারে ১৭০ পাউন্ড (৮০ কিলো) ওজনের মানুষকে, 187 00:08:12,780 --> 00:08:14,860 আমি বুঝলাম যে এটাই আমার দুর্বলতা ছিল। 188 00:08:14,860 --> 00:08:17,150 তারপর আমি বুঝতে পারলাম, না, না, এর কারণ মশা না, 189 00:08:17,150 --> 00:08:19,480 দায়ী সেই ছোটো পরজীবীগুলো যারা মশার ভিতরে থাকে, 190 00:08:19,480 --> 00:08:23,160 প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, বছরে দশ লক্ষের বেশি মানুষের মৃত্যুর কারণ। 191 00:08:23,509 --> 00:08:25,999 তখন আমি বুঝতে পারলাম না, না, এটাতো তার চেয়েও ছোট, 192 00:08:25,999 --> 00:08:28,550 কিন্তু আমার কাছে এত বেশী বড় লেগেছিল। 193 00:08:28,550 --> 00:08:29,640 আমি বুঝতে পারলাম, 194 00:08:29,640 --> 00:08:31,270 ভয় আমার দুর্বলতা ছিল, 195 00:08:31,270 --> 00:08:32,140 আমার পরজীবী ছিল, 196 00:08:32,140 --> 00:08:34,990 যা পঙ্গু করেছে ও পক্ষাঘাতগ্রস্ত করেছে আমার সমগ্র জীবনকে। 197 00:08:35,200 --> 00:08:38,080 আপনারা জানেন, যে পার্থক্য রয়েছে বিপদ এবং ভয়ের মধ্যে। 198 00:08:38,109 --> 00:08:39,699 বিপদ বাস্তব হয়। 199 00:08:39,990 --> 00:08:42,010 কিন্তু ভয় একটি সিদ্ধান্ত, একটি নির্বাচন। 200 00:08:42,080 --> 00:08:44,309 আমি বুঝতে পারি যে এটা আমার নির্বাচন ছিল: 201 00:08:44,309 --> 00:08:48,180 আমি হয় ভয় নিয়ে বাঁচতে পারতাম, নাহলে ব্যর্থতায় মরতে পারতাম সেই রাত্রে, 202 00:08:49,070 --> 00:08:52,080 অথবা আমি ভয়কে জয় করতে পারতাম, এবং আমি হয়ত 203 00:08:52,080 --> 00:08:56,060 আমার স্বপ্নের দিকে এগুতে পারতাম, সাহসের সাথে আমি জীবনযাপন করতে পারতাম। 204 00:08:56,680 --> 00:08:59,560 আর জানেন, কিছু একটা আছে মৃত্যুশয্যায় থাকার অভিজ্ঞতায় 205 00:08:59,560 --> 00:09:04,080 মৃত্যুর মুখোমুখি হলে আসলে মানুষ সত্যি সত্যি বাঁচতে চায়। 206 00:09:04,180 --> 00:09:07,140 আমি বুঝলাম সবাই মরে, কিন্তু সবাই সত্যিকারভাবে বাঁচে না। 207 00:09:08,040 --> 00:09:09,890 মরণের মধ্যে দিয়ে আমরা বেঁচে উঠি। 208 00:09:09,890 --> 00:09:11,580 আপনি জানেন, যখন আপনি মরতে শিখেন, 209 00:09:11,580 --> 00:09:13,070 আপনি তখন সত্যিই বাঁচতে শিখেন। 210 00:09:13,070 --> 00:09:15,140 তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি পরিবর্তন করব 211 00:09:15,140 --> 00:09:16,420 আমার সে রাতের গল্প। 212 00:09:16,915 --> 00:09:18,230 আমি তো মরতে চাই নি। 213 00:09:18,230 --> 00:09:20,010 তাই একটি ছোটো প্রার্থনা করলাম। বললাম, 214 00:09:20,010 --> 00:09:22,230 "ঈশ্বর, যদি আপনি আমাকে বাঁচতে দিন আমার ২১তম জন্মদিন পর্যন্ত, 215 00:09:22,230 --> 00:09:24,544 আমি ভয়কে আর দেবনা আমার জীবনকে শাসন করতে। 216 00:09:24,670 --> 00:09:26,520 আমি আমার ভয়ের মৃত্যু ঘটাব, 217 00:09:26,520 --> 00:09:29,530 আমি আমার স্বপ্নকে ছোঁয়ার জন্যে আগাবো, 218 00:09:29,530 --> 00:09:31,270 আমি আমার মনোভাব পরিবর্তন করতে চাই, 219 00:09:31,270 --> 00:09:33,540 কিছু অবিশ্বাস্য কাজ করতে চাই আমার জীবন দিয়ে, 220 00:09:33,540 --> 00:09:35,550 আমার লক্ষ্য ও প্রধান কাজ খুঁজে পেতে চাই, 221 00:09:35,550 --> 00:09:38,632 আমি জানতে চাই যে অসম্ভব আসলে অসম্ভব নয়। 222 00:09:38,780 --> 00:09:42,820 বলব না সেই রাতে বেঁচে গেছিলাম কিনা; আপনারা নিজেরাই অনুমান করে নেন। 223 00:09:42,850 --> 00:09:43,978 (হাসি) 224 00:09:43,978 --> 00:09:47,100 কিন্তু সেই রাতে তালিকা তৈরি করেছি আমার জীবনের ১০টি প্রধান লক্ষ্য: 225 00:09:47,100 --> 00:09:50,210 তখন সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বিশ্বের বিভিন্ন মহাদেশ পরিদর্শন করব 226 00:09:50,210 --> 00:09:51,820 বিশ্বের ৭ম আশ্চর্য দেখতে যাবো 227 00:09:51,820 --> 00:09:53,410 বেশ কয়েকটি ভাষা শিখব, 228 00:09:53,410 --> 00:09:54,940 একটি নির্জন দ্বীপে বাস করব, 229 00:09:54,940 --> 00:09:56,480 সমুদ্রের উপর জাহাজে বাস করব, 230 00:09:56,480 --> 00:09:58,650 ইন্ডিয়ান আদিবাসীদের সঙ্গে থাকব আমাজন জঙ্গলে, 231 00:09:58,650 --> 00:10:01,210 রোমাঞ্চ নিয়ে আরোহণ করব সুইডেনের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে। 232 00:10:01,210 --> 00:10:03,180 সুর্যোদয়ে এভারেস্ট পর্বত দেখতে চেয়েছি, 233 00:10:03,190 --> 00:10:05,390 সঙ্গীত ব্যবসায় কাজ করতে চেয়েছি ন্যাশভিলে, 234 00:10:05,400 --> 00:10:07,060 সার্কাস দলে কাজ করতে চেয়েছি, 235 00:10:07,080 --> 00:10:09,120 এবং আমি বিমান থেকে লাফ দিতে চেয়েছিলাম। 236 00:10:09,120 --> 00:10:12,380 পরবর্তী বিশ বছর ধরে, আমি এ সকল লক্ষ্যের অধিকাংশ সম্পন্ন করেছি। 237 00:10:12,410 --> 00:10:14,650 যতবার তালিকা থেকে একটি করে লক্ষ্য সম্পন্ন করেছি, 238 00:10:14,650 --> 00:10:18,190 আরও ৫ থেকে ১০টি নতুন লক্ষ্য যোগ করেছি এবং আমার তালিকা ক্রমাগত বেড়ে উঠছিল। 239 00:10:18,800 --> 00:10:23,280 এর পরবর্তী সাত বছর ধরে আমি বাহামার একটি ছোট দ্বীপে বসবাস করেছি 240 00:10:23,320 --> 00:10:25,360 প্রায় সাত বছর ধরে 241 00:10:25,370 --> 00:10:27,274 একটি শুকনো পাতার কুটিরে 242 00:10:29,480 --> 00:10:33,820 ছোট হাঙ্গর ও স্টিং রে মাছ মেরে খেয়েছি, দ্বীপে শুধু যা পাওয়া যেত, 243 00:10:33,820 --> 00:10:36,249 একটি নেংটি পরে থাকতাম, 244 00:10:36,680 --> 00:10:39,160 আর হাঙ্গরের সঙ্গে সাঁতার কাটতে শিখেছিলাম। 245 00:10:39,160 --> 00:10:40,980 সেখান থেকে মেক্সিকোতে দেশান্তরী হই, 246 00:10:40,980 --> 00:10:45,000 এবং তারপর আমি গেলাম ইকুয়েডরের আমাজন নদী অববাহিকাতে, 247 00:10:45,241 --> 00:10:48,100 ইকুয়েডরের পুইও পঙ্গোতে এক আদিবাসি গোষ্ঠীর সঙ্গে বসবাস করেছি, 248 00:10:48,100 --> 00:10:52,180 এভাবে একটু একটু করে আমার বিশ্বাস ফিরে পেতে শুরু করি শুধু লক্ষ্য পুরণের মাধ্যমে। 249 00:10:52,180 --> 00:10:55,100 আমি সঙ্গীত ব্যবসায় যোগ দেই প্রথমে ন্যাশভিল এবং পরে সুইডেনে, 250 00:10:55,110 --> 00:10:57,870 তারপর স্টকহোমে চলে যাই, ও সঙ্গীত ব্যবসায় কাজ চালিয়ে যাই, 251 00:10:57,870 --> 00:11:01,920 সেখানেই মাউন্ট কেবনেকাইসের শীর্ষে পৌছাই সুমেরুবৃত্তর সেই উঁচুতে। 252 00:11:03,300 --> 00:11:04,750 শিখেছি সার্কাসে লোক হাঁসানো, 253 00:11:04,750 --> 00:11:05,860 এবং সার্কাসের খেলা, 254 00:11:05,860 --> 00:11:07,480 কিংবা রণপা-হাঁটা, 255 00:11:07,480 --> 00:11:10,440 এক চাকার সাইকেল চালানো, মুখে অগ্নি খেলা বা কাচ খাওয়ার খেলা। 256 00:11:10,450 --> 00:11:13,620 ১৯৯৭ সালে শুনেছিলাম পৃথিবীতে এক ডজনের কম তলোয়ার গেলার খেলুড়ে আছে। 257 00:11:13,620 --> 00:11:15,410 আর আমি বললাম, "আমাকেও তাই করতে হবে!" 258 00:11:15,420 --> 00:11:18,290 এক তলোয়ার খেলোয়াড়ের দেখা পেলে তার কাছে কিছু পরামর্শ চাই। 259 00:11:18,290 --> 00:11:20,190 তিনি বললেন, "আচ্ছা, ২টি উপদেশ দেব: 260 00:11:20,190 --> 00:11:21,926 ১ নম্বরঃ এটি অত্যন্ত বিপজ্জনক, 261 00:11:21,926 --> 00:11:23,948 অনেকে এটা করতে গিয়ে মারা গেছে। 262 00:11:23,948 --> 00:11:24,953 ২ নম্বরঃ 263 00:11:24,953 --> 00:11:26,206 এটা চেষ্টা করবেন না! " 264 00:11:26,206 --> 00:11:27,520 (হাসি) 265 00:11:27,540 --> 00:11:29,540 তাই আমি এটাকে লক্ষ্যের তালিকায় যোগ করেছি। 266 00:11:30,440 --> 00:11:33,320 এবং আমি চর্চা করেছি দিনে ১০ থেকে ১২ বার, প্রতিদিন করে 267 00:11:33,660 --> 00:11:35,160 প্রায় চার বছর ধরে। 268 00:11:35,209 --> 00:11:36,709 এখন আমি যদি আমি সেগুলো গুণি .. 269 00:11:36,709 --> 00:11:40,020 ৪ X ৩৬৫ [X ১২] 270 00:11:40,020 --> 00:11:42,660 এটা মোটামুটি ১৩,০০০ বারের অসফল প্রচেষ্টা ছিল 271 00:11:42,660 --> 00:11:45,420 অবশেষে ২০০১ সালে প্রথম তলোয়ার গলার ভেতরে ঢুকাতে পেরেছিলাম, 272 00:11:46,002 --> 00:11:47,630 সেই সময়ে আরেকটি লক্ষ্য স্থির করি 273 00:11:47,630 --> 00:11:50,940 যে এই তলোয়ার গেলার কৌশলে বিশ্বের নেতৃস্থানীয় বিশেষজ্ঞে পরিণত হব আমি। 274 00:11:50,970 --> 00:11:53,820 তাই আমি এ নিয়ে লেখা প্রতিটি বই, পত্রিকা, বা প্রবন্ধ খুঁজি, 275 00:11:53,820 --> 00:11:57,670 প্রতিটি মেডিক্যাল রিপোর্ট দেখি, এজন্যে শরীর-বিদ্যা ও দৈহিক গঠনতন্ত্র পড়ি, 276 00:11:57,676 --> 00:11:59,719 ডাক্তার ও নার্সদের সঙ্গে কথা বলেছি এনিয়ে, 277 00:11:59,719 --> 00:12:01,760 সব তলোয়ার গেলার খেলোয়াড়দের সাথে নিয়ে গঠন 278 00:12:01,760 --> 00:12:04,250 করেছি তলোয়ার গেলার খেলোয়াড়দের আন্তর্জাতিক এসোসিয়েশন 279 00:12:04,250 --> 00:12:06,450 এবং একটি ২ বছর ব্যাপি ডাক্তারি গবেষণা চালিয়েছি 280 00:12:06,450 --> 00:12:08,580 তলোয়ার গেলা ও এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে 281 00:12:08,580 --> 00:12:10,980 যেটা প্রকাশিত হয় একটি ব্রিটিশ মেডিকেল জার্নালে। 282 00:12:10,980 --> 00:12:11,840 (হাসি) 283 00:12:11,840 --> 00:12:12,940 সবাইকে ধন্যবাদ। 284 00:12:12,960 --> 00:12:17,748 (করতালি) 285 00:12:18,200 --> 00:12:21,570 আর আমি কিছু অদ্ভুৎ জিনিস শিখেছি তলোয়ার গেলা নিয়ে। 286 00:12:21,571 --> 00:12:25,260 বাজি ধরে বলতে পারি কখনোই ভাবেননি এগুলো নিয়ে আগে, কিন্তু আজ রাতের পর ভাববেন। 287 00:12:25,260 --> 00:12:28,550 পরবর্তীতে আপনি বাড়িতে যখন ব্যস্ত থাকবেন ছুরি দিয়ে আপনার স্টেক কাটতে 288 00:12:28,550 --> 00:12:31,759 অথবা একটি তলোয়ার বা আপনার ছুরি-কাঁটা, চিন্তা করবেন আমার গল্পটা নিয়ে 289 00:12:34,257 --> 00:12:36,589 আমি জেনেছি যে তলোয়ার গেলার ঐতিহ্য ভারতে শুরু হয়- 290 00:12:36,589 --> 00:12:39,889 যেখানে আমি সর্বপ্রথম এটা দেখেছিলাম আমার ২০ বছর বয়সে - 291 00:12:39,889 --> 00:12:42,290 প্রায় ৪০০০ বছর আগে, খ্রিস্টপূর্ব ২০০০ সালে 292 00:12:42,290 --> 00:12:45,580 গত ১৫০ বছরে, তলোয়ার গেলার খেলোয়ারদের ব্যবহার করা হয়েছে 293 00:12:45,590 --> 00:12:47,400 বিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে 294 00:12:47,480 --> 00:12:51,160 তারা সাহায্য করেছে ১৮৬৮ সালে অনমনীয় এন্ডোস্কোপ মেশিন তৈরিতে 295 00:12:51,160 --> 00:12:53,820 ডঃ অ্যাডল্ফ কুশমাউল কর্তৃক জার্মানির ফ্রাইবুর্গে। 296 00:12:53,880 --> 00:12:56,639 ১৯০৬ সালে, ওয়েলসের ইলেক্ট্রোকার্ডিওগ্রাম মেশিন উন্নয়নে, 297 00:12:56,639 --> 00:13:00,240 গিলতে অসুবিধা ও হজমে অসুবিধা নিয়ে অধ্যয়নে বা 298 00:13:00,240 --> 00:13:01,860 ব্রঙ্কোস্কোপ এর মত মেশিন উন্নয়নে। 299 00:13:01,860 --> 00:13:03,840 কিন্তু গত ১৫০ বছর ধরে, 300 00:13:03,840 --> 00:13:07,860 আমরা জানি শত শত লোক আহত হয়েছে এবং কয়েক ডজন লোক মারা গেছে ... 301 00:13:07,880 --> 00:13:14,560 এখানে রয়েছে অনমনীয় এন্ডোস্কোপ এর ছবি যা ডঃ অ্যাডল্ফ কুশমাউল উদ্ভাবন করছিলেন। 302 00:13:14,740 --> 00:13:18,679 কিন্তু আমরা আবিষ্কার করেছি যে গত ১৫০ বছরে ২৯ জন মারা গিয়েছে এ খেলার জন্যে 303 00:13:18,679 --> 00:13:22,462 যার মধ্যে রয়েছে লন্ডনের সেই খেলোয়াড় যে তলোয়ার দিয়ে তার হৃদয় বিদ্ধ করে ফেলেছিল 304 00:13:23,142 --> 00:13:25,340 আমরা এও জানতে পারলাম যে ৩ থেকে ৮টি 305 00:13:25,340 --> 00:13:27,780 গুরুতর তলোয়ার গেলার জখম হয় প্রত্যেক বছর। 306 00:13:27,780 --> 00:13:29,880 আমি জানি, কারণ আমি ফোনে সেই খবরগুলো পাই। 307 00:13:29,880 --> 00:13:31,150 এইতো দুটি জখমের খবর পেলাম 308 00:13:31,150 --> 00:13:34,320 একটি সুইডেন ও আরেকটি অরল্যান্ডো থেকে এইতো গত কয়েক সপ্তাহের মধ্যে, 309 00:13:34,320 --> 00:13:37,019 এই তলোয়ার খেলুড়েরা হাসপাতালে আছেন ও তাদের ক্ষত সারাচ্ছেন 310 00:13:37,019 --> 00:13:38,769 সুতরাং এটা অত্যন্ত বিপজ্জনক। 311 00:13:38,769 --> 00:13:41,629 আরেকটি বিষয় আমি জেনেছি যে তলোয়ার গেলা আয়ত্ত করতে লাগে 312 00:13:41,629 --> 00:13:44,320 ২ থেকে ১০ বছর পর্যন্ত তলোয়ারকে ঠিকমত গলার মধ্যে ঢুকাতে 313 00:13:44,320 --> 00:13:45,610 অনেক মানুষের জন্যে। 314 00:13:45,610 --> 00:13:48,020 কিন্তু সবচেয়ে চিত্তাকর্ষক জিনিশ আমি জেনেছি যে 315 00:13:48,020 --> 00:13:51,360 কিভাবে তলোয়ার গেলার খেলোয়াড়রা শিখে এই অসম্ভবকে সম্ভব করতে। 316 00:13:51,460 --> 00:13:53,460 আমি আপনাদের গোপন ব্যপারটি জানিয়ে দিচ্ছিঃ 317 00:13:53,520 --> 00:13:57,580 মনোনিবেশ করা যাবেনা ৯৯.৯% ক্ষেত্রেই যা অসম্ভব। 318 00:13:57,580 --> 00:14:02,030 আত্মনিবেশ করুন সেই ০.১% এর উপর যা সম্ভব, আর চিন্তা করতে থাকুন কিভাবে এটি করা সম্ভব, 319 00:14:02,817 --> 00:14:06,140 এখন আপনাদেরকে সেই যাত্রায় নিয়ে যাই তলোয়ার গেলা খেলোয়াড়ের মনের মধ্যে 320 00:14:06,140 --> 00:14:09,479 তলোয়ার গেলায় সফলতার জন্যে, প্রচুর মন দিয়ে ধ্যান প্রয়োজন, 321 00:14:09,479 --> 00:14:12,270 সুতীক্ষ্ণ একাগ্রতা দরকার, নিখুঁত প্রক্রিয়া দরকার 322 00:14:12,270 --> 00:14:15,670 যাতে শরীরের অভ্যন্তরীণ অঙ্গকে আলাদা করা যায় এবং স্বয়ংক্রিয় শারীরিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় 323 00:14:15,710 --> 00:14:20,370 বারবার করা মস্তিষ্কের ব্যায়ামের মাধ্যমে, পুনরাবৃত্তি পেশীর ব্যায়ামের স্মৃতি দিয়ে 324 00:14:20,450 --> 00:14:23,720 বারংবার অনুশীলন দ্বারা - প্রায় ১০,০০০ বার করতে হবে। 325 00:14:24,020 --> 00:14:28,090 এখন চলুন আপনাদের একটি যাত্রায় নিয়ে যাই একজন তলোয়ার গেলার খেলোয়াড়ের শরীরের ভেতরে। 326 00:14:28,310 --> 00:14:30,130 একটি তলোয়ার গেলার জন্য, 327 00:14:30,130 --> 00:14:32,250 জিভের উপর দিয়ে ব্লেডটি গলিয়ে দিতে হয়, 328 00:14:32,250 --> 00:14:34,780 পরে সার্ভিকাল অন্ননালীতে স্পর্শপ্রতিক্রিয়া দমন করতে হয় 329 00:14:34,780 --> 00:14:37,740 ৯০ ডিগ্রী ঘুরিয়ে দিতে হয় আলজিভের নিচে, 330 00:14:38,240 --> 00:14:41,040 অন্ননালীর মধ্য দিয়ে তাকে ঠেলে দিতে হয় পাকস্থলীর উপরের অংশে 331 00:14:41,060 --> 00:14:42,600 ভেতরকার পেশীর সঙ্কোচন দমন করে, 332 00:14:42,600 --> 00:14:44,380 বুকের গহ্বরের মধ্যে ব্লেডটিকে নিতে হয় 333 00:14:44,380 --> 00:14:45,960 দুই ফুসফুসের মধ্যে। 334 00:14:46,080 --> 00:14:48,349 এই মুহূর্তে, 335 00:14:48,399 --> 00:14:50,389 আসলেই আমার হৃদয়কে ঠেলা দিয়ে সরাতে হয়। 336 00:14:50,389 --> 00:14:51,720 আপনি যদি সাবধানে দেখেন, 337 00:14:51,720 --> 00:14:53,580 দেখবেন তলোয়ারে হৃদস্পন্দন দেখা যায় 338 00:14:53,580 --> 00:14:55,339 কারণ এটা হৃদয়কে হেলান দিয়ে রয়েছে 339 00:14:55,339 --> 00:14:58,299 শুধু মাঝে রয়েছে এক ইঞ্চির অষ্টমাংস পুরু খাদ্যনালীর টিস্যু। 340 00:14:58,299 --> 00:15:00,140 এর কোন কোন কিছু আপনি জাল করতে পারেন না 341 00:15:00,320 --> 00:15:02,480 তারপর এটাকে ঠেলে দেব আমি বুকের পাঁজরের ভেতরে, 342 00:15:02,480 --> 00:15:05,250 নিম্ন খাদ্যনালীর স্ফিঙ্কটারের মধ্য দিয়ে পৌছাবে পাকস্থলীতে, 343 00:15:05,250 --> 00:15:08,680 বমনচেষ্টার স্বাভাবিক প্রচেষ্টা দমন করে ঠেলে দেব ক্ষুদ্রান্তের অগ্রভাগে। 344 00:15:08,680 --> 00:15:09,750 খুবই সহজ। 345 00:15:09,750 --> 00:15:10,930 (হাসি) 346 00:15:10,930 --> 00:15:12,880 আমি যদি আরও নিচে নামতে চাই, 347 00:15:12,880 --> 00:15:17,720 তাহলে ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত নামিয়ে দেব (ডাচ) হ্যাঁ, ফ্যালোপিয়ান টিউব! 348 00:15:17,720 --> 00:15:20,980 সুধীবৃন্দ, আপনার স্ত্রীদের জিজ্ঞেস করতে পারেন পরে যে এটি কি ... 349 00:15:22,160 --> 00:15:23,900 মানুষ আমাকে জিজ্ঞেস করে, বলে, 350 00:15:23,900 --> 00:15:26,740 "নিশ্চয়ই অনেক সাহস লাগে আপনার জীবনকে ঝুঁকি মধ্যে ঠেলে দিতে, 351 00:15:26,740 --> 00:15:28,800 হৃদয়কে স্পর্শ করা, পুরো একটি তলোয়ার গেলা" 352 00:15:28,800 --> 00:15:30,500 না। আসলে সত্যিকারের সাহস লাগে 353 00:15:30,500 --> 00:15:33,020 সেই ভীত, লাজুক, চর্মসার বাচ্চার জন্য 354 00:15:33,080 --> 00:15:35,620 যাতে সে ব্যর্থতা ও প্রত্যাখ্যানের ঝুঁকি নিতে পারে 355 00:15:35,620 --> 00:15:37,040 তার গোপন কথা বলার সাহস পায়, 356 00:15:37,040 --> 00:15:38,240 আর নিশ্চুপ না থাকে 357 00:15:38,240 --> 00:15:41,060 এবং এভাবে মঞ্চে এসে দাঁড়ায় অপরিচিত একদল লোকের সামনে 358 00:15:41,060 --> 00:15:43,670 আপনাদেরকে তার গল্প বলতে পারে তার ভয় ও স্বপ্ন সম্পর্কে, 359 00:15:43,680 --> 00:15:47,580 তার নাড়িভুঁড়ি বেড় করে ফেলার ঝুঁকি নিয়ে, আক্ষরিক এবং রূপক অর্থে। 360 00:15:48,280 --> 00:15:49,450 দেখেছেন তো - ধন্যবাদ। 361 00:15:49,450 --> 00:15:53,720 (করতালি) 362 00:15:53,850 --> 00:15:56,250 দেখুন, সত্যিই আশ্চর্যজনক জিনিস এই যে 363 00:15:56,250 --> 00:15:58,650 আমি সবসময় চেয়েছি আমার জীবনে অসাধারণ কিছু করতে 364 00:15:58,650 --> 00:15:59,780 এবং এখন আমি তা করছি। 365 00:15:59,780 --> 00:16:02,880 কিন্তু সত্যিই অসাধারণ সেই জিনিসটা - এটা নয় যে আমি গিলে ফেলতে পারি 366 00:16:02,880 --> 00:16:05,170 একসাথে ২১টি তলোয়ার। 367 00:16:07,640 --> 00:16:10,500 বা ২০ফুট ডুবন্ত ট্যাংকে ৮৮টি হাঙ্গর/স্টিংরে'র সাথে থাকতে পারি 368 00:16:10,500 --> 00:16:12,307 রিপ্লিজ বিলিভ ইট অর নট এর জন্যে, 369 00:16:13,840 --> 00:16:17,600 বা ১৫০০ ডিগ্রী লাল গরম তলোয়ার গেলা স্ট্যান লি'জ সুপারহিউমান্স শো এর জন্যে 370 00:16:17,610 --> 00:16:19,470 এবং "স্টীলের মানুষ' হিসেবে পরিচিত হওয়া 371 00:16:19,520 --> 00:16:21,574 আহ তলোয়ারটি বেশ গরম ছিল! 372 00:16:22,460 --> 00:16:24,920 অথবা রিল্পিজের জন্য তরবারি দিয়ে গাড়ী টানা 373 00:16:24,930 --> 00:16:26,290 বা গীনিস এর কোন রেকর্ড, 374 00:16:26,290 --> 00:16:28,760 বা ফাইনালে যাওয়া আমেরিকা'জ গট ট্যালেন্ট অনুষ্ঠানে 375 00:16:28,820 --> 00:16:31,540 বা ২০০৭ সালের সেই চিকিৎসাবিজ্ঞানে আইজি নোবেল পুরস্কার। 376 00:16:31,550 --> 00:16:33,900 না, এর কোনটাই সেই অসাধারণ জিনিস নয়। 377 00:16:33,900 --> 00:16:36,350 অবশ্য মানুষ তাই মনে করে। না, না, না। এটা সেটা না। 378 00:16:36,350 --> 00:16:37,800 সেই সে অসাধারণ জিনিস 379 00:16:37,800 --> 00:16:40,660 যে ঈশ্বর সেই ভীত, লাজুক, চর্মসার, দুর্বল ছেলেকে সাহায্য করেছে 380 00:16:40,660 --> 00:16:42,200 যার উচ্চতা ভীতি ছিল, 381 00:16:42,200 --> 00:16:43,890 যে পানি ও হাঙ্গর ভয় পেত, 382 00:16:43,890 --> 00:16:46,370 এবং ডাক্তার ও নার্সদের এবং সূঁচ এবং ধারালো বস্তুকে 383 00:16:46,370 --> 00:16:47,640 লোকের সাথে কথা বলতে ভয় পেত 384 00:16:47,640 --> 00:16:49,800 এখন ঈশ্বর আমাকে দিয়ে বিশ্বজুড়ে ভ্রমণ করাচ্ছে 385 00:16:49,800 --> 00:16:51,320 হোক সে ৩০,০০০ ফুট উচ্চতায় 386 00:16:51,320 --> 00:16:53,900 ধারালো বস্তু গিলছি হাঙ্গরভর্তি ডুবন্ত ট্যাংকে গিয়েছি, 387 00:16:53,900 --> 00:16:57,430 ডাক্তার ও নার্সদের সাথে নির্ভয়ে কথা বলছি বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে যাচ্ছি। 388 00:16:57,430 --> 00:16:59,580 এটা আমার জন্য সত্যিই আশ্চর্যজনক জিনিস। 389 00:16:59,580 --> 00:17:01,450 আমি সবসময় অসম্ভব কিছু করতে চেয়েছিলাম- 390 00:17:01,450 --> 00:17:02,380 সবাইকে ধন্যবাদ। 391 00:17:02,380 --> 00:17:03,760 (করতালি) 392 00:17:03,760 --> 00:17:05,220 সবাইকে ধন্যবাদ। 393 00:17:05,660 --> 00:17:09,040 (করতালি) 394 00:17:09,700 --> 00:17:12,569 আমি সবসময় অসম্ভবকে সম্ভব করতে চেয়েছিলাম, এখন আমি তাই করছি। 395 00:17:12,569 --> 00:17:15,858 অসাধারণ কিছু করতে চেয়েছিলাম জীবন দিয়ে, বিশ্বে পরিবর্তন চেয়েছিলাম, 396 00:17:15,858 --> 00:17:16,899 এবং এখন আমি তাই করছি। 397 00:17:16,899 --> 00:17:19,819 সবসময় বিশ্বব্যাপি উড়ে বেড়াতে চেয়েছিলাম- অতিমানবীয় কৌশল করে 398 00:17:19,819 --> 00:17:21,379 জীবন রক্ষা করতে,এখন আমি তাই করছি 399 00:17:21,379 --> 00:17:22,720 এবং আপনি জানেন? 400 00:17:22,720 --> 00:17:25,569 এগুলো শুধুই একটি ছোট অংশ সেই ছোটো ছেলেটির বিশাল সব স্বপ্নের 401 00:17:25,569 --> 00:17:27,291 যা তার ভিতরে আছে। 402 00:17:30,320 --> 00:17:36,197 (হাসি) (করতালি) 403 00:17:37,000 --> 00:17:40,240 জানেন, আমি সবসময় খুঁজে পেতে চেয়েছিলাম আমার উদ্দেশ্য এবং প্রধান কাজ 404 00:17:40,270 --> 00:17:41,530 এবং এখন আমি এটা পেয়েছি। 405 00:17:41,540 --> 00:17:42,920 কিন্তু অনুমান করতে পারেন কি? 406 00:17:42,920 --> 00:17:46,230 এটা তলোয়ার খেলা দিয়ে নয়, বা আপনারা যা ভাবেন, আমার শক্তি দিয়ে নয়। 407 00:17:46,230 --> 00:17:48,510 এটা আসলে নিজ দুর্বলতাকে, আমার শব্দকে জয় করেছি। 408 00:17:48,510 --> 00:17:51,090 আমার উদ্দেশ্য এবং প্রধান কাজ বিশ্বকে পরিবর্তন করা 409 00:17:51,090 --> 00:17:52,390 ভয়কে কাটিয়ে, 410 00:17:52,390 --> 00:17:54,910 একটি তলোয়ারকে জয় করে, একটি কথাকে জয় করে, 411 00:17:55,070 --> 00:17:57,450 একটি ছুরিকে জয় করে, একটি জীবনকে জয় করে, 412 00:17:57,540 --> 00:17:59,700 মানুষকে সুপারহিরো (অতিমানব) হতে অনুপ্রাণিত করে 413 00:17:59,700 --> 00:18:01,860 তাদের জীবনে অসম্ভব কিছু করতে উদ্বুদ্ধ করা। 414 00:18:02,060 --> 00:18:04,680 আমার উদ্দেশ্য তাদের লক্ষ্যকে খুঁজে পেতে সাহায্য করা। 415 00:18:04,680 --> 00:18:05,680 আপনারটা কি? 416 00:18:05,680 --> 00:18:06,960 আপনার লক্ষ্য কি? 417 00:18:06,960 --> 00:18:08,960 আপনাকে এখানে কি করতে বলা হয়েছে? 418 00:18:09,260 --> 00:18:11,590 আমি মনে করি আমরা সবাই অতিমানব হতে পৃথিবীতে এসেছি। 419 00:18:12,160 --> 00:18:14,260 আপনার অতিমানবীয় শক্তিটি কি? 420 00:18:14,560 --> 00:18:17,990 বিশ্ব তাবৎ মানুষের মধ্যে - ৭০০ কোটি মানুষের কথা বলছি, 421 00:18:17,990 --> 00:18:20,250 সেখানে মাত্র কয়েক ডজন তলোয়ার গেলার খেলোয়াড় 422 00:18:20,250 --> 00:18:21,661 টিকে রয়েছে আজ সারা বিশ্বে, 423 00:18:21,661 --> 00:18:22,940 কিন্তু আপনি একমাত্র আপনি। 424 00:18:22,940 --> 00:18:24,070 আপনি অনন্য। 425 00:18:24,070 --> 00:18:25,540 আপনার কাহিনী কি? 426 00:18:25,540 --> 00:18:27,760 আপনি কিভাবে আলাদা? 427 00:18:27,760 --> 00:18:29,180 আপনার গল্পটি বলুন, 428 00:18:29,180 --> 00:18:31,721 এমনকি আপনার কণ্ঠ পাতলা এবং কম্পমান হলেও। 429 00:18:31,900 --> 00:18:33,340 আপনার জীবনের লক্ষ্য কী? 430 00:18:33,340 --> 00:18:35,850 যদি যেকোন কিছু পারতেন যে কেউ হতেন, যেখানে ইচ্ছা যেতেন 431 00:18:35,850 --> 00:18:37,430 কি করতে চাইতেন? আপনি কোথায় যেতেন? 432 00:18:37,430 --> 00:18:38,480 আপনি কি করতে চাইতেন? 433 00:18:38,480 --> 00:18:40,340 আপনার জীবন দিয়ে আপনি কি করতে চান? 434 00:18:40,340 --> 00:18:41,760 আপনার বড় স্বপ্নগুলো কি? 435 00:18:41,760 --> 00:18:44,450 আপনার ছোটোকালে কোন বড় স্বপ্ন কি ছিল? চিন্তা করেন। 436 00:18:44,450 --> 00:18:46,240 বাজি ধরতে পারি, এটা ছিল না। ঠিক বলছি? 437 00:18:46,483 --> 00:18:47,880 আপনার বুনো স্বপ্নটি কি ছিল 438 00:18:47,880 --> 00:18:50,450 যা আপনি ভাবতেন অদ্ভুত সব চিন্তা হিসেবে এবং খুব অস্পষ্ট? 439 00:18:50,450 --> 00:18:54,040 বাজি ধরে বলতে পারি এখন আপনার স্বপ্নগুলো আর অদ্ভুত দেখাচ্ছে না, তাই নয় কি? 440 00:18:55,370 --> 00:18:57,050 আপনার সেই তলোয়ারটি কি? 441 00:18:57,050 --> 00:18:58,650 প্রত্যেকের একটি তলোয়ার আছে, 442 00:18:58,650 --> 00:19:00,600 ভয় এবং স্বপ্ন নিয়ে একটি দ্বিমুখী তলোয়ার। 443 00:19:00,600 --> 00:19:03,520 সেই তলোয়ারকে গিলে ফেলার সাহস দেখান, যাই হোক না কেন সেটা। 444 00:19:03,890 --> 00:19:05,870 সুধীবৃন্দ, আপনারা নিজ স্বপ্নের পেছনে ছুটুন 445 00:19:05,870 --> 00:19:08,900 এখনো খুব দেরি হয়ে যায়নি আপনি যা হতে চেয়েছিলেন তা হতে। 446 00:19:09,720 --> 00:19:12,920 ডজবল খেলার সেই নিগ্রহকারী সাথীরা ঐ বাচ্চারা যারা ভেবেছিল 447 00:19:12,920 --> 00:19:14,916 যে আমি কখনোই অসম্ভবকে সম্ভব করতে পারব না, 448 00:19:15,060 --> 00:19:17,645 আমার শুধু একটা জিনিস আছে তাদের বলারঃ 449 00:19:17,645 --> 00:19:18,841 ধন্যবাদ। 450 00:19:18,940 --> 00:19:22,220 কারণ যদি তাদের মত শত্রু না থাকত, আমরা কোন সুপারহিরো পেতাম না। 451 00:19:23,020 --> 00:19:27,237 আমি আছি প্রমাণ করতে যে অসম্ভব আসলে অসম্ভব নয়। 452 00:19:28,300 --> 00:19:32,310 যদিও এটি অত্যন্ত বিপজ্জনক, আমি মারাও যেতে পারতাম। 453 00:19:32,340 --> 00:19:33,720 আশা করি আপনারা উপভোগ করেছেন। 454 00:19:33,720 --> 00:19:35,260 (হাসি) 455 00:19:36,350 --> 00:19:38,700 এটাতে আপনার সাহায্যের প্রয়োজন। 456 00:19:46,731 --> 00:19:48,405 শ্রোতা: দুই, তিন। 457 00:19:48,405 --> 00:19:52,100 ড্যান মায়ার: না, না। আপনার সাহায্য দরকার গণনা করতে, আপনারা তৈরী তো? 458 00:19:52,100 --> 00:19:53,210 (হাসি) 459 00:19:53,210 --> 00:19:55,840 যদি শব্দটা জানেন। ঠিক আছে? আমাকে সঙ্গে। প্রস্তুত? 460 00:19:55,870 --> 00:19:56,964 এক 461 00:19:56,964 --> 00:19:58,150 দুই 462 00:19:58,170 --> 00:19:58,980 তিন 463 00:19:58,980 --> 00:20:00,920 না, এটি ২, কিন্তু বুঝে গেছেন নিশ্চয়ই। 464 00:20:06,760 --> 00:20:07,780 শ্রোতা: এক 465 00:20:07,840 --> 00:20:08,750 দুই 466 00:20:08,800 --> 00:20:10,010 তিন 467 00:20:11,260 --> 00:20:13,280 (শ্বাস নেয়ার শব্দ) 468 00:20:14,360 --> 00:20:15,940 (করতালি) 469 00:20:16,251 --> 00:20:17,450 ড্যান মায়ার: হ্যাঁ! 470 00:20:17,450 --> 00:20:23,100 (করতালি) (অভিনন্দন) 471 00:20:23,100 --> 00:20:24,820 আপনাদেরকে অনেক ধন্যবাদ। 472 00:20:25,450 --> 00:20:28,800 ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হৃদয় থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 473 00:20:28,800 --> 00:20:31,290 আসলে, আপনাদেরকে ধন্যবাদ আমার পাকস্থলীর অন্ত:স্থল থেকে 474 00:20:31,880 --> 00:20:35,020 আমি আপনাদেরকে বলেছিলাম আমি এখানে অসম্ভবকে সম্ভব করব, আমি তা করেছি 475 00:20:35,030 --> 00:20:37,730 কিন্তু এটা আসলে সেই অসম্ভব না। আমি তো প্রতিদিনই এটি করি। 476 00:20:37,800 --> 00:20:42,800 অসম্ভব ছিল সেই ভীত, লাজুক, চর্মসার, দুর্বল ছোটো ছেলেটির জন্যে ভয়ের মুখোমুখি হওয়া, 477 00:20:42,840 --> 00:20:44,600 টেড এক্স এর মঞ্চে এসে দাঁড়ানো, 478 00:20:44,600 --> 00:20:47,100 এবং বিশ্বকে পরিবর্তন করা, একটি একটি করে শব্দ দিয়ে, 479 00:20:47,100 --> 00:20:49,080 একটি করে তলোয়ার দিয়ে, একটি করে জীবন দিয়ে। 480 00:20:49,080 --> 00:20:52,060 যদি আপনাদের নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করি, যদি বিশ্বাস করাতে পারি 481 00:20:52,060 --> 00:20:54,460 যে অসম্ভব আসলে অসম্ভব নয়, 482 00:20:54,460 --> 00:20:57,960 যদি আপনাদের বুঝাতে পারি যে আপনারাও পারেন জীবনে অসম্ভব কিছু করতে, 483 00:20:58,120 --> 00:21:01,020 তাহলে আমার কাজ শেষ হবে, এবং আপনার কাজ মাত্র শুরু হবে। 484 00:21:01,020 --> 00:21:04,100 স্বপ্ন দেখা বন্ধ করবেন না কখনো, বিশ্বাস করা বন্ধ করবেন না কখনো। 485 00:21:04,820 --> 00:21:06,350 আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ 486 00:21:06,350 --> 00:21:08,250 আমার স্বপ্নে অংশ নেওয়ার জন্যেও ধন্যবাদ 487 00:21:08,250 --> 00:21:09,550 আপনাদেরকে আমার উপহার এখানেঃ 488 00:21:09,550 --> 00:21:11,486 যে অসম্ভব আসলে নয় ... 489 00:21:11,486 --> 00:21:12,920 শ্রোতা: অসম্ভব। 490 00:21:12,920 --> 00:21:14,920 লম্বা পথ হেঁটে যাওয়াও উপহারের অংশ। 491 00:21:15,100 --> 00:21:19,560 (করতালি) 492 00:21:19,560 --> 00:21:21,020 সবাইকে ধন্যবাদ। 493 00:21:21,060 --> 00:21:25,360 (করতালি) 494 00:21:25,580 --> 00:21:27,560 (সবাই আনন্দ প্রকাশ করছে) 495 00:21:27,780 --> 00:21:30,240 আপনাকে ধন্যবাদ, ড্যান মায়ার, অভূতপূর্ব!